Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
बंगाल में पटाखा उद्योग पर संकट, लाइसेंस-प्रमाणपत्र नहीं मिलने से स्थानीय बाजार सूना
AGAyan Ghosal
Oct 08, 2025 11:34:29
Kolkata, West Bengal
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গোটা রাজ্যকে যারা বৈচিত্রময় আতশ বাজি চিনিয়েছে সেই বজবজ নুঙ্গি মহেশতলার আর কোনো উৎসাহ অবশিষ্ট নেই দীপাবলির প্রাক্কালে। উৎপাদন আছে। বাজার নেই। দীপাবলির আতশ বাজি ঘিরে উৎসাহ উন্মাদনার মধ্যেও শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব ছবি দক্ষিণ ২৪ পরগনার বাজি শিল্পের হাবের। কলকাতা শহরের তো বটেই রাজ্যের ১৯ টি জায়গায় বসতে চলা সরকার অনুমোদিত বাজি মেলা বা বাজি বাজারের কোথাও কার্যত ঠাঁই নেই স্থানীয় বাজির। বিভিন্ন টেকনিক্যাল কারণে বাজারের প্রায় পুরোটাই দখল করে নিয়েছে তামিলনাড়ুর শিবকাশী। কিন্তু কেন? ১) গ্রীন বাজি ছাড়া দেশে এখন অন্য সমস্ত রকম বাজি অবৈধ বা বেআইনি। গ্রিন বাজি নির্মাতা কে সার্টিফিকেট দেয় নাগপুরের সংস্থা NATIONAL ENVIRONMENT ENGINEERING RESEARCH INSTITUTE বা নিরি। রাজ্যের প্রায় ১২০০ হাজার বাজি নির্মাতা, যার মধ্যে নুঙ্গি মহেশতলা এলাকায় আছেন ২৭৯ জন, তাদের মধ্যে এখনও পর্যন্ত নিরি সার্টিকেট আছে মাত্র ১৫০ জনের হাতে। ২) এই ১৫০ জনের মধ্যে রাজ্য সরকারের দমকল সহ অন্যান্য সমস্ত লাইসেন্স আছে মাত্র ৪০ জনের হাতে। বাকিদের ভাগ্য ঝুলে রয়েছে। ৩) নিরি ট্রেনিংয়ের খরচ ১০ হাজার ৮০০ টাকা। (সরকারি খরচ)। এরপর সার্টিফিকেট হাতে পেয়ে ব্যবসা করার রেজিস্ট্রেশন খরচ প্রতি ক্যাটাগরিতে ১১ হাজার ৮০০ টাকা। মোট ৩ টি ক্যাটাগরি আছে। ক) সাউন্ড ক্যাটাগরি খ) লাইট (আলো) ক্যাটাগরি গ) স্পার্কলার ক্যাটাগরি একটি রেজিস্ট্রেশনে ৩ রকম বাজি বিক্রি করা যায়না। আলাদা তিনটি ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন করাতে হয়। এতো বিপুল টাকা দেওয়ার ক্ষমতা এই প্রান্তিক বাজি নির্মাতা বা বিক্রেতা কারুরই প্রায় নেই। ৪) বাজি নির্মাণের পর নিরি সার্টিফিকেট পেতে গেলে সেই বাজি নিয়ে নাগপুর যেতে হয়। ট্রেন ও বিমানে বাজি বহন সম্পূর্ণ নিষিদ্ধ। তাই সম্মিলিত ভাবে মোটা টাকায় ট্রাক ভাড়া করে কলকাতা থেকে নাগপুর যেতে পারেন না সিংহভাগ নির্মাতা বা ব্যবসায়ী। ৫) নিরি সার্টিফিকেট এবং রাজ্যের ট্রেড লাইসেন্স দুটি একসঙ্গে বাধ্যতামূলক ভাবে না থাকলে বৈধ কোনো বাজি মেলা বা বাজি বাজারে এন্ট্রি পাওয়া যায়না। আর ঠিক এই জায়গাতেই মেরে বেরিয়ে যাচ্ছে তামিলনাড়ুর শিবকাশি।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
EGE GOPI
Oct 08, 2025 13:02:50
Kharagpur, West Bengal:এক কিশোরীকে তার সৎ মামার সাথে বিয়ে দেওয়ার চেষ্টা এবং ধর্ষনের চেষ্টার অভিযোগে বাবাকে গ্রেপ্তার করলো সবং থানার পুলিশ। পলাতক সৎ মামা। ঘটনাটি সবং থানার এলাকার। ওই কিশোরী জেলা পশ্চিম মেদিনীপুরের সবং থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগে জানিয়েছে, তার মা আট বছর আগে মারা যান। তার পরে তার বাবা পুনরায় বিয়ে করেন। বিয়ের পর তাদের সৎ মা তাদের সাথে অশ্লীল ভাষা ব্যবহার করেন এবং বিভিন্ন পারিবারিক কারণে তাদের উপর নির্যাতন করেন। অভিযোগকারীর বাবা রাতে তার বিছানায় যেতেন, তাকে স্পর্শ করতেন। তার সৎ মায়ের ভাই এর সাথে বিয়ে দেওয়ার জন্য চাপ দিতেন। কিন্তু তিনি তাতে রাজি হননি ওই কিশোরী। গত ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে নটা নাগাদ তার বাবা ওই সৎ মামাকে বাড়িতে মদ্যপান করতে ডেকে পাঠান। অভিযুক্ত ওই সৎ মামা এসে তাকে বিয়ে করার জন্য চাপ দেন কিন্তু কিশোরী রাজি হননি। যার কারণে তাই তিনি অভিযোগকারীর শ্লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টা করে তার মামা। ঘটনার তদন্তে নেমে পুলিশ বাবাকে গ্রেপ্তার করলেও পলাতক সৎ মামা। U/S - 115(2)/74/64/62/351(2)/3(5) BNS মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ。
0
comment0
Report
AGAyan Ghosal
Oct 08, 2025 13:02:26
Kolkata, West Bengal:আজ বিকেলের আবহাওয়া। উত্তর বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের আশঙ্কা। শুক্রবার তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। উত্তর-পূর্ব আসাম और দক্ষিণ বাংলাদেশের রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। দক্ষিণ বাংলাদেশের ঘূর্ণাবর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে আর ভারী বৃষ্টির আর কোন সতর্কবার্তা নেই। আংশিক মেঘলা আকাশ; কমবে বৃষ্টির সম্ভাবনা। আজ বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সতর্কতা দার্জিলিংএবং মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস থাকবে। কাল থেকে রোদ ঝলমলে পরিবেশ কোথাও আংশিক মেঘলা আকাশ। স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। এই বৃষ্টিও কিছু এলাকার কিছু অংশে সামান্য সময়ের জন্য হতে পারে। ক্রমশ কমবে সেই বৃষ্টির সম্ভাবনাও। দক্ষিণবঙ্গে শুক্র/শনিবার পর্যন্ত পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলী নদিয়া মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সতর্কতা থাকবে আগামী তিন চার দিন। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস। উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা কমবে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি নেই দক্ষিণবঙ্গেও। কলকাতায় আজ বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। কাল সম্ভাবনা কম থাকবে। ফের শুক্রবারে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্রবারেও কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। তবে মূলত বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দমকা বাতাস থাকতে পারে। এই মুহূর্তে বর্ষা বিদায় রেখার অবস্থান গুজরাটের ভিরাবল থেকে উজ্জয়ন ঝাঁসি হয়ে উত্তরপ্রদেশের শাহজাহানপুর পর্যন্ত বর্ষা বিদায় রেখা থমকে আছে। আগামীদু-তিন দিনের মধ্যে বর্ষা গুজরাটের বাকি অংশ থেকে বিদায় নিতে পারে। মধ্যপ্রদেশ উত্তর প্রদেশ মহারাষ্ট্রের একটা বড় অংশ থেকে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যেই বর্ষা বিদায় নিতে পারে এই এলাকা থেকে। আগামী পাঁচ দিনে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা নেই বাংলায়। বর্ষা বিদায় নেওয়ার পর শীত আসার আগে সাইক্লোনের সিজন। অক্টোবর থেকে ডিসেম্বরের প্রথম ভাগ পর্যন্ত ঘূর্ণিঝড়ের সময়। এরপর পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে হাওয়া বদল হয়ে শীত আসবে ডিসেম্বরে.
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Oct 08, 2025 13:01:55
Kolkata, West Bengal:বিহারের পর পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এসআইআর নিয়ে চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতেই আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। আগামীকাল বুধবার সকাল দশটা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তরবঙ্গ বাদে রাজ্য의 সব জেলাশাসক, ই আর ও, এ ই আর ও, বি এল ও, মহকুমা শাসক পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলের সঙ্গে বৈঠক করবেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। যাবেন রাজারহাট গোপালপুর বিধানসভা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে হবে এই ভিডিও কনফারেন্স, যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল সহ অন্যান্য সব আধিকারিকেরা। বৈঠক শেষে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সরজমিনে যাবেন রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে। যেখান থেকে প্রথম ভোটার তালিকায় কারচুপির অভিযোগ উঠেছিল যার পরিপ্রেক্ষিতে সাসপেন্ড হতে হয়েছে চার আধিকারিককে। যে পদ্ধতিতে বিহারে এস আই আর রয়েছে তাকেই অনুসরণ করে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এসআইআর পরিচালনা করতে চলেছে নির্বাচন কমিশন এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।
0
comment0
Report
BBBimal Basu
Oct 08, 2025 13:01:20
Basirhat, West Bengal:পূর্ণিমার ভরা কটালে কোথাও বাঁধ ভাঙল কথাও বাঁধে ফাটল উত্তর ২৪ পরগণার মিনাখাঁ ব্লকের মোহনপুর অঞ্চলের পূর্বমোহনপুরের চড়পাড়া এলাকার মধ্যে বুধবার গভীর রাতে পূর্ণিমার ভরা কটালের জেরে বিদ্যাধরী নদীর বাঁধ ভেঙে যায়। প্রায় ত্রিশ ফুটের মত নদীর বাঁধ ভাঙে নদীর নোনা জল ঢুকে পড়ে মেছোভেড়িতে। তারপর দুপুরে ভাটা শুরু হতেই মোহনপুর অঞ্চল তৃণমূলের সভাপতি তুহিন ভুঁইয়া উদ্যোগে গ্রামবাসীরা নদীবাঁধের সংস্কারের কাজ শুরু করেন। অন্যদিকে হিঙ্গলগঞ্জ ব্লকের রুপমারি গ্রামপঞ্চায়েত হলদা বাঁশতলা এলাকায় কয়েকশো ফুট নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে। নদীবাঁধের ওপর গ্রামের যাওয়ার ইটের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গায় বাঁধে ঘোগের সৃষ্টি হওয়ায় জল ঢুকছে চুঁয়ে চুঁয়ে। ফলে আতঙ্কে দেখা দিয়েছে গ্রামে।
0
comment0
Report
MCMoumita Chakraborty
Oct 08, 2025 13:00:51
Kolkata, West Bengal:রাহুল সিনহা:: উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি স্বাভাবিক এর পথে গেলেও মানুষের দুর্ভোগ বাড়ছে। সরকার এর পক্ষ রাজনীতিতে ব্যস্ত অথচ ত্রাণ নিয়ে ব্যর্থ সরকার। মেয়াদ উত্তির্ন জুস সরকার দিচ্ছে। রাহুল সিনহা:: মুখ্যমন্ত্রী বলছেন কেন্দ্র সাহায্য পাঠাল না। উনি শুধু টাকা চেনেন। ৪০বার টাকা টাকা টাককা করে যাচ্ছেন। মানুষের মৃত্যুতে চিন্তিত নন। কার্নিভালে মৃত্যুর উৎসব করলেন? ধিং ধিং করে নাচলেন। রাহুল :: মুখ্যমন্ত্রী ডিভাইড অ্যান্ড রুলের পলিসি নিয়ে চলছেন। রাহুল :: উনি অভিসন্ধি, হিংশ্রতা নিয়ে কাজ করেন। মানবিকতা নেই। শুধু খগেন মুর্মু কে দেখত গেলেন অথচ শঙ্কর ঘোষকে দেখতে গেলেন না। রাহুল : মুখ্যমন্ত্রী ও তার দল চেষ্টা করছেন বাংলার ঘটনার জন্য বিষয়টাকে অন্য দিকে ঘোরাতে ত্রিপুরা তে নিয়ে যেযে চাইছে। হাজারো চেষ্টা করলেও ধামাচাপা দেওয়া যাভেনা। বিজেপিকে আভ্যন্তরীন ডিভাইড অ্যান্ড রুলের চেষ্টা করেছেন। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দরকার।। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ক্ষমা চান। রাহুল:: মমতা ব্যানার্জী কেই গ্রেফতার করা উচিত রাহুল:: এস আই এর হচ্ছে বলেই ওনার মাথায় চিন্তা। কালি পুজোর আগেই sir হবে। রাহুল:মমতা ব্যানার্জী ডিভাইড অ্যান্ড রুল পলিসি করতে চাইছে। বিজেপি তে অন্তরকলহ লাগানোর চেষ্টা করে লাভ হবেনা।। এটা পিসি ভাইপোর দল নয়।।।। রাহুল :: এই ঘটনার স্বচ্ছ তদন্ত হলে কালিঘাট পর্যন্ত হবে। রাহুল: ত্রণমূলের কোন পার্টি অফিস ভাঙচুর হয়নি। নজর ঘোরানোর চেষ্টা। বরং তৃণমূলের একদল লোক গতকাল মুরলী ধরের আমাদের অফিসে ভাঙচুর করার চেষ্টা করেছিল। এভাবে নজর ঘোরানো যাবেনা। যেভাবে হামলা হয়েছে এই কলঙ্ক হটাতে পারবেনা তৃণমূল। রাহুল:: বিজেপি চাইলে ওখান থেকে একটাকেও ফিরতে দিতেনা। কুনাল ঘোষের আকাঙ্খা ও আমরা পূরণ করে দিতে পারি। কিন্তু বিজেপি ওই রাস্তায় হাঁটেনা।।। বিজেপি গণতান্ত্রিক দল। আমরা সন্ত্রাস এর রাস্তায় হাঁটিনা।। রাহুল:: ত্রাণ কি পরিমান আছে মানুষের হাহাকার বলে দিচ্ছে। রাহুল : পিসির তৃণমূল আর ভাইপোর তৃণমূল আলাদা। কোনরকমে আঠা দিয়ে প্যাচ আপ দেওয়া ।। দ্বিখন্ডিত হবার জায়গায় তৃণমূল।। রাহুল:: যেখানে দুর্যোগ সেখানে এস আই আর এখন হবেনা। কিন্তু যেখানে দুর্যোগ নেই সেখানে তো হবেই এখন। মুখ্যমন্ত্রীর এত চিন্তা কিসের? রাহুল : সুপ্রিম কোর্ট যা নির্দেশ দেওয়ার দিয়েছেন। তবে অযোগ্য দের যে তালিকা দেওয়া হয়েছে সেটা সঠিক নয়। আরো আছে নাম।
0
comment0
Report
TDTapan Deb
Oct 08, 2025 11:34:44
Alipurduar, West Bengal:আলিপুরদুয়ার == জলদাপাড়া জাতীয় উদ্যান । এক শৃঙ্গ গন্ডারের জন্য যথেষ্ট সুনাম রয়েছে এই জাতীব উদ্যানের। বছরের প্রায় সিংহভাগ সময় দেশ বিদেশের বহু পর্যটক আসে এই জাতীয় উদ্যানে এক শৃঙ্গ গন্ডার দেখবার জন্য। জঙ্গলকে ঘিরে পর্যটকদের জন্য রাজ্যের পর্যটন দপ্তরের বৃহত আবাসন আরন্যক তৈরী করেছে এখানে। জলদাপাড়া জাতীয় উদ্যানের গাঁ ঘেষে চলে গিয়েছে হলং নদী। এই নদী পেরিয়ে পৌছতে হয় আরন্যকে। গত রবিবার সকালে ভয়াবহ জলোচ্ছ্বাসে হলং নদীর উপর থাকা শতাব্দী প্রাচীন কাঠের সেতুটি ভেঙ্গে চলে যায়। জানা গেছে গত তিন বছর ধরে সেতুটি দুর্বল সেতু হিসাবে প্রশাসন চিহিত করেছিল যদিও প্রতিবছর বর্ষায় ক্ষতিগ্রস্হ হয়েছে সেতুটি। কিন্তু সেতুটি নির্মাণ কে করবে ? রাজ্যের বনদপ্তরের দাবি সেতুটি পর্যটন দপ্তর করবে। পর্যটন দপ্তরের দাবি বনাঞ্চলে থাকা নদীর উপর কাঠের সেতু বনদপ্তর করবে। দুই দপ্তরের এই ঠ্যালাঠেলিতে দুর্বল সেতুটি জলোচ্ছ্বাসে উড়ে গেল সম্পুর্ন। স্থানীয় পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে আলিপুরদুয়ারের সাংসদ দাবি করছেন সেতু তুমি জারি হও। পর্যটন মরশুমে নতুন করে তৈরী হোক সেতুটি। রাজ্যের বনদপ্তরের মন্ত্রী বীরবাহা হাসদা সেতুটি পরিদর্শন করে গেলেও কবে সেতুটি তৈরী হতে পারে কোন দপ্তর করবে তা কিন্তু পরিস্কার করতে পারেননি। ফলে পুজোর মরশুমে জলদাপাড়া ট্যুরিস্ট লজ আরণ্যকে রাত্রি যাপন করা খুব শীঘ্রই হচ্ছে না তাপরিস্কার।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Oct 08, 2025 10:21:33
Kolkata, West Bengal:স্ত্রীEr ph এ অন্য পুরুষের সাথে অশ্লীল sms হাতেনাতে ধরে ফেলল স্বামী তারপর থেকেই মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নেয় বেহালার এক যুবক এমনই অভিযোগ যুবকের পরিবারের। ঘটনা বেহালা থানার অন্তর্গত জয়শ্রী বামা চরণ রায় রোডের বাসিন্দা সুপ্রিয় পন্ডিত সাত বছর আগে বিয়ে হয়েছিল রিয়া পন্ডিত সঙ্গে । কয়েক মাস ধরেই গন্ডগোল চলছিল কোন এক তৃতীয় ব্যক্তিকে নিয়ে। সুপ্রিয়র পরিবারের লোকজনের বক্তব্য একদিন নিজের স্ত্রীর ফোনে অশ্লীল এসএমএস দেখে ফেলে সুপ্রিও কোন এক তৃতীয় ব্যক্তির সাথে। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিল সুপ্রিও।শেষমেষ সিদ্ধান্ত নেয় ডিভোর্স দেবে। কিন্তু পরিবারের লোকজনের বক্তব্য সুপ্রিয় কোনো রকম ভাবে তার স্ত্রীয়ের সঙ্গে অন্য পুরুষের সম্পর্ক মেনে নিতে পারছিল না সেই নিয়ে মানসিক অবসাদে ভুগছিল।শেষে বিজয় দশমীর দিনকে নিজের wifeকে ফোন করে ভিডিও কলিং করতে বলে শেষবারের মতো দেখবে বলে, কিন্তু স্ত্রী ভিডিও কলিং করে না। ফোনে কথোপকথনের মধ্যেই সুপ্রিও আত্মহত্যাকে পথ বেছে নেয় নিজের ঘরে পাখা তে গলায় দড়ি দেয়,ফোনে থাকা অবস্থায় স্ত্রী রিয়া পুরো বিষয়টা বুঝতে পেরে পাশের বাড়িতে ফোন করে পাশের বাড়ির লোক ছুটে এসে সুপ্রীয়া কে ঝুলন্ত অবস্থায় উপর থেকে নামায়। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় টালিগঞ্জ এম আর বাঙ্গুর হসপিটালে তারপর ছদিন পরে গতকালকে সুপ্রিয় মৃত্যু হয়।পরিবারের লোকজনের বক্তব্য বেহালা থানায় অভিযোগ করতে গেলে অভিযোগ নেওয়া হয়নি। পরিবারের তরফ থেকে এই পুরো ঘটনা সাউথ ওয়েস্ট ডিসির কাছে জানানো হচ্ছে।এই আত্মহত্যার জন্য সুপ্রিয় র স্ত্রী রesia কে দায়ী করছে এবং রিয়ার শাস্তির দাবি জানাচ্ছে সুপ্রিয়র মা এবং পরিবারের লোকজন।
0
comment0
Report
ABArup Basak
Oct 08, 2025 10:20:13
Mal Bazar, West Bengal:অবশেষে চালু হলো ১৭ নম্বর জাতীয় সড়কের কালিখোলা সেতু। গত শনিবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেতুটি, যার ফলে রবিবার সকাল থেকে নাগরাকাটা ও বানারহাটের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ব্যাপক সমস্যায় পড়েন স্থানীয় মানুষ, যাত্রীরা ও চালকেরা। ঘটনার পরপরই প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই প্রান্তে ব্যারিকেড বসিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় সেতু সংস্কারের কাজ। যেহেতু এটি জাতীয় সড়কের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ সেতু, তাই দিনরাত এক করে কাজ চালায় প্রশাসন। মঙ্গলবার রাত থেকেই সেতুর বেশিরভাগ অংশ মেরামত হয়ে যায় এবং একদিক দিয়ে গাড়ি চলাচল শুরু ভোর থেকে। তবে সেতুর সম্পূর্ণ সংস্কার কাজ এখনো শেষ হয়নি। বর্তমানে শুধুমাত্র একটি লাইনের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রিতভাবে চালানো হচ্ছে। লুকসান গ্রাম পঞ্চায়েতের সদস্য মহাবীর প্রসাদ জানিয়েছেন, “গতকাল রাত থেকেই গাড়ি চলাচল শুরু হয়েছে। এখনো কিছু কাজ বাকি রয়েছে, তবে দ্রুত সেই কাজও সম্পন্ন হবে।” সড়ক পুনরায় চালু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে স্থানীয়দের মধ্যে। তবে পূর্ণ নিরাপত্তা ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের নজরদারি অব্যাহত রয়েছে। বাইট ১) লুকসান গ্রাম পঞ্চায়েতের সদস্য মহাবীর প্রসাদ।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 08, 2025 10:19:56
Howrah, West Bengal:কোলকাতার ট্যাংরা থেকে বালি থানার পুলিশ গ্রেপ্তার করল দুই ছিনতাইবাজকে। গত মাসখানেক আগে বালির কামারপাড়া এলাকা থেকে ভর সন্ধ্যেবেলা এক গৃহবধূর গলা থেকে একটি সোনার হার ছিনতাই করে পালায় মোটরসাইকেলে চেপে আসা ছিনতাইবাজরা। আতঙ্কে ওই বধূ চিৎকার করে উঠলে আসেপাশের লোকজন বেরিয়ে আসেন বাড়ি থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বালি থানার পুলিশ। নানা সূত্র ধরে খোঁজ খবর চলে দুস্কৃতিদের। অবশেষে সূত্র মারফৎ খবর পেয়ে কলকাতার ট্যাংরা থেকে গ্রেপ্তার করা হলো দুই দুস্কৃতিকে। তাদের কাছ থেকে খোয়া যাওয়া হার ও ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছেন তদন্তকারিরা।ধৃতদের আজ হাওড়া আদালতে পেশ করা হয়。
1
comment0
Report
Advertisement
Back to top