Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
खांसी दवा पर बच्चों की उम्र सीमा: 2 वर्ष से कम निषेध, डॉक्टर जरूरी
ASAyan Sharma
Oct 04, 2025 10:32:22
Kolkata, West Bengal
১.2 বছরের নিচে শিশুদের কোন ভাবé,কফ সিরাপ প্রেসক্রাইব করতে পারবেন না চিকিৎসকরা। ৫ বছরের নিচে শিশুদেরও দেওয়া যাবে না কফ সিরাপ । ২.৫ বছরের উপরে শিশুদের,ক্ষেত্রে প্রয়োজন হলে তবেই কফ সিরাপ এর ব্যবহার।অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা যাবে ।তবে কফ সিরাপ খাওয়ার পর তার শারীরিক অবস্থার উপর পর্যবেক্ষণ রাখতে হবে চিকিৎসককে。 ৩. সমস্ত ওষুধ কোম্পানিকে মেনে চলতে হবে ওষুধ উৎপাদনের সঠিক নিয়ম। ৪. প্রত্যেকটি রাজ্যকে আলাদা করে নির্দেশিকা জারি করতে নির্দেশ দেওয়া হল। জেলা হাসপাতাল, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র গুলোতে যাতে নিয়মগুলি মেনে চলা হয় সেগুলি দেখতে অনুরোধ করা হয়েছে প্রত্যেকটি রাজ্যকে。 ৫. বেসরকারি হাসপাতাল গুলিকে নির্দেশ নিয়ম মেনে কাফ সিরাপ দিতে হবে。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AGAyan Ghosal
Oct 05, 2025 03:02:42
Kolkata, West Bengal:১) নিম্নচাপের মূল অংশ উত্তরবঙ্গে। শেষাংশ মধ্য বঙ্গ হয়ে দক্ষিণে। তার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় সারাদিন ঘুরিয়ে ফিরিয়ে মাঝারি বৃষ্টি। দিনের কোনো কোনো সময় দুই এক পশলা ভারী বৃষ্টি। ২) ১৭ থেকে ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের কিউমুলোনিম্বাস মেঘ পুঞ্জ নিম্নচাপ থেকে কেটে গতরাতে দক্ষিণবঙ্গের কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনার ওপর জড়ো হয়। ফলে কলকাতায় রাত আড়াইটে থেকে ভোর ৪ টে পর্যন্ত গড়ে ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এলাকা ভেদে বৃষ্টির পরিমাণে তারতম্য ছিল যা এই ধরনের মেঘের টিপিক্যাল ফিচার। রাত আড়াইটে থেকে সোয়া ৩ টে পর্যন্ত কলকাতা এবং দুই ২৪ পরগনায় মিনিটে গড়ে ১২ টি করে বজ্রপাত হয়েছে। প্রবল বাজের শব্দে কেঁপে উঠেছে কলকাতা। ৩) আজ রেড রোডে দুর্গাপুজো বিসর্জন কার্নিভাল বৃষ্টি বিঘ্নিত হতে চলেছে। বিকেল ৩ টে থেকে মধ্যরাত পর্যন্ত চলবে কার্নিভাল পর্ব। তার মধ্যে একাধিক দফায় মাঝারি থেকে দুই এক দফা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে রেড রোড এলাকায় কোন সময় কত বৃষ্টি সেটা একেবারে শেষ মুহূর্তে ডপলার রাডার (নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ছাদে বসানো আছে) দেখে বোঝা যাবে। সেই অনুয়ায়ী তাৎক্ষণিক পূর্বাভাস বা নাও কাস্ট জারি করবে আলিপুর আবহাওয়া দফতর। ৪) অতি প্রবল বৃষ্টিতে আজ বিপর্যস্ত হতে পারে গোটা উত্তরবঙ্গ। একমাত্র দক্ষিণ দিনাজপুর বাদে বাকি উত্তরের সমস্ত জেলায় আজ সারাদিনের জন্য লাল সতর্কতা জারি আছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কোনো কোনো অংশে আজ ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ৫) লক্ষ্মীপুজোর দিন সোমবারে ভারী বৃষ্টি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা উত্তরের সব জেলাতেই। সঙ্গে দমকা হাওয়া। এই বৃষ্টি চলবে/th বৃহস্পতিবার পর্যন্ত। ৬) দক্ষিণবঙ্গে কাল লক্ষ্মীপুজোর দিন সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি চলবে জেলায় জেলায়। সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতায়। ৭) মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতেই। ৮) দক্ষিণবঙ্গে বুধবার থেকে বৃষ্টি কিছুটা কমবে। বৃহস্পতিবার অনেকটাই কমবে। ৯) লা নিনা ২০২৫ সালের অক্টোবর মাসে বঙ্গোপসাগরে একটার পর একটা নিম্নচাপ তৈরি হতে পারে বলে ইঙ্গিত বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া মডেলের। নভেম্বর মাসে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কথা জানিয়েছে জাপান, জার্মানি এবং আমেরিকার একাধিক আবহাওয়া গবেষণা সংস্থা। তবে মৌসম ভবন তাদের লং টার্ম আউটলুকে এখনও পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি。
0
comment0
Report
CDChampak Dutta
Oct 05, 2025 01:00:27
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Oct 05, 2025 01:00:07
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Oct 04, 2025 18:49:48
Arambag, West Bengal:আরামবাগঃ ০৪ অক্টোবর চারজন স্কুলছাত্রীকে মারধর ও শ্লীলতাহানির প্রতিবাদে খানাকুল থানার সামনে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। সন্ধ্যাায় খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে খানাকুল থানা ঘেরাও করা হয় বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। খানাকুল থানার সামনে বিজেপির মহিলা কর্মীরা খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে ধরনারায় বসেছেন ও বিক্ষোভ দেখাচ্ছেন। উল্লেখ্য যে, গতকাল সন্ধ্যায় তৃণমূলের অঞ্চল সহ সভাপতি কে বেধড়ক মারধর করা হয়। গণ পিটুনি দেওয়া হয়। নাবালিকা মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজেপির মহিলারা এবার পথে নেমেছেন।
12
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 04, 2025 18:48:39
Howrah, West Bengal:২০২৬ শে বিধানসভা নির্বাচন।সেকথা মাথায় রেখে নিবিড় জনসংযোগ করার নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।বিজয়া সম্মিলনীর মধ্যে দিয়ে সেই কাজ শুরু হবে।আজ হাওড়ার কার্নিভালে এসে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন সারাবছর তারা জনসংযোগ করেন।তবে এবার আরো জোর দেওয়া হচ্ছে।আগামী বারো তারিখ শিবপুরে বিজয়া সম্মিলনী পালন হবে।আজ হাওড়ার গ্র্যান্ড ফোর্টশোর রোডে জমজমাট দুর্গাপুজো কার্নিভাল অনুষ্ঠিত হয়।বিগত বছর গুলোর ন্যায় এবছরেও আয়োজিত হয় হাওড়া দুর্গা পুজো কার্নিভাল।তবে গতবারের তুলনায় এবার কয়েকটি ক্লাব কম অংশ নিয়েছে কার্নিভালে।এবার হাওড়া সদরের দশটি ক্লাব অংশ নেয়। বিসর্জনের বিশেষ এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, মনোজ তিওয়ারি, সাংসদ প্রসূন বন্দোপাধ্যায়, বিধায়ক গৌতম চৌধুরী, প্রিয়া পাল, কল্যাণ ঘোষ, সুকান্ত পাল, জেলাশাসক পি দীপাপ্রিয়া (আই এ এস), নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠি (আই পি এস) সহ বিশিষ্ট জনের এছাড়াও উপস্থিত হয়েছিলেন বহু সাধারণ মানুষ।এবারে ক্লাবের সংখ্যা কম হওয়া নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি বলেন কোনকিছু ভালো কোনো কাজে নেগেটিভ চিন্তাভাবনা করা ঠিক নয়।এবার অন্যান্য বারের তুলনায় অনেক ভালো কার্নিবাল হয়েছে হাওড়ায়। বাইট..১..মনোজ তিওয়ারি(ক্রীড়া প্রতিমন্ত্রী)
11
comment0
Report
BSBidhan Sarkar
Oct 04, 2025 18:47:55
Chinsurah, West Bengal:হুগলি জেলার পুজো কার্নিভাল শুরু হয়েছে শ্রীরামপরে। ১৭ টি পুজো কমিটি এবার অংশ নিয়েছে। মাহেশ স্নান পিঁড়ি মাঠ থেকে শুরু হয়ে বটতলা পর্যন্ত প্রায় তিন কিমি এই কার্নিভালের পথ। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়,মিতালী বাগ,জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, বিধায়ক অসীমা পাত্র,অসিত মজুমদার,সুদীপ্ত রায়,জেলা শাসক মুক্তা আর্য,চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি,হুগলি গ্রামীন পুলিশ সুপার কামনাশিস সেন ও বিভিন্ন পুরসভার চেয়ারম্যানরা উপস্থিত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। ফ্ল্যাগঅফ করে কার্নিভালের সূচনা করেন উপস্থিত বিশিষ্টজন। বিভিন্ন দপ্তরের ট্যাবলো,দমকল পুলিশের ট্যাবলো,রায়বেঁশে নাচ,বাউল শিল্পীদের উপস্থাপনা,আদিবাসীদের নাচ রণপার ঢাক বাজিয়ে ট্যাবলো এগিয়ে যায়। পুজো কার্নিভাল দেখতে রাস্তার দুই পাশে ভীর জমে। এেকে একে এগিয়ে যায় প্রতিমা নিয়ে গাড়ি।
8
comment0
Report
BSBidhan Sarkar
Oct 04, 2025 18:47:38
Chinsurah, West Bengal:মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন ডিভিসি জল ছেড়ে বাংলাকে ভাসাতে চাইছে,এর প্রতিবাদ হবে。 ঠিক সেই সময় ডিভিস র ছাড়া জলে খানাকুলের মানুষের আর্তনাদ ফুটে উঠেছে দুর্গা পুজোর কার্নিভালের থিমে ! মায়ের কাছে প্রার্থনা বন্যা থেকে খানাকুল যেন রেহাই পায়。 ডিভিস র ছাড়া জলে প্রতি বছর প্লাবিত হয় হুগলির আরামবাগ একালার বিস্তীর্ণ область। খানাকুল সহ, আরামবাগের এক বিস্তীর্ণ অঞ্চল চলে যায় জলের তলায়। মানুষের জীবনের যে আর্তনাদ বন্যার জন্য সেই আর্তনাদ ফুটে উঠেছে এবার কার্নিভালের থিমের মধ্যে। খানাকুল ঘোষপুর সার্বজনীন দূর্গাপূজার উদ্যোক্তারা উমার কাছে প্রার্থনা করছেন গত কয়েক দিন বৃষ্টির পর ডিভিসি আবার জল ছাড়তে শুরু করেছে তা থেকে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে খানাকুলের। সেই বন্যা থেকে মানুষজনকে যেন রক্ষা করেন মা。 প্রায় ৬৫ হাজার কিউসেক ইতিমধ্যেই ছাড়তে শুরু করেছে ডিভিসি। শুক্রবার থেকে জল ছাড়া শুরু হয়েছে। তাতেই ইতিমধ্যেই খানাকুলের বেশ কয়েকটি গ্রাম জলের তলায় চলে গিয়েছে। জলের তোর যত বাড়বে ততটাই ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে খানাকুলের মানুষদের জন্য। দুর্গাপুজোর কার্নিভালের ভাসানে সেই সমস্ত মানুষদের আর্তনাদ তুলে ধরেছেন থিমের মাধ্যমে পূজা উদ্যোক্তারা। ট্যাবলোকে মানুষের প্রতিকৃত রূপ এবং বন্যা বিধ্বস্ত হয়ে যাওয়ার পর যেভাবে তাদেরকে ত্রাণ পৌঁছে দেওয়া হয় পুরো বিষয়টি তুলে ধরেছেন ট্যাবলোর মাধ্যমে। হাতে প্লাকার্ড পোস্টার নিয়ে কার্ন vincোল উদ্যোক্তারা। এই বিষয়ে পুজোর সম্পাদক শেখ হায়দার আলী বলেন, প্রতিবছর ডিভিসির জল ছাড়াতে প্লাবিত হয় খানাকুল। যখন জলের প্রয়োজন ধান চাষের জন্য সেই সময়ে ওই এলাকার মানুষ জল পায় না। কিন্তু তিলে তিলে গড়ে তোলা ঢাকার মানুষদের ঘরবাড়ি ডিভিসির জল ছাড়ার কারণে প্লাবিত হয়ে যায় ভেঙে যায় নষ্ট হয়ে যায় নদী বাঁধ। তাই তারা এ বছরে তাদের পুজোর থিমের মধ্য দিয়ে তুলে ধরেছেন। একইসঙ্গে তারা ঠাকুরের কাছে প্রার্থনা করছেন যাতে আবারো যে জল ছাড়তে শুরু করেছে সেই জলের প্লাবন থেকে মা দুর্গা যাতে সবাইকে রক্ষা করুক。
2
comment0
Report
SPSANDIP PRAMANIK
Oct 04, 2025 18:47:06
Kolkata, West Bengal:আজ বিকেলের আবহাওয়া। #কলকাতা কার্নিভাল। আজ मूलত মেঘলা আকাশ; পরে আংশিক মেঘলা আকাশ। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল কার্নنال দিনের রবিবারে ও কখনো মেঘলা আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ। সকালের পর থেকে সন্ধ্যার মধ্যে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে স্থানীয়ভাবে। তবে একনাগারে বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই。 নিম্নচাপ ওড়িশা থেকে সরে ঝাড়খন্ড হয়ে বিহারের দিকে অভিমুখ। শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। আজকের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে। মৎস্যজীবীদের আজও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে #আজ শনিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গে। প্রবল বৃষ্টির লাল সর্তকতা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। এই দুই জেলার কিছু অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা। দার্জিলিং কালিম্পং কোচবিহার ও উত্তর দিনাজপুরে প্রতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা। মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। সঙ্গে দমকা ঝড়ো বাতাস থাকবে সব জেলাতেই। রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবिहार্যে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উত্তর দিনাজপুর জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস। সোমবারে ভারী বৃষ্টি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুত্সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই সঙ্গে দমকা হাওয়া。 মঙ্গলবারে বজ্রবিদ্যুত্সহ বৃষ্টি বেশিরভাগ জেলাতে। বুধ ও বৃহস্পতিবার এ কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুত্সহ বৃষ্টি。 দক্ষিণবঙ্গ আজ শনিবার সকালে মেঘলা আকাশ হলে ও পরে কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ। মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টি। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস। রবিবার বজ্রবিদ্যুত সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতা সহ সব জেলাতে। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি। কিছুক্ষণের জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি বেশ কিছু জেলাতে। সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। বুধবার ও الخميس বৃষ্টি আরো কমবে কিছু জেলার কিছু অংশে বজ্রविद্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।
0
comment0
Report
CDChampak Dutta
Oct 04, 2025 18:46:46
Kaji Chak, West Bengal:বরানগরে সোনার দোকানের মধ্যেই খুন দাসপুরের স্বর্ণ ব্যবসায়ী! নাম শংকর জানা। বাড়ি দাসপুরের বেলিয়াঘাটা বৌদ্যপুরে। বন্ধ দোকান খুলতেই উদ্ধার হাত-পা বাঁধা অবস্থায় মালিকের দেহ। বরানগর থানা থেকে মাত্র ১ কিলোমিটার দূরে খুন! কারা জড়িত? বরানগরে ভর দুপুরে স্বর্ণ ব্যবসায়ী খুন। দোকানেই পড়েছিল স্বর্ণ ব্যবসায়ীর হাত-পা বাঁধা দেহ। মাথায় আঘাতের চিহ্ন ছিল মৃতের। বরানগরের শম্ভুনাথ দাস লেনে সোনার দোকানের মধ্যেই ব্যবসায়ী খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা। পুজো মিটতেই ঘটনায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। সূত্রের খবর, দোকানের সিসি ক্যামেরা বন্ধ দেখতে পেয়ে দিল্লি থেকে ফোন করেন ব্যবসায়ীর ছেলে। তারপরেই বন্ধ সোনার দোকান থেকে ব্যবসায়ীর দেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে, কাদের হাতে খুন হলেন স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর জানা? এখনও ধোলাশা রয়েছে। দোকানের ভিতরের ক্যামেরা বন্ধ করে স্বর্ণ ব্যবসায়ীকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। দোকানের ভিতর থেকেই হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হয়েছে শঙ্কর জানার দেহ। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার সময় দোকানে একাই ছিলেন শঙ্কর জানা। দোকানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সূত্রের খবর, ক্রেতা সেজে এসেছিল ৫ দুষ্কৃতী। তাদের মধ্যে ২ জন পাহারায় ছিল বাইরে। ভিতরে ঢোকে ৩ জন। কত পরিমাণ সোনা লুঠ হয়েছে তা এখনও স্পষ্ট নয়। দোকানের সিসি ক্যামেরা বন্ধ দেখেই সন্দেহ জাগে মৃতের ছেলের মনে। ফোন করেন তিনি। এরপরই উদ্ধার হয় ব্যবসায়ীর দেহ।
0
comment0
Report
AMAshok Manna
Oct 04, 2025 14:50:31
Kolkata, West Bengal:আজ দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার কেন্দ্রে পুজো কার্নিভাল অনুষ্ঠিত হলো। দক্ষিণ২৪ পরগনার চারটি লোকসভা কেন্দ্র জয়নগর, মথুরাপুর, যাদবপুর, ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে পুজো কার্নিভাল অনুষ্ঠান হয়।। ডায়মন্ডহারবার কেন্দ্রের পুজো কার্নিভালে উপস্থিত আছেন রাষ্ট্রীয় প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল, এসপি বিশপ সরকার, জেলাশাসক সুমিত গুপ্ত, বজবজ বিধায়ক অশোক দেব, মহেশতলা বিধায়ক, দুলাল দাস, শক্তি মন্ডল, বজ বজ পৌরসভার পৌরপ্রধান গৌতম দাশগুপ্ত, পূজালী পৌরসভার পৌর প্রধান তাপস বিশ্বাস, দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলা পরিষদের কর্মদক্ষ সোমাশ্রী বেতাল, এবং প্রশাসনের একাধিক উচ্চ পদস্থ আধিকারিক। মোট ১৭ টি পুজো কমিটির পক্ষ থেকে তাদের প্রতিমা নিয়ে কার্নিভাল উপস্থিত হয়।
4
comment0
Report
SMSubhasis Mandal
Oct 04, 2025 14:50:11
Howrah, West Bengal:হাওড়া উলুবেড়িয়া কার্নিভাল উলুবেড়িয়া পুরসভার উদ্যোগে হাওড়ার গ্রামীণ এলাকার কার্নিভাল অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সরকার অনুমোদিত ও বেসরকারী সংস্থার পক্ষ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কার্নিভালে ১৪ টি পুজো কমিটি অংশগ্রহন করেছিল। এই উপলক্ষে উলুবেড়িয়া মহকুমা শাসকের কার্যালয়ের সামনে এক বড় মঞ্চ তৈরী হয়েছিল । সেখানে বর্নাঢ্য সেই মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরী মন্ত্রী পুলক রায়, দু'জন বিধায়ক বিদেশ বসু, নির্মল মাজী, হাওড়ার গ্রামীণ এলাকার পুলিশ সুপার সুবিমল পাল, উলুবেড়িয়ার মহকুমা শাসক মানস কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। বিভিন্ন পুজো কমিটি তাঁদের থিম ও প্রতিমা নিয়ে উলুবেড়িয়া পুরসভা থেকে শোভাযাত্রা সহকারে এই কার্নিভাল মঞ্চের সামনে উপস্থিত হন। সেখানে পুজো কমিটিগুলো তাঁদের পারফরম্যান্স পরিবেশিত করেন। এই কার্নিভালে অন্যদের মধ্যে উল bub ড়িয়া কোটালঘাটা নবোদয় সংঘ ও আশা ভবণ সেন্টারের শোভাযাত্রায় কয়েকজন বিদেশিনী অংশগ্রহণ করেন
1
comment0
Report
BCBasudeb Chatterjee
Oct 04, 2025 14:49:56
Asansol, West Bengal:*নিম্নচাপের বৃষ্টিকে উপেক্ষা করে আসানসোলে দুর্গাপূজা কার্নিভাল, অংশ নিল ১৫টি পূজা কমিটি* পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দুর্গাপূজার সমাপ্তি উপলক্ষে রাজ্য জুড়ে আয়োজিত হচ্ছে পূজা কার্নিভাল। এক সময় শুধুমাত্র কলকাতাতেই সীমাবদ্ধ ছিল এই অনুষ্ঠান, তবে গত কয়েক বছর ধরে জেলার বিভিন্ন প্রান্তেও এই বর্ণাঢ্য কার্নিভালের আয়োজন করা হচ্ছে。 ২০২৩ সালের থেকে পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল ও দুর্গাপুরে পূজা কার্নিভালের আয়োজন শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় এ বছরও আসানসোলেই অনুষ্ঠিত হলো পূজা কার্নিভাল। যদিও নিম্নচাপের জেরে শহরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়, তবুও সেই প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেই জমজমাটভাবে অনুষ্ঠিত হয় এই সাংস্কृतिक মহোৎসব。 এদিন আসানসোল কার্নিভালে মোট ১৫টি পূজা কমিটি তাদের সেরা সজ্জা ও শিল্পকলা নিয়ে অংশ নেয়。 কার্নিভালে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, জেলা শাসক এস. পোন্নাবলম, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরি, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিত ঘটক ও ওয়াসিমুল হক, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, বিধায়ক হরণেরহামর সিংহ, অতিথিদের হাত ধরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। প্রথমেই নারী ঢাকিদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পরবর্তীতে অনুষ্ঠিত হয় নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, যা আসানসোলের নাগরিকদের মনোরঞ্জনের পাশাপাশি দুর্গাপূজার আমেজকে আরও দীর্ঘায়িত করে তোলে।
4
comment0
Report
Dussera 2025
Advertisement
Back to top