Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
जोगी उपचार पर बिकास की प्रतिक्रिया और सर मुद्दे पर बयान
MCMoumita Chakraborty
Oct 12, 2025 06:30:34
Kolkata, West Bengal
Bikash reaction on Jogi treatment and sir issue
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBarun Sengupta
Oct 12, 2025 09:01:06
Barrackpore, Kolkata, West Bengal:উত্তরবঙ্গে দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামলেন সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটি। এলাকায় ঘুরে ঘুরে লক্ষী ভান্ডার মানুষের কাছে নিয়ে গিয়ে দুর্গত মানুষদের জন্য সংগ্রহ করলেন ত্রাণ। ছিল কিউআর কোডেরও ব্যবস্থা। এক সময় বন্যা হোক বা কোন দুর্যোগ সিপিআইএমকে দেখা যেত এইভাবেই প্রাণ সংগ্রহ করতে। এবার সেই ত্রাণ সংগ্রহের জন্য পথে নামলেন বিজেপি নেতারাও। আগের দিন দেখা গিয়েছিল সুকান্ত মজুমদার কে এবার পথে নামবেন। সজল ঘোষ। শুধু টাকা পয়সা নয় পুরনো জামা কাপড় ও সংগ্রহ করলেন তারা।। আর এই প্রাণ পৌঁছে যাবে উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত দুর্গত মানুষদের কাছে।
0
comment0
Report
STSrikanta Thakur
Oct 12, 2025 08:49:51
Dinajpur, Rangpur Division:বাংলাদেশে পাচারের আগে ব্রাউন সুগার উদ্ধার সহ এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। রবিবার যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠাল গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম তাবু তাহের মিঁয়া (৩৬)। রবিবার বেলা ১২ টা নাগাদ ১০ দিনের হেফাজতে চেয়ে ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হয়। জানা গিয়েছে গঙ্গারামপুর থানার অশোকগ্রাম দোমুঠা ফরিদপুর বাঁশপাড়ার যুবক তাবু তাহের মিঁয়া। শনিবার সন্ধ্যায় সীমান্তবর্তী এলাকায় তাবু তাহেরকে ঘোরাঘুরি করতে দেখেন বিএসএফ জওয়ানরা। উদেশ্যহীন ভাবে যুবককে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় ৯১ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানদের। এরপর তাবু তাহেরকে আটক করে তল্লাশি শুরু করতে বেরিয়ে পড়ে ব্রাউন সুগার। Saturday রাতে ধৃতকে তুলে দেওয়া হয় গঙ্গারামপুর থানার পুলিশের হাতে। রবিবার গঙ্গারামপুর থানার পুলিশ তাবু তাহেরকে গ্রেপ্তার করে। ১০ দিনের হেফাজতে চেয়ে বেলা ১২ টা নাগাদ ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের পরিমাণ প্রায় ৪০ গ্রাম।
4
comment0
Report
PDPradyut Das
Oct 12, 2025 08:49:41
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়িতে রাস্তার ধারে ঠাই দাঁড়িয়ে বেশ কিছু হাতির দল। রাস্তার ধারে হাতির দল ভিড় পর্যটক ও স্থানীয়দের জলপাইগুড়ি বানারহাট সংলগ্ন ডায়না ব্রিজের পাশে জাতীয় সড়কের ধারে দেখা মিলল একদল হাতির। ডায়না জঙ্গল থেকে বেরিয়ে এসে রাস্তার ধারে দীর্ঘক্ষণ ঠাঁই দাঁড়িয়ে ছিল । হাতির দলটি দেখতে দূরদূরান্ত থেকে পর্যটক থেকে শুরু করে স্থানীয় পথ চলতেই মানুষরা ভিড় জমান। অনেকে মোবাইলের ক্যামেরায় সেই বিরল দৃশ্য বন্দি করেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডায়না রেঞ্জের বনকর্মীরা। তারা হাতির দলটিকে জঙ্গলের গভীরে ফেরানোর চেষ্টা শুরু করেন। তবে হাতির দল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকায় কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে।
0
comment0
Report
BSBarun Sengupta
Oct 12, 2025 08:49:31
Barrackpore, Kolkata, West Bengal:কামারহাটি পুরসভা ১০ নং ওয়ার্ড এলাকায় জন্ডিসে আক্রান্ত ৩০ জন। এলাকা আতঙ্কিত। কামারা হাটি পৌরসভার ২৭ নম্বর হরিচরণ চ্যাটার্জি ট্রিট, যদুনাথ এম এম ফিডার রোড ও জয় কিষান রোড গোটা অঞ্চল জুড়ে গোটা ৩০ জন জন্ডিসে আক্রান্ত। এলাকার মানুষজন জন্ডিসের ভয় ভীত। পৌরসভার পক্ষ থেকে ওয়ার্ডে স্বাস্থ্যকর্মীর মাধ্যমে সচেতন শিবির করা হয়েছে। এছাড়া তাৎক্ষণিক এলাকার বিভিন্ন স্থানে জলের ট্যাংক দেওয়া হয়েছে। এলাকা মানুষের অভিযোগ দীর্ঘ দিন ধরে পৌরসভার ট্যাঙ্কে জলে দুর্গন্ধ। এই জল খেয়ে তাদের শরীর অসুস্থ বলে আক্রান্ত পরিবারদের। পৌরসভার পক্ষ থেকে এলাকার জল পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। গোটা অঞ্চলে শিশু থেকে সব বয়সী সকলেই জন্ডিসে আক্রান্ত। তবে এলাকার জল নিয়ে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। এই জল থেকেই জন্ডিসের সম্ভাবনা আছে নাকি? এখন সেটাই দেখার বিষয়
0
comment0
Report
BSBarun Sengupta
Oct 12, 2025 08:30:57
Barrackpore, Kolkata, West Bengal:কামারহাটি পুরসভা ১০ নং ওয়ার্ড এলাকায় জন্ডিসে আক্রান্ত ৩০ জন, এলাকা আতংক. কামাহাটি পৌরসভার ২৭ নম্বর হরিচরণ চ্যাটার্জি ট্রিট, যদুনাথ এম এম ফিডার রোড ও জয় কিষান রোড গোটা অঞ্চল জুড়ে গোটা ৩০ জন জন্ডিস এ আক্রান্ত. এলাকার মানুষজন জন্ডিসের ভয়ে ভীত. পৌরসভার পক্ষ থেকে ওয়ার্ডে স্বাস্থ্যকর্মীর মাধ্যমে সচেতন শিবির করা হয়েছে. এছাড়া তাৎক্ষণিক এলাকার বিভিন্ন স্থানে পৌরসভার পক্ষ থেকে জলের ট্যাংক দেওয়া হয়েছে. এলাকা মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরেই পৌরসভার ট্যাঙ্ক জলে দুর্গন্ধ. এই জল খেয়েই তাদের শরীর অসুস্থ অভিযোগ আক্রান্ত পরিবারদের. পৌরসভার পক্ষ থেকে এলাকার জল পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে. গোটা অঞ্চলে ছোট শিশু থেকে সব বয়সী 모든েই জন্ডিসে আক্রান্ত. কিন্তু এলাকার মানুষের জল নিয়ে আতংক সৃষ্টি হচ্ছে. এই জল থেকেই জন্ডিসের সম্ভাবনা আছে নাকি? now সেটাই দেখার বিষয়
0
comment0
Report
PDPradyut Das
Oct 12, 2025 08:17:56
Jalpaiguri, West Bengal:ফের উত্তরবঙ্গে मुख্যমন্ত্রী সফরকে নিয়ে কটাক্ষ শংকর ঘোষের। নাবালিকা ধর্ষণের ঘটনায় রবিবার সকালে জলপাইগুড়ি রাজগঞ্জে গেলেন বিজেপি বিধায়ক দীপক বর্মন, শংকর ঘোষ, শিখা চ্যাটার্জী সহ বিজেপি নেতাকর্মীরা। তারা নাবালিকা পরিবারের সাথে কথা বলেন এবং পাশে থাকার বার্তা দেন। পাশাপাশি অপরাধীর কঠোর শাস্তির দাবি করেন। উল্লেখ্য এক ব্যক্তি নাবালিকা ধর্ষণ করে কয়েক মাস আগে। কিন্তু নাবালিকাকে হুমকি দেওয়ায় সে পরিবার কে জানায়নি। পরবর্তীতে অন্তঃসত্ত্বা হওয়ায় সামনে আসে এবং পরিবার লিখিত অভিযোগ করে। সেই ভিত্তিতে অভিযুক্ত কে গ্রেফতার করে এবং শনিবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। আজ পরিবারের সঙ্গে সঙ্গে কথা বলতে যান বিজেপির প্রতিনিধি দল পরিবারের পাশে থাকার আশ্বাস。 রাজনৈতিক প্রতিক্রিয়া বিজেপি শঙ্কর ঘোষ ১. বঙ্গে ধর্ষিতা ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়া। ঘটনার ৩৬ ঘন্টা পর গ্রেফতার ৩। তোলপাড় রাজ্য রাজনীতি। পুলিশি তদন্তে আস্থার অভিধান শাসকের। কেন বার বার প্রশ্নের মুখে বঙ্গের নারী নিরাপত্তা? মেলা - খেলার হট্টগোলে মানুষের নৈতিক অধিকার কি খর্ব হচ্ছে? ২. ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। এক সপ্তাহের তফাতে দুবার মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ যাওয়ার পিছনে কি শুধুই প্রাকৃতিক বিপর্যয়? নাকি বিজেপির পোক্ত ঘাঁটিতে তৃণমূল অঙ্কে শান দিতে বার বার পাহাড়ে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো? ৩. দিলীপ ঘোষের আমলে বিজেপির বিজয়া সম্মেলনী হত ঘটা করে। এই প্রথা বহাল ছিল সুকান্ত মজুমদারের আমলেও। সামনেই ভোট, তারই মধ্যে পাল্টেছে বিজেপির রাজ্য সভাপতি। এবারে বিজেপির তালিকায় নেই বিজয়া সম্মেলনী। ভোটের আগে এইরকম একটা জনসংযোগের হাতিয়ার কি হারিয়ে ফেলছে রাজ্যের প্রধান বিরোধী দল? ৪. রাজ্যে তপসিলি জাতির পড়ুয়াদের স্কুলে ভর্তির হার ক্রমাগত কমছে। উপযুক্ত পরিকাঠামোর অভাবে স্কুল বিমুখ হচ্ছে তপসিলি জাতির পড়ুয়ারা? নাকি ঘুন ধরা শিক্ষা ব্যবস্থা এর জন্য এই অবস্থা? নেপথ্যে কি? ৫. সুপ্রিম কোর্টের নির্দেশ সব প্রাথমিক শিক্ষকদের দিতে হবে টেট পরীক্ষা। বেশ কিছু রাজ্য এর বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করলেও ব্রাত্য পশ্চিমবঙ্গ। কেন সবার টেট নিয়ে আগ্রহী রাজ্য সরকার? উদ্দেশ্য কি বাম আমলের নিয়োগকে প্রশ্নের মুখে ফেলা? ৬) ধর্ষণ ইস্যুতে ফের কেন্দ্রকে একহাত তৃণমূলের।oprাজিতা বিল আটকে রাখা নিয়ে কেন্দ্রকে এক্স হ্যান্ডেলে তোপ তৃণমূলের। ধর্ষণের জন্য কঠিন আইন প্রণয়নে কেন বাঁধা দিচ্ছে কেন্দ্র? নারী সুরক্ষা কি বিজেপির অগ্রাধিকার নয়? প্রশ্ন তৃণমূলের! বাইট - শঙ্কর ঘোষ ( বিধায়ক শিলিগুড়ি) বাইট:- দীপক বর্মন ( বিধায়ক ) রিপোর্ট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Oct 12, 2025 08:03:11
Arambag, West Bengal:আরামবাগঃ১২ অক্টোবর ফের বাস বন্ধ করার সিদ্ধান্ত নিলেন বিভিন্ন বাস এসোসিয়েশন এর কর্তাব্যক্তিরা।দিনে দিনে ক্ষতির পরিমান বেড়ে যাওয়ায় তারা অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়ে গেছেন।এর পাশাপাশি মূল বিষয় হল রামকृष্ণ সেতুর কাজ এখনও শেষ হয়নি।ফলে সেতুর ওপর দিয়ে বাস চলাচল বন্ধ।এতে করে দূর পাল্লার বাস গুলি ব্রেক সার্ভিস করে চলছে।এতে করে ভীষণ ভাবে ক্ষতি হচ্ছে।তাদের বক্তব্য, সেতুর ওপর দিয়ে ১০ টনের বেশি ভারী যান চলবে না।কিন্তু একটি বাস ৯ টন পর্যন্ত ভারী হতে পারে।তাহলে কেনো অনুমতি দেওয়া হচ্ছে না। কেনো হাইট বার খুলে দেওয়া হচ্ছে না।অথচ পি ডব্লিউ ডি,হুগলি ডি এম,আরামবাগ এস ডিও সহ পরিবহন দপ্তরে বারবার চিঠি করেছেন বাস মালিক এসোসিয়েশন। কিন্তু দুঃখের বিষয় সেই আবেদন বা চিঠির উত্তর কেউ দেন নি।প্রশাসনের চরম উদাসীনতায় তারা দিনে দিনে ক্ষতির সম্মূখীন হচ্ছেন। তাই আগামী ১৫ অক্টোবর এর মধ্যে কোন সমাধান সূত্র বা উত্তর না আসে তাহলে তারা ১৫ অক্টোবর থেকেই অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেবেন।আরামবাগ মহকুমা বাস মিনিবাস অপারেটর এসোসিয়েশন, হতে হুগলি ইন্টার্ন রিজিয়ন বাস ওনার্স এসোসিয়েশন সহ একাধিক সংগঠন বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য যে,আরামবাগের এই রামকৃষ্ণ সেতু দক্ষিণ বঙ্গের একটি গুরুত্বপূর্ণ সংযোগকারী সেতু।এই সেতু দিয়ে প্রায় সাত আট টি জেলার বাস চলাচল করে।আর বাস মালিকেরা বাধ্য হয়েই বাস বন্ধ করছেন।রামকৃষ্ণ সেতু বন্ধ।এই বন্ধ প্রশাসন ইচ্ছাকৃতভাবে করে রেখেছে। পি ডব্লিউ ডি এর চরম গাফিলতির জেরে রামকৃষ্ণ সেতুর কাজও ধীর গতিতে চলছে।আর তাতেই বাস বন্ধ।তবে বাস বন্ধ হলে লক্ষ লক্ষ নিত্যযাত্রী ব্যাপক নাজেহালের শিকার হবেন। অবিলম্বে প্রশাসন ও পি ডব্লিউ ডি যথাযথ ব্যবস্থা নেয় তার দাবি তোলেন তারা।অথবা বিকল্প সেতু নির্মাণ করা হলেও বাস সার্ভিস চালু থাকবে।
0
comment0
Report
KAKAYESH ANSARI
Oct 12, 2025 07:52:05
Darjeeling, West Bengal:Mirik Facing The Problem Of Gas Cylinder And Even The Petrol And Other Communities Prize High Due To Long Route Transport Due to heavy landslide in Hills the local peoples are facing different type of problem some are facing houseless some facing the problem of document who had lost in landslide. But the biggest problem is facing by the Public of Mirik ,out there the crisis of Gas Cylinder and Petrol. Due to the Collapse of Dhudia Bridge on 5th Oct these things are have to come from Long Route that through NH110 which how to cross long long from Sukna, Tindharia Kurseong, Sonada Gum, Sukai, Pashupati Fatak than Mirik around 250 km the vehicle should travel. Yesterday after 9 days Gas Cylinder had reach Mirik agency and started to distribute. And for Petrol same is happen than is coming in Alternative or after 3 days.. The main thing is that These Two Agency is one one through out the Mirik, from Phuguri Tea Garden will Up Aokati Tea garden. Around 200+ gas is distributing through out the Mirik and 50% Public have 2 Gas Cylinder foe which they can run their kitchen for 15 days but those who have only One Connection they area facing more problem. But good thing was that yesterday after 9 days Gas Cylinder vehicle had reach and they got the Gas Cylinder. But when the next vehicle will come it is not conform. About the Petrol and Diesel it have to come through the same route and it is coming in Alternative or in 3 days. And daily around 4500 lt selling but now they can't provide that much. As the vehicle of mirik are rubbing long route for which the Vehicle taking more Petrol and Diesel and the demand is more than before. And these agency also facing the problem of transport as the Vehicle which bring these thing they are not agree as they have to put th fuel more than before for which they dint why to come daily. On the other side the Prize of Commodities is also going some how high as the transport Cost became high. There is alternative route by which the Vehicle from Mirik is going toward siliguri but that route is only for Small vehicle But the Heavy vehicle and in Darjeeling Hills all the commodities are brough though He's Vehicle Like Truck. The Public of Mirik requesting to Both the Govt State and Center that Dhudia Bridge Should rebuild very soon or they should build the Alternative route by which the Mirik public should free from tension about this all.
0
comment0
Report
BBBimal Basu
Oct 12, 2025 07:35:56
Basirhat, West Bengal:1210ZG_BSH_HAROA_ARREST_R বলে 2C তে ছবি পাঠিয়েছি। প্রেমের ফাঁদে ফেলে হাড়োয়ায় বাড়ি এক তরুনীর কাছ থেকে ১২ লক্ষ টাকার সোনার গহনা হাতিয়ে নেওয়ার অভিযোগে সুতীর্থ বিশ্বাস নামে এক যুবকে গ্রেফতার করল পুলিস। পুলিস জানায় বছর একুশের এক তরুনি হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয় যুবকে সঙ্গে তার প্রমের সম্পর্ক ছিল এই দুর্বলতার সুযোগ নিয়ে যুবক সুতীর্থ বিশ্বাস তার কাছ থেকে দফায় দফায় তার কাছ থেকে সোনার গহনা ও নগদ টাকা মিলিয়ে প্রায় ১২ লাখ টাকা হাতিয়ে নেয়। ফেরত চাইতে গেলে অনস্বীকার করে এর পর প্রতারণার অভিযোগে যুবককে গ্রেফতার করে বসিরহাট আদালত থেকে পুলিশী হেপাজাত নিয়ে তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। বিমল বসু বসিরহাট
4
comment0
Report
TDTapan Deb
Oct 12, 2025 07:35:41
0
comment0
Report
PSPrasenjit Sardar
Oct 12, 2025 06:47:31
Baruipur, West Bengal:অতিরিক্ত বর্ষণে সবজি চাষীদের মাথা হাত।দক্ষিণ 24 পরগনা জুড়ে সবজি চাষের ক্ষতি। প্রবল বর্ষন। সবজি চাষীদের মাথা হাত। বিশেষ করে মরশুম সবজি চাষে ব্যাপক ক্ষতি। উল্লেখ্য বর্ষা বিদায়ের পথ ধরলেও দফায় দফায় ভারী বর্ষনে বিভিন্ন মাঠ ঘাট ,ক্ষেতে জল অতিরিক্ত থাকার কারণ । পচন ধরে নষ্ট হচ্ছে বিঘার পর বিঘা সবজি ক্ষেত। তাছাড়াও চাষীদের মাথায় হাত পড়ার পাশাপাশি সাধারণ মানুষের ও পাতে সবজিতে পকেটের টান । কারণ প্রবল বর্ষনে সবজি চাষ জলের তলায়। আর সেই কারণে বাজারে সাধারণ সবজির দাম সর্বনিন্ম ৮০ টাকা কেজি প্রতি। ফলে একদিকে সবজির দাম আকাশ ছোঁয়া আর অপর দিকে সবজি বাগানে সবজি কম ।এক কথায় সবজি চাহিদা বাজারে থাকলো চাষীদের খেতে সবজি নেই। দুয়ের যাঁতাকলে পড়ে সাধারণ মানুষ থেকে চাষীরা দিশেহারা।
0
comment0
Report
CDChampak Dutta
Oct 12, 2025 06:37:21
Kaji Chak, West Bengal:কংসাবতী নদীতে মাছ ধরতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম প্রশান্ত দলুই। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের গোবিন্দনগর এলাকায়। জানা গেছে শনিবার বিকেলে কংসাবতী নদীতে জাল নিয়ে মাছ ধরতে নেমেছিল প্রশান্ত। সেই সময় পায়ে জালের দড়ি আটকে তলিয়ে যায় সে। পরিবারের লোক এবং গ্রামবাসীরা অনেক খোঁজখুঁজি করেও প্রশান্তকে খুঁজে না পেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়। প্রশাসনের পক্ষ থেকে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়। অবশেষে রবিবার সকালে প্রশান্তের নিথর দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে আসা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ঘটনায় নেমে এসেছে পরিবারে শোকের ছায়া।
2
comment0
Report
Advertisement
Back to top