Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
चुनाव से पहले ईवीएम और वीवीपैट की फर्स्ट लेवल चेकिंग शुरू, अधिकारी सतर्क
AMArkodeepto Mukherjee
Jan 07, 2026 09:17:04
Kolkata, West Bengal
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আজ থেকে আগামী 14 তারিখ পর্যন্ত ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শুরু হলো ইভিএম এবং ভিভিপ্যাত ফার্স্ট লেভেল চেকিং। এই প্রক্রিয়া জেলা নির্বাচনী আধিকারিক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং জাতীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে হয়। সমস্ত জাতীয় এবং রাজ্যের রাজনৈতিক দল গুলোকে প্রতিনিধি পাঠানোর জন্য ইতিমধ্যেই জানানো হয়েছে। ফার্স্ট লেভেল চেকিং পাস করা মেশিন গুলি ভোটের কাজে একমাত্র ব্যবহার করা যাবে
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PCPrabir Chakraborty
Jan 08, 2026 11:21:06
0
comment0
Report
ASAyan Sharma
Jan 08, 2026 09:37:48
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Jan 08, 2026 06:52:37
Kolkata, West Bengal:টি-২০ বিশ্বকাপ শুরুর ঠিক একমাস আগে বড়সড় ধাক্কা ভারতীয় ক্রিকেট দলে। গুরুতর চোটের জন্য নিউজিল্যান্ড সিরিজে সম্ভবত খেলা হচ্ছে না তারকা ব্যাটার তিলক বর্মার। এমনকী, বিশ্বকাপের শুরুর দিকে তাঁর খেলা নিয়েও সংশয় রয়েছে। এই মুহূর্তে রাজকোটে বিজয় হাজারের ম্যাচ খেলছেন তিলক। জানা গিয়েছে, ঘরোয়া ক্রিকেট খেলাকালীন তলপেটে চোট পেয়েছেন তিনি। যার ফলে তাঁর শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে। বুধবার সকালে খাবার খাওয়ার পরই তলপেটে ব্যাথা অনুভব করেন তিলক। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে প্রাথমিক পরীক্ষানিরিখার পর চিকিৎসকরা জানিয়েছেন তিলকের চোট গুরুতর। তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন। বিসিসিআইয়ের সেন্টার এক্সেলেন্সের চিকিৎসকদের কাছে তিলকের সমস্ত তথ্য পাঠানো হবে। অস্ত্রোপচার করা হবে নাকি আপাতত ওষুধ নিয়ে খেলা চালিয়ে যাবেন তিলক, সেই সিদ্ধান্ত নেবেন সেখানকার চিকিৎসকরাই。 তিলককে অস্ত্রোপচার করাতে হলে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ তো বটেই বিশ্বকাপের শুরুতেও তাঁর খেলা নিয়ে ঘোর অনিশ্চয়তা।
0
comment0
Report
ASAyan Sharma
Jan 08, 2026 06:36:09
Kolkata, West Bengal:জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (GDMO) পদে নিয়োগ সংক্রান্ত কম্পিউটার বেসড টেস্ট (CBT)-এর ফলাফলের ভিত্তিতে শর্টলিস্ট হওয়া কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে ভুয়ো তফসিলি উপজাতি (ST) শংসাপত্র ব্যবহারের অভিযোগ। সন্দেহজনক ১৭ এর তালিকা প্রকাশ করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল শিডিউলড ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এর অভিযোগ কিছু সন্দেহভাজন অ-ST প্রার্থী অনৈতিকভাবে ST শংসাপত্র সংগ্রহ করে সংরক্ষণের সুবিধা গ্রহণ করছেন, যার ফলে বহু প্রকৃত ST প্রার্থী তাঁদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। দাবি..... ১. সংশ্লিষ্ট প্রার্থীদের ST শংসাপত্র ইস্যু করা সাব-ডিভিশনাল অফিসার (SDO)-এর মাধ্যমে শুনানি প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা। ২. পশ্চিমবঙ্গ সরকারের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সচিবের দপ্তর থেকে সংশ্লিষ্ট শংসাপত্রগুলির সত্যতা যাচাই করা। ৩. সন্দেহভাজন প্রার্থীদের জাতিগত শংসাপত্র সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা।
0
comment0
Report
ANArnabangshu Neogi
Jan 08, 2026 06:35:24
Kolkata, West Bengal:একক বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের সিবিআই। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চারটি এফআইআর দায়ের হয়েছিল। বিচারপতি জয় সেঙ্গুপ্ত গত অক্টোবর মাসে নির্দেশ দিয়েছিলেন দিয়েছিলেন সিট গঠন করার। রাজ্য পুলিশের প্রতিনিধি ও সিবিআই এর প্রতিনিধি কে নিয়ে সিট গঠনের নির্দেশ জারি করেছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। ঠিক সেই রায় কে চ্যালেঞ্জ জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের এর অনুমতি চাইল সিবিআই। সিবিআইয়ের দাবি রাজ্য পুলিশের প্রতিনিধির সঙ্গে তদন্তে সংযুক্ত সম্ভব নয়। সিবিআই স্বাধীন তদন্তকারী সংস্থা। মামলা দায়েরের অনুমতি দিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ。
0
comment0
Report
AGAyan Ghosal
Jan 08, 2026 05:07:20
Kolkata, West Bengal:অচেনা দিলীপ। আসতে মানা ইকো পার্কে। তাহলে কি ৯ বছরের মর্নিং ওয়াক শেষের প্রশ্নোত্তর পর্ব আপাতত ইতিহাস? ডাকাবুকো। চালিয়ে খেলেন। দাপুটে উত্তর ধেয়ে আসা বাউন্সার মার্কা প্রশ্নে। এহেন দিলীপ ঘোষ বৃহস্পতিবার রাখঢাক না করে সাংবাদিকদের জানিয়ে দিলেন কাল থেকে আর কষ্ট করে আসতে হবে না। কারণ তিনি কিছুই বলবেন না। বারমুড়া থেকে আড়ং ধোলাই। রাজ্য রাজনীতির ঝড় তোলা দিলীপ ঘোষোচিত একের পর এক মন্তব্যের জন্মভূমি নিউ টাউন ইকো পার্ক। কলকাতায় না থাকলেও যেখানেই থেকেছেন, তা সে খড়গপুরের চায়ের দোকানের বেঞ্চ হোক বা মেদিনীপুরের বজরঙ্গবলী মন্দিরের চাতাল। দিলীপ ঘোষ প্রাতভ্রমনে এসেছেন মানেই হাঁটাহাঁটি শেষ করে একাধিক মুখরোচক বাইট দেবেন এটাই ছিল গত ৯ বছরের দস্তুর। ২ মাস আগেও দলে তার থাকা না থাকা নিয়ে জল্পনা চলছিল। যার জন্ম হয়েছে ৩০ এপ্রিল ২০২৫ সালে অক্ষয় তৃতীয়ার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের আমন্ত্রণে সাড়া দিয়ে সস্ত্রীক দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে। পরে খেলা ঘুরেছে। নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উদ্যোগে দলে ফের নিজের হৃত গৌরব পুনরুদ্ধার পর্ব চলছে দিলীপ ঘোষের। পেয়েছেন সল্টলেক বিজেপি পার্টি অফিসে নতুন ঘর। পেয়েছেন সাংগঠনিক দায়িত্ব। পেতে চলেছেন বিধানসভা আসনের প্রার্থী পদ। হতে চান মন্ত্রী। মন্ত্রী হতে চাওয়ার প্রবল ইচ্ছায় দুদিন আগেও প্রথমে প্রকাশ্য জনসভা এবং তারপর মর্নিং ওয়াক পর্বে বাইট দিয়েছেন। আগে থেকেই বারবার বারণ করা হচ্ছিল। রেজিমেন্টেড পার্টি বিজেপি দলীয় অনুশাসনের নিগড়ে আবদ্ধ। সেখানে হুটহাট কিছু বলা, আলটপকা বেমক্কা মন্তব্য দল কোনোদিনই ভালো চোখে নেয়না। আগের দিলীপ হলে হয়তো এই অনুশাসনের তোয়াক্কা করতেন না। কিন্তু নতুন দিলীপের সামনে তিন তিনটি উজ্বল সম্ভবনা। নিজের রাজনৈতিক ক্যারিয়ারের উন্নতির সুযোগে নতুন করে জল না ঢেলে তাই সংযত দিলীপ। কথা বললে দুই একটা বেফাঁস কথা বেরোবেই। তাই নিজেই নিজের মুখে তালা দিলেন দিলীপ ঘোষ।
0
comment0
Report
SGShreyasi Ganguly
Jan 08, 2026 04:39:27
0
comment0
Report
AGAyan Ghosal
Jan 08, 2026 04:20:40
0
comment0
Report
Advertisement
Back to top