Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
हिंदी में क्लिकबेट समाचार शीर्षक
AGAyan Ghosal
Jan 02, 2026 03:21:42
Kolkata, West Bengal
हावड़ा डिविशन में रखरखाव के काम 3 जनवरी बंदी 37424 आनंदनगर तारकेश्वर लोकल। 37423 तारकेश्वर आनंदनगर लोकल। 37351 हावड़ा तारकेश्वर लोकल। 4 जनवरी बंदी 37373 हावड़ा गोघाट लोकल 37374 गोघाट हवर्द लोकल 37401 तारकेश्वर गोघाट लोकल 37421 तारकेश्वर आनंदनगर लोकल 37372 गोघाट हवड़ा लोकल 37351 हावड़ा तारकेश्वर लोकल 37402 गोघाट तारकेश्वर लोकल इसके अलावा बंद अरामबाग तारकेश्वर लोकल तारकेश्वर शियराडफুলি लोकल 5 जनवरी बंदी सुबह के आरंभिक हावड़ा से तारकेश्वर, शियराडफুলি और शियराडफুলি से तारकेश्वर लोकल।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AGAyan Ghosal
Jan 02, 2026 03:21:57
Kolkata, West Bengal:১) *কুণাল ঘোষ বলেছেন দীঘা জগন্নাথ মন্দির দর্শন আপনার ভাগ্য ফেরালো* উনি প্রবচন দিতেই থাকেন। লোকে মজা পায়। উনি সব ব্যাপারেই মন্তব্য করে থাকেন। ২৬ এর নির্বাচনে জগন্নাথ দেবের আশীর্বাদেই রাজ্যে পরিবর্তন হবে। ২) *আপনার ভাগ্যে যে জোন পড়বে তার মধ্যে অন্তত ৩৫ টি আসন তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ* পার্টি যাকে যে দায়িত্ব দেবে সেটা সে করবে। আমার এখনও জোন ভাগ নিয়ে কিছু জানা নেই। আমি ৩ বার ভোটে লড়েছি। ৩ বার সভাপতি বা অন্য দায়িত্ব সামলেছি। নিজের ছাড়াও অন্যের হয়ে প্রচার করেছি। ২১ এর ভোটে আমি প্রার্থী ছিলাম না। ৩) *একা শুভেন্দু কে দিয়ে হবে না বুঝেই কি আপনাকে স্বমহিমায় ফেরালো দলের হাই কম্যান্ড?* পার্টি তো কোনো একক ব্যক্তির ভরসায় চলতে পারেনা। কিছু প্রমিনেন্ট মুখ থাকে যাদের অভিজ্ঞতা বেশি। তাদের গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু কোনো একজন গোটা পশ্চিমবঙ্গ জিতিয়ে দেবে সেটা সম্ভব নয়। ৪) *আপনার তো এমন দুর্দিনও গেছে যেখানে প্রধানমন্ত্রী রাজ্যে এসেছেন আর আপনাকে বিমান ধরে অন্য জায়গায় চলে যেতে হয়েছে* হতে পারে। পার্টি এক্সপেরিমেন্ট করে মাঝে মাঝে। আগে তো ভোটে লড়তে হয়নি। তখন দল ভেবেছিল একেকটা মুখ কে একেকবার সামনে আনি। দেখি পাবলিক কিভাবে রিয়াক্ট করে। মাঝে কিছুদিন সেই প্রক্রিয়া চলেছে। ৫) *হুমায়ূন যদি সংখ্যালঘু ভোট কাটুয়ার ভূমিকায় নামেন তাহলে তো আপনাদের অ্যাডভান্টেজ* গতবার আইএএফ নিয়েও আপনারা একই ভাবে বিস্তর চর্চা করেছিলেন। রেজাল্ট কি হল? আমার মনে হয় ওই দলের সঙ্গে কোনো না কোনো পার্টির সেটিং হবে। গতবার নওশাদ সিদ্দিকী বড় বড় সভা করেছিল। আর হুমায়ূন কবির এখনও পর্যন্ত নিজের এলাকা ছেড়ে বেরোননি। তার পার্টির কি ভবিষ্যত? উনি সকালে একরকম বলেন। বিকেলে আরেক রকম। মানুষ তো এইভাবে বিশ্বাস করবে না। উনি আগে ওনার উদ্দেশ্য স্পষ্ট করুন। উনি জল মাপছেন। দাম বাড়াচ্ছেন। ৬) *হুমায়ূনের ব্রিগেড সমাবেশ* উনি আগেও অনেক বড় বড় কথা বলেও কিছুই করতে পারেন নি। উনি যদি সত্যিই ব্রিগেডে ১০ লাখ মানুষ জমা করতে পারেন নিঃসন্দেহে ওনার পার্টি একটা বড় শক্তি হিসেবে উঠে আসবে। ৭) *অভিষেক আজ থেকে আবার ফুল অ্যাকশনে* ভোটে সব পার্টি অ্যাক্টিভ হয়। ওরাও করছে। আমরাও করব। ডায়লগ দিয়ে ইলেকশন জেতা যায়না। সিপিএম কে একসময় অজেয় ভাবা হতো। কেউ ভাবতেই পারেনি সিপিএম হেরে যেতে পারে। তারপর সিপিএম এমনভাবে হারল আর কোনোদিন খুঁজে পাওয়া গেল না। বিজেপি অলরেডি সাড়ে ৩ হাজার পথসভা করে ফেলেছে। আমাদের রাজ্য সভাপতি উত্তর থেকে দক্ষিণ ট্যুর শুরু করবেন। আমরাও থাকব। ৮) *শীতকালে শীত ঘুম ভাঙ্গল দিলীপ ঘোষের?* আমার শীত ঘুম ভাঙ্গেনি। আমি রোজ ইকো পার্ক এসেছি। এখানেই আপনাদের সঙ্গে কথা বলেছি। কার কাছে কখন কার গুরুত্ব কমবেশি সেটা পার্টি জানে। দিলীপ ঘোষ আগেও যা ছিল এখনও তাইই আছে। ভোটের মুখে আমাকে যে কাজ দেওয়া হল সেটাই করব। ৯) *প্রতিষ্ঠা দিবসে ফের গোষ্ঠী কোন্দল তৃণমূলে* কংগ্রেস ছেড়ে তৃণমূল তৈরির সময় এরা সমস্ত বদ গুণ নিয়ে এসেছে। ওটা তৃণমূলের ডিএনএ তেই আছে। কংগ্রেস গোষ্ঠী কোন্দল করতে করতে শেষ হয়ে গেছিল। তৃণমূল সেই পথেই হাঁটছে। ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা বাড়ছে। ১০) *কি ভোকাল টনিক দিলেন অমিত শাহ?* আমি নিজে কোনো ভোকাল টনিক দিই নি। কাজ শুরু করিনি এখনও।
0
comment0
Report
PCPartha Chowdhury
Jan 02, 2026 03:21:33
Bardhaman, West Bengal: তারা একই দলের। একই এলাকার। তবু আলাদাভাবে দলের জন্মদিন পালন করলেন তৃণমূল কংগ্রেসের ভাতার এলাকার বিক্ষुब্ধ নেতারা। রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস অন্যান্য জায়গার পাশাপাশি পূর্ব বর্ধমানের ভাতার ব্লক কার্যালয়ে বিধায়ক মানগোবিন্দ অধিকারীর উদ্যোগে জাঁকজমকপূর্ণ ভাবে দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়।সেখানে যান নি দলের আর একটি প্রভাবশালী গোষ্ঠী। তৃণমূল কার্যালয়ের ঢিল ছোড়া দূরত্বে ভাতারের প্রাক্তন বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সহ-সভাপতি বনমালী হাজরার উপস্থিতিতে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় আলাদাভাবে।এখানে দলের বেশ কিছু নেতা ও পঞ্চায়েতের পদাধিকারী উপস্থিত ছিলেন। যা নিয়ে ভাতারের শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ভাতার বাজার রেলস্টেশন এলাকায় প্রাক্তন বিধায়কের নেতৃত্বে এই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে নাম না করে বর্তমান বিধায়ক মানগোবিন্দ অধিকারীকে উদ্দেশ্য করে আক্রমণ শানান তৃণমূলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। ভাতার ব্লক তृণমূলের প্রাক্তন সহ সভাপতি মনোয়ার ইসলাম বলেন, যারা তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করেছিল তাদের বর্তমান দলে সম্মানের জায়গা নেই। পুরনো কর্মীরা প্রাপ্য সম্মান পাচ্ছেন না। পাশাপাশি তিনি আরোও বলেন, বর্তমান বিধায়কের ঘনিষ্ঠরা বিভিন্ন দুর্নীতিমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে। দল থেকে দূরে সরে যাচ্ছে পুরনো কর্মীরা। তাই কর্মীদের আবেগকে ধরে রাখতে আলাদাভাবে দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে। এদিন দলের প্রতিষ্ঠা দিবসের পালনের পর ভাতার হাসপাতালে রোগীদের ফল বিতরণ করতে দেখা যায় ভাতারের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরাকে। যদিও এ বিষয়ে ভাতার ব্লক তৃণমূলের সভাপতি বাসুদেব যশ বলেন, যারা প্রকৃত তৃণমূল কর্মী তারা ডাক না পেলেও দলের কর্মসূচিতে অংশগ্রহণ করবে এটা স্বাভাবিক। যদিও প্রতিটি কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের জানিয়ে দেওয়া হয়। আর যারা সম্মান পাচ্ছেন না বলছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো জেলা কমিটিতে বিভিন্ন পদে তাদেরও নির্বাচিত করেছেন। তাহলে তারা আবার কী সম্মান চান? এই ঘটনা ছায়া ফেলেছে জেলাস্থরেও। শুরু হয়েছে রাজনৈতিক কাটাছিড়া। জেলা বিজেপি নেতা এনিয়ে মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, 'এভাবে প্রতিষ্ঠা দিবস পালন করাই প্রমাণ করে ও দলে নীতি আদর্শ বলে কিছুই আর বাকি নেই। তবে তিনি সংযোজন করেন,বিধায়কের দুর্নীতিতে মদত আছে। পুরনো কর্মীরা ভাবছেন, কেন এত কষ্ট করে দলকে ক্ষমতায় আনলাম? তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন।' অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম বলেন, বিষয়টা খোঁজ নিয়ে দেখতে হবে। সবাই মিলে একসাথে কর্মসূচি পালন করাই উচিত। আলাদাভাবে করা উচিত নয়। দলের কথা সবাইকে মেনে চলতে হবে। বাইট : ১) মৃত্যুঞ্জয় চন্দ্র ( বিজেপি নেতা) ২) বাগবুল ইসলাম ( তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক) ৩))বাসুদেব যশ ( ভাতার) ব্লক সভাপতি) ৪))মনোয়ার ইসলাম ( প্রাক্তন সহ সভাপতি)/ বিক্ষুব্ধ। শেখ মিলনের সঙ্গে পার্থ চৌধুরী। 0201ZG_BWN_CLASH
0
comment0
Report
AGAyan Ghosal
Jan 02, 2026 03:02:31
Kolkata, West Bengal:আবহাওয়া পয়েন্টার दार্জিলینگ এর পার্বত্য উঁচু এলাকায় আজ রাতে তুষারপাতের সম্ভাবনা। সান্দাকফু ঘুম ধোত্রে মানেভঞ্জন চটকপুরের মত উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হবার সম্ভাবনা। ২) দার্জিলিং সহ উত্তরবঙ্গের চার জেলায় বৃষ্টির পূর্বাভাস। আজ থেকে শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। ৩) পশ্চিমী ঝঞ্ঝায় বাধা শীতল হাওয়ায়। ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে পারদ। আজ শুক্র ও কাল শনিবার বাড়বে তাপমাত্রা। রবিবার রাত থেকে সামান্য করে পারদ পতন হতে পারে। উল্লেখযোগ্য পারদ পতন হবে মঙ্গলবার থেকে পরবর্তী সোমবার অর্থাৎ ১২ জানুয়ারি পর্যন্ত। ৪) উত্তরবঙ্গে আগামী তিনদিন একই রকম থাকবে তাপমাত্রা তারপর দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। দক্ষিণবঙ্গে উইকেন্ড এর মধ্যে কলকাতায় ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে তাপমাত্রা থাকতে পারে। ৫) আগামী সপ্তাহের মাঝামাঝি ফের উল্লেখযোগ্য পারা পতনের আশঙ্কা। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বুধ বৃহস্পতিবার নাগাদ। ৬) ওড়িশার উপকূলে বিপরীত ঘূর্ণাবর্ত। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে। কুয়াশা বাড়বে রাজ্যে। দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বাড়বে কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ সহ-সংলগ্ন এলাকায়। ৭) উত্তরবঙ্গেেও আজ থেকে ঘন কুয়াশার দাপট। আজ শুক্রবার ঘন কুয়াশা দার্জিলিং কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। কাল শনিবার ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। পরশু রবিবার ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে。
0
comment0
Report
AGAyan Ghosal
Jan 02, 2026 01:45:59
0
comment0
Report
DGDebabrata Ghosh
Jan 01, 2026 16:30:52
Howrah, West Bengal:এবার নির্বাচন কমিশন শুনানিতে তলব করল দক্ষিণ হাওড়ার বিধায়ক নন্দিতা চৌধুরীকে নির্বাচন কমিশন এবার শুনানিতে তলব করল দক্ষিণ হাওড়ার বিধায়ক ও হাওড়া জেলা(সদর) মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নন্দিতা চৌধুরীকে। আগামী ৪ জানুয়ারি, রবিবার শুনানি কেন্দ্রে তলব করা হয়েছে তাঁকে। সমস্ত তথ্য নিয়ে হাওড়া ময়দানের শুনানি কেন্দ্রে উপস্থিত হতে নন্দিতাকে নির্দেশ দিয়েছে কমিশন। বিএলও মারফত এই সংক্রান্ত নোটিশ তাঁকে পাঠানো হয়েছে বলে জানা গেছে। নন্দিতা চৌধুরী এই বিষয়ে জানান, তাঁর হাওড়ার বাড়িতে বিএলও গিয়ে শুনানির ওই নোটিশ দিয়ে এসেছেন। আগামী রবিবার ৪ জানুয়ারি তাঁকে শুনানির জন্য ডাকা হয়েছে। কি কারণ তা তিনিও বুঝতে পারছেন না বলে নন্দিতা চৌধুরী জানান। প্রসঙ্গত হাওড়ার বেশ কয়েকবারের বিধায়ক এবং সাংসদ প্রয়াত অম্বিকা বন্দ্যোপাধ্যায়ের কন্যা নন্দিতা চৌধুরী। নন্দিতা দক্ষিণ হাওড়ার বর্তমান বিধায়ক এবং পাশাপাশি হাওড়া জেলা(সদর) মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। শুনানির এই নোটিশ পেয়ে কার্যত হতবাক তিনি। নন্দিতা বলেন, ‘মানুষকে হয়রান করতে বৈধ ভোটারদের এইভাবে শুনানিতে ডাকা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। কি কারণে আমাকে শুনানিতে ডাকা হল কিছুই বুঝতে পারছি না।’
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Jan 01, 2026 13:47:39
Kolkata, West Bengal:১) বঙ্গ বিজেপিতে ফের প্রাসঙ্গিক দিলীপ ঘোষ। আজ রাজ্য সভাপতির সঙ্গে বৈঠک করেছেন দিলীপ.. ২) দিলীপ নিজেই ক্ষোভ প্রকাশ করেছেন দলের একাংশের বিরুদ্ধে। জনপ্রতিনিধি হয় ভোটে লড়াই করতে চান দিলীপ ঘোষ.. ৩) ভোটার আগে দিলীপ ফেরায় তৃনমূলের কি চাপ বাড়লো.. ৪) বিজেপি তে বাইরে থেকে অনেকেই এসেছে : দিলীপ ৪) তৃণমূলকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেছেন ত্রীনমূলে আগুন लেগেছে, তাই মমতা ও অভিষেককে ছুটতে হচ্ছে.. ৫) অমিত শাহ মিটিংয়ে বলেছেন, তৃনমূলের জন্য অনুপ্রবেশ বাড়ছে। অশান্ত হচ্ছে গোটা দেশ.. ৬) এবার জেপি নাড্ডা আসছেন রাজ্যে.. ৭) বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে বাংলা ও অসম। এটা কি ভোটের কথা মাথায় রেখে.. ৮) অধীর চৌধুরী আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে.. ৯) সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট সামনে আসছে, আর জি কর আন্দলের অন্যতম মুখ অনিকেত মাহাতো জানিয়েছেন WBJDF ছাড়ছেন.. ১০) অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল থেকে শুরু করছেন আবার জিতবে বাংলা যাত্রা। অন্যদিকে কাল থেকে প্রচারে নামছে শুভেন্দুও। মালদহে সভা বিরোধী দলনেতার.. ১১) রায়গঞ্জ এর তৃনমূল যুব নেতার রহস্য মৃত্যু.. ১২) ২১ ফেব্রুয়ারি ছুটি বাতিলের সিদ্ধান্ত ইউনূস সরকারের.. ১৩) কাজল শেখকে রুপোর তরোয়াল উপহার দেওয়া।
0
comment0
Report
Advertisement
Back to top