Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
राज्य के मुख्य निर्वाचन अधिकारी के दफ्तर में केंद्रीय बलों की तैनाती
RDRaktima das
Dec 27, 2025 15:18:07
Kolkata, West Bengal
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এবার থেকে প্রবেশ করতে গেলে আপনাকে মানতে হবে কেন্দ্রীয় বাহিনীর নিয়ম-কানুন তবেই গিয়ে আপনি এই দপ্তরে প্রবেশ করতে পারবেন। গোটা দেশে যেসব গুরুত্বপূর্ণ দপ্তর এবং মন্ত্রক রয়েছে এবং যেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে সেখানে এই একই নিয়ম বলবত রয়েছে আর সেই নিয়মকেই কার্যত মান্যতা দিয়ে এবার থেকে কেন্দ্রীয় বাহিনীর নিয়মই কাজে লাগাতে চলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। অর্থাৎ এতদিন পর্যন্ত যে নিয়ম বলবৎ ছিল তা আর থাকছে না। কারা এই অফিসের কর্মী, কারা এই দপ্তরে আসেন নিয়ম করে, কাদের জন্য অগ্রাধিকার থাকবে এই সব কিছুই এবার ঠিক করবে কেন্দ্রীয় বাহিনী। এমনকি সংবাদ মাধ্যমের গতিবিধিতেও রাশ টানতে চলছে কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশন। সকলের জন্যই একই নিয়ম লাগু হতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে প্রবেশের জন্য। একদিকে যেমন তৈরি হতে চলেছে নতুন পাস অন্যদিকে নির্দিষ্ট সময়ের আগে কেউই এই দপ্তরে প্রবেশ করতে পারবেন না। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন যে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এই দপ্তরে মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে সেখানে এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে মূলত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং এই দপ্তরের সকলের জন্য, পাশাপাশি বাড়ি থেকে বেরোনো এবং বাড়িতে ফের প্রবেশ সবসময়ই কেন্দ্রীয় বাহিনী থাকবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নিরাপত্তার জন্য। এতকিছু আরও বর্ণিত হয়েছে যাতে সিইও যদি নির্বাচন কমিশনের কাজে রাজ্যের কোন জায়গায় সফর করেন সেই সময়েও তার সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধি দল। সাম্প্রতিক অতীত থেকে শুরু করে রাজ্যে এখনও পর্যন্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার প্রয়োজন হয়নি। এই প্রথম রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক ও তার দপ্তরের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার এই সিদ্ধান্ত এখন সব মহলেই আলোচনার বড় বিষয়। যদিও মনোজ কুমার আগারওয়াল জানিয়েছেন গতিবিধির নিয়ন্ত্রণ হলেও এই দপ্তরে যারা আসবেন আগের মতই তাদের কোন অসুবিধা হবে না কাজের ক্ষেত্রে। এখন দেখার আদপে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্তে নির্বাচন কমিশন আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন কতটা সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণভাবে করতে সক্ষম হয়.
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SRSanjoy Rajbanshi
Dec 27, 2025 15:18:28
Kalna, West Bengal:নেশা মুক্তি কেন্দ্রে অস্বাভাবিক মৃত্যু এক ব্যাক্তির, হসপিটালের জরুরি বিভাগে দেহ ফেলে চম্পট, কালনার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশ্বজিৎ মন্ডল হালিশহরের এক নেশা মুক্তি কেন্দ্রে খুন হয়েছে দাবি পরিবারের। গত আগস্ট মাসের ২৮ তারিখে ওই নেশা মুক্তি কেন্দ্রে রেখে আসা হয় বিশ্বজিৎ মন্ডলকে, প্রত্যেক মাসে ১৫ হাজার টাকা করে দেওয়া হতো সেখানে ২৫শে ডিসেম্বর হঠাৎ ফোন আসে শ্বাসকষ্টে অসুস্থ বিশ্বজিৎ তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। পরিবারের লোকেরা হসপিটালে বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে পুলিশের দারস্থ হয়, তখন জানা যায় সে মারা গিয়েছে। পরবর্তীতে ফোনে যোগাযোগ করলে ওই সংস্থার লোকেদের কাউকেই ফোনে পাওয়া যায় না। পরিবারের দাবি তাকে পিটিয়ে খুন করা হয়েছে। অবিলম্বে দোষীরা শাস্তি পাক।
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Dec 27, 2025 15:17:14
Kolkata, West Bengal:শনিবারের সন্ধ্যায় আলিমুদ্দিনে এসে সিপিএমের তিন নেতা বিমান বসু, মহম্মদ সেলিম এবং শ্রীদীপ ভট্টাচার্যর সঙ্গে বৈঠক করে গেলেন নওশাদ সিদ্দিকী। বৈঠকের পর তিনি বলেন। আমরা বেশ কয়েক মাস আগে থেকেই বামেদের চেয়ারম্যান বিমা বসুকে চিঠি লিখেছিলাম বাংলাকে বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ লড়াই চাই। লক্ষ বিজেপিকে হারানো। এই মর্মে আমরা চিঠি কংগ্রেসকেও করেছি। বামেদের পক্ষ থেকে সাড়া দেওয়া হয়েছে। আজ সে ব্যাপারেই আলোচনা হলো আজকে কিভাবে লড়াই হবে, কোথায় কোন প্রার্থীকে প্রার্থী করা হলে লড়াই ভালো হবে। নির্দিষ্ট আসন নয়, একটা সংখ্যার আসন নিয়ে কথা হয়েছে। যে বিষয়ে আমরা ভালো রেজাল্ট করব সে বিষয়ে কথা হয়েছে। আমাদের লক্ষ্য বিজেপি ও তৃণমূলকে হারানো।। আমরা চাইবো যারা যেখানে শক্তিশালী তাদের আরো বেশি সাপোর্ট দিয়ে আমাদের জোটকে শক্তিশালী করা। ২০২৪ নির্বাচনে আমরা যে সিট চেয়েছিলাম তা হয়নি, বাই ইলেকশনে যদিও আমরা একসঙ্গে লড়াই করে ছিলাম। আগামী নির্বাচনে যাতে আমাদের কোন অসুবিধা না হয় যে উত্তরবঙ্গে নয় বা দক্ষিণবঙ্গে জোট হবে এরকম কোন ব্যাপার নয়। গতবার দেগঙ্গায় প্রার্থী দেওয়া বানিয়ে সমস্যা হয়েছিল। পাঁচলাতেও একই সমস্যা হয়েছিল। এবার যাতে সেগুলো না হয় সে ব্যাপারেই আলোচনা হয়েছে। কংগ্রেসকে আমরা ইতিমধ্যেই মেইল করেছি। আজকে কংগ্রেস শুনলাম বিষয়টি নিয়ে আলোচনা করেছে। আজকে ওদের কথাবার্তা শুনে তারপরে বাকি পদক্ষেপ করা যাবে। আমরা চিঠি দিয়েছি বামেদের চেয়ারম্যানকে। সুতরাং বামেদের সব শরীক দল এর মধ্যে অন্তর্ভুক্ত থাকছে। আইএসএফ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে সেটা করতেই হবে। হুমায়ুন কবির আমাদের সঙ্গে এখনো পর্যন্ত কোনো যোগাযোগ করেনি। আমাদের কাছে এ নিয়ে কোন খবর নেই। একই কথা মিমের ক্ষেত্রেও প্রযোজ্য। সিঙ্গল বুমে প্রতিক্রিয়া দিয়েছেন *বাংলাদেশে রবীন্দ্রনাথের অবমাননা* *সুকান্তর বাঁশ তুলে নেওয়া* *হুমায়ুনের বাবরি মসজিদে তৃণমূল নেতার ইট বহন* *ভাঙ্গরে আইএসএফ তপস্যা করেও জিততে পারবে না: শওকত*
0
comment0
Report
ASAyan Sharma
Dec 27, 2025 13:52:21
Kolkata, West Bengal:बবি হाकিম ভুল ম্যাপিং - अगर कहीं किसी ভুল ম্যাপिंग हो तो दावी त्रिणমূল। mereka बाधा सृष्टि করেছে। সমস্ত কিছুর জন্য তৃণমূল দায়ী। कभी वोट बंदी कभी नोट बंदी -- ভুলতে পারিনি তৃণমূল। মানুষ खुश ছিল। মানুষ চাই रहा स্যার ਹੋक। केंद्रीय বাহিনী सियो दफ्तरে- যেভাবে লাগাতার রাজ্য পুলিশ के समर्थन में সিও ऑफिस के সামনে তৃণমূল লাগাতার অশান্তি করেছে सেকारणे यह केंद्रीय বাহিনী आना逼্য হয়েছে। রাজ্যের الشرطة पर विश्वास नहीं, जंगल রাজ चल रहा है। হিয়ারিং নামে अत्यাচার बंगालীদের- चुनाव आयोग कठিন रोगে আক্রান্ত, बয়स्क उन्हें নিয়ে ভাবছে। आशा है जल्दी ठीक हुआ। তৃণমূল के সহযোগितায় आरएसएस के वृध্বि- মানুষ चाहिए एक प्लेटफॉर्म। अभिषेक बनर्जी এর জবাব- কে তাকে जवाब देगा आयोग। आपनों संख्या चाह। ठीक हिसाब पाएंगे। তাদের हिसाब नहीं मिल रहा। বহু অনুপ্রবেশকারী ঠাই দিয়েছিল তৃণমূল उन्हें হিসाब পাচ্ছে না, তাই चिंतিত। ভাল काम के लिए पुरस्कृत किया जाना चाहिए। তৃণমূল ও সিপিএম नेता ভোটার তালিকা को खेल में परिवर्तित कर দিয়েছে। ৩১ दिसंबर দিল্লি - ममता बनर्जी और जी के ঘটনার समय डॉक्टरों की बैठक लाइव स्ट्रीमिंग हुई थी क्या? पहले अपने आप देख लें। বাঙালিদের হেনস্থা - असলে जो चोर তারা चित्कार करेंगे ही। जতই करो हमला, सड़क पर रहेंगे- जो सामान्य रूप से जीता है, वही जीतेगा। जीत को लेकर आशंका है, इसलिए बार बार जीतने की बात कह रहा है। ওড়িশায় বাংলা बोलায় अत्यাচার- एक बीड़ी मांग को केंद्र कर घटना। वहां बंगला बोलায় कुछ नहीं हुआ। पुलिस ने गिरफ्तार किया। হুমায়ূন এর টার্গেট- 182 हो जाए या दूर, हमारी चिंता नहीं। यह ममता बनर्जी के कारण की चिंता। असंतुष्ट मुसलमान वोट BJP को न जाए इसके लिए হুমায়ূন को तैयार किया गया। হিয়ারিং काकলি ঘোষ দস্তিদার- जब फॉर्म भर रहे थे, गलत कुछ किया होगा। হিয়ারিং फेस किया जाना चाहिए তাদের। BJP को गाली-गलौज करना एक रीति बन गया है। नंदीग्राम में অভिषেক के सेवाश्रয়- नंदीग्राम में जो अपमान हुआ, उसे बचने के लिए सेवाश्रय। দুর্নীতিবাজদের কাছ से कोई सेवा नहीं, यह लोग जानते हैं। बांग्लादेशে दीपु दास- अगर इतना गंभीर होता, बैक बागान पर लाठीचार्ज नहीं होता। ममता बनर्जी ने कुछ कहा नहीं। islami आतंकवादी भड़ेंगे। अभिषेक बनर्जी से पहले PCB कुछ बोले होते तो पश्चिम बंगाल के मुख्यमंत्रীর ऊपर आवाज़। दीपु दास को हटाने वाला वहां यूनুস सरकार और यहां यूनुस की बहन की सरकार है। पटिस विक्रेता- অনাহৃত তৃণমূল এটাকে নিয়ে फायदा उठाने की कोशिश हुई। सनातनी एकता को मजबूत करेगा। अभिषेक बंद्योपाध्याय এর বৈঠক- हार सुनिश्चित जानते हुए কমিশনের नाम से गालियां दीं। তৃণমূল হলো অপ সংস্কৃতির দল। हम भी देखना चाहते हैं, तृणমূল गाली दिए तो हम नहीं देंगे।
0
comment0
Report
SMSubhasis Mandal
Dec 27, 2025 13:32:32
Howrah, West Bengal:SIRএ শুনানিতে সম্মতি কিন্তু অসুস্থ যারা তাদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে ব্যবস্থা করা উচিত ছিল বললেন অসুস্থ মানুষজন৷ এস আই আর হোক এটা খুবই ভালো আমরা চাই এটা হোক কিন্তু যেসব বৃদ্ধ অসুস্থ মানুষ তাদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে ব্যবস্থা নেয়া উচিত ছিল স্ত্রীর নামের সমস্যার জন্য স্ত্রীকে নিয়ে এই শুনানি কেন্দ্র উলুবেড়িয়া বিডিও অফিসে এসেছিলেন সুভাষ সরকার তিনি বলেন তার স্ত্রী হৃদরোগে আক্রান্ত শরীরে অন্যান্য অসুস্থতাও আছে। এখনো অসুস্থ শুধুমাত্র নামের সমস্যার জন্য এখানে আসতে হলো৷ অসুবিধার মধ্যে পড়তে হয়েছে কিন্তু কি আর করা যাবে৷ সেই পরিপ্রেক্ষিতেই তিনি বলেন এইসব অসুস্থ মানুষজনের জন্য বাড়িতে ব্যবস্থা করা হলে ঠিক ছিল৷
0
comment0
Report
ABArup Basak
Dec 27, 2025 13:32:07
Mal Bazar, West Bengal:*নারকীয় অত্যাচার ও জীবন্ত পুড়িয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল* বাংলাদেশের নারকীয় অত্যাচার ও জীবন্ত পুড়িয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করলেন সনাতনী ধর্মবলি মানুষর ও হিন্দু জাগরন মঞ্চের সদস্যদের। এদিন বিকালে মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের চেংমারী হরিমন্দির প্রাঙ্গণ থেকে তালতলা হয়ে গঙ্গাদেবী বাজার পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করেন সনাতনী ধর্মবলি মানুষরা। মিছিলে মহিলা পুরুষ সবাই অংশগ্রহণ করে। সকলের এক্টাই বক্তব্য বাংলাদেশে প্রতিদিন হিন্দুদের ওপর অত্যাচার চলছে অথচ সেই দেশের সরকার হাত গুটিয়ে বসে রয়েছে। এদিন বিক্ষোভ মিছিলে সনাতনী ধর্মের সদস্য দীপক উড়াও বলেন বাংলাদেশে দিপুচন্দ্র দাসকে মিথ্যা অভিযোগে জীবন্ত জালিয়ে হত্যা করা হয় তারই প্রতিবাদে আজকের আমাদের ক্রান্তি ব্লকের হিন্দু সাম্প্রতিক মানুষের মা বোনেরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিলে শামিল হয়। পাশাপাশি এর আগে মুর্শিদাবাদেও একই পরিবারের ছেলে ও বাবাকে পিটিয়ে قتل করে কিছু জেহাদিরা। অবিলম্বে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান তিনি।এবং এই আধুনিক যুগে যেভাবে বাংলাদেশে নারকীয় अत्यাচারে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হলো আজকে এই হিন্দু সনাতনী ধর্মের মানুষ এটা মেনে নিতে পারছে না তাই বিক্ষোভ মিছিল করা হল এবং ধিক্কার জানানো হলো। বাইট ১) সনাতনী ধর্মের সদস্য দীপক উড়াও। (হিন্দু জাগরন মঞ্চের সদস্য) 2712ZG_MAL_HINDU_RALLY_R
0
comment0
Report
SMSubhasis Mandal
Dec 27, 2025 13:31:55
Howrah, West Bengal:একমাস হয়েছে নার্সিংহোমের আইসিইউ থেকে বেঁচে ফিরেছেন ৷অসুস্থ্য বৃদ্ধা একরাশ ক্ষোভ নিয়ে শুনানিতে এসে বললেন এদের বিবেক জ্ঞান বলে কিছু নেই。 ছেলে বৌমা বাইরে থাকে আইসিইউ তে ভর্তি ছিলেন নার্সিংহোমে ৷বাঁচার আশা ছিল না তবুও বেঁচে ফিরেছেন একমাস হল এখনো অসুস্থ্য এদের কোন বিবেক জ্ঞান নেই৷ অসুস্থ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে এমন ভাবেই ক্ষোভ উগরে দিলেন এক বৃদ্ধা৷ আমি এখানে ২৮ বছর আছি। বাড়িতে যখন গিয়েছিল শুনানিতে যেতে হবে বলে তখন অনেক রিকোয়েস্ট করেছি, আমি অসুস্থ আমার বাঁচার আশা ছিল না একমাস হয়েছে আমি বাড়ি ফিরেছি । আই সি ইউ তে ভর্তি ছিলাম এক পার্সেন্ট বাঁচার আশা ছিল সেখান থেকে আমি বেঁচে ফিরেছি sekarangো অসুস্থ যেতে পারবো না ওনারা কেউ শোনেনি৷ বলেছিলেন শুনানিতে যেতেই হবে এখানে এসেও দীর্ঘক্ষণ দাঁড়াতে হয়েছে অসুস্থ বলে আগে করে দিল না৷ ওনাদের বিবেক বলে کچھ নেই উলুবেড়িয়া ১ নম্বর বিডিও অফিসে শুনানিতে এসে এমনটাই জানালেন উলবেড়িয়া ফুলেশ্বরের বাসিন্দা এক বৃদ্ধা অনুসূয়া অধিকারী ৷
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 27, 2025 13:31:36
Howrah, West Bengal:নিষ্চcindায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূল কংগ্রেসের বিএলএ-২র।সমাজমাধ্যমে শোক প্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পথ দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূল কংগ্রেসের বিএলএ-২ হিসেবে কর্মরত সক্রিয় এক দলীয় কর্মীর। শনিবার বেলা সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে নিশ্চিন্দা থানার মুম্বাই রোড ও দিল্লি রোডের সংযোগস্থলের কাছে। পুলিশ জানায়, মৃতের নাম চন্দন সরকার(৩৯)। তিনি ডোমজুড় বিধানসভার বালি-জগাছা ব্লকের নিশ্চিন্দার ১৮৬ নম্বর বুথের বিএল-২ হিসেবে কাজ করছিলেন। পাশাপাশি চন্দন তৃণমূলের ওই বুথের সভাপতি ছিলেন। এদিন স্কুটি চালিয়ে যাবার সময় পেছन থেকে আসা একটি লরির ধাক্কায় ছিটকে পড়েন চন্দন। সেখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চন্দনকে মৃত বলে ঘোষণা করেন। চন্দনের মৃত্যুর খবর পেয়ে সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডোমজুর কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ বলেছেন, ‘‘চন্দন আমাদের দলের সক্রিয় কর্মী ছিলেন। বিএল-২ হিসেবে খুবই ভালো কাজ করেছিলেন। তাঁর মৃত্যুতে আমরা সবাই শোকাহত। ওঁর পরিবারের পাশে আমরা সবসময় আছি।’ ঘাতক লরি ও চালক পলাতক।সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
0
comment0
Report
Advertisement
Back to top