Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Malda732101
मुम्बई निवासी ज़ाकिर हुसैन सारंग चोर रास्ते से भारत लौटा, BSF ने पकड़ा
RSRanajoy Singha
Sept 21, 2025 09:31:14
Malda, West Bengal
বাংলাদেশ থেকে চোরা পথে ভারতের প্রবেশ করার সময় বিএসএফের হাতে আটক মুম্বাইয়ের এক বাসিন্দা। নাম জাকির হোসেন সিদ্দিকী সারাঙ্গ। বাড়ির মহারাষ্ট্রের নাভি মুম্বাই। মালদা জেলার হবিবপুর থানার ভারত-বাংলাদেশ সীমান্ত বেলডাঙ্গা এলাকা থেকে একে বিএসএফ আটক করে। এ কোনোভাবে বাংলাদেশে গিয়েছিল। চোরাপথে ভারতে প্রবেশ করার সময় বিএসএফের হাতে আটক হয়েছে। কে এই ব্যক্তি কি? কি উদ্দেশ্যে বাংলাদেশ গেছিল? তা তদন্ত করছে বিএসএফ।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Sept 21, 2025 10:02:17
Jalpaiguri, West Bengal:2C 2109ZG_PA_JAL_RAJBARI_DURGA_PUJA_R জলপাইগুড়ি রাজবাড়িতে ৫১৬ বছরের দুর্গাপূজার সূচনা, মহালয়ার পূর্ণ লগ্নে চক্ষুদানের মধ্য দিয়ে উত্তরবঙ্গের জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ির পুজোর সূচনা হলো। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপাইগুড়ি রাজবাড়িতে শুরু হলো ৫১৬ বছরের প্রাচীন দুর্গাপূজা। শুভ মহালয়ার পূর্ণ তিথিতে চক্ষুদানের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক সূচনা হয়। প্রাচীন এই পূজা ঘিরে রাজবাড়ি ও আশপাশের এলাকায় উৎসবের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষ থেকে ভক্ত সকলের মধ্যেই উৎসাহ চোখে পড়ার মতো। জলপাইগুড়ি রাজবাড়ির দুর্গাপূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ইতিহাস ও সংস্কৃতির এক জীবন্ত সাক্ষ্য বহন করে চলেছে। প্রাচীন রীতি ও আচার বজায় রেখে আজও পূজার আয়োজন হয়ে আসছে, যা উত্তরবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্যে বিশেষ গুরুত্ব বহন করে। এরই পাশাপাশি, রাজ পরিবারের নিয়ম মেনে এই পুজোয় মাকে আমিষ ভোগ দেওয়া হয়ে থাকে বলে রাজ পরিবারের পুরোহিত শিবু ঘোষাল জানান। রিপোর্ট:- প্রদ্যুত দাস ক্যামেরা:- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি)
0
comment0
Report
ABArup Basak
Sept 21, 2025 10:02:05
Mal Bazar, West Bengal:*পূজোর আগেই হাতির উপদ্রব বারছে ডুয়ার্সে...* বন্যজন্তুদের উপদ্রব কোন ভাবেই কমছে না ডুয়ার্সে। একদিকে চিতাবাঘ অন্য দিকে হাতির উপদ্রব লেগেই আছে। মাল ব্লকের পশ্চিম ডামডিমে ফের হাতির হানা, ক্ষতিগ্রস্ত ২০ বিঘা ধানের খেত। ফের হাতির হানায় ত্রস্ত পশ্চিম ডামডিমের বাসিন্দারা। গভীর রাতে প্রায় ৩০-৩৫টি বন্য হাতির একটি দল আপালচাঁদ জঙ্গলের তারঘেরা রেঞ্জ পেরিয়ে পশ্চিম ডামডিমের লোকালয়ে ঢুকে পড়ে। হানা দেয় একাধিক কৃষকের ধানের খেতে। প্রত্যক্ষদর্শীদের মতে, হাতির দলটি হঠাৎ করেই গ্রামে ঢুকে পড়ে এবং প্রায় ২০ বিঘা ধানের জমি নষ্ট করে দেয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে রয়েছেন রাজেশ মুন্ডা, বিসনাত ওরাও, প্রীতম শা, সুরেশ ওরাও সহ আরও অন্তত ৮ জন কৃষক । কৃষকরা জানান মাঝে মধ্যেই হাতির দল এই পশ্চিম ডামডিম এলাকায় চলে আসছে৷ ক্ষতি করছে ধান খেত। এখনও ধান পাকেনি, তার আগেই হাতির উপদ্রব বেরে গেছে। মালের রেঞ্জার অঙ্কন নন্দী বলেন ক্ষতিগ্রস্ত পরিবারেরা যদি আবেদন করে তাহলে তারা সরকারি নিয়োমানুযায়ি ক্ষতিপূরণ পাবে। অন্য দিকে ডুয়ার্সের মগলকাটা চাবাগানে হাতির দল কে ঘিরে আতঙ্ক ছরায়। একদল হাতি জাতীয় সড়ক পারকে চাবাগানে ঢুকে যায়। হাতি দেখতে ভির করে মানুষজন। এরপর বন কর্মিরা হাতির দলটিকে জঙ্গলে ফেরায়। বাইট ১) ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার। 2109ZG_MAL_ELEPHANT_DAMAGE_R
0
comment0
Report
BSBidhan Sarkar
Sept 21, 2025 10:01:54
Chinsurah, West Bengal:মগজ খেকো অ্যামিবার আক্রমন ঠেকিয়ে সুস্থ হয়ে উঠছেন শ্রীরামপুরের প্রৌঢ়। বাহির শ্রীরামপুরের বাসিন্দা পেশায় কল মিস্ত্রি প্রবীর কর্মকার(৫৬) গত প্রায় এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন।চলতি বছর এপ্রিল মাসে তিনি ভয়ানক অসুস্থ হয়ে পড়েন।ঘনঘন জ্ঞান হারান।হাঁটা চলার ক্ষমতাও ছিল না।বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়ে অবশেষে শিশু মঙ্গল হাসপাতাল হয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন।দুমাস সেই হাসপাতালেই তার চিকিৎসা চলে।চিকিৎসকরা নানা পরীক্ষা-নিরীক্ষার পর বুঝতে পারেন প্রৌঢ়ের মগজে এক কোষী অ্যামিবা বাসা বেঁধেছে।চিকিৎসার পর বর্তমানে শ্রীরামপুরের বাড়িতেই রয়েছেন প্রৌঢ়।শারীরিক দুর্বলতা থাকলেও আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। প্রৌঢ়ের কথায়,কথা জরিয়ে যেত কোনো জ্ঞান থাকত না।শ্রীরামপুর শেওড়াফুলি এলাকার গৃহস্থ বাড়িতে কল সারানো জলের ট্যাঙ্ক পরিষ্কার কাজ করতেন। প্রৌঢ়ের স্ত্রী পম্পা কর্মকার বলেন,আমরা প্রথমে কিছুই বুঝতে পারেনি।হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরাই বললেন কোন কারনে উনার মস্তিষ্কে অ্যামিবা আক্রমন করেছে।যে কারণেই শারীরিক এই অসুস্থতা দেখা দিয়েছে।একদমই বিছানা থেকে উঠতে পারছিলেন না।সেই অবস্থা থেকে এখন অনেকটাই ভালো আছেন সবার সাথে কথা বলছেন হাঁটাচলা করছেন।টাইম কলের জল না খেতে বলেছেন চিকিৎসকরা। কেরলে এই ব্রেন ইটারে অনেকে মারা গেছেন।বাংলাতেও আক্রান্ত হচ্ছেন অনেকে।তবে ঠিক সময়ে চিকিৎসা হলে সুস্থ হয়ে উঠছেন প্রবীর কর্মকারের মত।
0
comment0
Report
BSBidhan Sarkar
Sept 21, 2025 10:01:28
Chinsurah, West Bengal:বাইকের ধাক্কায় উল্টে গেলো অটো,গঙ্গায় তর্পণ করতে যাওয়ার সময় দূর্ঘটনায় মৃত এক মহিলা, আহত তিনজন। শ্রীরামপুরের চাতরা তেঁতুলতলা জিটি রোডে আজ সকালে এই দূর্ঘটনা ঘটে।জানা গেছে, চন্ডীতলা বন কৃষ্ণপুর এলাকা বাসিন্দা বছর ৫০ এর শংকরী মালিক গঙ্গায় তর্পন করতে যাচ্ছিলেন। তিনি চন্ডীতলা থেকে অটো চেপে তর্পনের উদ্দেশ্যে যাচ্ছিলেন।চাতরা তেঁতুলতলায় বেপরোয়া ভাবে একজন মদ্যপ বাইক আরোহী এসে অটোয় ধাক্কা মারে। ঘটনাস্থলে অটো উল্টে গিয়ে গুরুতর জখম হন কয়েকজন যাত্রী।গুরুতর আহত অবস্থায় তাদের শ্রীরামপুর ওয়ালস হাসপালতে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন।অটোয় থাকা আরো দুজন যাত্রী ও বাইক আরোহী হাসপাতালে চিকিৎসাধীন।
0
comment0
Report
BSBidhan Sarkar
Sept 21, 2025 10:01:16
Chinsurah, West Bengal:চুঁচুড়ায় তর্পনের ঘাটে দু'ভরি সোনার হার খোয়ালেন বৃদ্ধা,স্নান করতে নেমে তলিয়ে যাওয়া একজনকে উদ্ধার করল পুরসভার কর্মীরা। উমার মর্ত্যে আগমনে দেবী পক্ষের সূচনা ও পিতৃপক্ষের অবসানে সন্ধিক্ষণে মহালয়া। পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে সকাল থেকেই গঙ্গার ঘাট গুলোতে ছিল উপচে পড়া ভীর।চুঁচুড়া ময়ূরপঙ্খী ঘাটে সেই ভিড়ের মধ্যেই স্নান করতে এসেছিলেন চুঁচুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ড কাপাসডাঙ্গার বাসিন্দা বিপাসা সাহা।গঙ্গাস্নান করে ঘাটের পাশেই একটি মিষ্টির দোকানে দাঁড়িয়ে মিষ্টি কিনছিলেন।তখনই তার খেয়াল হয় গলায় পড়ে থাকা দু'ঘরি সোনার হারটা নেই।বৃদ্ধার সঙ্গে তার স্বামী বিমল সাহা ছিলেন।তাকে বিষয়টি জানান তিনি।আবার গঙ্গার ঘাটে ফিরে এসে পুলিশ কর্মীদের হার খোয়া যাওয়ার বিষয়টি জানান দম্পতি।পুলিশ কর্মীরা তাদের থানায় গিয়ে ডায়রি করার পরামর্শ দেন। বৃদ্ধা বলেন,বাড়ি থেকে সোনার হার পড়ে এসেছিলাম,বাড়িতে রেখে আসতে ভুলে গিয়েছিলাম।প্রতিবছর মহালয়ার দিন এই ঘাটে স্নান করি।গঙ্গায় যখন স্নান করি তখনও ছিল হারটি। দুই লক্ষাধিক টাকার হার খুইয়ে কেঁদে ফেলেন বৃদ্ধা। সকালে একজন তর্পণ করতে এসে তলিয়ে যাচ্ছিলেন তাকে উদ্ধার করে ঘাটে থাকা পুরকর্মিরা। পুরসভার পক্ষ থেকে মাইক প্রচার করে সাধারণ মানুষকে সতর্ক করা হয়।গহনা পড়ে স্নানে নামতেও নিষেধ করা হয়। চন্দননগর পুলিশের ডিসিপি চন্দননগর অলকানন্দা ভাওয়াল,আইসি চুঁচুড়া রামেশ্বর ওঝা সাধারনের নিরাপত্তায় গঙ্গার ঘাট গুলো ঘুরে দেখেন।
0
comment0
Report
BSBidhan Sarkar
Sept 21, 2025 10:00:58
Chinsurah, West Bengal:চুঁচুড়া ঘুঁটিয়াবাজারে তর্পণ করতে এসে গঙ্গায় তলিয়ে,শেষে রক্ষা। মহালয়ায় তর্পণ কে ঘিরে লোকসমাগম দেখা গেছে বিভিন্ন গঙ্গার ঘাট গুলিতে। তার মধ্যে আকস্মিক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল তিনজন। সিভিল ডিফেন্স এবং বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা এবং স্থানীয় তর্পণ করতে আসা মানুষদের সহযোগিতায় এক যুবতী সহ দুই মহিলা গঙ্গায় ডুবে যাওয়া থেকে রক্ষা পেলেন। ঘুটিয়াবাজার তামলিপাড়া গঙ্গার ঘাটের ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়,তর্পণ করতে এসে স্নান করতে নেমে অসাবধানে জলে তলিয়ে যাচ্ছিল তিনজন।তাদের উদ্ধার করে ঘাটে থাকা সিভিল ডিফেন্স ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। জোয়ারের সতর্কতা নিয়ে সকাল থেকে গঙ্গার ঘাট গুলিতে মাইকিং করা হয়েছে প্রশাসনের তরফে।পুলিশ কর্মী পুরসভার স্বেচ্ছাসেবকরা বিভিন্ন ঘাটে নজর রেখেছেন তারপরও এধরনের ঘটনা ঘটেছে।তবে সব ক্ষেত্রেই তৎপরতার সঙ্গে উদ্ধার করা হয়েছে।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Sept 21, 2025 10:00:40
Jhargram, West Bengal:সাকরাইল ব্লকের বাকড়া গ্রামে জমি জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার, চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বাকড়া গ্রামে জমি জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার করল সাঁকরাইল থানার পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, বাকড়া গ্রামের প্রায় ১২৫ টি পরিবারের প্রায় ৪০০ একর জমি ভুয়ো কাগজপত্র ব্যবহার করে অন্যের নামে রেজিস্ট্রি করানো হয়েছিল। অভিযোগ উঠেছে, জমির মালিকদের নকল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে, এমনকি কোথাও জমির প্রকৃত মালিককে মৃত দেখিয়েও হস্তান্তরের চেষ্টা হয়েছে। ঘটনার প্রতিবাদে গ্রামবাসীরা জেলা রেজিস্ট্রি অফিস ও ঝাড়গ্রাম জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়ে জমি ফেরত এবং দ্রুত তদন্তের দাবি জানান। তদন্তে পুলিশ জানতে পারে, চিড়াকুটি গ্রামের বাসিন্দা শুকরঞ্জন মাহাত (৩৫) ভুয়ো উত্তরাধিকার শংসাপত্র দেখিয়ে জমি বিক্রি করেছিলেন। আগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর পুলিশ আরও এক জনকে গ্রেপ্তার করে। তার নাম দেবাংশু পাহাড়ি, বাড়ি ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকায়। জানা গেছে, তিনি ওই জমি হস্তান্তরের টাইপ রাইটার ছিলেন এবং একাধিক রেভিনিউ ট্রানজেকশনে জড়িত ছিলেন। পুলিশ সূত্রে অনুমান করা হচ্ছে, তদন্তের অগ্রগতিতে আরও অনেকের নাম সামনে আসতে পারে। অভিযুক্ত দেবাংশুকে রবিবার ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
0
comment0
Report
KMKIRAN MANNA
Sept 21, 2025 09:32:04
Dihierench, West Bengal:মহালয়ার দিন সোনাচূড়াতে শহীদ মিনারের সামনে নন্দীগ্রাম জমি আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দিলেন শুভেন্দু অধিকারী এরপর তিনি বলেন।এই শহীদ মিনার বা আত্ম বলিদান না হলে এই পিতৃপক্ষে কাঁচি নিয়ে হিজাব পরে দুর্গাপূজা উদ্বোধন করছেন তিনি মুখ্যমন্ত্রী হতে পারতেন না। ২০২১ সালে মমতা ব্যানার্জি হেরে যা পালিয়েছে তারপর থেকে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। নন্দীগ্রামে ১০ই নভেম্বর ২০০৭ সালে নিখোঁজ পরিবারদের আইনি লড়াই করে ছয় মাস আগে হাইকোর্টের অর্ডারে ডেত সার্টিফিকেট নিতে হয়েছে। এটাই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের শহীদ পরিবারকে উপহার দিয়েছে। একটা ডেথ সার্টিফিকেট দেয়নি হাইকোর্ট করতে হয়েছে ল ইয়ার দিতে হয়েছে, ল ইয়ারের খরচ আপনাদের এই ছোট সেবক শুভেন্দু অধিকারী কে দিতে হয়েছে। তারপর তারা ডেথ সার্টিফিকেট পেয়েছে। গতকাল পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে এসে জাতীয় মহিলা কমিশনের সদস্য ড: অর্চনা মজুমদারের কাছে ৪১ জন নির্যাতনের অভিযোগ করেছেন। অসুস্থ হয়ে ছুটি নিলে জাহির আব্বাস খান তাকে কাজ থেকে ছাড়িয়ে দিত বলে অভিযোগ করেন সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন ভয়াবহ যে অত্যাচারের চিত্র সামনে এসেছে, এটা স্বাধীন ভারতের লজ্জা, এইজন্য বিজেপি সরকার দরকার এদেরকে কোর্ট জেল পর্যন্ত পাঠানো যাবে না তার আগে হিসাব করতে হবে জমা দিতে হবে খরচ করতে হবে ২৪ ঘন্টার মধ্যে।।
0
comment0
Report
BSBhabananda Singha
Sept 21, 2025 09:31:52
0
comment0
Report
SMSubhasis Mandal
Sept 21, 2025 09:31:31
Howrah, West Bengal:বাবা মার সাথে তর্পনে এসেছিলেন মেয়ে নদীতে স্নান করার সময় উলুবেড়িয়া গঙ্গার ঘাটে তলিয়ে গেল ছাত্রী তর্পণ করতে এসে নদীতে তলিয়ে গেল এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে হুগলী নদীতে উলুবেড়িয়া কালীবাড়ি ঘাটের কাছে। স্থানীয় সূত্রে জানা যায় এদিন ভোরে খড়গপুরের গোলবাজার থেকে মা বাবা ও আত্মীয়স্বজনের সঙ্গে উলুবেড়িয়া কালীবাড়িতে আসে ওই নাবালিকা। তার দিদি জানান নদীতে ৪ জন নামার পর স্রোতের টানে ওই নাবালিকা জলে তলিয়ে যায়। এদিন এই দুর্ঘটনার পর বিপর্যয় মোকাবিলা বাহিনী নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করে। যদিও এখনো পর্যন্ত নিখোঁজ নাবালিকার কোন সন্ধান পাওয়া যায়নি। 2109ZG_ULU_DEAD_R12345 Byte6 didi
0
comment0
Report
PDPradyut Das
Sept 21, 2025 09:31:04
Jalpaiguri, West Bengal:2C 2109ZG_JAL_ATTACK_TIGER_R জলপাইগুড়িতে চিতাবাঘের হামলায় চারজন জখম। ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ। রবিবার ভোর রাতে জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের ননীসা গ্রামে বাঘের হামলায় চারজন গুরুতর জখম হন বলে অভিযোগ। শোভাবাড়ি বুথের ওই গ্রামে আচমকাই এক বন্যজন্তু ঢুকে পড়ে এবং স্থানীয় বাসিন্দাদের আক্রমণ করে। আহতদের মধ্যে রয়েছেন—বিশ্বজিৎ চ্যাটার্জী, রাজদীপ বিশ্বাস, মায়া পাল এবং প্রিতম রায়। ঘটনায় আতঙ্ক ছড়ায় সমগ্র এলাকায়। আক্রান্তদের দ্রুত জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা কামড়ের ক্ষতকে বাঘের আক্রমণ বলে নিশ্চিত করেছেন। প্রাথমিক চিকিৎসার পর বিশ্বজিৎ, রাজদীপ ও প্রিতমকে ছেড়ে দেওয়া হয়। তবে গুরুতর জখম মায়া পাল (৬১) এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। রবিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্তও তাঁর চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। গ্রামজুড়ে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বনদপ্তরের পক্ষ থেকে এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে এবং স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Sept 21, 2025 09:30:52
Asansol, West Bengal:*এক দিনের অভিনব দুর্গাপূজা সম্পন্ন হলো। পুজো আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। বোধনের পর দুর্গাপূজার আগেই আসানসোলের বার্নপুরের রিভারসাইডের ধেনুয়া গ্রামে এক দিনের দুর্গাপুজো অনুষ্ঠিত হলো। রবিবার মহালয়া তিথিতে দিনের বেলায় কালি কৃষ্ণ যোগাশ্রমে এই একদিনের দুর্গাপুজো সম্পন্ন হয়েছে। এদিন নিয়মরীতি মেনেই দুর্গাপুজো করা হয়েছে।জানা গিয়েছে 1978 সালে এই আশ্রমের তেজানন্দ ব্রহ্মচারী স্বপ্নাদেশ পেয়ে এই পুজোর সূচনা করেছিলেন।সেই থেকেই মহালয়ার দিনে এই পুজো হয়।এই পুজোর বৈশিষ্ট্য হল মা দুর্গার সঙ্গে গণেশ, কার্তিক, লক্ষী, স্বরসতী ও ওসুর থাকে না।এখানে মা দুর্গার দুই সখী জয়া ও বিজয়া থাকে।আর এক দিনেই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর পুজো হয়।এদিন ধুমধাম সহকারে একদিনের দুর্গাপুজো করা হয়েছে।নিয়মরীতি মেনে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর পুজো করা হয়।এই এক দিনের দুর্গাপুজো দেখতে এই আশ্রমে বহু মানুষের সমাগমও হয়েছিলো।সব মিলিয়ে পুজোর আগেই ধেনুয়া গ্রামে দুর্গাপুজো হয়ে গেল।। 2109ZG_ASN_DURGA_PUJA বাবলু মন্ডল সম্পাদক পুজা কমিটি কৃষ্ণচন্দ্র ধীবর
0
comment0
Report
AGAyan Ghosal
Sept 21, 2025 08:01:10
Kolkata, West Bengal:SASHI PC *শশী পাঁজা বাইট* *বিজেপি নেতাদের আজকের কর্মসূচি* তাদের মহালয়া সম্পর্কে কি ধারণা জানি না। পিতৃ পক্ষের অবসান হয়ে মাতৃ পক্ষের সূচনা হলো। আনন্দময় উৎসব। এই দিনে আজ শুরু হয়েছে মহিষাসুর মর্দিনী দিয়ে। কে লাফালাফি করছে দৌড়াচ্ছে জানা নেই। আজ উপস্থিত হয়েছি কাশি বোস লেন এ। দৃষ্টি হীন ভাই বোনদের দিয়ে মায়ের চক্ষুদান। বিজেপির নেতারা দৌড়ে এবার রাজ্যের বাইরে চলে যান। শান্তিতে থাকতে দিন। *শুভেন্দু অধিকারী এর বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো নিয়ে* মিথ্যে কথা বলা হচ্ছে বিভান্তু করার চেষ্টা । কোনো হিন্দুদের ঠেকা নেয়নি শুভেন্দু অধিকারী। যারা বলতেন পুজো হতো না সেই বক্তব্য বদল করে মানতে হচ্ছে হ্যাঁ পুজো হয় এখানে। *এস আই আর নিয়ে মমতা বালা ঠাকুর এর বক্তব্য* এস আই আর ভয় তৈরি করেছে মানুষের মধ্যে বিজেপি। মমতা বালা ঠাকুর যা বলেছেন ঠিক বলেছেন। বিহারে যা করেছে বাংলায় করবে এই ভয় ঢুকিয়েছে মানুষের মধ্যে বিজেপি। আমরা তো অংশ গ্রহণ করতাম। উনি বলেছেন ওনার কথা । এস আই আর হলো ব্যাকডর এনআরসি এর। তাই এস আই আর বিরোধিতা । *সুকান্ত মজুমদার বেনারস পুজো প্রচারে* সবটা মধ্যে রাজনৈতিক উদ্যেশ্য এর জন্য একাজ। এরা পুজো কমিটি কেনার চেষ্টা করেছিল এক সময়। বাংলার শ্রমিক ও পরিযায়ী শ্রমিকদের অপমান করছে বিজেপি। এরা গিয়ে কি করবে বাইরে। সবসময় জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা কেনো। *অর্থমন্ত্রী কলকাতায় আসা* অর্থমন্ত্রী এসেছিলেন এখানে। জিএসটি স্লাপ সংশোধন করা ভুল ঠিক করেছেন তিনি। দীপাবলির নয় দুর্গাপুজোর উপহার তিনি বলে গেলেন। কিন্তু এতবছর এই জিএসটি এর জন্য ব্যবসার যে ক্ষতি হয়েছে সেটা অগ্রাহ্য করা ওনার কাজ। *শারদ সংখ্যা নিয়ে বিজেপি তৃণমূল* এটা আমাদের হয় প্রতি বছর মহালয়ার দিন। বিজেপিও করছে ভালো কিন্তু কোনো মিথ্যে বাংলাকে অপমান এসব লিখবেন না সত্যিটা লিখুন কেনো বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র । সবটাই উদ্যেশ্য নিয়ে করা । আমাদের রাজ্যের প্রকল্প কপি করছে বিজেপি। ভোটের ব্যবসা। *তৃণমূলের রদ বদল* আমরা সৈনিক । দল পতাকার ঊর্ধ্বে মানুষ । সকল নখ দর্পণে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর। দলের জন্য যা ভালো সেই সিদ্ধান্ত নেবে নেত্রী সেটা আমরা পালন করব। মতবিরোধ থাকতে পারে এটাকে গোষ্টি দ্বন্দ্ব বলা ঠিক না। *এসএসসি চেয়ারম্যান এর বক্তব্য* আলাদা কোনো মন্তব্য নেই । এটার তদন্ত চলছে। *পরিযায়ী শ্রমিক আত্মহত্যা মুর্শিদাবাদ এর ঘটনা* ওই ঘটনার কারণ জানা নেই। একজন দায়িত্ব শীল রাজ্যের প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের জন্য প্রকল্প নিয়েছেন। পরিযায়ী শ্রমিকদের ফেরার ব্যবস্থা করব আমরা। উনি কেনো আত্মহত্যা করেছেন জানা নেই। যদি কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকা বন্ধ না করত তাহলে সমস্যা হতো না। *শমীক ভট্টাচার্যের বক্তব্য* প্রত্যেক বার যখন বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে খুন বলেছে তারপর অনেক কিছু করে বলেছে শেষে আত্মহত্যা। রাজনৈতিক কারণে মৃত্যু যেমন উচিত না তখন লাশের রাজনীতি করা উচিত নয়। তৃণমূল কংগ্রেস এর কর্মীরা কতজন মারা গেছে। *শমীক ভট্টাচার্যের বক্তব্য দুর্গাপুর এর কর্মী মৃত্যু নিয়ে* একটু মৃত্যু হয়েছে তার কারণ দেখবে পুলিশ বাড়ির লোক যা চাইবে হবে। হঠাৎ করে কেনো রাজনৈতিক দলের কর্মীরা ঢুকে পড়ে সবসময় লাশের রাজনীতি করে।
0
comment0
Report
Advertisement
Back to top