Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
ममता बनर्जी ने भक्ति-आस्था पर दिया ऐसा जवाब, विपक्ष चकराया
AMArkodeepto Mukherjee
Sept 15, 2025 18:15:44
Kolkata, West Bengal
ধর্মতলা তৃণমূল কংগ্রেস সনাতনী সমাজের ধরণা মঞ্চ, উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, রাজীব ব্যানার্জি : রাজীব ব্যানার্জি : মমতা ব্যানার্জি মা কালী, মা চন্ডীর রূপ। তিনি যা পুজো করেন, তা করেন না বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী কে বারবার নিজেকে হিন্দুর বাচ্চা বলে প্রমাণ করতে হয় না। যখন রথের দড়ি টানেন, যখন কালীঘাট বা দক্ষিণেশ্বরের স্কাইওয়াক বানান তখন তো নিন্দা হয় না, একটু নামাজ পড়ার সময় গেলে নিন্দা? চন্দ্রিমা ভট্টাচার্য : সনাতনী সমাজ বিজেপির পক্ষে এই দাবি বিরোধী দলনেতার ভুল। কলকাতায় তো আজ প্রধানমন্ত্রীও ছিলেন, তার কানেও গেছে যে এখানে কি বিপুল সনাতনী সমাজের সমাগম হয়েছে। তার দলের বিরোধী দলনেতা যা দাবি করছেন তার সম্পূর্ণ ভুল।
14
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PSPrasenjit Sardar
Sept 16, 2025 02:48:58
3
comment0
Report
PSPrasenjit Sardar
Sept 16, 2025 02:48:46
Baruipur, West Bengal:ভাঙড়ে আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অস্বীকার তৃণমূলের ভাঙড় ২ নম্বর ব্লকের হাতিশালা এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, আইএসএফ কর্মী জাহাঙ্গীর আলমকে বেধড়ক মারধর করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। ঘটনা সূত্রে জানা যায়, হাতিশালা বাজারের কাছে হঠাৎই জাহাঙ্গীরকে ঘিরে ধরে মারধর করা হয়। অভিযোগ, তৃণমূল নেতা শামীম উদ্দিনের পার্টি অফিসের সামনে এই ঘটনাটি ঘটে। আহত জাহাঙ্গীরকে উদ্ধার করে জিরেনগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। রাতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আইএসএফ কর্মী ও সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে যায়। অন্যদিকে, গোটা ঘটনার কথা অস্বীকার করেছেন তৃণমূল নেতা শামীম উদ্দিন। 160926ZG-BAR-BHANGOR-ISF-R
0
comment0
Report
MDMritunjay Das
Sept 16, 2025 01:30:13
Bankura, West Bengal:চিঙ্গানীর পর এবার মানিকবাজার গ্রাম পঞ্চায়েতের বিজেপি থেকে তৃনমূলে যাওয়া পঞ্চায়েত সদস্যার ঘর ওয়াপসি। এক সপ্তাহের মাথায় পঞ্চায়েত সদস্যা ফিরলেন গেরুয়া শিবিরে। জোর তরজা শাসক বিরোধী শিবিরের বাঁকুড়ার ওন্দা ব্লকের চিঙ্গানী গ্রাম পঞ্চায়েতের এক নির্বাচিত সদস্য বিজেপি থেকে তৃনমূলে যোগ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে ফিরেছিলেন নিজের ঘরে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে সপ্তাহ খানেক আগে তৃনমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া মানিকবাজার গ্রাম পঞ্চায়েতের এক সদস্যা ফিরে গেলেন বিজেপিতে। ফলে বাঁকুড়ার সোনামুখী ব্লকের মানিকবাজার গ্রাম পঞ্চায়েত দখলের স্বপ্ন আপাতত অধরাই থাকলো তৃনমূলের। এই ঘটনাতে স্বাভাবিকভাবে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গত ১১ সেপ্টেম্বর বাঁকুড়ার ওন্দা ব্লকের চিঙ্গানী গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য গনেশ মল্ল যোগ দিয়েছিলেন তৃনমূলে। যোগদানের আট ঘন্টার মধ্যে তিনি ফের ফিরেছিলেন বিজেপিতে। যাকে ঘিরে দিনভর দলবদলের নাটক দেখেছিল রাজ্যবাসী। এবার সেই একই পথ অনুসরণ করলেন সোনামুখী ব্লকের মানিকবাজার গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যা শ্যামলী লোহার। গত ৭ সেপ্টেম্বর সোনামুখীতে তৃনমূলের একটি সভায় তৃনমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্তর হাত ধরে শ্যামলী লোহার বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দেন। শ্যামলী লোহার বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দেওয়ায় ৯ আসন যুক্ত মানিকবাজার গ্রাম পঞ্চায়েতের ৫ টি আসন থেকে বিজেপির কমে দাঁড়ায় ৪ টি আসনে। অন্যদিকে তৃনমূলের সদস্য সংখ্যা ৫ হয়ে যায়। তৃনমূলের জেলা সভাপতি যোগদান মঞ্চ থেকেই কার্যত ঘোষণা করে দেন মানিকবাজার গ্রাম পঞ্চায়েত দখল তৃনমূলের কাছে শুধুমাত্র সময়ের অপেক্ষা । সেসময় দল বদলের পিছনে এলাকায় কাজ করতে না পারার ধরাবাঁধা বুলি আওড়েছিলেন শ্যামলী লোহার। কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের ছন্দপতন। সোমবার আবার দলবদল করলেন শ্যামলী লোহার। সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামীর হাত ধরে গতকাল ফের তৃনমুল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বিজেপিতে। এবার দলবদলের পিছনে তাঁর যুক্তি ভয় দেখিয়ে তাঁকে তৃনমূলে যোগদান করতে বাধ্য করা হয়েছিল। নির্বাচিত পঞ্চায়েত সদস্যার ঘন ঘন এই ভোলবদল নিয়ে বিজেপি তৃনমূলের বিরুদ্ধে যেমন ভীতিপ্রদর্শনের যুক্তি দেখিয়েছে তেমনই তৃনমূল বিজেপির বিরুদ্ধে পাল্টা আর্থিক প্রলোভন দেখানোর অভিযোগ এনেছে। বাইট :- শ্যামলী লোহার ( তৃনমূলে যোগ দেওয়ার পর ও বিজেপিতে ফিরে যাওয়ার পর দুটি পৃথক বাইট দেওয়া আছে) স্টেজ স্পিচ - মঞ্চ থেকে মানিকবাজার গ্রামপঞ্চায়েত দখলের হুঙ্কার দিচ্ছেন তৃনমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত ( ০৭-০৯-২৫ এর স্টেজ স্পিচ ) বাইট :- সুব্রত দত্ত (তৃনমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি) ( ০৭-০৯-২৫ এর বাইট) বাইট :- দিবাকর ঘরামী ( সোনামুখীর বিজেপি বিধায়ক) বাইট :- সোমনাথ মুখোপাধ্যায় ( তৃনমূল নেতা)
1
comment0
Report
DGDebabrata Ghosh
Sept 15, 2025 17:16:28
Howrah, West Bengal:পুজোর স্টোরি।প্রয়াত গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজো.... উত্তর হাওড়ার শালিখা হাউসের পুজো।যা গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজো নামেই পরিচিত।২৮১ বছর ধরে বংশপরম্পরায় এই পুজো হয়ে আসছে।তৎকালীন জমিদার রাধারমণ বন্দ্যোপাধ্যায় এই পুজোর সূচনা করেন।এই বাড়ির সাথে জড়িয়ে আছে নস্টালজিয়া।কারন এই বাড়ির সদস্য ছিলেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়।এখানে বসেই তিনি সৃষ্টি করেছেন কালজয়ী বহু গান।বিশেষ করে সেইসময় পুজোর জন্য লেখা সব এলবামের গান ছিলো হিট।ও কেনো এত সুন্দরী হলো,সে আমার ছোটো বোন,জড়োয়ার ঝুঁমকো থেকে একটা মতি খসে পড়েছে..এরকম বহু গান এখানে বসে তিনি লিখেছেন।এমনকি শেষ এলবামের গান এবাড়িতে বসে লেখা।পুলক বাবুর আমলে এই বাড়ির দুর্গাপূজো অন্যমাত্রা নেয়।পুজোর কটা দিন বসতো জমজমাট গান বাজনার আসর।আসতেন মান্না দে,বাপি লাহিড়ী,আরতি মুখোপাধ্যায়ের মতো নামী শিল্পীরা।১৯৯৯ সালে পুলক বন্দ্যোপাধ্যায় গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন।বর্তমানে এই পুজোর জৌলুষ কমেছে।তবে কমেনি ঐতিহ্য।পুরানো রীতিনীতি মেনে নিষ্ঠা ভরে হচ্ছে দেবীর আরাধনা।বাড়ির ঠাকুর দালানে তৈরী হয় এক চালার প্রতিমা।মহালয়ার পরের দিন দেবীর বোধন হয়।নিজস্ব ঠাকুর ঘরে হয় চন্ডীপাঠ।ষষ্ঠীর দিন সন্ধ্যায় বেল বরণ দিয়ে পূজো শুরু হয়।সপ্তমীর সকালে গঙ্গায় নিজেদের ঘাটে হয় কলা বউ স্নান।অষ্টমীতে কুমারী পুজো ও বিশেষ আরতি ও পুষ্পাঞ্জলি হয়।নবনীতে ফল ও সবজি বলি হয়।সপ্তমী থেকে নবমী দেবীর জন্য হয় ভোগ।খিচুড়ি,কুমড়োর ছক্কা, পাঁচ রকম ভাজা, ফ্রায়েড রাইস ও মাছের পদ থাকে।দশমীর দিন বিশেষ ভোগ খেয়ে উমা পাড়ি দেন শশুরবাড়ি।সেটা হলো বাসি ভোগ।পান্তা ভাত,চালতা দিয়ে মুসুর ডাল, ছাচি কুমড়ো,চচ্চরি আর ল্যাটা মাছ পোড়া।আগে আঠারোটি কুলি দিয়ে কাঁধে করে প্রতিমা নিরঞ্জন হতো গঙ্গায় বন্দ্যোপাধ্যায় দের নিজের ঘাটে।তবে এখন প্রতিমা ছোট হয়েছে।সিঁদুর খেলার পর পরিবারের সদস্যরা প্রতিমা নিরঞ্জন করেন। বাইট..১..সুস্মিত বন্দ্যোপাধ্যায়(পুলক বন্দ্যোপাধ্যায়ের ভাইপো) 1509zg_pa_hwh_pulak_r
14
comment0
Report
DGDebabrata Ghosh
Sept 15, 2025 17:16:07
14
comment0
Report
SCSandip Chowdhury
Sept 15, 2025 17:15:47
Katwa, West Bengal:দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো তিনজনের। ঘটনায় জখম আরও এক ব্যক্তি। মর্মান্তিক পথদুর্ঘটনাটি ঘটে মঙ্গলকোটের নতুনহাটের লোচনদাস সেতুর কাছেই। প্রত্যেককেই উদ্ধার করে মঙ্গলকোট থানার পুলিশ। জানা যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজনের। বাকি জখম দুই ব্যক্তিকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে একজনের মৃত্যু হয় এবং গুরুতর যখন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে জখম আরও একজন। মৃতদের নাম বাবু দাস, মকবুল শেখ ও আবদুল্লাহ শেখ। বাবু দাস ও মকবুল শেখের বাড়ি বীরভূমের নানুর থানা এলাকায়। ও আবদুল্লাহ শেখের বাড়ি মঙ্গলকোটের ভাটপাড়া গ্রামে। জানা যায় পেশায় রাজমিস্ত্রি বাবু দাস বন্ধু রাম দাসকে নিয়ে মোবাইল কিনতে আসছিলেন পাশপাশি জামাইবাবুকে নিয়ে বাড়ী ফিরছিলেন মকবুল শেখ। প্রথমে স্থানীয়রা তাদের উদ্ধার করেন পরবর্তীতে মঙ্গলকোট থানার পুলিশ প্রত্যেককেই মঙ্গলকোট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দুইজনকে মৃতবলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক এবং বাকি জখম দুইজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গিয়ে আবদুল্লাহ শেখের মৃত্যু হয় এবং গুরুতর যখন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে রাম দাস। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠায় মঙ্গলকোট থানার পুলিশ। মর্মন্তিক এই ঘটনায় শোকের ছায়া ছড়িয়েছে এলাকাজুড়ে।
14
comment0
Report
PDPradyut Das
Sept 15, 2025 14:32:13
Jalpaiguri, West Bengal:2C 1509ZG_JAL_TISTA_R জলপাইগুড়ি দমহনি সংলগ্ন বাসু সুবা এলাকায় তিস্তার জলে প্লাবিত বহু ঘরবাড়ি। চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রায় কয়েক হাজার মানুষ বর্তমানে জলের তলায়। সোমবার এমন ছবি ধরা পরল আমাদের ক্যামেরায়। জলমগ্ন পরিবার গুলির অভিযোগ দাবি বিগত বেশ কয়েক বছর ধরে তাদের এই করুন দূরদর্শার ছবি আজ পর্যন্ত বদলানোর কোনরকম হেলদল করেনি প্রশাসন বলে অভিযোগ। গ্রামে ঢুকতেই প্রথমেই নজরে আসছে গোটা গ্রাম হয়ে বিভিন্ন হাসপাতাল স্কুল কলেজ যাওয়ার একমাত্র কংক্রিটের পোক্ত রাস্তাও জলের তলায়। প্রত্যেকটি বাড়িতে জল ঢুকে সমস্ত কিছুই নষ্ট করে দিয়েছে। অত্যন্ত ভয়াবহ ও বিপদজনক অবস্থায় রয়েছে বৈদ্যুতিক তার। মুহূর্তেই নেমে আসতে পারে ভয়ংকর পরিস্থিতি। তার ওপর জনমগ্ন থাকায় কোন বাড়িতে জলে নিও না।। যদিও প্রশাসনের তরফে গত সাত দিন আগে প্লাস্টিক শুকনো খাবার দিয়ে আসা হয়েছে যা বর্তমানে দৈনন্দিন জীবনকে চালানোর জন্য কোন কাজের নয়। এদিকে গোটা ঘটনা নিয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে উপস্থিত হলে গ্রামের পঞ্চায়েত সদস্য থেকে প্রধান প্রত্যেকেরই অনুপস্থিতি লক্ষ্য করা যায়। কয়েক মাস আগেই রাজ্যের মন্ত্রী এই এলাকা পরিদর্শন করে গিয়েছেন প্রত্যেক বছর ভোট আসলে নেতা-মন্ত্রীরা আসে জেলাশাসক আসেন প্রতিশ্রুতি দিয়ে যান কিন্তু বাস্তবায়ন কোন কিছুই হয় না বলে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
13
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Sept 15, 2025 14:19:19
Kolkata, West Bengal:যাদবপুরে ছাত্রী মৃত্যুর ঘটনার 4 দিনের মাথায় জানিয়ে দিলেন ঘটনাস্থলের কোন ভিডিও ফুটেজ নেই। ক্যাম্পাসে অনুষ্ঠানের বিধি তৈরি করতে কমিটি। ওই কমিটি ঠিক করবে কি নিয়মে অনুষ্ঠান হবে। নিয়ম ভাঙা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখবে ওই কমিটি। পুলিশি তদন্তে আস্থা বিশ্ববিদ্যালয়ের নতুন করে তদন্ত করবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সব ফুটেজ ও তথ্য পুলিশকে দিয়েছে বিশ্ব বিদ্যালয়।সন্ধ্যার পর নিরাপত্তা ক্যাম্পাসে কি রয়েছে, মাদক সেবন হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বিশেষ টিম সিসি টিভি ও নিরাপত্তা রক্ষী বাড়াতে সরকারকে ফের চিঠি দিল যাদবপুর। ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় এবার জলাশয়ে বসবে ফেন্সিং। পড়ুয়াদের জন্য থাকবে মেন্টর। প্রতি 25 জন পড়ুয়া পিছু থাকবে 1 জন মেন্টর। গাড়ি ও বহিরাগত দের নিয়ন্ত্রণ করা হবে।
13
comment0
Report
RDRaktima das
Sept 15, 2025 14:19:10
Kolkata, West Bengal:নিজের দপ্তরেই কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হলো মেয়র ফিরহাদ হাকিমকে। এএনএমও কর্মীরা দীর্ঘদিন ধরে তাঁদের প্রাপ্য পাচ্ছেন না, এই অভিযোগ করে এদিন মেয়রকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। সোমবার মেয়র যখন কর্পোরেশন থেকে বের হচ্ছিলেন, সেই সময় মেয়র কে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন স্বাস্থ্য বিভাগের কর্মীরা। বিক্ষোভের মুখে পড়ে আগামী ১৭ তারিখ বৈঠকের জন্য তাদের ডাকেন মেয়র। হ্যালো খুব কারীদের দাবি, ২০১৯ সাল পর্যন্ত পূজোয় অতিরিক্ত কাজ করার জন্য, দিনপ্রতি ৫০০ টাকা করে তারা পেতেন। কিন্তু করোনার পর থেকে, অর্থাৎ ২০২১ সাল থেকে পুজোয় অতিরিক্ত কাজ করার জন্য ৫০০ টাকা কমিয়ে ১০০ টাকা করা হয়। এটা কেন করা হবে, পুনরায় যাতে আগের নিয়মই ফিরিয়ে আনা যায়, অর্থাৎ পুজোয় অতিরিক্ত কাজ করায় দিনপ্রতি 500 টাকা করে দেওয়া হয় সেই দাবি আজ তোলেন স্বাস্থ্যকর্মীরা। এ প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম সংবাদ মাধ্যমের সামনে কোন বক্তব্য না রাখতে চাইলেও, কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ তথা ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, জাতীয় স্বাস্থ্য মিশনের থেকে এই স্বাস্থ্যকর্মীদের বেতন এবং পুজোয় কাজ করার অতিরিক্ত টাকা আসে। সে ক্ষেত্রে ৬০/৪০ রেশিওতে কেন্দ্রীয় টাকা দেওয়া হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মিশনের তরফেই তাদের টাকা কমিয়ে দেওয়া হয়েছিল। ২০২১ সালে বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়েছিল কলকাতা পুরসভা। ফলে কলকাতা পুরসভার তরফে কিছু করার নেই বলে মন্তব্য করেন অতীন ঘোষ। অন্যদিকে স্বাস্থ্য কর্মীদের দাবিও ন্যায্য বলে মেনে নিয়েছেন ডেপুটি মেয়র। বিক্ষোভে ফোনের ছবি পাঠানো আছে। ক্যামেরা থেকেও বিক্ষোভকারীদের বাইট + ছবি + wt+ অতীন ঘোষের বাইট
13
comment0
Report
MMManoranjan Mishra
Sept 15, 2025 14:19:02
Bhandar Puara, West Bengal:পুরুলিয়া: হোস্টেলের ছাত্রীদের উপর শ্লীলতাহানীর অভিযোগ উঠলো বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে । প্রধান শিক্ষকের শাস্তির দাবি পুলিশের দ্বারস্থ হলেন অভিভাবকেরা। ঘটনা পুরুলিয়ার বোরো থানার বড়গড়িয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের । অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোস্টেলের ছাত্রীদের শ্লীলতাহানী করে আসছে । ছাত্রীরা এতদিন ভয়ে কেউ মোখ খোলেনি । বাড়িতে এসে ছাত্রীরা কান্না করলে সন্দেহ হয় অভিভাবকদের। তারপরই তারা জানতে পারে ঘটনার কথা । বিষয়টি নিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে বোরো থানার পুলিশের দ্বারস্থ হলেন অভিভাবকেরা। বাইট : ১) মিনি মাহাতো (অভিভাবক) ২) মনিকা শবর (অভিভাবক)
13
comment0
Report
SCSaurav Chaudhuri
Sept 15, 2025 14:18:48
Jhargram, West Bengal:বেআইনি ভাবে জমি দখল। গোটা গ্রামের জমী হস্তান্তর। বাস্তু ভিটা, চাষের জমি হয়ে গেলো কয়েকটি কোম্পানির নামে। গ্রামে মাইকিং করে গ্রামবাসীদের একত্রে করে তারপর জেলা রেজিস্টার অফিসে অভিযান। সাঁকরাইলের বাঁকড়ায় জমি বিক্রি কে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। ঝাড়গ্রামের জেলা রেজিস্টার অফিসে আজ অভিযোগ জমা দেন বাকড়া গ্রামের প্রায় ৭৫টি পরিবার। তারা রেজিস্ট্রার কে ঘিরে বিক্ষোভও দেখান। এর পরই এই বিষয়ে সার্চিং করে দেখা যায় সমস্ত জমি মিউটেশন হয়েছে তিনটি কোম্পানির নামে। সমস্ত বিষয় গ্রামবাসী দের কাছে শোনার পর তাদের অভিযোগ জমা নেওয়া হয়। এবং যারা এই কাজে যুক্ত তদন্ত করে তাদের নামে এফআইআর এর আস্বাস দেন তিনি। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন গোটা বিষয় দেখার কথা দিয়ে বিএলআরও র। এছাড়াও যিনি প্রধান এবং দলিল লিখেছেন তদের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। এরপরে গ্রামবাসীরা ঝাড়গ্রাম জেলাশাসকের কাছে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। জেলাশাসক সমস্ত বিষয় টা তদন্ত এর আশ্বাস দেন। অভিযোগ সুজিত কুঙার নামে এক ব্যাক্তি জমির এই কাজ করছে বলে অভিযোগ। সমস্ত জমি তিনটি কম্পানীর নামে হস্তান্তর হওয়ার অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা।এর আগে সাঁকরাইলের বিএলআরও (ব্লক ভূমি ও ভূমিসংস্কার) অফিসে বাঁকড়া গ্রামের অধিকাংশ মানুষ উপস্থিত হয়ে লিখিত অভিযোগ জমা দেন। তাদের দাবি, যেসব জমিতে তারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন, সেই জমি কারচুপি করে ও নকল স্বাক্ষর ব্যবহার করে অন্যের নামে হস্তান্তর করেছে। গ্রামবাসীদের এও অভিযোগ, কোথাও আবার জমির মালিকে মৃত’ দেখিয়ে জমি হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামের প্রায় ৭৫টি পরিবার। ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। রাতে ঘুম উড়েছে বাসিন্দাদের।এই বসয়ে প্রশাসনের তরফে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়।
13
comment0
Report
Advertisement
Back to top