Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
जावेद खान ने कहा—सब मेरे लोग, सच क्या है?
RDRaktima das
Sept 12, 2025 16:02:45
Kolkata, West Bengal
ফিরোজ জাভেদ খানের লোক বলে যে অভিযোগ উঠছিল, তা কার্যত স্বীকার করেন জাভেদ খান। তাঁর বক্তব্য, সবাই আমার লোক। দীর্ঘদিন ধরে সুশান্ত ঘোষ বনাম জাভেদ খানের ঠান্ডা লড়াই সর্বজন বিধিত। বৃহস্পতিবার রাতে গুলশানকলনিতে ফের গুলি চললে তা আবারো প্রকাশ্যে আসে। অভিযোগ, মিনি ফিরোজ জাবেদ খানের লোক। অন্যদিকে, সুশান্ত ঘোষের বক্তব্য পুলিশ তার কথা শনেনা। এ সকল বিষয় নিয়ে জাভেদ খানকে প্রশ্ন করা হলে, কিছুটা কটা থেকে সুরেই তিনি বলেন, আমি ১০৮ নম্বর ওয়ার্ডে বহু বছর যাই না। ওখানকার কাউন্সিলর এত ভালো কাজ করছে তাই আমাকে আর যেতে হয় না।
14
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AGAyan Ghosal
Sept 13, 2025 01:47:32
Kolkata, West Bengal:PM TRAFFIC *পুজোর মুখে মোদী সফর। রবি সোম একগুচ্ছ ট্র্যাফিক বিধিনিষেধ কলকাতায়।* এক মাসেরও কম সময়ের ব্যবধানে ২২ অগাস্টের পর ১৪ সেপ্টেম্বর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ইস্টার্ন কমান্ডের সদর দফতর ফোর্ট উইলিয়ামে আয়োজিত ‘কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স ২০২৫’-এর উদ্বোধন করতে আসছেন তিনি। সেই সফর ঘিরে শহরে দুই দিন কড়া ট্রাফিক বিধিনিষেধ জারি করছে লালবাজার। পুলিশ কমিশনার মনোজ ভার্মা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, কাল ১৪ এবং পরশু ১৫ সেপ্টেম্বর শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। কাল ১৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত এবং পরশু ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এই বিধি বলবৎ থাকবে। *১৪ সেপ্টেম্বর* রাজভবন দক্ষিণ গেট থেকে আরআর অ্যাভিনিউ–রেড রোড–জে অ্যান্ড এন আইল্যান্ড হয়ে মা উড়ালপুল পর্যন্ত এবং এজিসি বোস উড়ালপুল থেকে হাসপাতাল রোড, লাভার্স লেন, খিদিরপুর রোড হয়ে জে অ্যান্ড এন আইল্যান্ড পর্যন্ত রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। *১৫ সেপ্টেম্বর* রাজভবন দক্ষিণ গেট থেকে আরআর অ্যাভিনিউ–রেড রোড–জে অ্যান্ড এন আইল্যান্ড হয়ে ফোর্ট উইলিয়াম পূর্ব গেট এবং খিদিরপুর রোড পর্যন্ত ভারী গাড়ি প্রবেশ করতে পারবে না। ছাড়া ১৪ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে ১৫ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত রাজভবনের আশপাশের রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে ১৪ সেপ্টেম্বর রাত ১০টা থেকে ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টে পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট থেকে বিবাদী বাগ দক্ষিণ ক্রসিং পর্যন্ত একাধিক রাস্তাও সম্পূর্ণ বন্ধ রাখা হবে। পুলিশ সূত্রে খবর, প্রধানমন্ত্রীর সফরের দিন শহরের একাধিক রাস্তায় যান চলাচল ঘুরিয়ে দেওয়া হতে পারে। বিকল্প রাস্তার ব্যবস্থা রাখা হবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পরিস্থিতি অনুযায়ী। ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর ফোর্ট উইলিয়ামে চলবে তিন দিনের কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স। সেই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
0
comment0
Report
AGAyan Ghosal
Sept 13, 2025 01:47:23
Kolkata, West Bengal:TIGER DEATH ২৪ ঘণ্টার ব্যবধানে আলিপুর চিড়িয়াখানায় দুই বাঘিনী পায়েল এবং রূপার মৃত্যুর কারণ অনুসন্ধানে চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন এর নেতৃত্বাধীন কমিটির কাছে জমা পড়ল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। দুই বাঘিনীর ভিসেরা পরীক্ষার রিপোর্টও খুব তাড়াতাড়ি জমা পড়তে চলেছে। রিপোর্টে বলা হয়েছে রূপা গত ১১ মাস ধরে বার্ধক্যজনিত একাধিক রোগে ভুগছিল। পিছনের একটি পা মাস আটেক আগে পঙ্গু হয়ে গেছিল। পায়েল গত ৯ মাস ধরে বার্ধক্যজনিত একাধিক উপসর্গে ভুগছিল। গত প্রায় ৩ মাস খাওয়া দাওয়া কার্যত বন্ধ করে দিয়েছিল। পশু চিকিৎসালয়ে ৩ বার তার খাবারে অনীহার চিকিৎসা হয়। তরল খাবার এবং পর্যাপ্ত ভিটামিন ওষুধ প্রয়োগ করলেও তার খাবারে রুচি ফেরেনি। অসুস্থতার কারণেই দুজনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সময়ের ব্যবধান অত্যন্ত কম হলেও দুটি মৃত্যুই সম্পুর্ন স্বাভাবিক বলে রিপোর্ট জমা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। মৃত্যুকালে পায়েলের বয়স হয়েছিল ১৭ বছর। তার মৃত্যু হয় মঙ্গলবার। বুধবার মৃত রূপার বয়স ২১ বছর। সাধারণ নিয়মে বন্য পরিবেশে একটি বাঘিনী ১৫ থেকে ১৭ বছর বেঁচে থাকে। চিড়িয়াখানার এনক্লোজারে আগাগোড়াই যত্নে থাকা, রুটিন মেনে সুষম আহার এবং সময়মতো প্রয়োজনীয় মেডিক্যাল দেখভাল এবং চিকিৎসা পাওয়ায় এরা স্বাভাবিক সময়কালের তুলনায় অনেক বেশিদিন সুস্থ অবস্থায় ছিল বলে দাবি আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের। *খবর বন দফতর সূত্রে*
0
comment0
Report
BBBimal Basu
Sept 13, 2025 01:02:30
Basirhat, West Bengal:বলে 2C তে ছবি প্রতারণার ফাঁদে ফেলে বসিরহাটের এক ব্যবসায়ীর কাছ থেকে এক কোটি ১৭ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বেঙ্গালুরু থেকে সাওনাজ পাশা ও সিরাজ পাশা নামে দুই ভাইকে গ্রেফতার করল বসিরহাট সাইবার ক্রাইম থানার পুলিস গত জানুয়ারি মাসে অন লাইনে একটি বিজ্ঞাপন দেখেন বসিরহাটের এক লটারি ব্যবসায়ী তাতে বলা হয় বিদেশে ওষুধ তৈরির জন্য ভারতের কিছু বিরল প্রজাতির গাছ দরকার সেই গাছ সংগ্রহ করতে পারলে মোটা টাকা মিলবে। ব্যবসায়ী বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন সুমিতা রাউ নামে এক মহিলার সঙ্গে তার পরিচয় হয় সেই মহিলা নিজেকে কানাডার একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যুক্ত বলে দাবি করেন ব্যবসায়ীকে তিনি জানান ভারতীয় একটি গাছ এনঃ দিতে পারলে মোটা টাকা মিলবে সেই গাছ কোথায় পাওয়া যাবে তার সন্ধানও দেন তিনি।ব্যবসায়ীরকে বলা হয় ভারতেই এক সংস্থার থেকে পাঁচ লক্ষ টাকা দিয়ে ওই গাছ কিনে কানাডার সরবারাহ করলে দশ লক্ষ টাকা মিলবে। পুরোটাই হবে অন লাইনে। টাকা দিগুন করার ফাঁদে পা দেন ব্যবসায়ী। প্রথম প্রথম গাছ কিনে সরবারাহ করে দ্বিগুন টাকা পেতে শুরু করেন কিন্তু ধীরে ধীরে প্রতারণার ফাঁদে জড়িয়ে পড়েন তিনি ব্যবসায়ী শেষ পর্যন্ত এক কোটি ১৭ লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ করেও আর ফেরত পাননি। তার পেরেই ভুল বুঝতে পেরে বসিরহাট সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন তিনি তদন্তে নেমে পুলিস জানতে এর পিছনে জড়িত আছে একটি জড়িত রয়েছে বড় চক্র এরপরই বেঙ্গালুরুতে অভিযান চালিয়ে সাওনাজ পাশা ও সিরাজ পাশা নামে দুই ভাইকে গ্রেফতার করে বসিরহাট আদলত থেকে পুলিসি হেপাজাত নিয়ে চক্রের আর কারা কারা জড়িত তা খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা। বিমল বসু বসিরহাট
3
comment0
Report
PSPrasenjit Sardar
Sept 13, 2025 01:02:06
Baruipur, West Bengal:গান্ধী মূর্তি ভাঙার প্রতিবাদে অনশনে কংগ্রেস। পোস্তা থানা এলাকায় নলিনী শেঠ রোডে মহাত্মা গান্ধীর মূর্তি ভেঙে ফেলে দুষ্কৃতকারীরা। কংগ্রেস সূত্রে জানা যায় গত ৭-৯-২৫ তারিখে গভীর রাতে দুষ্কৃতীরা গান্ধী ভেঙে দেয় পরের দিন ৮ তারিখে সকালবেলা তারা জানতে পারলে মৌখিক ভাবে ঢিল ছড়া দূরত্বে পোস্তথানায় অভিযোগ জানায়। কিন্তু পুলিশ দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করতে না পারায় ১০ তারিখে থানাতে তারা আবার ডেপুটেশন জমা দেয়। এরপরও পুলিশ দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার দেখাতে না পারায়, ১২ তারিখ রাতে থেকে তার প্রতিবাদে রাহুল পান্ডের নেতৃত্বে কংগ্রেসের কর্মীরা আমারণ অনশনে বসে । কংগ্রেস নেতা রাহুল পান্ডে জানান, যতক্ষণ না ওই দুষ্কৃতিদের পুলিশ গ্রেপ্তার করছে, নতুন করে গান্ধী মূর্তি তারা বসিয়ে দিচ্ছে, এলাকায় সিসি ক্যামেরা লাগাচ্ছে ততক্ষণ তারা অনশন চালিয়ে যাবে বলে তিনি জানান। 130925ZG-BAR-KOLKATA-CONG-R
0
comment0
Report
PSPrasenjit Sardar
Sept 13, 2025 01:01:59
1
comment0
Report
CDChampak Dutta
Sept 13, 2025 01:01:46
Kaji Chak, West Bengal:অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ এর পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কাছে একাধিক দাবি নিয়ে একটি স্মারকলিপি দেওয়া হয়। তাদের মূল দাবি রাস্তাঘাটে পুলিশি হয়রানি এবং চাঁদার জুলুম বন্ধ করতে হবে। হাই রোডে পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, রাতভর গাড়ি চালানোর পরে ড্রাইভারদের বিশ্রামের প্রয়োজন হয়, শৌচাগারের প্রয়োজন হয়। কিন্তু হাইরোডের ধারে কোথাও পার্কিং করতে দেওয়া হয় না। নেই কোন শৌচাগার। ফলে বিশ্রাম না নিয়ে গাড়ি চালানোর ফলে অকছার ঘটে দুর্ঘটনা। এর পাশাপাশি রয়েছে পুলিশের জুলুমবাজি, রয়েছে চাঁদা তোলার উপদ্রব। ফলে সমস্যায় পড়তে হয় ড্রাইভারদের। সব রকম পরিষেবা দিয়ে গেলেও তাদের নেই কোন সম্মান। যাতে জেলাশাসক তাদের এই দাবিগুলি সহানুভূতির সঙ্গে দেখে ব্যবস্থা গ্রহণ করেন এবং সম্মানের সাথে তারা গাড়ি চালাতে পারেন সেই জন্যই আজকে তারা জেলাশাসকের সঙ্গে দেখা করে তাদের দাবিগুলি তুলে ধরেন বলে জানিয়েছেন। এদিন জেলাশাসকের কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে জেলার প্রত্যেকটি ব্লক থেকে একজন করে প্রতিনিধি এসেছিলেন বলে তারা জানিয়েছেন। ছবি বাইট 2c তে Slug- 1309ZG_WMID_DRIVER_R
2
comment0
Report
BBBimal Basu
Sept 13, 2025 01:01:29
Basirhat, West Bengal:বলে 2C তে ছবি পাঠিয়েছি। সম্প্রতি হিঙ্গলগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশীদের আনাগোনা বেড়ে যাওয়ায় আজ রাত থেকে নাকা চেকিং শুরু করল বিএসএফ। গত কয়েক দিন ধরে হিঙ্গলগঞ্জ সীমান্ত বেশ কয়েকজন বাংলাদেশী ধরা পড়ে। এই এলাকা দিয়ে বাংলাদেশীরা অবৈধ ভাবে এদেশে ঢুকতে না পারে তার জন্য বাড়তে নজরদারি বাড়াতে হিঙ্গলগঞ্জের বেলতলা এলাকায় ৭৭ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানরা হাসনাবাদ লেবুখালী রোডে শুক্রবার রাত থেকে শুরু করল নাকা চেকিং। বিশেষ কুকুর ও স্ক্যান ডিরেক্টর দিয়ে চেকিং শুরু করেছে বিএসএফ। ছোট বড় গাড়ি থেকে শুরু করে সমস্ত যাত্রীবাহী বাস থামিয়ে ব্যক্তিগত গাড়ি দাঁড় করিয়ে চলে চেকিং। এর পাশাপাশি গাড়িতে থাকা চালক ও যাত্রীদের পরিচয় পত্র খতিয়ে দেখেন বিএসএফ জওয়ানরা। বিমল বসু বসিরহাট
2
comment0
Report
RCRAJIB CHAKRABORTY
Sept 12, 2025 17:48:40
Delhi, Delhi:অবশেষে দীর্ঘ ২৮ মাস পর মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২৩ সালের মে মাসে রাজ্যে বড়সড় সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে তিনি আর সেখানে যাননি। এতদিন ধরে বিরোধী রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ বারবার তাঁর সফরের দাবি তুলেছিলেন। শনিবার দুপুর সওয়া বারোটার সময় প্রধানমন্ত্রী প্রথমে পৌঁছাবেন কুকি অধ্যুষিত চূড়াচাঁদপুরে। সেখানে সংঘর্ষে ঘরছাড়া হয়ে পড়া পরিবারগুলির সঙ্গে দেখা করবেন তিনি। পাশাপাশি কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করার কর্মসূচিও রয়েছে। চূড়াচাঁদপুরে পিস গ্রাউন্ড-এ একটি জনসভা করবেন নরেন্দ্র মোদি। রাজ্যের পরিস্থিতি ও শান্তি ফিরিয়ে আনার বার্তা দিতেই এই সভা হবে বলে প্রশাসনিক মহলের দাবি। এরপর প্রধানমন্ত্রী ইম্ফলের কাংলায় যাবেন। সেখানে মাইতেই সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে দেখা করবেন তিনি। প্রায় আড়াই বছরের অশান্তির পর অবশেষে এই সফর ঘিরে মণিপুরে আশা এবং জল্পনা তৈরি হয়েছে।
14
comment0
Report
PDPradyut Das
Sept 12, 2025 17:48:32
Jalpaiguri, West Bengal:2C 1209ZG_JAL_PARA_SOMADHAN_R সংস্কারের কোন উদ্যোগ নেই, অভিযোগ স্কুলের সামনে রাস্তা বছরের পর বছর ধরে ভগ্ন দশা অবস্থা। পাড়ায় সমাধানে মন্ত্রী আসবে বলে তড়িঘড়ি রাস্তার কাজ ক্ষোভ উপড়ে দিলেন বাসিন্দারা। ঘটনায় জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে হইচই। আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠানে উপস্থিত হবেন মন্ত্রী বেচারাম মান্না, আর তাতেই বেহাল রাস্তার সংস্কার শুরু হলো তড়িঘড়ি। জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য। এদিন ধুপগুড়ি ব্লকের বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতে রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠান। স্থানীয় বিধায়ক থেকে শুরু করে মন্ত্রীরা এই কর্মসূচিতে যোগ দেবেন। মন্ত্রীদের সাথে দীর্ঘদিনের বেহাল কর্দমাক্ত গর্তে ভরা রাস্তা দিয়ে যেতে না হয়। তাই স্থানীয় নেতৃত্ব মন্ত্রী আসার প্রাক মুহুর্তে আজকেই তড়িঘড়ি রাস্তা সংস্কার করিয়ে দিল।। আর এতেই রাজনৈতিক চাপানোতর শুরু। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( ধুপগুড়ি, জলপাইগুড়ি )
14
comment0
Report
NHNantu Hazra
Sept 12, 2025 17:47:57
Salt Lake City, Utah:Cpim worker protest at newtown Biswabangla gate. নিউটাউন বিশ্ববাংলা গেট থেকে বলাকা আবাসনের দিকে রাস্তায় মাঝে মধ্যেই পথ দুর্ঘটনা। কয়েকদিন আগেই এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটে।তার প্রতিবাদে নিউটাউন সিসি ব্লকে ওই রাস্তায় সিপিআইএম এর তরফ থেকে একটি প্রতিবাদ সভা করা হচ্ছিলো। ঠিক তখনি আবারো দুর্ঘটনা ঘটে। এক বাইক আরোহী এক ব্যক্তিকে ধাক্কা মারে। আহত অবস্থায় দুজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এর পর ওই আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করে। খবর পেয়ে নিউটাউন থানার পুলিশ ও ট্রাফিক ঘটনাস্থলে যায়। অবরোধ তোলার অনুরোধ করে। আন্দোলনকারীদের তরফ থেকে সিগনালিং ব্যবস্থা ও পুলিশ ব্যবস্থার দাবী জানিয়েছে।এই অবরোধকে কেন্দ্র করে পুলিশের সাথে আন্দোলনকারীদের বচসা। রাস্তায় বসে বিক্ষোভ অবরোধ। হিডকোর আধিকারিক এলে তাদের সাথে কথা বলে এই অবরোধ তুলে নেবো, না হলে অবরোধ চলবে, হুঁশিয়ারি সপ্তর্ষি দেবের।
14
comment0
Report
NHNantu Hazra
Sept 12, 2025 17:47:18
Salt Lake City, Utah:Must A total of 11 lady officer, including a female IPS officer under the Bidhan Nagar Police Commissioner, were rewarded for their heroism, courage and rescue work. Feed sent by live u 7 বিধান নগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত এক মহিলা আই পি এস অফিসার সহ মোট ১১ জোন মহিলা এস আই ও কনস্টেবলদের বীরত্ব,সাহসিকতা এবং উদ্ধার কাজে নজির গড়ার কারণে তাদের পুরস্কৃত করা হলো। সল্টলেকের একটি হোটেল এর পেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিধান নগর পুলিশ কমিশনারেট এর পুলিশ কমিশনার মুকেশ কুমার সহ উচ্চপদস্থ আধিকারিক। ক্যালকাটা পার্ক স্ট্রিট লেডিস সার্কেল ৪৬ এবং ক্যালকাটা পার্ক স্ট্রিট রাউন্ড টেবিল ৩৪ ও দ্য স্ট্যাডেলের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটি করা হয়। অনুষ্ঠানটির নাম দেয়া হয় নাইটস ইন খাকি। প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিধান নগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার মুকেশ কুমার। বিধান নগর পুলিশ কমিশনারের ডিসিপি এয়ারপোর্ট জোন ঐশ্বরিয়া সাগর। তাকে পুরস্কৃত করা হয় তার কারণ নারী নিরাপত্তা এবং CAW সম্পর্কিত বিষয়গুলির প্রতি অত্যন্ত সংবেদনশীল। সাম্প্রতিক অতীতে বিমানবন্দর অঞ্চলে বেশ কয়েকটি অপরাধ সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন । এছাড়াও তিনি সজবাতি, কন্যা শিশুদের জন্য সচেতনতামূলক কর্মসূচি  উদ্যোগের দিকে মনোনিবেশ করেছেন। এছাড়া বিধান নগর পুলিশ কমিশনার এলাকার বিভিন্ন থানার লেডি এসআই ও লেডি কনস্টেবলদের ও পুরস্কৃত করা হয় তাদের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, বিভিন্ন চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করা, বিভিন্ন জায়গায় রেট করে গ্রেপ্তার করা এবং রিকভারি করা সহ বিভিন্ন ক্ষেত্রে তাদের ভালো পারফরম্যান্সের জন্য তাদের পুরস্কৃত করা হয়।
14
comment0
Report
Advertisement
Back to top