Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
भारत फुटबॉल संकट: सितारे फीफा से मदद की गुहार लगाते हैं
DBDebanjan Bandyopadhyay
Jan 03, 2026 00:30:11
Kolkata, West Bengal
নতুন বছর চলে এলেও আইএসএল নিয়ে অনিশ্চয়তা কাটার কোনও নামগন্ধ নেই। ইংরেজি নতুন বছর মানে আন্তর্জাতিক ট্রান্সফার উইন্ডোও খোলে। কিন্তু ভারতীয় ফুটবলে আপাতত সেই সবের সুযোগ নেই। উপায় হিসেবে তাই এবার সরাসরি ফифার দ্বারস্থ সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধুরা। ভারতীয় ফুটবল ফেডারেশনকে দুষে তারা সরাসরি ফিফার কাছে আবেদন করছেন, ‘দয়া করে ভারতের ফুটবলকে বাঁচান।’ গুরপ্রীত সিং সান্ধুর পোস্ট করা এক ভিডিওয় উপস্থিত ছিলেন সুনীল, সন্দেশ ঝিঙ্গন, প্রীতম কোটাল, রাহুল ভেকে, অমরিন্দর সিংরা। এমনকী বিদেশিদের মধ্যে কার্লোস দেলগাদো, হুগো বুমো, মাইকেল জাবाकোরাও ছিলেন। সেখানে তাঁরা একবাক্যে ভারতীয় ফুটবলকে ‘বাঁচানোর’ জন্য কাতর আবেদন করেন। ফুটবলারকে একে-একে বলেন, “এটা জানুয়ারি। এখন আমাদের ভারতীয় সুপার লিগে ফুটবল খেলে আপনাদের টিভি-ফোনের পর্দায় আসার কথা ছিল। তার জায়গায়ে আমরা আজ মনে ভয় নিয়ে, কিছুটা বেপরোয়া হয়ে এমন কিছু বলছি, যা সবাই জানে। আমরা একটা আবেদন জানাতে এখানে এসেছি। ভারতীয় ফুটবলের যারা দায়িত্বে আছে, তারা তাদের কর্তব্য পালন করতে পারেনি。”
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AGAyan Ghosal
Jan 03, 2026 01:34:23
Kolkata, West Bengal:METRO *জানুয়ারি মাসের টানা চারটি রবিবার ৪, ১১, ১৮ ও ২৫ জানুয়ারি কলকাতা মেট্রোর ব্লু লাইন ও গ্রিন লাইনে বাড়তি পরিষেবা চালু করা হচ্ছে়। যাত্রীদের ভিড় ও চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।* নতুন বছরের শুরুতেই মেট্রো যাত্রীদের জন্য সুখবর। জানুয়ারি মাসের টানা চারটি রবিবার ৪, ১১, ১৮ ও ২৫ জানুয়ারি কলকাতা মেট্রোর ব্লু লাইন ও গ্রিন লাইনে বাড়তি পরিষেবা চালু করা হবে। যাত্রীদের ভিড় ও চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ব্লু লাইনে বাড়তি ট্রেন এই চারটি রবিবার। ব্লু লাইনে মোট ১৬০টি পরিষেবা (৮০ আপ + ৮০ ডাউন) চালানো হবে। সাধারণত রবিবারে যেখানে ১৩০টি ট্রেন চলে, সেখানে এবার উল্লেখযোগ্য ভাবে পরিষেবা বাড়ানো হচ্ছে। প্রথম মেট্রো দক্ষিণেশ্বর:-শহিদ ক্ষুদিরাম: সকাল ৯টা শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর: সকাল ৯টা নোয়াপাড়া-শহিদ ক্ষুদিরাম: সকাল ৯টা (সময় অপরিবর্তিত) শেষ মেট্রো দক্ষিণেশ্বর:-শহিদ ক্ষুদিরাম: রাত ৯টা ৩৩ শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর: রাত ৯টা ৩৩ শহিদ ক্ষুদিরাম-দমদম: রাত ৯টা ৪৪ এছাড়া বিকেল ৩টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত ব্লু লাইনে ১০ মিনিটের বদলে প্রতি ৮ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। গ্রিন লাইনে পরিষেবা বাড়ছে গ্রিন লাইনে এই চার রবিবার ১২৪টি পরিষেবা (৬২ আপ + ৬২ ডাউন) চালানো হবে। সাধারণ দিনে যেখানে ১০৮টি ট্রেন চলে, সেখানে এবার বাড়ছে ট্রেন সংখ্যা। প্রথম মেট্রো সল্টলেক সেক্টর ফাইভ-হাওড়ा ময়দান: সকাল ৯টা ২ মিনিট হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ: সকাল ৯টা সিটি সেন্টার-হাওড়া ময়দান: সকাল ৯টা। শেষ মেট্রো সল্টলেক সেক্টর ফাইভ-হাওড়া ময়দান: রাত ৯টা ৫৫ হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ: রাত ৯টা ৫৫ হাওড়া ময়দান-সেন্ট্রাল পার্ক: রাত ১০টা ৫ মিনিট গ্রিন লাইনে বিকেল ৪টা ২ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বদলে প্রতি ১০ মিনিট অন্তর মেট্রো পরিষেবা মিলবে। অন্যান্য লাইনের অবস্থা ইয়েলো লাইনে এই রবিবারগুলিতে স্বাভাবিক পরিষেবা চালু থাকবে। তবে অরেঞ্জ লাইন ও পার্পল লাইনে আগের মতোই কোনো মেট্রো চলবে না। মেট্রোর এই সিদ্ধান্তে সপ্তাহান্তে যাতায়াত করা অফিসযাত্রী, পর্যটক ও সাধারণ মানুষের সুবিধা হবে বলে আশা।
0
comment0
Report
SGShreyasi Ganguly
Jan 03, 2026 00:32:35
Kolkata, West Bengal:দিল্লির घटना থেকে শিক্ষা নিয়ে এবার গঙ্গাসাগর মেলা উপলক্ষে রেলের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হল। গঙ্গাসাগর যাত্রীদের জন্য নির্দিষ্ট দুটি প্লাটফর্ম থেকেই ট্রেন ছাড়বে ।। যাত্রীদের বসার জন্য পৃথক জায়গাতে ব্যবস্থা করা হচ্ছে ।। এর পাশাপাশি গঙ্গासাগরের যাত্রীদের জন্য আলাদা করে টিকিট কাউন্টার থাকবে।। ট্রেনে কোনও ভাবে অতিরিক্ত যাত্রী না হয়ে যায় তার জন্য ট্রেন ম্যানেজমেন্ট সিস্টেম বলে একটি আলাদা ব্যবস্থা করা হচ্ছে 。 এবার আরপিএফ এর সংখ্যাও গতবারের থেকে বাড়িয়ে দ্বিগুণ করা হচ্ছে ।। দশ তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত গঙ্গাসাগর যাত্রীদের জন্য এই বিশেষ ব্যবস্থা থাকবে। পাশাপাশি ট্রেনের সংখ্যাও বাড়ানো হচ্ছে। অন্যান্য সময় যেখানে শিয়ালদহ থেকে সাতটা ট্রেন চলে নামখানা কাকদ্বীপ পর্যন্ত এই সময় সেই ট্রেন সংখ্যা বাড়িয়ে ১৮ করা হচ্ছে ।।
0
comment0
Report
ASAyan Sharma
Jan 02, 2026 15:34:23
Kolkata, West Bengal: juni or Doktor s Forum (WBJDF)-এর সভাপতি ডা. অনিকেত মহাতা তাঁর পদ থেকে প্রকাশ্যে ইস্তফা দিয়েছেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি জানান, সংগঠনের মধ্যে কিছু ব্যক্তির দ্বারা ধারাবাহিকভাবে অবৈধ ও অগণতান্ত্রিক কার্যকলাপ সংঘটিত হচ্ছিল, যা একাধিক সতর্কতা ও স্মরণ করিয়ে দেওয়া সত্ত্বেও বন্ধ হয়নি। তাঁর মতে, এই কর্মকাণ্ড ‘জাস্টিস ফর অভয়া’ আন্দোলনের মূল উদ্দেশ্য ও চেতনার সম্পূর্ণ পরিপন্থী। এ pros cóte আর জি কর মেডিক্যাল কলেজের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (RDA) এক বিবৃতিতে জানিয়েছে যে, WBJDF কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মালিকানাধীন সংগঠন নয়। এটি পশ্চিমবঙ্গের সমস্ত মেডিক্যাল কলেজের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনগুলির একটি সম্মিলিত ও গণতান্ত্রিক মঞ্চ। উল্লেখযোগ্যভাবে, আর জি কর মেডিক্যাল কলেজে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই প্ল্যাটফর্মের গঠন হয়েছিল, যার উদ্দেশ্য ছিল ঐক্য ও স্বচ্ছতার সঙ্গে ‘জাস্টিস ফর অভয়া’ আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া। এই পরিস্থিতিতে আর জি কর মেডিক্যাল কলেজের RDA সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, আগামী ৫ জানুয়ারি ২০২৬, বিকেল ৪টা নাগাদ, আর জি কর মেডিক্যাল কলেজে পশ্চিমবঙ্গের সমস্ত মেডিক্যাল কলেজের RDA প্রতিনিধিদের নিয়ে একটি সর্বস্তরের বৈঠক ডাকা হবে। বৈঠকে অনলাইন অংশগ্রহণের ব্যবস্থাও থাকবে বলে জানানো হয়েছে। রাজ্যের মোট ২৬টি মেডিক্যাল কলেজের RDA প্রতিনিধিদের উপস্থিতি প্রত্যাশিত, বিশেষত যাঁরা WBJDF গঠনের সময় আর জি কর মেডিক্যাল কলেজে উপস্থিত ছিলেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, রাজ্যের RDAs আর কোনোভাবেই হুমকি, চাপ সৃষ্টি বা ভয় দেখানোর সংস্কৃতি মেনে নেবে না। ‘জাস্টিস ফর অভয়া’ আন্দোলনের নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা সস্তা রাজনীতি, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি বা অগণতান্ত্রিক আচরণ বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে। সংগঠনের মতে, এই আন্দোলনের মূল ভিত্তি হল ন্যায়বিচার, স্বচ্ছতা ও ঐক্য। এদিকে, আগামী ৫ জানুয়ারির সর্বস্তরের বৈঠক অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত, আর জি কর মেডিক্যাল কলেজের RDA, WBJDF-এর প্রতি তাদের সমস্ত প্রকার সমর্থন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতির শেষে আর জি কর মেডিক্যাল কলেজের RDA জানিয়েছে, পশ্চিমবঙ্গের সমস্ত RDA অংশীদারদের সঙ্গে একযোগে তারা ‘অভয়ার ন্যায়বিচার’-এর দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ক্ষম দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Jan 02, 2026 15:07:09
0
comment0
Report
RDRaktima das
Jan 02, 2026 14:22:55
Kolkata, West Bengal:শহরে ঘটে যাওয়া বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার আরো সতর্ক কলকাতা পুরসভা। গঙ্গাসাগর মেলা উপলক্ষে বাবুঘাটে থাকা ক্যাম্প গুলিতে অতিরিক্ত সিসিটিভি রাখার নির্দেশ। অগ্নি নির্বাপক দপ্তরকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য জানানো হয় মেয়র ফিরহাদ হাকিমের তরফে। শুক্রবার কলকাতা পুরসভায় গঙ্গাসাগর মেলা নিয়ে বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন PWD, PHE, কলকাতা পুলিশ সহ অগ্নি নির্বাপক বিভাগের আধিকারিকেরা। সেই বৈঠকেই এই নির্দেশ দেওয়া হয় মেয়রের তরফে। বলা হয়েছে, গঙ্গাসাগর মেলায় যাওয়ার জন্য বাবুঘাটে যে ক্যাম্প করা হয়েছে, সেখানে প্রতিবছরই অনেকেই নিজেরা রান্না করে খান, এছাড়াও যোগ্য বা আগুন পোহানোর জন্য অনেক সময় কাঠ দিয়ে আগুন জালানো হয়। যেখান থেকে সহজেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার ঝুঁকি থেকে যায়। এইসব জায়গাগুলিতে অতিরিক্ত সিসিটিভি দিতে বলা হয়েছে। অগ্নি নির্বাপক দপ্তরকে বাড়তি নজরদারির মধ্যে রাখতে বলা হয়েছে এই সমস্ত জায়গাগুলিকে। কলকাতা পুরসভার পক্ষ থেকে গোটা ক্যাম্পের দায়িত্বে থাকবেন ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং মেয়র পারিষদ অসিম বসু。
0
comment0
Report
NHNantu Hazra
Jan 02, 2026 14:15:41
Salt Lake City, Utah:On December 31, Rinku Majumdar (Ghosh) lodged a complaint with the Bidhan Nagar Cyber Crime Police Station. He was targeted by "Ananya Chatterjee" and "Indranil Chakraborty" profiles for cyber defamation and harassment issues. ৩১ শে ডিসেম্বর রিঙ্কু মজুমদার (ঘোষ) বিধান নগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। তাকে লক্ষ্য করে "অনন্যা চ্যাটার্জি" এবং "ইন্দ্রনীল চক্রবর্তী" প্রোফাইল দ্বারা সাইবার মানহানি এবং হয়রানি সংক্রান্ত বিষয় নিয়ে। মিসেস রিঙ্কু মজুমদার ঘোষ এর অভিযোগ, "অনন্যা চ্যাটার্জি" এবং "ইন্দ্রনীল চক্রবর্তী" নামে  অনলাইন প্রোফাইলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন,যেখানে রিঙ্কু মজুমদার এবং তার স্বামী দিলীপ ঘোষের বিরুদ্ধে সক্রিয়ভাবে মিথ্যা, বানোয়াট এবং অবমাননাকর বিষয়বস্তু ছড়াচ্ছে। তার ব্যক্তিগত ও বিবাহিত জীবন সম্পর্কে মিথ্যা ও মানহানikor বিবৃতি পোস্ট করা এবং প্রচার করা হচ্ছে।আমার জনসম্মুখে ভাবমূর্তি, বিশ্বাসযোগ্যতা এবং সুনাম নষ্ট করার উদ্দেশ্যে অবমানनাকার মন্তব্য করা হচ্ছে।মানসিক যন্ত্রণা এবং আঘাত দেওয়ার উদ্দেশ্যে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ।
0
comment0
Report
NHNantu Hazra
Jan 02, 2026 14:15:19
Salt Lake City, Utah:Tammana's mother was admitted to a hospital in Kolkata yesterday. Tamanna's mother tries to commit suicide by taking sleeping pills. Pradesh Congress President Shubhankar Sarkar and Abhaya's parents see her. গতকাল তাম্মানার মাকে ভর্তি করা হয় কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। তামান্নারের মা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন।তাকে দেখতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও অভয়ার বাবা মা। আজ তাকে দেখতে আসেন প্রদেশ  কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ আশুতোষ চ্যাটার্জী, মানস সরকার।দেখতে আসেন অভয়ার বাবা মা। অভয়ার বাবা মা পুলিশ প্রশাসন ও government's प्रति তীব্র ক্ষোভ প্রকাশ করেন। শুভঙ্কর সরকার জানান..... ২০২৬ সালে বাংলার মানুষ এই সমস্ত ঘটনার বিচার নিরবে করবে। বাংলায় পরিবর্তন আসন্ন এবং তৃণমূল সরকারের পরিবর্তন হবে। তার কারণ একটা খুনের কিনারা হয়নি। এখানে দাঁড়িয়ে তামান্নার মাকে বললাম মারা গেলে আপনাকে নিয়ে আর একটা মিছিল হতো আর আনন্দ উল্লাস করত ওই পৈশাচিক বাহিনী যারা এই কাজ করেছে বরং উল্টে সরকার যদি কোন ব্যবস্থা না করেন আপনি কিছু ছেলে মেয়ে তৈরি করুন আগামী দিনে তারাই বিচার করবে। গুরুত্ব সহকারে আমার কথা শুনলেন এবং বললেন না না अब থেকে লড়াই আরো বেশি বাড়বে। অনিকেত মাহাতো পদত্যাগ নিয়েও রিঅ্যাকশন রয়েছে। দিলীপ ঘোষ নিয়েও আছে। অভয়ার বাবা মা বলেন.... আমরা যেমন ভাবে আন্দোলন করে যাচ্ছি বিচার ছিনিয়ে আনার চেষ্টা করছি তামান্নার মা ও সেরকম চেষ্টা করছে বলে সেই সাহস দিলাম। আপনার এত সাহস তাহলে হঠাৎ করে এরকম কেন একটা চিন্তা ভাবনা নিলেন। আপনি গ্রাম গঞ্জে জানেন না যখন রাস্তাঘাটে বের হই যে সমস্ত কথাবার্তা আমাদের কানে আসে সত্যিই আমরা হতাশ হয়ে পড়ি, আমি বললাম হতাশ হওয়ার কোন কারণ নেই এগুলো কিছু পাত্তা দেবেন না, বলতে বলতে ওরা ক্লান্ত হয়ে যাবে আর বলবে না। আমাদের বাড়ির সামনে যে পুলিশগুলো থাকে এখন বুঝে গেছি তারা আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য নয় আমাদের উপরে খবরদারি করার জন্য। তামান্নার মায়ের পাশে সব সময় আছি উনি আন্দোলনের একটা মুখ হিসেবে উঠে এসেছেন আমরা জেরকম উনাদের পাশে আছি উনিও তেমন আমাদের পাশে আছে।। মা বলেন........ লড়াইতে পাশে থাকবো এবং এই যে দুর্নীতিপ অপশাসন মিথ্যাচার এই যে একটা সরকার চালাচ্ছে সেই সরকারের পুরোটা পরতে পরতে যে দুর্নীতি চাকরি বিক্রি থেকে শুরু করে সব চোর এই চোরদের রাজত্ব ভাঙতে চাই আমরা চাই স্বাস্থ্যমন্ত্রী হিসেবে উনি ব্যর্থ পদত্যাগ দাবি:first দিন থেকে করে এসেছি এবং এই যে দুর্নীতি এই দুর্নীতি অপশাসন মিথ্যাচার এই চোরদের সরকার আমরা চাই না তাই জনগণকে বলবো গণতন্ত্রের অধিকার প্রয়োগ করার আগে এই চোরদের তাড়ানোর জন্য সবাই সক্রিয় থাকবেন।
0
comment0
Report
Advertisement
Back to top