Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
Fazilka सीमा पर BSF-SSOC की बड़ी गिरफ्तारी: 27 पिस्टल समेत भारी जखीरा पकड़ा
PMPiyali Mitra
Sept 12, 2025 06:46:24
Kolkata, West Bengal
In a remarkable breakthrough against cross-border smuggling of weapons, the BSF, in a flawlessly coordinated operation with SSOC Fazilka, apprehended 02 arms smugglers and seized a huge cache of arms and ammunition along the Fazilka border in Punjab. 2. Based on a meticulously developed information into a precise intelligence, a joint strategic ambush of BSF and SSOC was laid near village- Mahar Khiwa Mansa of district Fazilka during the night time. After a patient wait of many hours, the ambush team noticed suspicious movement in the wee hours and successfully apprehended 01 criminal, and recovered 27 pistols, 54 magazines and 470 live rounds from a big sack in his possession. 3. Following sustained questioning of the nabbed delinquent, the team managed to apprehend his another associate from the same village. The accused are residents of village Teja Rohella and village Mahar Jamsher respectively. Both are in the custody of SSOC, Fazilka for further investigation to unearth their wider nexus and cross-border linkages. 4. This recovery marks a historic success, being one of the largest seizures of pistols in recent times in Punjab. The operation highlights seamless synergy between BSF and SSOC in combating cross-border arms smuggling. Swift action by security forces has averted a major threat of arms proliferation among anti-national elements attempting to destabilize peace in Punjab.
14
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBidhan Sarkar
Sept 13, 2025 08:19:51
Chinsurah, West Bengal:উত্তরপাড়া থানার নবগ্রামে একটি বেসরকারী হোমে যুবতীকে শারীরিক নিগ্রহের অভিযোগ,গ্রেফতার চারজন। পুলিশ সূত্রে জানা গেছে,গত বৃহস্পতিবার শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ করেন বছর ছাব্বিশের ওই যুবতী।পুলিশ গতকাল চারজনকে গ্রেফতার করে।উত্তরপাড়া থানার নবগ্রামের বেসরকারী হোমের কর্নধার,সেক্রেটারি ও দুই জন কর্মি তারা। ধৃতদের আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। হোম সেক্রেটারি অজয় চট্টোপাধ্যায় নবগ্রাম পঞ্চায়েতে প্রাক্তন তৃণমূল সদস্য। নবগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি অপূর্ব মজুমদার বলেন,আবাসিক ওই যুবতী খুবই মেধাবী।সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন।ওই হোমের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে একবার আমাদের পার্টি অফিসে এসেছিলেন।আমরা বলেছিলাম পুলিশে অভিযোগ জানাতে।অজয় এখন আর তৃনমূল করেন না। বিজেপির নবগ্রাম মন্ডল সভাপতি রাজেশ রজক বলেন,ওনাকে আমরা চিনি ওর অনেকগুলো রূপ আছে।তৃণমূলের সদস্য ছিলেন।যদি অভিযোগ সত্যি হয় তাহলে পুলিশ ব্যবস্থা নিক।তৃনমূল করেন তাই পঞ্চায়েতের সঙ্গে ওঠাবসা তো থাকবেই। যদিও হোমের কর্মিদের একাংশ জানান,হোমের কর্নধার ভালো লোক।তারা দীর্ঘদিন দেখছেন কখনো খারাপ কিছু চোখে পরেনি। গতকালই উত্তরপাড়ার একটি বেসরকারী নেশামুক্তি কেন্দ্রের কর্নধারকে শিলনোড়া দিয়ে থেঁতলে খুন করে পালিয়ে যায় দুই আবাসিক। কয়েকমাস আগে অন্য একটি নেশামুক্তি কেন্দ্রে এক আবাসিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। উত্তরপাড়ার বেসরকারি হোম এবং নেশা মুক্তি কেন্দ্রে গুলোর বিরুদ্ধে অভিযোগ উঠছে বারবার।
2
comment0
Report
BMBiswajit Mitra
Sept 13, 2025 08:16:43
Ranaghat, West Bengal:শান্তিপুরে ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাংলা বোর্ড বাধ্যতামূলক: পৌরসভার সিদ্ধান্তে মিলছে মিশ্র প্রতিক্রিয়া বাংলা ভাষার মর্যাদা রক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল শান্তিপুর পৌরসভা। শহরের সমস্ত ব্যবসায়িক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে বাংলায় সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল পৌরসভার বোর্ড অফ কাউন্সিলের বৈঠকে এই প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান জানান, “বাংলা আমাদের গর্ব, আমাদের আত্মপরিচয়ের ভাষা। স্বাধীনতা সংগ্রামে বাঙালির অবদান অনস্বীকার্য। সেই ইতিহাস ও ভাষাকে সম্মান জানাতেই এই উদ্যোগ। বাংলাকে অবজ্ঞা করার যে প্রবণতা কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, তা রুখতেই আমাদের এই পদক্ষেপ।” এই সিদ্ধান্তকে ঘিরে শহরে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। স্থানীয় বিজেপি নেতৃত্ব কটাক্ষ করে বলেছে, “যারা আগে বাংলা শিক্ষা ও সংস্কৃতি ধ্বংস করেছে, তারাই এখন বাংলা প্রীতি দেখাচ্ছে। তবে ব্যবসায়ী মহলে এই উদ্যোগ নিয়ে মতভেদ স্পষ্ট। অনেকেই বলছেন, বাংলায় বোর্ড থাকলে স্থানীয় গ্রাহকদের সুবিধা হবে, বাংলা ভাষার প্রসারও ঘটবে। অন্যদিকে, কিছু ব্যবসায়ীর মত, ইংরেজিতে লেখা বোর্ড দেখতে ‘আধুনিক’ ও ‘আকর্ষণীয়’ লাগে। এক ব্যবসায়ীর ভাষায়, “বাংলা আমাদের মাতৃভাষা, আমরা সম্মান করি। কিন্তু সবার বোঝার সুবিধার জন্য ইংরেজিতে নাম থাকা ভালো। তবে বাংলা রাখা বাধ্যতামূলক করলে আমরা মেনে নেব।” ভাষা আন্দোলনের পটভূমিতে দাঁড়িয়ে শান্তিপুর পৌরসভার এই সিদ্ধান্ত নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। একদিকে বাংলা ভাষাকে তার প্রাপ্য সম্মান দেওয়ার চেষ্টা, অন্যদিকে স্থানীয় স্তরে সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি – এই দুই দিক থেকেই এই পদক্ষেপ প্রশংসনীয় বলেই মনে করছেন সমাজের একাংশ তবে এই সিদ্ধান্ত কার্যকর করতে প্রশাসন কীভাবে নজরদারি চালাবে, এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে এখনো জানানো হয়নি ১। বিভাস ঘোষ ব্যবসায়ী সমিতি ২। সুব্রত ঘোষ শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান। ৩। জগন্নাথ সরকার সাংসদ রানাঘাট
0
comment0
Report
PDPradyut Das
Sept 13, 2025 08:00:56
Jalpaiguri, West Bengal:2C 1309ZG_JAL_TREE_ACCIDENT_R *বিপদজনক অবস্থায় থাকা বিশাল আকার গাছ হঠাৎই ভেঙে গুরুতর আহত অবস্থায় জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যক্তি। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সাউথ পান্ডাপাড়া এলাকায়।* আজ বারের মন্দিরের পূজোয় আয়োজন করা হয়। হঠাৎই বিশালাকার গাছ পড়ে পূজা মন্ডপের প্যান্ডেল ভেঙে পরে। পাশাপাশি দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। একটি কাপড়ের দোকান এবং একটি দশকর্মা ভান্ডার, সাইকেল সহ বহু জিনিসপত্রের পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় বলে স্থানীয় সূত্রে খবর। গাছ পড়ে ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি গুরুতর আহত হন। দীর্ঘদিন থেকেই বিপদজনক অবস্থায় ছিল গাছটি বারংবার জানিয়ে আসছিলেন সংশ্লিষ্ট দপ্তরে বলে অভিযোগ। আজ হঠাৎই গাছ ভেঙে বিপত্তি ঘটে। যদিও বিকেলের দিকে পুজোর আয়োজন করা হয়েছিল। তাই লোকজন বেশি থাকলে বড়সড় দুর্ঘটনা হতে পারতে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা। এযাত্রায় বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই। রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
BSBarun Sengupta
Sept 13, 2025 08:00:46
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Sept 13, 2025 07:46:33
Jhargram, West Bengal:গ্রামের অধিকাংশের জমী হস্তান্তর হয়ে গেছে। গ্রামবাসী রা জানেনা ও না তার পৈতৃক ভিটা কবে কবে রেজিষ্ট্রেশন হয়ে গেছে অন্যের নামে। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বাঁকড়ায়। ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের বাকড়া গ্রামে প্রায় ৭৫টি পরিবারের বাস্তুজমি ও চাষের জমি রাতারাতি অন্যের নামে হস্তান্তরের অভিযোগে তীব্র অসন্তোস তৈরি হয়েছে গ্রাম জুড়ে। সুজিত কুঙার নামে এক জমির দালাল এই কাজ করছে বলে অভিযোগ। জমি হস্তান্তর হওয়ার অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। শুক্রবার সাঁকরাইলের বিএলআরও (ব্লক ভূমি ও ভূমিসংস্কার) অফিসে বাঁকড়া গ্রামের অধিকাংশ মানুষ উপস্থিত হয়ে লিখিত অভিযোগ জমা দেন। তাদের দাবি, যেসব জমিতে তারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন, সেই জমি কারচুপি করে ও নকল স্বাক্ষর ব্যবহার করে অন্যের নামে হস্তান্তর করেছে সুজিত কুঙার নামে এক বেক্তী। গ্রামবাসীদের এও অভিযোগ, কোথাও আবার জমির মালিকে মৃত’ দেখিয়ে জমি হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামের প্রায় ৭৫টি পরিবার। ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা, রাতে ঘুম উড়েছে বাসিন্দাদের। প্রশাসনের তরফে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।এই নিয়ে বিএলআরও বলেন এই বিষয়ে আমি ক্ষতিয়ে দেখছি। আমার কাছে এখানো কোন কাগজ জমা পড়েনি। গ্রামবাসীরা লিখিত অভিযোগ দিয়েছেন বিষয় টি দেখা হচ্ছে।। গ্রামবাসী দের হুশিয়ার অবিলম্বে তাদের জমি হস্তান্তর ও জাল কেনাবেচায় যারা অভিযুক্ত তাদের গ্রেফতার করতে হবে। নাহলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
2
comment0
Report
MCMoumita Chakraborty
Sept 13, 2025 07:32:07
Kolkata, West Bengal:*সুকান্ত মজুমদারের সাংবাদিকদের প্রতিক্রিয়া* ১) *গুলশন কলোনী* - (দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের আতঙ্ক দেখছেন সুকান্ত) ২) *মূল অভিযুক্ত রিল বানাচ্ছেন* ৩) *সুশান্ত ঘোষের উপর হামলার স্মৃতি ফিরল* ৪) *বেঙ্গল ফাইলস* (মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন সুকান্তের) ৫) *মোদির মণিপুর সফর নিয়ে রাহুলের কটাক্ষ* ৬) *SIR এ জল মেশাতে চায় তৃণমূল, অভিযোগ সুকান্তের* ৭) *যাদবপুর ইউনিভার্সিটিতে ছাত্রী মৃত্যু* (বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা থাকলেও কোনো কারণে তা নেওয়া হয়নি) ৬) *ছাত্রীর ময়নাতদন্তে অ্যালকোহলের খোঁজ মিলল* ৭) *কলকাতা মেট্রোয় ছাত্রকে খুন ছাত্রের* (পশ্চিমবঙ্গের ভিতর থাকলে সবকিছুই সুরক্ষিত নয়) ৮) *অতি বামপন্থী DYSA সংগঠনের সদস্য অনামিকা মন্ডল* (শহুরে নকশালদের বিষয়ে সরব সুকান্ত) ৯) *দুর্গাপূজায় বিজেপির ভূমিকা* ১০) *ভিন রাজ্যের বিজেপি নেতাদের দুর্গাপুজোয় যাওয়া -* ১১) *মহেশতলায় দুর্গাপুজোয় বাধা* ১২) *বিজেপি পাশে থাকলে বিজেপিকে ভোট দিন - উদয়ন গুহ* ১৩) *রাহুল গান্ধী আসছেন পশ্চিমবঙ্গে* ১৪) *সুপ্রিম কোর্টের চাকরি দুর্নীতি বিষয়ে সিবিআই তদন্ত* (আদালতের পর্যবেক্ষণে তদন্ত হওয়া উচিত. তাতে রাজনৈতিক প্রতিহিংসা বা সেটিং এর অভিযোগ ওঠে না) ১৫) *নলহাটি বিস্ফোরণে NIAর দাবি শুভেন্দুর*
0
comment0
Report
PSPrasenjit Sardar
Sept 13, 2025 07:21:04
Baruipur, West Bengal:ভাঙড়ে মহিলাদের উদ্যোগে প্রথম দুর্গাপুজো, লক্ষ্মীর ভান্ডারের টাকাতেই পুজোর আয়োজন। ভাঙড়: ভাঙড় ১ নম্বর ব্লকের পেরানগঞ্জ অঞ্চলের দক্ষিণ কালিকাপুরে এ বছর প্রথমবারের মতো মহিলাদের উদ্যোগে দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে। ‘প্রত্যয় নারী সংঘ’ নামে এক নতুন ক্লাব গড়ে তুলেছেন এলাকার মহিলারা। ক্লাবের উদ্যোগেই আয়োজিত হচ্ছে এবারের দুর্গাপুজো। সরকারি অনুদান না পেলেও পিছিয়ে যাননি তারা। নিজেদের লক্ষ্মীর ভান্ডারের টাকা একত্রিত করেই এই পূজোর আয়োজন করতে চলেছেন মহিলারা। পূজা মণ্ডপ সাজানো থেকে শুরু করে প্রতিটি আয়োজনই করছেন মহিলারা নিজেরা। পঞ্চমীর দিন বিশেষ অতিথিদের উপস্থিতিতে পূজার শুভ উদ্বোধন হবে। উল্লেখযোগ্য বিষয়, এই ক্লাবে শুধুমাত্র মহিলারাই যুক্ত রয়েছেন, পুরুষ সদস্য একেবারেই নেই। এলাকাজুড়ে মহিলাদের এই অভিনব উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই উচ্ছ্বাস ছড়িয়েছে রাজনৈতিক অশান্তি মধ্যেও ভাঙ্গরে। 130925ZG-BAR-BHANGOR-PUJO-R
0
comment0
Report
CDChampak Dutta
Sept 13, 2025 07:19:21
Kaji Chak, West Bengal:*নারী শক্তির আরাধনায় নারীরাই ব্রাত্য, ৬০০ বছরের বেশি সময় ধরে এভাবেই চলে আসছে দাসপুরে নাড়াজোল রাজবাড়ির দুর্গা পুজো,এবছর রাজবাড়ির পুজো ৬১২ তম বছরে পদার্পন করবে।রাজবাড়ির সাথে সম্পর্ক ছিল স্বাধীনতা সংগ্রামী থেকে বিভিন্ন মনীষীর।এই রাজবাড়ি পরিদর্শন এসেছিলেন নেতাজী সুভাসচন্দ্র বসু থেকে মহাত্মা গান্ধী।* মায়ের পুজোতে মায়েরাই ব্রাত্য এমনটাই চলে আসছে ৬০০ বছরেরও বেশি সময় ধরে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের নাড়াজোল রাজবাড়ির দুর্গাপুজো এটাই রাজবাড়ির প্রথা আর সেই প্রথা আজও অক্ষরে অক্ষরে মেনে চলেছেন রাজ পরিবারের মহিলারা।রাজ পরিবার সূত্রে জানা যায় বর্ধমান রাজার নায়েব ছিলেন উদয়নারায়ন ঘোষ।তিনি মেদিনীপুর জেলায় শিকার করতে এসেছিলেন।দাসপুরের নাড়াজোল জঙ্গলে শিকার করে ফেরার পথে হঠাৎই দেখেন একটি সারস পাখি বককে তাড়া করছে।এই দৃশ্য দেখে চমকে গিয়েছিলেন নায়েব মশাই।সেই সারস পাখি শিকার করতে গিয়ে সন্ধ্যা নেমে এলে এখানেই রাত্রিযাপন করেন।সেই রাতেই তিনি স্বপ্নাদেশ পান মা দুর্গার পুজো করার জন্য।ওই জঙ্গলেই একটি বাড়িতে রয়েছে মা দুর্গার অষ্টধাতুর মূর্তি।মায়ের নির্দেশে সেই মূর্তি জঙ্গল থেকে উদ্ধার করে নিয়ে আসেন।নাড়াজোল এলাকার জঙ্গল সাফাই করে তৈরি করেন বাড়ি এই বাড়িতেই অষ্টধাতুর দুর্গা মূর্তি পূজা শুরু করেন বাংলার ৮২০ বঙ্গাব্দে।উদয়নারায়ণ ঘোষ দুর্গা পুজোর সূচনা করেছিলেন,পরবর্তীকালে উদয়নারায়ণ ঘোষ নাড়াজোল রাজ বাড়ির প্রতিষ্ঠা করেন।দুর্গাপুজোর যাবতীয় বিধি নিষেধ তিনি চালু করেন।তখনকার সময়ে চার পুরুষ 'ঘোষ' পদবি নিয়েছিলেন,তারপর নেন 'রায়' পদবি,১০৩০ বঙ্গাব্দে মুঘোল আমলে আকবরের নাজিম সাহেব এই রাজবাড়িতে এসেছিলেন তাকে খাওয়াদাওয়া ও উপঢৌকন দেওয়ার জন্য 'খান' পদবি দিয়েছিলেন,তখন থেকেই এই 'খান' পদবি ব্যবহার করে আসছেন।মেদিনীপুর জমিদারির সদর দপ্তর কর্ণগড়ের সাথে নাড়াজোল রাজবাড়ীর শাসকদের ঘনিষ্ঠতা ছিল।আজ নাড়াজোল রাজবাড়ি ধ্বংসের পথে,রাজবাড়ির বহু ভবন ভগ্নপ্রায়,আগাছায় ঢাকা পড়ছে রাজবাড়ির সৌন্দর্য্য ও কারুকার্যের নিদর্শন।কিন্তু প্রথা মেনে আজও রাজবাড়ীতে অষ্টধাতুর দুর্গা মূর্তি পূজিত হন।রাজবাড়ীতে বৈষ্ণব মতে পূজিত হন মা দুর্গা তাই নেই বলি প্রথা।প্রথা মেনে আজও রাজবাড়ির মহিলারা মায়ের অঞ্জলি দিতে পারেন না।নিতে পারবেন না প্রসাদ ও বেলপাতাও।সমস্ত জোগাড় আয়োজন করে দিলেও মায়ের প্রসাদ ও ভোগ রান্না করেন পুরোহিত।তবে মায়ের বিদায় বেলায় সিঁদুর খেলায় অংশ নেয় রাজ পরিবারের মহিলারা।রাজবাড়ীর অষ্টধাতুর মূর্তিতে মা একাই পূজিত হন এখানে মায়ের সাথে থাকেনা কার্তিক,গণেশ, লক্ষ্মী ও সরস্বতী।এখানে যেহেতু অষ্টধাতুর দুর্গা তাই বিসর্জন হয় না হয় শুধুমাত্র ঘট ডুবিয়ে নিরঞ্জন দেওয়া হয়।দাসপুর ছাড়াও দুরদুরান্তের বহু মানুষ পুজোয় ভিড় জমান নাড়াজোল রাজবাড়ীর দুর্গা পুজোয়।পুজো কদিন রাজ বাড়িতেই পুজোয় মাতেন বর্তমান পিড়িরা।দাসপুরের নাড়াজোল রাজবাড়ী পশ্চিম মেদিনীপুর জেলার একটি ঐতিহাসিক স্থান।মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িয়ে আছে নাড়াজোল রাজবাড়িতে।রাজা নরেন্দ্রলাল খান ও তার পুত্র দেবেন্দ্রলাল খান প্রকৃত দেশপ্রমিক হিসাবে পরিচিত ছিলেন।ক্ষুদিরাম বসুর বাবা তৈলক্ষনাথ বসু নাড়াজোল রাজবাড়ীর প্রধান কর্মচারী ছিলেন,রাজবাড়ির যা খাজনা আদায় হতো উনি রাজাবাহাদুরকে তার হিসাব দেখাতেন বলে জানান রাজবাড়ির বর্তমান সদস্য।এমনকি এই রাজবাড়িতে বিশিষ্ট অতিথিদের আগমন ছিল।রাজবাড়ি পরিদর্শন করেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু,রবীন্দ্রনাথ ঠাকুর,বিদ্যাসাগর,কাজি নজরুল ইসলাম থেকে মহাত্মা গান্ধী, মতিলাল নেহেরু,জওহরলাল নেহেরু,ইন্দিরা গান্ধী।এই রাজবাড়ির সাথে ওনাদের একটা মধূর সম্পর্ক ছিল বলে জানান রাজবাড়ির সদস্য বিদ্যুৎ খান।রাজ বাড়ির বর্তমান সদস্যদের কথায়,পুজোয় আগের মতো জৌলুস না থাকলেও সমস্ত রীতিনীতি এখনও বজায় রয়েছে।তবে আর্থিক অনটনের জেরে পুজোর এলাহি আয়োজনে অনেক কাটছাঁট করতে হয়েছে।শুধু পুজো নই,রক্ষণাবেক্ষণের অভাবে রাজবাড়ীর মুল ভবন ভগ্নপ্রায়,আগাছায় ঢাকা পড়েছে।রাজবাড়ীর অদূরে রয়েছে 'হাওয়া মহল'।তারও কিছু দুরে এক বিশাল পুকুর বা জলাশয়ের মাঝেই রয়েছে 'জলহরি' তথা রাজাদের আউটহাউস,বর্তমানে সেটিও আগাছা বা পানায় ঢাকা পড়ে গিয়েছে।রাজবাড়ীর বর্তমান পরিস্থিতি যেমনটা থাকুক রাজাবাহাদুরদের হাতে সূচনা হওয়া দুর্গা পুজো আজও সমস্ত রীতিনীতি মেনে দেবী দুর্গাকে পুজিত করেন বর্তমান সদস্যরা। ছবি বাইট 2c তে SLUG- 1309ZG_PA_WMID_NARAJOL_R বাইট ১)বিদ্যৎ খান(রাজবাড়ির সদস্য) ২)শম্পা খান(রাজবাড়ির গৃহবধূ) ৩)নুপুর খান(রাজবাড়ির গৃহবধূ) ৪)জয়শ্রী খান(রাজবড়ির তরুণ প্রজন্ম) রিপোর্ট - চম্পক দত্ত ক্যামেরা - বাবলু সাঁতরা
1
comment0
Report
ABArup Basak
Sept 13, 2025 07:03:24
Mal Bazar, West Bengal:*বেহাল রাস্তায় দুর্ভোগ চরমে, ক্ষোভে ফুঁসছে ওদলাবাড়ি-মানাবাড়ি সংলগ্ন গ্রামগুলি...* দেখলে মনে হতে পারে কোনো নদীর পথ—কিন্তু আসলে এটি একটি গুরুত্বপূর্ণ সড়কপথ, যা ওদলাবাড়ির সাথে যুক্ত করেছে মানাবাড়ি, তুড়িবাড়ি, পাথরঝোড়া সহ কালিম্পং জেলার একাধিক গ্রামকে। অথচ গত প্রায় দুই বছর ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে রাস্তার অবস্থা আরও করুণ হয়েছে। কোথাও কাঁদা, কোথাও গভীর গর্ত—ফলে যাতায়াত প্রায় অযোগ্য হয়ে উঠেছে। অথচ এই রাস্তার পাশেই রয়েছে ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং সুনীল দত্ত স্মৃতি গার্লস স্কুল, যার ফলে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের দুর্ভোগের সীমা নেই। মানাবাড়ি চা-বাগানের তৃণমূল শ্রমিক নেতা রমেশ কুর্মি বলেন, প্রায় চার মাস আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ওদলাবাড়ি ডিপো পাড়া থেকে মানাবাড়ি চা-বাগান পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার পেভার ব্লকের রাস্তা তৈরি করেছে। অথচ তুড়িবাড়ি পর্যন্ত যে প্রায় দুই কিলোমিটার রাস্তা একেবারে বেহাল, তা সংস্কারের কোনো উদ্যোগই নেওয়া হয়নি। এতে কিছুটা অংশে উন্নয়ন হলেও, সার্বিক দুর্ভোগ কমেনি—বরং বেড়েছে।” এলাকার বাসিন্দা হেমন্তা ওড়াও এবং তনুঞ্জা মাঝি, ডিম্পল মঙ্গর বলেন,রাস্তার হাল এতটাই খারাপ যে পায়ে হেটেই যাওয়া যায় না। বৃষ্টির জলে রাস্তাগুলো ছোট ছোট পুকুরে পরিণত হয়েছে।” সবচেয়ে বিপদে রয়েছেন টোটো চালকরা। তাদের একটাই বক্তব্য,এমন রাস্তায় কেউ টোটোতে উঠতে চায় না। প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। অনেক টোটো উলটে গিয়ে যাত্রী আহত হচ্ছেন। দ্রুত রাস্তা মেরামতের দাবি জানাচ্ছি।” স্থানীয়দের দাবি,দ্রুত পুরো রাস্তা নতুন করে নির্মাণ বা সংস্কার করতে হবে। স্থানিয় ও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হবে। বৃষ্টির জল নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা হোক প্রশাসনের কাছে প্রশ্ন এক অংশে উন্নয়ন করে পুরো সমস্যার সমাধান হয় না। যদি কিছু কিলোমিটার দূরেই দুর্ঘটনা ঘটতে থাকে, তাহলে সেই উন্নয়নের কতটা মূল্য আছে? বাইট ১) ডিম্পল মঙ্গর স্থানিয় বাসিন্দা। ২) চা শ্রমিক হেমন্তা ওড়াও। ৩) চাবাগানের তৃনমুল এর শ্রমিক নেতা রমেশ কুর্মি। ৪) টোটো চালক। 1409ZG_MAL_DAMAGE_ROAD_R
2
comment0
Report
SBSoumen Bhattachrya
Sept 13, 2025 07:03:12
Kolkata, West Bengal:কলকাতা বিমানবন্দরে যাত্রীর শারীরিক অসুস্থতার কারণে হায়দ্রাবাদ গামী বিমান ঘুরিয়ে নিয়ে আসা হলো রানওয়ে থেকে ট্যাক্সি বেতে। কলকাতা বিমানবন্দর সূত্র মারফত খবর কলকাতা থেকে হায়দ্রাবাদ গামী ইন্ডিগোর ৬ ই ৩৩৪ বিমানটিতে যাত্রী বোডিংয়ের পরে ই হঠাৎ করে বিমানে থাকা বিমানে থাকা যাত্রী অনুপ কুমার চৌধুরী শারীরিক অসুস্থতা অনুভব করে বমি করতে থাকে এর পরেই সংজ্ঞাহীন হয়ে পড়ে , দ্রুততার সঙ্গে বিমানবন্দরে নিযুক্ত ডাক্তারেরা প্রাথমিক চিকিৎসা প্রদান করার পর শারীরিক অসুস্থতা অনুভব করায় সহকারি যাত্রীকে দিয়ে অ্যাম্বুলেন্সে করে বেসরকারি অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়েছে এই মুহূর্তে চিকিৎসা চলছে ওই যাত্রী এমনটাই খবর।
1
comment0
Report
BMBiswajit Mitra
Sept 13, 2025 07:00:31
2
comment0
Report
BSBarun Sengupta
Sept 13, 2025 07:00:10
Barrackpur Cantonment, West Bengal:জগদ্দল থানার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেস ওয়ের উচ্ছে গরের হাই ড্রেনের মধ্যখান থেকে মাথা থেলানো তৃণমূল কর্মী দেহ উদ্ধার। নাম হীরা কুরেসি, মাংস ব্যবসায়ী। বাড়ি জগদ্দল থানার অন্তর্গত মানিপির অঞ্চলে। জগদ্দল থানার অন্তর্গত উচ্ছেগরে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধার থেকে উদ্ধার মাথা থাকলানো তৃণমূল কর্মী র দেহ। সকালবেলা এলাকার বাসিন্দারা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে রক্ত দেখতে পায়। এরপরে থানার খবর দেয় জগদ্দল থানায় এসে উদ্ধার করে দেহ। মানিকপীর অঞ্চলের বাসিন্দা হীরা কুরেশি। পেশায় মাংস ব্যবসায়ী। কি কারনে তাকে খুন করা হলো তা দিয়ে তদন্ত করছে জগদ্দল থানার পুলিশ। 130925_BKP_JAGADDAL 2C TE
1
comment0
Report
PDPradyut Das
Sept 13, 2025 06:48:03
Jalpaiguri, West Bengal:2C 1309ZG_JAL_TIGER_R আবারো জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের দুরামারি দক্ষিণ শালবাড়ি এলাকায় চিতা বাঘের দেখা মিলায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের। শুক্রবার সন্ধ্যা নাগাদ এক গৃহস্থের গোয়ালঘরে গবাদি পশু শিকার করতে ঢুকে পড়ে চিতাবাঘ। সেই সময় এক স্থানীয় বাসিন্দা ও এক মহিলা চিতাবাঘটিকে স্বচক্ষে দেখতে পান। তাঁদের চিৎকার-চেঁচামেচিতে চিতাবাঘটি পাশের একটি ঝোপঝাড়ে ডুবে পড়ে। এরপর থেকে এলাকাতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। গ্রামবাসীরা দাবি করছেন, বিভিন্ন জায়গায় চিতা বাঘের পায়ের ছাপ দেখা মিলছে। নামাজ শেষে বাড়ির বাইরে থাকা গরু আনতে গিয়ে আরও এক মহিলা মুখোমুখি হন চিতাবাঘটির। আতঙ্কে তিনি তড়িঘড়ি স্থানীয়দের ডাক দেন। তবে চিৎকার শুনেই জনবসতি ছেড়ে ঝোপঝাড়ে ডুবে যায় চিতা বাঘটি। গ্রামবাসীদের অভিযোগ, বারবার চিতাবাঘ লোকালয়ে ঢুকে পড়লেও বনদপ্তরকে খবর দেওয়ার পর তারা ঘটনাস্থলে আসতে দেরি করছে। এতে আতঙ্ক আরও বাড়ছে। স্থানীয়দের বক্তব্য, প্রায় প্রতিদিনই চিতাবাঘের দেখা মেলায় তাঁদের ঘুম কেড়ে নিয়েছে। একাধিকবার খবর দেওয়ার পরও বনদপ্তরের তৎপরতা না থাকায় রীতিমতো দুশ্চিন্তায় রয়েছেন এলাকার মানুষজন। বনদপ্তরের হস্তক্ষেপের পাশাপাশি এলাকা টহলদারির দাবি জানিয়েছেন বাসিন্দারা। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
5
comment0
Report
Advertisement
Back to top