Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
केन्द्र सरकार के बिना योजना से आम जनता परेशान, विपक्ष ने आलोचना की
SGShreyasi Ganguly
Dec 08, 2025 11:15:19
Kolkata, West Bengal
কতগুলো জিনিস করার আগে ভাবার দরকার আমি বিকল্প কি দিলাম .. আমি একটা প্ল্যান বন্ধ করলাম তাহলে সাধারণ মানুষের জন্য আর কি অপশন রইল.. সেটা ভাবার জায়গা রয়েছে আমি খুব দুঃখিত এবং এটা খুব দুর্ভাগ্যে যে কোন প্ল্যানিং ছাড়া সব প্লেন বন্ধ করে দেয়া হয়েছে. এবং এখন ভাড়া ৩০০০ এর পরিবর্তে ৫০ হাজার হয়ে গেছে ..আমি এর আগে কখনো এরকম পরিস্থিতি দেখিনি . এটা একটা বিপর্যয়.. কেন্দ্র সরকার একটা প্ল্যান করা উচিত ছিল.. কোন প্ল্যান না করে তুমি মানুষকে কি করে হ্যারাস কর .. আমি কেন্দ্র সরকারকে অনুরোধ করবো একটা প্ল্যান করুন .. যাতে অন্তত অর্ধেক প্লেন চলতে পারে যে.. পাইলট পাওয়া যাচ্ছে আপনাদের সিস্টেম মেনে .. দেশের ব্যাপারে বিজেপি সরকার ইন্টারেস্টেড নয় .. এরা শুধুমাত্র আগ্রহ হলো কিভাবে ভোট ক্যাপচার করা যায় ইলেকশন মেশিন ইভিএম মেশিন এজেন্সি নিয়ে আগ্রহী.. মানুষের বিষয়ে এর আগ্রহী নয় আমরা মানুষের কথা ভাবি.. এইভাবে দেশ চলেনা আমি বেশিরভাগ সময় বাইরে কাটাবো আর দেশের মানুষের সমস্যা দেখার জন্য আমার কাছে সময় নেই এটা দুর্ভাগ্যের বিষয়
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBidhan Sarkar
Dec 08, 2025 12:03:57
Chinsurah, West Bengal:স্কুলে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ এক ছাত্র,স্কুল পরিবারে দুশ্চিন্তা। হুগলির বৈদ্যবাটির শতাব্দী প্রাচীন বিদ্যালয় বৈদ্যবাটি বনমালী মুখার্জির ইনস্টিটুটশনের ছাত্র শিব মান্না।শিব सप्तম শ্রেণীর ছাত্র।শনিবার শারীর শিক্ষার পরীক্ষা ছিল তার।পরীক্ষার সময়সীমা ছিল ৩০ মিনিট। বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় সে পরীক্ষা দিতে এসেছিল।পড়নে ছিল গেরুয়া জ্যাকেট। পরীক্ষা শেষ হওয়ার অনেক আগেই সে পরীক্ষকের হাতে খাতা জমা দিয়ে স্কুল থেকে বেরিয়ে যায়। তারপর থেকে তার বাড়ির লোক খোঁজ পাচ্ছেন না বলে দাবী। শেওড়াফুলি গড়বাগানের বাসিন্দা শিব মান্নার মা জানান, সকাল সাড়ে আটটার সময় বাড়ি থেকে বেরিয়েছিল ছেলে। পৌনে এগারোটার সময় সে বাড়িতে ঢোকে এই কারণে তাকে তার মা বকাবকি ও করেন। তারপরেই সে স্নান করে পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে চলে যায়। পরিবারের তরফ থেকে পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা করা হয়েছে। জিআরপিতে ও তারা অভিযোগ করেছেন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমরনাথ ঘোষাল জানান, শিব অন্য ছাত্রদের থেকে খুবই চঞ্চল।কোথায় গেলো,বাড়ির লোকের মত তিনিও অন্ধকারে।ছাত্র নিখোঁজের ঘটনায় তিনিও খুবই উদ্বিগ্ন।
0
comment0
Report
STSrikanta Thakur
Dec 08, 2025 11:52:28
Dinajpur, Rangpur Division:উত্তরবঙ্গের আট জেলার প্রশাসনিক বৈঠক — কোচবিহার থেকে দূর নিয়ন্ত্রিত উদ্বোধনে দক্ষিণ দিনাজপুরে ২৬ প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গের আটটি জেলাকে সঙ্গে নিয়ে সোমবার প্রশাসনিক বৈঠকে অংশ নিলেন মুখ্যমন্ত্রী। কোচবিহার থেকে দূর নিয়ন্ত্রিত ভার্চুয়াল পদ্ধতিতে দক্ষিণ দিনাজপুর জেলার ২৬টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এসব প্রকল্পে মোট ব্যয় হয়েছে প্রায় ৬৫ কোটি টাকা। পাশাপাশি জেলার আরও ১২ টি নতুন প্রকল্পের কাজের সূচনা করেন মুখ্যমন্ত্রী।প্রশাসনিক কর্তাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই সমস্ত চলমান উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে। সীমান্তবর্তী জেলাগুলিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আরও কড়া নজরদারি বাড়ানোর পরামর্শ দেন তিনি। জেলা পুলিশ সুপার থেকে শুরু করে থানার আইসি-দেরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বর্তমান দেশে চলা এসআইআর পরিস্থিতির আবহে বেআইনি পুশব্যাক রোধে কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশও দেন তিনি এবং প্রয়োজন হলে সাহসের সঙ্গে মোকাবিলা করার কথা বলেন।এদিন মুখ্যমন্ত্রী বিশেষভাবে পথশ্রী প্রকল্প, জল জীবন মিশন, আমাদের পাড়া – আমার সমাধান প্রকল্প-সহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার বার্তা দেন প্রশাসনকে। তিনি জানান, ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে উন্নয়নের কাজের গতি ত্বরান্বিত করা অত্যন্ত জরুরি, তাই কোনও প্রকল্পে শৈথিল্য বা দেরি বরদাস্ত করা হবে না। দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের বালুছায়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই ভার্চুয়াল প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলার সমস্ত প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্তারারা।
18
comment0
Report
BSBidhan Sarkar
Dec 08, 2025 11:49:07
108
comment0
Report
BSBidhan Sarkar
Dec 08, 2025 11:48:56
24
comment0
Report
TCTathagata Chakraborty
Dec 08, 2025 11:48:20
Baruipur, West Bengal:বারুইপুর হাসপাতালে বাগান থেকে নবজাতিকা উদ্ধার, চাঞ্চল্য— শিশুটির সম্পূর্ণ দায়িত্ব নিল হাসপাতাল কর্তৃপক্ষ বারুইপুরঃ সোমবার বারুইপুর মহকুমা হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, যখন হাসপাতালের বাগানের মধ্যে পরিত্যক্ত অবস্থায় এক সদ্যজাত শিশুকন্যাকে উদ্ধার করা হয়। হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীরা প্রথমে শিশুটিকে দেখতে পান এবং তৎক্ষণাৎ কর্তৃপক্ষকে খবর দেন। এরপর হাসপাতালের নার্স ও চিকিৎসকরা ছুটে এসে নবজাতিকাকে উদ্ধার করে নবজাতক চিকিৎসা কেন্দ্রে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, শিশুটির অবস্থায় আপাতত কোনও জটিলতা নেই এবং সে স্বাভাবিক ও সুস্থ রয়েছে। ঘটনাটি সামনে আসতেই হাসপাতালজুড়ে চাঞ্চল্য তৈরি হয়। কে বা কারাasem নিন্দনীয় ও অমানবিক কাজ করেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো ঘটনার বিষয়ে বারুইপুর থানায় লিখিতভাবে জানানো হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ। হাসপাতালের সুপার ডঃ ধীরাজ রায় বলেন, “হাসপাতালের এমার্জেন্সি পরিষেবার সামনে বাগানে সদ্যজাত শিশুকে ফেলে যাওয়া অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয় কাজ। বিষয়টি আমরা উর্দ্ধতন স্বাস্থ্য দফতরকেও জানিয়েছি।” তিনি আরও জানান, শিশুটির চিকিৎসা, নিরাপত্তা ও পূর্ন দেখভালের দায়িত্ব সম্পূর্ণভাবে হাসপাতালই বহন করবে। নবজাতিকাকে ঘিরে যাতে কোনওরকম সমস্যা না হয়, সে বিষয়েও বিশেষ নজর রাখছে হাসপাতাল স্টাফরা। ঘটনায় মানবিকতার প্রশ্ন আবারও সামনে উঠে এসেছে。 বাইট - ধীরাজ রায়, হাসপাতাল সুপার
102
comment0
Report
SPSANDIP PRAMANIK
Dec 08, 2025 11:47:49
Kolkata, West Bengal:আজ বিকেলের আবহাওয়া। আগামি সাতদিন একই রকম আবহাওয়া। শীতের আমেজ চলবে। উত্তরে কুয়াশার দাপট দার্জিলিং সহ চার জেলায়; দক্ষিনে পরিষ্কার আকাশ। উত্তুরে শীতের স্পেল। তাপমাত্রার বড়সড় পরিবর্তন আপাতত নেই। দার্জিলিংয়ে ৫ ডিগ্রী এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় ১০ ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা। অবাধ উত্তর পশ্চিমের শীতল হাওয়া। দক্ষিণজুড়ে শীতের আমেজ। চলতি সপ্তাহে শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা ও সংলগ্ন জেলাতে ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা। কলকাতায় ১৪ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রীর মধ্যে থাকবে তাপমাত্রা আগামী সাত দিন। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসে। গতকাল শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১০ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গে প্রধানত কুয়াশা পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা। দার্জিলিঙ্গে ৫.২ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে তাপমাত্রা। মালদায় ১৬.১ ডিগ্রির ঘরে পারদ। আগামী সাতদিন তাপমাত্রা একই রকম থাকবে।
73
comment0
Report
BSBidhan Sarkar
Dec 08, 2025 11:47:35
Chinsurah, West Bengal:ডানকুনিতে প্লাস্টিকের গোডাউন에 आग লাগে, পুড়ে ছাই দুটি বাড়ি, বেশ কয়েকটি মোটরবাইক সহ কয়েকটি ভ্যান, টোটো, আহত দুজনকে পাঠানো হয়েছে হাসপাতালে। রবিবার মধ্যরাতে, ডানকুনি পুরসভার চার নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ায় একটি প্লাস্টিকের গোডাউনএ আগুন লাগে, ঘনবসতি এলাকায় আগুন লাগায় চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় দমakalকে, সরু রাস্তা হওয়ায় ফায়ার ব্রিগেডের গাড়ি ভিতরে প্রবেশ করতে না পারায় পাশের পুকুর থেকে পাম্প দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। ঘটনায় শরিফুল মোল্লা নামে এক যুবক ও তার স্ত্রী গুরুতর জখম হয়। প্রথমে তাদের শ্রীরামপুর হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তর করা হয়েছে। ঘনবসতি এলাকায় কিভাবে এত পরিমান প্লাস্টিক মজুত ছিল এবং সেখানে কিভাবে আগুন লাগল খতিয়ে দেখছে ডানকুনি থানার পুলিশ। গতকালই ডানকুনি পুরসভার অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগে।
52
comment0
Report
BSBidhan Sarkar
Dec 08, 2025 11:47:09
Chinsurah, West Bengal:নির্মিয়মান আবাসন থেকে পরে মৃত্যু হল এক মহিলা নির্মান শ্রমিকের।মৃতের নাম শ্যামলী বাগ(৪৫)।বাড়ি চন্দননগর গোস্বামী ঘাট। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,চন্দনগর লালবাগান বেলতলা এলাকায় একটি পাঁচতলা আবাসন তৈরীর কাজ চলছে।আজ সকালে সেই আবাসনে কাজ করার সময় বাঁশের ভারা থেকে পরে যান মহিলা নির্মান শ্রমিক। তাকে তৎক্ষণাৎ চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।ঘটনার খবর পেয়ে আসে চন্দনগর থানার পুলিশ। হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য মৃতদেহকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হবে。 ওই আবাসনের নির্মাণ কর্মীদের অভিযোগ কোনরকম সেফটি বেল্ট ছিল না। তার জন্যই এত বড় দুর্ঘটনা। এই আবাসনের মালিক অচিন্ত্য দাস ও হারাধন ব্যানার্জি দুর্ঘটনার পর তাদের দেখা যায়নি।রাম চক্রবর্তী বলেন, পৌর নিগমের তরফে নির্মাণ কর্মীদের সেফটি সিকিউরিটির ব্যাপারে আগেই বলা হয়েছে এখানে বিষয়টা খতিয়ে দেখতে হবে। এর আগে এই ধরনের ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে এ ব্যাপারেও নেওয়া হবে।
37
comment0
Report
ANArnabangshu Neogi
Dec 08, 2025 11:46:51
Kolkata, West Bengal:চিংড়ি ঘাটার মেট্রোর কাজের জন্য আশ্বাসের পরেও রাজ্য ট্রাফিক নিয়ন্ত্রণ না করায় কার্যত বিরক্ত হাইকোর্ট। রাজ্যকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের প্রশ্ন, সব পক্ষের মধ্যে বৈঠক হওয়ার পর আপনারা কথা দিলেন, তারপরেও কেনো সেটা কার্যকর হলো না। একটা প্রেস্টিজিয়াস প্রজেক্ট। তৈরি হলে রাজ্যেরই মানুষের সুবিধা হবে। অথচ আপনারা ট্রাফিক ব্লকের সময় দেওয়ার পরে এখন নতুন কারণ জানাচ্ছেন! যে জায়গায় ব্লক করা হবে সেখানে সবচেয়ে অসুবিধা হবে এম্বুলেন্স পর্যন্ত যাতায়াত করতে পারবে না। - রাজ্য; যে সমস্যার কথা বলছেন, রাজ্যে সেটা এতদিনে অনুধাবন করলো, সেটা নিশ্চয়ই নয়? এটা তো যে কোনো সময়ই হবে। যখনই এই কাজ হোক, তখনই এমন সমস্যা হবে। তাই বলে এমন প্রজেক্ট আটকে থাকবে? - ডিভিশন বেঞ্চ; রাজ্যের নতুন তোলা যুক্তি আদালত শুনবে না। আগে ওই কাজের দ্রুত রূপায়ণের ব্যাবস্থা করতে পদক্ষেপ করতে হবে রাজ্যকে - ডিভিশন বেঞ্চ
39
comment0
Report
AMArkodeepto Mukherjee
Dec 08, 2025 11:21:12
Kolkata, West Bengal:ডুপ্লিকেট ভোটারের খোঁজে এবার নতুন অপশন BLO Apps BLO পোর্টালে নতুন একটি অপশন দেওয়া হলো আজ থেকে।।।।ডুপ্লিকেট ইলেকটর ভেরিফিকেশন।।।। একই নামে একাধিক জায়গায় ভোটার আছে।।।।সেই ভোটাররা একই ব্যক্তি না আলাদা সেটা জানা জরুরি।।।।তাই এই ক্ষেত্রে তথ্য যাচাই না করলে স্বচ্ছ তালিকা সম্ভব নয় বলে মনে করছে ইলেকশন।।।নতুন অপশন অনুযায়ী যদি কোনো ভোটারকে BLO APPS এ ডুপ্লিকেট ভোটার বলে দেখায় তখন BLO তাঁর বাড়িতে যাবেন।।।।ভোটার যদি নিজে নিশ্চিত জানেন যে তাঁর আরেকটা ভোটার কার্ড আছে তাহলে একটি declaration লিখে সেই পুরনো এপিক কার্ড ও বর্তমান এপিক কার্ডের জেরক্স দিয়ে BLOর কাছে জমা দিতে হবে।।।যদি কোনো ভোটার নিশ্চিত না হন তাহলে একটি Declaration লিখে বর্তমান এপিকের জেরক্স দিয়ে BLO র কাছে জমা করতে হবে।।।।মূলত ডুপ্লিকেট ভোটারের বিষয়ে একেবারে 100% নিশ্চিত হতেই নতুন এই অপশন Add করা হল BLO APPS এ
39
comment0
Report
ASAyan Sharma
Dec 08, 2025 11:19:53
150
comment0
Report
ANArnabangshu Neogi
Dec 08, 2025 11:18:56
Kolkata, West Bengal:সোমবার সুপ্রিম কোর্ট ইন্ডিগো বিমান সংকট সম্পর্কিত মামলার জরুরি শুনানির আবেদন প্রত্যাখ্যান করেছে। সুপ্রিম কোর্টের মন্তব্য ভারত সরকার ইতিমধ্যেই বিষয়টি বিবেচনা করেছে। গত কয়েকদিন ধরে অনেক Indigo বিমান হঠাৎ করে বাতিল হওয়ার ফলে দেশের কিছু বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের দুর্দশার বিষয়টি একজন আইনজীবী উল্লেখ করেন। আইনজীবীর দাবি:— কোন তথ্য না দিয়েই, কোম্পানিটি ফ্লাইট বাতিল করেছে। এটি একটি গুরুতর সমস্যা। ভারতের প্রধান বিচারপতি এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ আইনজীবীকে: আমরা বুঝতে পারছি যে লক্ষ লক্ষ মানুষ বিমানবন্দরে আটকে পড়েছে। জরুরি কাজ করছেন এমন মানুষ, জরুরি স্বাস্থ্য সমস্যা‍্যার প্রয়োজন এমন মানুষও। কিন্তু ভারত সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেখা যাক কিছুক্ষণ পরে কী হয়। এখনই কোনও জরুরি অবস্থা নেই।
105
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Dec 08, 2025 11:18:43
Kolkata, West Bengal:রাজ্যের আটষট্টি টি ভাষা নিয়ে উদযাপন হচ্ছে ভাষা মেলা উৎসব। বিশ্ব বাংলা কনভেনশনে সেই উপলক্ষে সোমবার অপ্রচলিত বিভিন্ন ভাষারের লেখক কবি ও শিল্পীদের সম্মানিত করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। হাজির ছিলেন বাংলা সহ বিভিন্ন ভাষার শিল্পী, লেখক, কবি, সাংবাদিকেরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি সুবোধ সরকার তিনি বলেন যে ভাষাচর্চার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে এবং সে কাজে উৎসাহ দিয়েছে চলেছেন 'আধুনিক বাংলার রূপকার' রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বলেন রাজ্যের উপর ভাষাভিত্তিক আধিপত্যবাদকে কায়েম করতে একটা প্রচেষ্টা চলছে।আমাদের তা দমন করতেই হবে। হিন্দি ভাষা, নিরামিষ খাওয়া এগুলো দেশের বহুগণকে ধ্বংস করার একটা চাপ। এর পিছনে একটাই বয়ান তা হল হিন্দি, হিন্দু ,হিন্দুস্তানকে ভারতবাসীর ওপর চাপিয়ে দেওয়া। এই ভাষা মেলা এবং ভাষা উৎসবের মাধ্যমে এই ধরনের অপচেষ্টাকে আমরা থামিয়ে দিতে পারি। (মঞ্চ থেকে) প্রশ্নোত্তর পর্বে সুকান্ত মজুমদার — রুশার প্রথম দুই ধাপে কেন্দ্রের সঙ্গে ছিল। ন’শো কোটিরও বেশি মূল্যের প্রকল্প ছিল। যেখানে কেন্দ্রের তরফে যে ফান্ড দেওয়া রয়েছে তা সাড়ে তিনশো কেটিরও বেশি। কিন্তু, ১৪৫ টা প্রজেক্ট এখনও বাকি রয়েছে পশ্চিমবঙ্গে আমি ৩০ আগস্ট পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রীকে নিজে চিঠি লিখেছি। যাতে কাজে গতি আসে। কিন্তু পশ্চিমবঙ্গ এগিয়ে এসে কাজ শেষ করেনি। যার ফলে বাংলার বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে। আমি পশ্চিমবঙ্গের সরকারকে অনুরোধ করব সহযোগিতা করার。 ব্রাত্য: মাননীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কোন চিঠি আমরা এখনো পাইনি। পেলে যদি কোন জটিলতা থাকে তা খতিয়ে দেখব। মাননীয় মন্ত্রীর জানা উচিত ওই প্রকল্প টির নাম এখন রুশা নয় ওটার নাম পিএম ঊষা। অর্থাৎ প্রধানমন্ত্রীর নাম যুক্ত করা হয়েছে। নিজেই বলছেন ৩১৫ কোটি টাকা দিয়েছেন এবং হাজার কোটি টাকা বাকি আছে। সুতরাং বকেয়া টাকাগুলো আগে দিন। চিঠি পেলে অবশ্যই আমি তোমাকে উত্তর দেব। যে শর্তাবলী ওনারা দিয়েছেন সেই শর্তাবলির সঙ্গে আগে আমাদের একটা লিখিত মউ চুক্তি করতে হবে। পাশাপাশি এই মউ চুক্তি করার ক্ষেত্রে কেন্দ্রীয় শিক্ষানীতির বেশ কয়েকটি জায়গা নিয়ে আমরা আপত্তি জানিয়েছে সেটাও ওনাকে ভেবে দেখতে হবে। মাননীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সদিচ্ছা দরকার তিনি এ রাজ্যেরই মানুষ যদি তার মনে হয় যে সেই টাকা আনা দরকার তাহলে রাজ্যের ছেলেমেয়েদের জন্য তিনি অবশ্যই সরকারের সেই বকেয়া টাকা নিয়ে আসতেই পারেন। *নির্বাচন কমিশনের নতুন অবজারভার নিয়োগ* ব্রাত্য: বাংলাকে নিয়ে নির্বাচন কমিশন কখনো পক্ষপাতহীন নন তারা অবজারভার আনছেন। বাংলা নিয়ে নির্দিষ্ট টার্গেট আছে বিজেপির গত বছরও বাংলা জয় করতে পারেনি। এবারও পারবে না। LU 4 diye vis, bt, giyechhe @⁨ZEE 24GHANTA ASSIGNMENT11⁩
151
comment0
Report
Advertisement
Back to top