Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
चुनाव आयोग ने वरिष्ठ, अस्वस्थ और दिव्यांग मतदाताओं के लिए सुनवाई से छूट की घोषणा की
RDRaktima das
Dec 29, 2025 16:35:11
Kolkata, West Bengal
রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার সময় বয়স্ক ও অসুস্থ ভোটারদের শুনানিতে হাজির হতে বাধ্য করা যাবে না—এমনই স্পষ্ট নির্দেশ দিল নির্বাচন দপ্তর। নির্বাচন কমিশনের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, ৮৫ বছর বা তার বেশি বয়সি ভোটার, গুরুতর অসুস্থ ব্যক্তি এবং প্রতিবন্ধী ভোটারদের ক্ষেত্রে বিশেষ মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। নির্দেশে বলা হয়েছে, এই শ্রেণির ভোটাররা নিজেদেরা বা তাঁদের হয়ে কেউ অনুরোধ জানালে তাঁদের শুনানির জন্য ডাকা হবে না। ইতিমধ্যেই যদি কোনও নোটিস জারি হয়ে থাকে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারের সঙ্গে ফোনে যোগাযোগ করে শুনানিতে না আসার অনুরোধ জানানো যেতে পারে। যাচাই প্রক্রিয়া প্রয়োজনে তাঁদের নিজ নিজ বাসভবনেই সম্পন্ন করা হবে। ইআরও, এয়ারও এবং বিএলওদের উদ্দেশে পাঠানো এই নির্দেশিকায় আরও বলা হয়েছে, সংশোধনী প্রক্রিয়া চলাকালীন যেন কোনও ভাবেই বয়স্ক বা শারীরিকভাবে অক্ষম ভোটারদের অযথা হয়রানির শিকার হতে না হয়। ভোটারদের অধিকার রক্ষা ও মানবিক আচরণ নিশ্চিত করতেই这个 ব্যবস্থা বলে জানানো হয়েছে。 নির্বাচন দপ্তরের এক আধিকারিক জানান, বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি ভোটারদের সম্মান ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাও কমিশনের অন্যতম লক্ষ্য। সেই কারণেই প্রবীণ, অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারদের ক্ষেত্রে এই ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBhabananda Singha
Dec 29, 2025 17:16:49
Dinajpur, Rangpur Division:SIR শুনানিতে হয়রানির অভিযোগ, ঠান্ডায় নাজেহাল দিনমজুররা রায়গঞ্জে রায়গঞ্জ মহকুমা শাসকের দফতরে SIR শুনানিতে হাজির হওয়া নাগরিকদের অভিযোগে একই সুর। সোমবার দুপুরে শুনানিতে আসা একাধিক মানুষ অভিযোগ করেন, ন্যূনতম ত্রুটি নিয়েও ডেকে এনে হয়রানি করছে প্রশাসন। কারও ভোটার তালিকায় বয়সের অমিল, কারও আবার বহু আগের ভোটার তালিকায় নাম না থাকার কারণ দেখিয়ে শুনানিতে ডাকা হয়েছে বলে অভিযোগ ওঠে। হাড় কাঁপানো ঠান্ডায় দিনমজুরদের এই যাতায়াত আরও দুর্বিষহ হয়ে উঠছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, দৈনিক রোজগার বন্ধ রেখে শুনানিতে হাজির হতে বাধ্য হচ্ছেন তারা, ফলে আর্থিক ক্ষতিও হচ্ছে। কমলাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের নীরদ মন্ডল জানান, “২০০২ সালের তালিকায় নাম ছিল না, ২০০৩ সালে উঠেছে। ভিনরাজ্যে কাজ করায় নাম তুলতে দেরি হয়েছিল। পাইলসের অপারেশন হয়েছে, তবুও লাইনে দাঁড়িয়ে থাকতে হল। এটা সরাসরি হয়রানি।” একই এলাকার সমর পালও বলেন, “জন্মভিটা এখানেই। শুধু বয়সের হেরফের থাকার জন্য শুনানিতে ডাক! এটা মানা যায় না।” সব মিলিয়ে সাধারণ মানুষের অভিযোগ, ক্ষুদ্র ভুলের জন্য ডেকে এনে হয়রানির শিকার হতে হচ্ছে, তার উপর তীব্র শীতের দংশন। যদিও অভিযোগ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।
0
comment0
Report
MMManoj Mondal
Dec 29, 2025 17:15:54
0
comment0
Report
MMManoranjan Mishra
Dec 29, 2025 16:36:30
Purulia, West Bengal:পুরুলিয়া: ব্যাটারি চালিত স্কুটির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য । সোমবার বিকেলে ঘটনাটি ঘটে পুরুলিয়া রাঘুনাথপুর শহরে । স্কুটির ব্যাটারি বিস্ফোরণের ফলেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক অনুমান। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো শোরুমে । ঘটনাকে ঘিরে পরিস্থিতি দ্রুত ভয়াবহ রূপ নেয়। খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমে যায় বহু মানুষের। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় রাঘুনাথপুর থানার পুলিশ। আগুন নিয়ন্ত্রনে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর দুটি ইঞ্জিন। দীর্ঘ প্রায় এক ঘণ্টার প্রচেষ্টাায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
0
comment0
Report
SCSandip Chowdhury
Dec 29, 2025 16:36:07
Katwa, West Bengal:নিখোঁজের ছয়দিন পর কাটোয়া থানার পুলিশ কাটোয়ার স্কুল শিক্ষক তথা ২৩ নম্বর বুথের বিএলও অমিত মণ্ডলকে উড়িষ্যার পুরী থেকে উদ্ধার করল।পুলিশ সূত্রে জানা যায় অমিত মণ্ডলের বাজারে প্রচুর টাকা ঋণ ছিল। পাওনাদারদের চাপে অমিত মণ্ডল কাউকে কিছু না জানিয়ে মঙ্গলবার কাটোয়া থেকে কলকাতায় গা ঢাকা দেয়। দুদিন পর কলকাতা থেকে পুরীতে এক বন্ধুর বাড়ি ওঠে।মোবাইল ফোনের সূত্র ধরে রবিবার গভীর রাতে পুরীর সমুদ্রে সৈকত থেকে কাটোয়া পুলিশ অমিত মণ্ডলকে উদ্ধার করে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় মঙ্গলবার এক জামা প্যান্ট পরে মিটিং আছে বলে বাড়ি থেকে বেরিয়ে যান ২৩ নম্বর বুথের বি এল ও অমিত মণ্ডল। মঙ্গলবার রাত অবধি বাড়ি না ফেরায় পরিবারের পক্ষে কাটোয়া থানায় মিসিং অভিযোগ দায়ের করা হয়।প্রথমে পরিবার দাবি করেছিল এস আই আর এর কাজের চাপে নিখোঁজ হয়েছে। কিন্তু মহকুমা শাসক জানান উনি খুব ভালো করেছেন। বি এল ও-র কাজে কোন খামতি ছিল না। সোমবার অমিত মণ্ডল বলেন, আমি বেড়াত গিয়েছিলাম,মানসিক কারণে হতাশায় বাড়ির কাউকে না জানিয়ে বেড়াতে আমি গিয়েছিলাম। এস আই আর এর কাজের চাপে নয়। অমিত বাড়িতে ফোন করেছিল সেই ফোন সূত্রে ধরে পুলিশ অমিতের সন্ধান পায়। মঙ্গলবার কাটোয়া মহকুমা আদালতে অমিতের গোপন জবানবন্দি নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা যায়.
0
comment0
Report
RDRaktima das
Dec 29, 2025 16:35:40
Kolkata, West Bengal:কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল পাঁচটা বিষয় বলা হয়েছে #ডিস্ক্রেমেন্সি তালিকা প্রকাশ করুক। তালিকা প্রকাশ করার জন্য দিল্লিতে চিঠি পাঠাবে বলেছেন। না হলে কাল আবার আমরা আসবো। #হেরাসমেন্ট কেন হবে প্রবীণ নাগরিকদের #BLA2 কেন হিয়ারিংয়ে শুনানি কেন্দ্রের ভেতরে অ্যালাও হবে না? স্পেসিফিক অর্ডার থাকলে জানাবে। #যারা বিভিন্ন কাজে বিদেশে বা বাইরের রাজ্যে তাদের ভার্চুয়াল হিয়ারিং করতে হবে। পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রেও তাই। #হিয়ারিংয়ে প্রথম ডেট মিস হলে দ্বিতীয় ডেট দেওয়া হোক। ২০০২ সালে নাম থাকলে হিয়ারিংয়ে ডাকা হবে না বলে অর্ডের দিয়েছিলেন ceo। এর অর্ডার এর পরেও তাদের ডাকা হয়েছে কেন。 এরপর sir কে কেন্দ্র করে একাধিক রিয়াকশন。 *বৈঠকে সন্তুষ্ট নয়, দাবি পূরণ না হলে সন্তুষ্ট হওয়ার প্রশ্নই ওঠে না, জানিয়ে দিল তৃণমূলের প্রতিনিধি দল।* পিসি: তৃণমূলের প্রতিনিধি দল
0
comment0
Report
KAKAYESH ANSARI
Dec 29, 2025 16:34:46
Darjeeling, West Bengal:Today Kanchanjanga is cover with fog and in town sunny day but cold weather - Tourist wearing the warm cloths and enjoying -Said Darjeeling Means Cold For Which We Came Out Here--Local Burning Fire Till yesterday morning the view of kanchanjanga was clear and after 11am onward it was cover with fog but today Kanchanjanga was cover with dence fog from morning and view was total block but In the town area it is sunny day but the weather is Cold by which the Tourist are wearing the Warm cloths like Topi, Clopes and sawal and crowed in Mall. Tourist enjoying the Cold weather along with the Hot Tea in Mall (Chowrastha) and also enjoying the gathering . They are also gathering in the Shop where the Warm cloths is selling. Most of the tourist had brough the warm cloths with them for their resident. And some are buying it from market. Darjeeling is also famous for it cold weather for which the Tourist from different parts of the country come to enjoy it. The New Year season is going on and tourist are also hoping for the Snowfall and if they snowfall take place in higher altitude than the tourist will enjoy more. Local also felling cold for which they are Warming themselves by burning the fire. Byte Of Tourist Darjeeling Means Cold for which we came out her to enjoy that. And we are prepare of it for which we brought the warm cloth and some we buyer out here. And we having the Hit DARJEELING Tea. Byte Of Local During morning the sunny day is enjoyed by the tourist and afternoon they enjoy try cold weather, both they area enjoying.
0
comment0
Report
EGE GOPI
Dec 29, 2025 14:04:09
Kharagpur, West Bengal:গতকাল খড়্গপুরে সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুতে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খড়্গপুরে হিন্দু হিন্দু ভাই ভাইয়ের শ্লোগান তুলেছিল এবং এই খুনের পিছনে শাসক দল তৃণমূলকে কটাক্ষ করেছিল এবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সের খড়্গপুরের তরফ থেকে জানানো হয়েছে কোন সম্প্রদায়িক উস্কানিতে পা দেবেন না এর সঙ্গে কোন সম্প্রদায়িক ব্যাপার নেই। এই ঘটনার সঙ্গে জড়িত দুজন মুসলিম বাদবাকিরা সব হিন্দু পরিবারের লোকরা রয়েছে অভিযোগের পরেই মূল অভিযুক্তকে আমরা গ্রেফতার করেছিলাম বাকিদের খোঁজে তল্লাশি চলছে। এইদিকে আজ সন্ধ্যেবেলা তৃণমূলের তরফ থেকে একটি বিরাট মিছিলের ডাক দেওয়aliśmy ছিল বিজেপি নোংরা রাজনীতি এবং অধরা অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে সাজা দেওয়ার দাবি তুলে নিমপুরা এলাকায় এক মিছিলের আয়োজন ডাক দিয়েছিল তৃণমূল এই মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের সভাপতি সুজয় হাজরা, প্রদীপ সরকার দেবাশীষ চৌধুরী পৌর প্রধান কল্যাণী ঘোষসহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকেরা। পরে তৃণমূলের নেতারা সিভিক ভলেন্টিয়ার কুলসিরাও ওরফে উদয়ের বাড়িতে গিয়ে তার মা-বাবাকে সমবেদনা জানান সরকার তাদের পাশে আছে বলে আশ্বাসও দেয়
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 29, 2025 14:03:21
Howrah, West Bengal:গত শুক্রবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় ডোমজুড় বিধানসভার বালি-জগাছা ব্লকের ১৮৬নং বুথের বিএলএ-২ ও বুথ সভাপতি চন্দন সরকারের (৩৯) মৃত্যু হয়।সমাজমাধ্যমে গভীর শোক প্রকাশ করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।চন্দনের পরিবারের পাশে দাঁড়ায় তৃণমূল কংগ্রেস।আজ অর্থাৎ সোমবার চন্দনের বাড়ি যান ডোমজুড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস মাইতি। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে নির্দেশ পেয়েই আমরা দলের তরফ থেকে মৃত চন্দন সরকারের পরিবারের পাশে দাঁড়াচ্ছি। পরিবারকে সবরকম সহায়তার পাশাপাশি ওঁর ছেলের পড়াশোনার দায়িত্ব নেওয়া হবে।বাইট. ১..তাপস মাইতি(সভাপতি, ডোমজুর ব্লক)
0
comment0
Report
KMKIRAN MANNA
Dec 29, 2025 14:01:09
Dihierench, West Bengal:খেজুরির হেঁড়িয়ায় ট্রাফিক সিগন্যাল পার হতে গিয়েই বিপত্তি। ২৬ ডিসেম্বর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় হেঁড়িয়া চৌরাস্তা দিয়ে যাওয়ার সময়, ট্রাফিক পুলিশের সামনে রাস্তা পার হচ্ছিলেন শিশুকন্যা কোলে এক মহিলা ও এক ব্যক্তি। অভিযোগ, কনভয়ের একটি গাড়ির ধাক্কায় ওই মহিলা ও শিশু কন্যা আহত হন। ঘটনায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। ঘটনার সময় শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হলেও পরে আর খোঁজখবর নেওয়া হয়নি হয়নি বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে সরব তৃণমূলের একাংশ। আহত দু’জন বর্তমানে চিকিৎসাধীন। এই নিয়ে রাজনৈতিক চাপানোতোর।
0
comment0
Report
Advertisement
Back to top