Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
बंगाल की खाड़ी से चक्रवात के संकेत, राज्य में ठंड के साथ बारिश संभव
AGAyan Ghosal
Nov 03, 2025 02:00:46
Kolkata, West Bengal
১) তাপমাত্রা কমতে শুরু করল রাজ্যে। বুধবারের মধ্যে মোট ৩ ডিগ্রি পর্যন্ত পারদ নামবে রাজ্যের জেলায় জেলায়। তবে শীত এখনও অধরা। কারণ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে ফের বৃদ্ধি পাবে জলীয় বাষ্পের পরিমান। উত্তরবঙ্গে আপাতত ভোরের দিকে টানা শুষ্ক হিমেল অনুভূতি। ২) গালফ অফ মায়ানমার থেকে আন্দামান সাগর পর্যন্ত সুবিশাল একটি ঘূর্ণাবর্ত। মঙ্গলবার এটি মায়ানমার উপকূলের দিকে এগোবেন। মঙ্গলবার ও বুধবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় উপকূল লাগোয়া এলাকায় হালকা মাঝারি বৃষ্টি। ৩) বৃহস্পতিবার পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। শুক্রবারের পর আর কোনো বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই। ৪) উত্তরবঙ্গে পর্যটনের আদর্শ পরিবেশ। দার্জিলিং কালিম্পং পাহাড়ে রাতের তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির ঘরে। শুষ্ক আবহাওয়া। ঝলমলে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। ৫) কলকাতায় আংশিক মেঘলা আকাশ। তবে আপাতত কলকাতায় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। মোটের ওপর শুষ্ক আবহাওয়া। ভোরের দিকে আদর্শ হেমন্তের পরিবেশ। বুধবার থেকে বাতাসে ফের বাড়বে জলীয় বাষ্পের পরিমান। ৬) পারদ পতন শুরু কলকাতায়। দিনের তাপমাত্রা ৩১.৪ থেকে কমে ২৮.২ ডিগ্রি। রাতের তাপমাত্রা ২৪.৪ থেকে কমে ২৩.২ ডিগ্রি।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BBBimal Basu
Nov 03, 2025 09:46:51
0
comment0
Report
MMManoj Mondal
Nov 03, 2025 09:46:33
Kolkata, West Bengal:বাংলায় এস আই আর ঘোষনা হওয়ার পর থেকে বি এলও নিয়োগ নিয়ে উঠে এসেছে একাধিক অভিযোগ। এবার উত্তর চব্বিশ পরগণা জেলার বাগদা বিধানসভার বয়রা গ্রাম পঞ্চায়েতে বি এল ও নিয়োগ নিয়ে উঠে এসেছে একাধিক অভিযোগ। বনগাঁ যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট দেবব্রত ঢালীর অভিযোগ বয়রা গ্রাম পঞ্চায়েতের তিন বিএলও আধিকারিক মধুসূদন মন্ডল তিনি একজন ভোকেশনাল শিক্ষক এর পাশাপাশি গত ২০২৪ এর লোকসভা নির্বাচনে তৃণমূলের পোলিং এজেন্ট ছিলেন। তিনি কিভাবে বি এল ও হতে পারেন? সুফল বিশ্বাস যার স্ত্রী একজন তৃণমূলের মেম্বার ও হাবিবুর মন্ডল যিনিও গত লোকসভা নির্বাচনে তৃণমূলের পোলিং এজেন্ট ছিলেন এরা কিভাবে বি এল ও হতে পারে‌, তার অভিযোগ। সোমবার বিজেপি নেতা দেবদাস মন্ডল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই প্রশ্নগুলি তুলে ধরেন। তার দাবি যদি বি এল ও পদে এই তৃণমূলের কর্মীরা থাকেন তাহলে কিভাবে স্বচ্ছ ভোটার লিস্ট হবে। তিনি স্বচ্ছ ভোটার লিস্ট হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। বিজেপি বনগাঁ যুব মোর্চার পক্ষ থেকে নির্বাচন কমিশনে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Nov 03, 2025 09:46:18
Asansol, West Bengal:অবৈধ কয়লা খাদানের বিরুদ্ধে কালিপাহাড়ি! গ্রামবাসীদের ঐক্যবদ্ধ আন্দোলনে পিছু হটল মাফিয়ারা আসানসোল, পশ্চিম বর্ধমান: আসানসোলের দক্ষিণ থানার অন্তর্গত কালিপাহাড়ি অঞ্চলে আবারও অবৈধ কয়লা খাদান নিয়ে চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দারা সোমবার বিক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ, এলাকার কোলিয়ারির এজেন্ট অফিসের কাছে দীর্ঘদিন ধরে অবৈধভাবে কয়লা উত্তোলন চলছিল। এর জেরে প্রায়ই ঘটে ধস, বাড়িঘরে দেখা দেয় ফাটল, বিপন্ন হয়ে পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রা। ফলে নিজেদের নিরাপত্তা ও বসবাসযোগ্য পরিবেশ রক্ষার দাবিতে আজ স্থানীয়রা রাস্তায় নামেন। তারা অবৈধ কয়লা উত্তোলনকারী শ্রমিক ও মাফিয়াদের সরিয়ে দেন এবং প্রতিবাদ বিক্ষোভে সামিল হন। ঘটনাস্থলে কোলিয়ারি কর্তৃপক্ষ বা পুলিশ প্রশাসনের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় ক্ষোভ আরও বাড়ে এলাকাবাসীর মধ্যে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ষার পর ফের নতুন করে অবৈধভাবে কয়লা উত্তোলনের উদ্দেশ্যে ঝাড়খণ্ড ও বিহার থেকেও শ্রমিক এনে কাজ শুরু করেছিল কয়লা মাফিয়ারা। কিন্তু এলাকাবাসীর তীব্র প্রতিরোধে তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়। কালিপাহাড়ি এলাকা অত্যন্ত সংবেদনশীল, কারণ ৫০০ থেকে ৭০০ মিটার দূরেই রয়েছে হাওড়া–নিউ দিল্লি মেন রেললাইন। এখানে ধস নামলে বড় দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। স্থানীয়দের দাবি, প্রশাসন অবিলম্বে অবৈধ কয়লা খাদান বন্ধে কঠোর পদক্ষেপ নিক এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করুক। গ্রামবাসীরা জানিয়েছেন — “আমরা আমাদের ঘরবাড়ি বাঁচাতে লড়াই চালিয়ে যাব। কোনোভাবেই আর অবৈধ কয়লা খনন করতে দেব না।” এখন দেখার বিষয়, প্রশাসন এই আন্দোলনের পর কতটা সক্রিয় ভূমিকা নেয় এবং কয়লা মাফিয়াদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়।
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 03, 2025 09:20:58
Chinsurah, West Bengal:২০০২ সালের লিস্টে নাম নেই,ডানকুনিতে SIR আতঙ্কে মৃতুর অভিযোগ তৃণমূলের, পাল্টা কটাক্ষ বিজেপির।এস আই আর আতঙ্কে অসুস্থ আরো এক।ঘটনা ডানকুনি পৌরসভার ২০ নং ওয়ার্ডের। মৃতের নাম হাসিনা বেগম, বয়স ৬০ বেশ কয়েক দিন ধরে SIR নিয়ে চিন্তিত ছিলেন বলে দাবি স্থানীয়দের।তিন দিন আগে এস আই আর নিয়ে এলাকায় মিটিং হয় তার পর থেকেই চিন্তাগ্রস্ত হয়ে পড়েন হসিনা বেগম। তিনি ১৩নং ওয়ার্ডের বাসিন্দা হলেও মেয়ের সঙ্গে ২০নং ওয়ার্ডের নজরুলপল্লিতে ভাড়া বাড়িতে থাকতেন গত কাল সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আজ সকালে পরিবারের সঙ্গে কথা বলতে যান ডানকুনি পৌরসভার পুর প্রধান হাসিনা শবনম। হাসিনা শবনম বলেন, এস আই আর নিয়ে যথেষ্ট আতঙ্কিত মানুষ।বিশেষ করে যাদের ২০০২ সালে নাম নেই। যার মারা গেছেন তার ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই সে কারণেই আতঙ্কিত হয়ে পড়েন এবং হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা যান।তাঁর আরো দাবি এলাকার আরো একজন এস আই আর আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন তার চিকিৎসা চলছে।
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 03, 2025 09:20:30
Chinsurah, West Bengal:এস আই আর এ অসুস্থ রিষড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাকির আলী,বিজেপি বলল সব নাটক! আরামবাগের প্রাক্তন সাংসদ রিষড়ার তৃণমূল নেতা সাকির আলি হঠাৎ অসুস্থ হয়ে পরেন গতকাল। তাকে ভর্তি করা হয় বেসরকারি হাসপাতালে। তার দাবী তার এলাকায় বস্তি আছে সেখানে এস আই আর ঘোষণা হওয়ার পর থেকে এলাকার হিন্দু মুসলিম সবাই আসছেন তার কাছে।তাদের নাম আছ কিনা,কাগজ ঠিক আছে কিনা, দেখার জন্য, তারা প্রত্যেকেই আতঙ্কে আছেন, তাদের নাম বাদ যাবে না তো ? সবাইকে বোঝাতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন,সব নাটক।রিকশা পুরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুনলাম অসুস্থ হয়ে পড়েছেন এস আই আর এর ভয়ে।এসব নাটक ছাড়া আর কিছু না।ভারতবর্ষের বারোটা রাজ্যে এসআই আর হচ্ছে।সেখানে কেউ অসুস্থ হয়ে পড়ছে না এখানে তৃণমূলের নেতা কাউন্সিলর অসুস্থ হয়ে পড়ছে।সাকির আলীর সঙ্গে রিশ্রা পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের আদায় কাঁচকলা সম্পর্ক।তাই মানুষের দৃষ্টি টাকে ঘোরানোর জন্য কিছুটা প্রচারে আসার জন্য এইসব নাটক করছেন।কারণ তারা जानते আগামী নির্বাচনে তারা হারবেন。
0
comment0
Report
BSBarun Sengupta
Nov 03, 2025 09:20:13
Barrackpore, Kolkata, West Bengal:ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিজেপির কর্মিদের গাছে বেধে রাখার এবং ঘরে আটকে রাখার হুমকি বরানগর পৌরসভার CIC মেম্বার অঞ্জন পালের বাড়ি বাড়ি রিপলেট দিয়ে ভোটারদের কাছে আংগুল উচিয়ে বরানগর পৌরসভার কাউন্সিলর এবং CIC মেম্বর অঞ্জন পালের হুশিয়ারি বিজেপির কেউ এলে গাছে বেধে রাখতে, আবার কাউকে বলছেন ঘরে আটকে রাখার নিদান দিচ্ছেন। অঞ্জন পালের সাফ জবাব তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশেই এই কাজ করছেন। বাইটঃ- অঞ্জন পাল( বরানগর পৌরসভার CIC) তবে বিজেপির উত্তর শহরতলীর সভাপতি এবং চন্ডিচরন রায় বলেন ভোটারদের ভয় দেখাচ্ছে কাউন্সিলর অঞ্জন পাল।বিজেপি কে ভয় দেখাচ্ছে। অহেতুক হেরে যাবে বলে আতংক সৃষ্টি করছে।আমরা নির্বাচন কমিশন কে জানাচ্ছি। বাইটঃ- চন্ডিচরন রায় ( কোলকাতা উত্তর শহরতলীর প্রেসিডেন্ট) তবে CPIM প্রাক্তন সাংসদ মানষ মukhার্জি জানান, ত্রণমুল হারে যাবে বলে এইসব করছে। এই করে তৃনমুল রাস্ট্রপতি শাসন জারি করিয়ে দেবে।তবে এর আগেও SIR হয়েছে।এখন টেকনলোজি অনেক এগিয়ে গেছে।তবে বৈধ ভোটার বাদ যাবে কেন?? আমরা ও চাই অবৈধ ভোটার বাদ যাক। বাইটঃ- মানষ মুখার্জি ( প্রাক্তন বিধায়ক কামারহাটি) তবে এলাকার মানুষ আনেকেই চান এস আই অর হোক।
0
comment0
Report
CDChittaranjan Das
Nov 03, 2025 09:19:27
Durgapur, West Bengal:মর্মান্তিক দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু তরুণ ফুটবলারসহ ২ জন গতকাল রাতে। দুটি বাইকের সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু দুজন যুবকের। মৃত দুই যুবকের নাম লাল্টু বাগদি (৩২) এবং সুকান্ত হাসদা (২০)। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে পশ্চিম বর্ধমান জেলার নিউটাউনসিপ থানার জেমুয়ার জঙ্গলে। পুলিশ সূত্রে জানা গেছে, একটি বাইকে সুকান্ত, লাল্টুসহ চারজন ছিল। সুকান্ত ভালো ফুটবলার ছিল। তারা পারদই এলাকায় ফুটবল খেলতে যাচ্ছিল। আরেকটি বাইকে দুজন ছিল। দ্রুত গতিতে থাকা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। আশঙ্কাজনক অবস্থায় ছয় জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করে। আরো তিনজনের অবস্থা আশঙ্কাজনক—বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। আরেকজন দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই মর্মান্তিক মৃত্যুকে ঘিরে গোটা এলাকা শোকস্তব্ধ。
0
comment0
Report
BMBiswajit Mitra
Nov 03, 2025 09:19:09
Ranaghat, West Bengal:SIR আবহে সাত সকালে নদিয়ায় ইডি হানা। ভুয়ো নথিতে পাসপোর্ট তৈরির তদন্তে ইডি আধিকারিকরা। সাত সকালেই ইডি আধিকারিকরা পৌঁছান নদীয়ার চাকদহের চুয়াডাঙ্গা পরারি গ্রামে বিপ্লব সরকারের বাড়িতে। বিপ্লব সরকারের পাসপোর্ট ও বিভিন্ন নথি খতিয়ে দেখে প্রায় তিন ঘন্টা তল্লাশি আধিকারিকরা, এখানে দেখা হয় বিপ্লব সরকার তার ভাই বিপুল সরকার তাদের পরিবারের যে পাসপোর্ট তৈরি করেছিল কি নথিভুত্তিতে পাশাপাশি সম্প্রতি এই জাল পাসপোর্ট কান্দি নদীয়া চাকদা থেকে গ্রেপ্তার হয়েছে ইন্দুভূষণ হালদার তার থেকে পাওয়া গিয়েছে সাড়ে তিনশোর বেশি জাল পাসপোর্ট সেই সূত্র ধরেই এদেরকে জিজ্ঞাসাবাদ এরপর ব্যাংকের নতুন খতিয়ে দেখে মোবাইল ফোন রেক রেকর্ড থেকে শুরু করে পাসপোর্ট খতিয়ে দেখে সন্দেহের বসে বিপুল সরকার তার দাদা বিপ্লব সরকার এবং তাদের বাবা বিনন্দ সরকারকে আটক করে নিয়ে গেল ইডি আধিকারিকরা। সাথে তাদের সমস্ত নথি বাজেয়াপ্ত করেছে।
0
comment0
Report
BBBimal Basu
Nov 03, 2025 09:18:01
Basirhat, West Bengal:এস আই আর আতঙ্কে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে উত্তর ২৪ পরগণারস্বরূপনগর থানার হাকিমপুর চেকপোস্ট ও তালালী সীমান্ত থেকে সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়ল ৪৫ জন বাংলাদেশী। গতকাল ধরা পড়ে ছিল ১২ জন আজ ধরা পড়ল ৪৫ জন গত দুদিনে মোট ধরা পড়ল ৫৭ জন বাংলাদেশী। পুলিস সূত্রে জানা যায়, আজ ভোরে স্বরূপনগর থানার হাকিমপুর ও তারালী সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশী যাওয়ার চেষ্টা করেছিল বেশ কয়েক জন বাংলাদেশী ওই সময়ে বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা তাদেরকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তারা সকলেই বাংলাদেশী। তারা ভারতের কলকাতা, রাজশহট নিউটাউন দিল্লি, মুম্বাই এবং গুজরাটসহ বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে বসবাস করতেন। এ দিন তারা দালালের হাত ধরে অবৈধ ভাবে এদেশে থেকে বাংলাদেশের যাওয়ার চেষ্টা করছিল। এন দিন ধৃতরা দাবি করে, এসআইআর ঘোষণার পর থেকে ভারতে বাস করা বাংলাদেশীরা আতঙ্কিত হয়ে পড়েছে। যে সব বাংলাদেশের নথিপত্র ঠিক নেই তারা পড়ে রীতিমত বেকায়দায়। তাই তারা এখন নিজেদের ভিটে বাংলাদেশে ফিরতে চাইছে। পুলিস জানায়, আজ সীমান্তে ধরা পড়া বাংলাদেশীদের সংখ্যা ৪৫ জন। আজ ধৃত বাংলাদেশীদের বসিরহাট আদালতে তোলা হবে।
0
comment0
Report
BSBarun Sengupta
Nov 03, 2025 09:17:38
Barrackpore, Kolkata, West Bengal:ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিজেপির কর্মিদের গাছে বেধে রাখার এবং ঘরে আটকে রাখার হুমকি বরানগর পৌরসভার CIC মেম্বার অঞ্জন পালের বাড়ি বাড়ি রিপলেট দিয়ে ভোটারদের কাছে আংগুল উচিয়ে বরানগর পৌরসভার কাউন্সিলর এবং CIC মেম্বার অঞ্জন পালের হুশিয়ারি বিজেপির কেউ এলে গাছে বেধে রাখতে, আবার কাউকে বলছেন ঘরে আটকে রাখার নিদান দিচ্ছেন। অঞ্জন পালের সাফ জবাব তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশেই এই কাজ করছেন. তবে বিজেপির উত্তর শহরতলীর সভাপতি এবং চন্ডিচরন রায় বলেন ভোটারদের ভয় দেখাচ্ছে কাউন্সিলর অঞ্জন পাল।বিজেপি কে ভয় দেখাচ্ছে। অহেতুক হেরে যাবে বলে আতংক সৃষ্টি করছে।আমরা নির্বাচন কমিশন কে জানাচ্ছি。 তবে CPIM প্রাক্তন সাংসদ মানষ মুখার্জি জানান, তৃনমুল হেরে যাবে বলে এইসব করছে। এই করে তৃনমুল রাস্ট্রপতি শাসন জারি করিয়ে দেবে।তবে এর আগেও SIR হয়েছে।এখন টেকনলোজি অনেক এগিয়ে গেছে।তবে বৈধ ভোটার বাদ যাবে কেন?? আমরা ও চাই অবৈধ ভোটার বাদ যাক。 এলাকার মানুষ আনেকেই চান এস আই অর হোক।
0
comment0
Report
MCMoumita Chakraborty
Nov 03, 2025 09:17:13
Kolkata, West Bengal:দুলার চন্দের খুন.. তারপর থেকেই বিহার এ ফের এই প্রশ্নই ঘোরাফেরা করছে বিহার মানে কি সত্যিই সুশাসন? প্রকাশ্যে বাহুবলীদের দাপট, বাইক মিছিল, ক্যামেরার সামনৈ বয়ান হর বার ছোটে সরকার।। কে এই ছোটে সরকার? ছোটে সরকার অনন্ত সিং। যিনি বর্তমানে জেলে। দুলার সিংকে খুনের অভিযোগে পরশু গ্রেফতার করা হয়েছে অনন্ত সিংকে।। জেডিএইউ এর পাঁচ বারের জয়ী অনন্ত পরিচিত ছোটে সরকার হিসাবে। বিপক্ষে আরজেডির বীনা দেবী। সুরজ ভান সিং এর স্ত্রী। দুই বাহুবলির লড়াই এ শিরোনামে মোকামা।। ললনসিং কেন্দ্রীয় মন্ত্রী নিজে নেমেছেন প্রচারে অনন্ত সিং এর।। বিকাশ, উন্নয়ন, ইস্যু কেবল পোষ্টারে বিহারে এখনো শেষ কথা বলছে বাহুবলিদেরাই।।
0
comment0
Report
KMKIRAN MANNA
Nov 03, 2025 08:58:14
Dihierench, West Bengal:*পুলিশের পোশাক পরে চোরাপথে গরু পাচার! খারাপ রাস্তার ফলে লরি উল্টে ধরা পড়ল চাঞ্চল্যকর চক্র, মৃত প্রায় ২০টি গরু — অভিযোগে পুলিশের যোগসাজশ! অভিযোগ অস্বীকার পুলিশের। ব্যাপক উত্তেজনা পূর্ব মেদিনীপুরের এগরার চাতলা এলাকায়* রাতের অন্ধকারে চোরা পথে চলছিল গরু পাচারের কাজ। পুলিশরের পোশাক পরে পাচারকারীরা ওড়িশা থেকে নিয়ে আসছিল গরু বোঝাই লরি। তবে খারাপ রাস্তার কারণে দুর্ঘটনা ঘটে—এগরা থানার চাতলা এলাকার কাছে গরু বোঝাই লরিটি উল্টে যায়। ঘটনাস্থলেই প্রায় ২০টি গরুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই গরু পাচারের সঙ্গে পুলিশের যোগসাজশ রয়েছে। তাদের দাবি—“রাতের অন্ধকারে যখন গরু পাচার হয়, তখন পাচারকারীদের সঙ্গে আগ্নেয়াস্ত্রধারী ব্যক্তিরাও থাকে, এমনকি পুলিশের লোকজনও উপস্থিত থাকে।” পুলিশের এগরা থানার আইসি অরুণ খান জানিয়েছেন- "এই অভিযোগ ঠিক নয়। উড়িষ্যা থেকে পাচার হয়ে আশার সময় ধরা পড়েছে, ওড়িশা পুলিশ প্রশাসন বলতে পারবে। আমরা তদন্ত করে দেখছি।পুলিশ পোশাক ধারীরা আদবে পাচারকারীরাই হওয়ার আশঙ্কা." ওড়িশা থেকে আসা গাড়িটি দুর্ঘটনায় পড়ে এই ঘটনা ঘটেছে পুলিশের সূত্রে আরো জানা গিয়েছে, গাড়ি থেকে কোনও বৈধ কাগজপত্র উদ্ধার হয়নি। স্থানীয়দের দাবি, “একটার পর একটা গাড়ি পুলিশের নাকের ডগা দিয়ে বেরিয়ে যাচ্ছে, অথচ কেউ কিছু জানে না !! — এটা মানা যায় না!” ঘটনায় জোর তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ। এলাকায় উত্তেজনা জারি রয়েছে।
0
comment0
Report
BSBarun Sengupta
Nov 03, 2025 08:57:52
Barrackpore, Kolkata, West Bengal:ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিজেপির কর্মিদের গাছে বেধে রাখার এবং ঘরে আটকে রাখার হুমকি বরানগর পৌরসভার CIC মেম্বর অঞ্জন পালের বাড়ি বাড়ি রিপলেট দিয়ে ভোটারদের কাছে আংগুল উচিয়ে বরানগর পৌরসভা�র কাউন্সিলর এবং CIC মেম্বর অঞ্জন পালের হুশিয়ারি বিজেপির কেউ এলে গাছে বেধে রাখতে, আবার কাউকে বলছেন ঘরে আটকে রাখার নিদান দিচ্ছেন। অঞ্জন পালের সাফ জবাব তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশেই এই কাজ করছেন। বাইটঃ- অঞ্জন পাল( বরানগর পৌরসভার CIC) তবে বিজেপির উত্তর শহরতলীর সভাপতিত এবং চন্ডিচরন রায় বলেন ভোটারদের ভয় দেখাচ্ছে কাউন্সিলর অঞ্জন পাল।বিজেপি কে ভয় দেখাচ্ছে। অহেতুক হেরে যাবে বলে আতংক সৃষ্টি করছে।আমরা নির্বাচন কমিশন কে জানাচ্ছি。 বাইটঃ- চন্ডিচরন রায় ( কোলকাতা উত্তর শহরতলীর প্রেসিডেন্ট) তবে CPIM প্রাক্তন সাংসদ মানষ মুখার্জি জানান, তৃনমুল হেরে যাবে বলে এইসব করছে। এই করে তৃনমুল রাস্ট্রপতি শাসন জারি করিয়ে দেবে। তবে এর আগেও SIR হয়েছে। এখন টেকনলোজি অনেক এগিয়ে গেছে। তবে বৈধ ভোটার বাদ যাবে কেন?? আমরা ও চাই অবৈধ ভোটার বাদ জাক। বাইটঃ- মানষ মুখার্জি ( প্রাক্তন বিধায়ক কামারহাটি) tবে এলাকার মানুষ আনেকেই চান এস আই অর হোক।
0
comment0
Report
Advertisement
Back to top