Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
Advance Durga: घंटेभर में शुरू हुआ दुर्गापूजा, क्या राज खोलेगा बंगाल?
AGAyan Ghosal
Sept 15, 2025 07:52:17
Kolkata, West Bengal
ADVANCE DURGA *চারিদিকে পুজোর প্রস্তুতি চলছে। সাজো সাজো রব। এরইমধ্যে আজ সোমবার থেকে দুর্গাপুজো শুরু হয়ে গেল ট্যাংরার শীল লেনের দাস বাড়িতে।* চণ্ডিকা পুরান অনুযায়ী দুর্গাপুজো শুরুর যেকটি বিধান আছে তারমধ্যে উল্লেখযোগ্য কৃষ্ণা নবমীর কল্প। মোট ৪ টি কল্পে পুজো শুরু করা যায়। রামচন্দ্র যে অকাল বোধন করেছিলেন বলে পুরাণে বর্ণিত আছে সেটি শুরু করা হয়েছিল শুক্লা সপ্তমী থেকে। পুজো শেষ করা হয়েছিল শুক্লা নবমীতে। ব্যতিক্রম দাস বাড়ি। নিজেদের দুর্গাপুজো সম্পর্কে গবেষণা এবং পারিবারিক গুরুর ইচ্ছানুযায়ী এই বাড়িতে আজ থেকে পুরোদস্তুর দুর্গাপুজো শুরু। চলবে ১৫ দিন। শারদোৎসব এর দুর্গানবমী পর্যন্ত পুজো চলার পর অন্যান্য বাড়ি এবং বারোয়ারী পুজোর মতোই বিসর্জিত হবে প্রতিমা। বাইট প্রসেনজিৎ দাস, সদস্য, শীল লেন দাস বাড়ি ওয়াক থ্রু
1
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ABArup Basak
Sept 15, 2025 09:22:49
Mal Bazar, West Bengal:*বাজার সেরে বাড়ির ফেরার পথে জাতীয় সড়কে মৌমাছির হানায় গুরুতর আহত স্বামী-স্ত্রী ও শিশু, হাসপাতালে ভর্তি...* বাজার সেরে বাড়ি ফেরার পথে ভয়াবহ মৌমাছির হামলায় গুরুতর আহত হলেন এক দম্পতি ও তাঁদের আড়াই বছরের শিশু কন্যা। আহতরা বর্তমানে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের ১৭ নাম্বার জাতীয় সড়কের নির্মিয়মান ফ্লাইওভার এর কাছে৷ আহতরা হলেন রবীন টোপ্পো (৩৮), স্ত্রী মনিকা টোপ্পো এবং তাঁদের ছোট্ট মেয়ে আরিয়া টোপ্পো। পরিবারটি বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের লিসরিভার চাবাগানের পাতিবাড়ি ডিভিশনের বাসিন্দা। আহত রবীন টোপ্পো জানান, সোমবার সকালে আমরা তিনজন স্কুটিতে ওদলাবাড়ি বাজারে যাই। বাজার সেরে দুপুর ১২টা নাগাদ বাড়ি ফেরার সময় নির্মিমান ফ্লাইওভারের সামনে হঠাৎ এক ঝাঁক মৌমাছি আমাদের আক্রমণ করে। আমি দ্রুত স্কুটি ফেলে বাচ্চাকে নিয়ে একটি ত্রিপলের নিচে আশ্রয় নিই। আমার স্ত্রী ভয় পেয়ে পাশের একটি জলাশয়ে নামার চেষ্টা করেন, কিন্তু বেশির ভাগ মৌমাছিই ওঁর ওপর হামলা করে। ঘটনাস্থলে টহলরত ট্রাফিক পুলিশের গাড়ি তাঁদের উদ্ধার করে দ্রুত ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। ট্রাফিক ওসি দেবজিৎ বোস জানান, পেট্রোলিংয়ের সময় আমরা এই তিনজনকে গুরুতর অবস্থায় পড়ে থাকতে দেখে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাই। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মহিলা। চিকিৎসক ডা. আবির সরকার জানান, তিনজনের শরীর থেকেই অনেক মৌমাছি বের করা হয়েছে। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না, তবে সাধ্যমতো চিকিৎসা চলছে।” স্থানীয় বাসিন্দাদের মতে, এর আগেও ওই এলাকায় মৌমাছির উপদ্রব দেখা গেছে। তবে এই ধরণের হামলা আগে হয়নি। ঘটনায় চা বাগান ও জাতীয় সড়ক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাইট ১)আহত রবীন টোপ্পো। ২) ট্রাফিক ওসি দেবজিৎ বোস। ৩)চিকিৎসক ডা. আবির সরকার। 1509ZG_MAL_BEE_BYTES_R
0
comment0
Report
PDPradyut Das
Sept 15, 2025 09:22:28
Jalpaiguri, West Bengal:2C 1509ZG_JAL_ROAD_PROBLEM_R VISU, BYTE & PTC SEND BY 2C R & R1 বলে বাইট, ভিসুয়াল ২ সি তে গেছে। অল্প বৃষ্টিতেই জলপাইগুড়ি আসাম মোর সংলগ্ন মুন্ডাবস্তি উশু লাইন এলাকার রাস্তায় জল দাঁড়িয়ে থাকে। ড্রেনেজ সিস্টেম কার্যকর না থাকায় দীর্ঘক্ষণ জল আটকে থাকে বলে অভিযোগ। ফলে প্রতিদিন এই জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে। তৃণমূল পরিচালিত গ্রামপঞ্চায়েতকে দোষারোপ বিজেপি র। খোঁজখবর করে দুটো সমাধানের আশ্বাস সদর পঞ্চায়েত সমিতির সভাপতির। জলপাইগুড়ি আসাম মোর সংলগ্ন মুন্ডাবস্তি উশু লাইন এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে। অল্প বৃষ্টিতেই জলপাইগুড়ি আসাম মোর সংলগ্ন মুন্ডাবস্তি উশু লাইন এলাকার রাস্তায় জল দাঁড়িয়ে যাচ্ছে। ড্রেনেজ সিস্টেম কার্যকর না থাকায় দীর্ঘক্ষণ জল বেরোতে পারে না। ফলে প্রতিদিন এই জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে। এলাকায় ছড়াচ্ছে জ্বর, সর্দি-কাশি সহ বিভিন্ন রোগের উপসর্গ। বাসিন্দাদের অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও সমাধান মেলেনি। দীর্ঘ কয়েক বছর ধরে একই সমস্যার জেরে বিপাকে পড়েছেন এলাকার মানুষ। রাস্তার ভগ্নদশা ও জল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় রবিবার বিকেলে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। দুয়ারে সরকার প্রকল্পের মতো বহুমুখী উদ্যোগ চললেও এ সমস্যা অমীমাংসিত কেন— সেই প্রশ্নও তুলেছেন অনেকেই। এমন পরিস্থিতিতে, সামনেই ২০২৬ বিধানসভা ভোটে ভোটদানে চিন্তাভাবনা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা। এ প্রসঙ্গে বিজেপি নেতা শ্যাম প্রসাদ কটাক্ষ করে বলেন ওখানে তো উন্নয়ন হয়েছে, উন্নয়ন তো রাস্তায় দাঁড়িয়ে। প্রধান পঞ্চায়েতের বড় বড় বাড়ি, এসি গাড়ি। মানুষের ভোট যারা চুরি করেছে , তাই তৃণমূল নেতাদের এই অবস্থা।দীর্ঘদিন থেকে রাস্তার বেহাল অবস্থা তাই বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। প্রধান পঞ্চায়েত তো তৃণমূল। তাহলে কেন উন্নয়ন হচ্ছে না? এখানে দোষারোপ কড়ার কোন জায়গা নেই। তৃণমূল এখন তোলামূলে পরিণত হয়েছে। যদি ঠিক মতন মানুষ ভোট প্রয়োগ করতে পারে তাহলে তৃণমূল বলে আর কিছুই থাকবে না। অপরদিকে এই ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ি সদর পঞ্চায়েতসমিতির সভাপতি বিনয় রায়কে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন। রিপোর্ট:- প্রদ্যুত দাস ক্যামেরা:- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
0
comment0
Report
STSrikanta Thakur
Sept 15, 2025 09:21:59
Dinajpur, Rangpur Division:*আপডেট:-* গতকাল রাতে বালুঘাটের রঘুনাথপুর এলাকায় টাকা উদ্ধারের ঘটনায় ধৃত অপূর্ব সরকারের শ্বশুরবাড়ির খাট ও ঠাকুর ঘর মিলে ১ কোটি ১৭ লক্ষ ৯৭ হাজার টাকা পুলিশ উদ্ধার করে। পাশাপাশি গঙ্গারামপুর কায়স্থ পাড়ায় অপূর্ব সরকারের বাড়ি থেকে ১৭ লক্ষ টাকা পুলিশ উদ্ধার করেছে। অর্থাৎ উদ্ধারকৃত মোট টাকার পরিমান ১ কোটি ৩৪ লক্ষ ৯৭ টাকা। এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর পুলিশ সুপার চিন্ময় মিত্তাল এক সাংবাদিক সম্মেলনে উদ্ধারকৃত টাকার পরিমান জানান। পাশাপাশি তিনি জানান, গঙ্গারামপুর এর এই অনলাইন জুয়ার ঘটনায় মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাইট - চিন্ময় মিত্তাল, দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার। 1509ZG_FOLLOWUP_MONEY_RECOVER
0
comment0
Report
CDChittaranjan Das
Sept 15, 2025 09:21:46
Durgapur, West Bengal:বাঙালির মহোৎসবের আগে দক্ষিণ বঙ্গের নিম্নচাপ সমস্যায় ফেলছে পূজো উদ্যোক্তাদের, সমস্যায় মন্ডপ তৈরির মিস্ত্রি থেকে উদ্যোক্তারা। দক্ষিণবঙ্গে নিম্নচাপ গতকাল থেকেই। আজ সকাল থেকে টানা বৃষ্টি, কখনও ভারি কখনও হালকা, এই বৃষ্টি তে সমস্যায় পূজো উদ্যোক্তারা। পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চল দুর্গাপুরের বড় মণ্ডপ গুলোর মধ্যে অন্যতম বেনাচিতির অগ্রণী সার্বজনীন পূজো। বিশালাকারের মণ্ডপ তৈরি হচ্ছে গত তিন মাস ধরে। পূজো মাত্র হাতে গোনা আর কয়েকটা দিন। শেষ মূহুর্তের প্যাণ্ডেলে কাপড় লাগানোর কাজ এবং তার সঙ্গে ইলেকট্রিকের কাজ শুরু হচ্ছে। কিন্তু এই বৃষ্টির কারণে মণ্ডপের বাইরের কাজ এবং লাইট লাগানোর সমস্যা হচ্ছে, বলে আক্ষেপ প্রকাশ পূজো কমিটির সদস্যর। মণ্ডপ তৈরির কাজে ব্যাস্ত শিল্পীর বক্তব্য, এই বৃষ্টির কারণে তারা মণ্ডপের বাইরের কাজ করতে পারছে না। এই বৃষ্টি তাদের খাটুনি আরো বাড়িয়ে দিল। আরো বেশি কর্মী লাগিয়ে দিন রাত কাজ করতে হবে। তবে সারা বছর অপেক্ষা বাঙালি সহ আপামর রাজ্যবাসী এই দূর্গোৎসবের। কোনও রকম দুর্যোগই উৎসব প্রেমী মানুষদের পূজোর এই কটা দিন ঘরের ভিতরে ঢুকিয়ে রাখতে পারবে না। ছবি 2C তে ফাইল নাম 1508ZG_DGP_RAIN_PBLM_R রিপোর্ট : চিত্তরঞ্জন দাস
0
comment0
Report
PDPradyut Das
Sept 15, 2025 09:21:20
Jalpaiguri, West Bengal:2C 1509ZG_JAL_ROAD_PROBLEM_R1 VISU, BYTE & PTC SEND BY 2C R & R1 বলে বাইট, ভিসুয়াল ২ সি তে গেছে। *অল্প বৃষ্টিতেই জলপাইগুড়ি আসাম মোর সংলগ্ন মুন্ডাবস্তি উশু লাইন এলাকার রাস্তায় জল দাঁড়িয়ে থাকে। ড্রেনেজ সিস্টেম কার্যকর না থাকায় দীর্ঘক্ষণ জল আটকে থাকে বলে অভিযোগ। ফলে প্রতিদিন এই জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে। তৃণমূল পরিচালিত গ্রামপঞ্চায়েতকে দোষারোপ বিজেপি র। খোঁজখবর করে দুটো সমাধানের আশ্বাস সদর পঞ্চায়েত সমিতির সভাপতির।* জলপাইগুড়ি আসাম মোর সংলগ্ন মুন্ডাবস্তি উশু লাইন এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে। অল্প বৃষ্টিতেই জলপাইগুড়ি আসাম মোর সংলগ্ন মুন্ডাবস্তি উশু লাইন এলাকার রাস্তায় জল দাঁড়িয়ে যাচ্ছে। ড্রেনেজ সিস্টেম কার্যকর না থাকায় দীর্ঘক্ষণ জল বেরোতে পারে না। ফলে প্রতিদিন এই জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে। এলাকায় ছড়াচ্ছে জ্বর, সর্দি-কাশি সহ বিভিন্ন রোগের উপসর্গ। বাসিন্দাদের অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও সমাধান মেলেনি। দীর্ঘ কয়েক বছর ধরে একই সমস্যার জেরে বিপাকে পড়েছেন এলাকার মানুষ। রাস্তার ভগ্নদশা ও জল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় রবিবার বিকেলে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। দুয়ারে সরকার প্রকল্পের মতো বহুমুখী উদ্যোগ চললেও এ সমস্যা অমীমাংসিত কেন— সেই প্রশ্নও তুলেছেন অনেকেই। এমন পরিস্থিতিতে, সামনেই ২০২৬ বিধানসভা ভোটে ভোটদানে চিন্তাভাবনা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা। এ প্রসঙ্গে বিজেপি নেতা শ্যাম প্রসাদ কটাক্ষ করে বলেন ওখানে তো উন্নয়ন হয়েছে, উন্নয়ন তো রাস্তায় দাঁড়িয়ে। প্রধান পঞ্চায়েতের বড় বড় বাড়ি, এসি গাড়ি। মানুষের ভোট যারা চুরি করেছে , তাই তৃণমূল নেতাদের এই অবস্থা।দীর্ঘদিন থেকে রাস্তার বেহাল অবস্থা তাই বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। প্রধান পঞ্চায়েত তো তৃণমূল। তাহলে কেন উন্নয়ন হচ্ছে না? এখানে দোষারোপ কড়ার কোন জায়গা নেই। তৃণমূল এখন তোলামূলে পরিণত হয়েছে। যদি ঠিক মতন মানুষ ভোট প্রয়োগ করতে পারে তাহলে তৃণমূল বলে আর কিছুই থাকবে না। অপরদিকে এই ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ি সদর পঞ্চায়েতসমিতির সভাপতি বিনয় রায়কে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন। রিপোর্ট:- প্রদ্যুত দাস ক্যামেরা:- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
0
comment0
Report
STSrikanta Thakur
Sept 15, 2025 08:20:35
Dinajpur, Rangpur Division:দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির ভোগান্তি, পুজোর প্রস্তুতিতে ব্যাঘাত, সোমবার সকালেও অঝোর বৃষ্টিতে বিঘ্ন পূজা প্রস্তুতিতে। সাত দিন টানা রৌদ্র উজ্জ্বল আবহাওয়ার পর রবিবার সকাল থেকেই দক্ষিণ দিনাজপুরে আকাশের মুখভার। সকাল থেকে বিকেল পর্যন্ত জেলাজুড়ে কয়েক দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টি হাতছানি ফেলেছে দুর্গাপূজোর প্রস্তুতিতে। এবার অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে শুরু হচ্ছে দুর্গাপূজা। তার আগে মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা গড়ার কাজে জোর কদমে প্রস্তুতি চলছিল। কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে সমস্যায় পড়েছেন পূজা উদ্যোক্তা, মৃৎশিল্পী ও মণ্ডপশিল্পীরা। প্রতিমা গড়া থেকে আলোকসজ্জা, প্যান্ডেল সজ্জা—সব ক্ষেত্রেই তৈরি হয়েছে নানা বাধা। স্থানীয় আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী দু’এক দিন এই বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি, অর্থাৎ বৃহস্পতিবারের পর আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে।পূজা উদ্যোক্তাদের বক্তব্য, এরকম খামখেয়ালী আবহাওয়ার কারণে প্রস্তুতিতে বড়সড় ব্যাঘাত ঘটছে। মণ্ডপশিল্পীরা বলছেন, টানা বৃষ্টিতে কাজের গতি মারাত্মকভাবে কমে গিয়েছে, সময় মতো প্রস্তুতি শেষ করতে হিমশিম খেতে হচ্ছে। বাইট ১/ উজ্জ্বল পাল ( শিল্পী ২/ সন্তু সিং ( ক্লাব কর্মকর্তা) ৩/ সুমন সুত্রধর ( আবহাওয়া বিদ) 1509ZG_SDIN_RAIN
0
comment0
Report
BMBiswajit Mitra
Sept 15, 2025 08:20:21
Ranaghat, West Bengal: জগন্নাথ মন্দিরের আদলের পুজো প্যান্ডেলে আগুন লাগার ঘটনায় মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। সূত্রের খবর রবিবার ভোর রাতে নদীয়া জেলার বৃহত্তম দুর্গাপুজোর প্যান্ডেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় তাহেরপুরে। আর এই ঘটনার অভিযোগ দায়ের হতেই মাত্র কয়েক ঘন্টার মধ্যে তাহেরপুর থানার ওসির নেতৃত্বে asi প্রভাস মন্ডল তদন্ত শুরু করে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করে। সত্যের খবর ওই ব্যক্তির নাম হয় আমন (among)  কুমার,  পিতা মনোজ কুমার বাড়ি দমদম , থানা নাগেরবাজার, পুলিশ সূত্রের খবর ওই ব্যক্তি তাহেরপুরে তার এক বন্ধুর বাড়িতে বেড়াতে আসে রাত্রিবেলায় বন্ধু বান্ধব মিলে মদের আসর বসাই, মদ্যপ তো অবস্থায় ওই ব্যক্তি প্যান্ডেলে আগুন লাগানোর চেষ্টা করে। তবে কি কারনে এই ঘটনা ঘটায় তিনি তার তদন্তে পুলিশ এর মধ্যে কোনরকম রাজনৈতিক উদ্দেশ্য নাকি অন্য কোন উদ্দেশ্য তা এখনো জানা যায়নি। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ওই ব্যক্তিকে রানাঘাট আদালতে পাঠিয়েছে তাহেরপুর থানার পুলিশ।
0
comment0
Report
ANArnabangshu Neogi
Sept 15, 2025 07:53:09
3
comment0
Report
MMManoj Mondal
Sept 15, 2025 07:53:02
Kolkata, West Bengal:শনিবার দুপুরে গাইঘাটা থানার ঠাকুরনগর ষষ্ঠীতলা এলাকায় গুলি শব্দ শুনতে পায় স্থানীয়রা। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। কে বা কারা গুলি চালিয়েছে তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়এলাকায় । খবর দেওয়া হয় গাইঘাটা থানায়। এরপর ঘটনার তদন্তে নামে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গাইঘাটা থানার শিমুলপুর ষষ্ঠীতলা থেকে সেভেন এমএম পিস্তল ও এক রাউন্ড গুলি সহ দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। বয়স কুড়ির ওই ধৃতের নাম শুভঙ্কর মল্লিক। বাড়ি গাইঘাটা থানার মাটিকুমড়া এলাকায়। পুলিশ জানিয়েছে টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে ভয় দেখাতে গুলি চালানোর ঘটনা ঘটে। ধৃতকে সোমবার বনগাঁ মহকুমা আদালতে পাঠায় পুলিশ।
3
comment0
Report
MCMoumita Chakraborty
Sept 15, 2025 07:52:47
3
comment0
Report
MMManoj Mondal
Sept 15, 2025 07:52:05
Kolkata, West Bengal:উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে সকাল থেকে রাত পর্যন্ত দুই বাচ্চা সহ এক অন্তঃসত্ত্বা মহিলাকে অসহায়ের মত ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা। এরপর তার কাছে জিজ্ঞাসা করতে জানা যায় বাংলাদেশে বাড়িতে নিয়ে যাওয়ার নাম করে এখানে ফেলে রেখে পালিয়েছে কাকা শ্বশুর। অন্তঃসত্ত্বা ওই মহিলার সাথে একটি চার বছরের ও একটি দু'বছরের পুত্র সন্তানও রয়েছে। অন্তঃসত্ত্বা মহিলা জানায় তার নাম পারিমা আক্তার। বাংলাদেশের চট্টগ্রামে বাড়ি। ৬ বছর আগে ভারতের বাসিন্দা মিলন শেখের সাথে তার বিয়ে হয়। মিলন ছোট থেকে মায়ের সাথে বাংলাদেশেই থাকতো বলে জানায় পারিমা। বিয়ের পর তারা বাংলাদেশেই থাকতো। ৯ মাস আগে স্বামীর সাথে ভারতে এসে ক্যানিং-এ থাকছিল বলে জানায় সে। অভিযোগ, ভারতে আসার পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা তাঁর উপর নির্যাতন চালাতে শুরু করে এবং বাংলাদেশে ফিরে যেতে চাপ দিতে থাকে। রবিবার সকালে পারিমাকে বাপের বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে কাকা শ্বশুর চাঁদ শেখ, দুই শিশুসহ তাঁকে নিয়ে আসে পেট্রাপোলে। কিন্তু হোটেলে খাওয়ানোর পর ফল আনার নাম করে চুপচাপ পালিয়ে যায়। কাকা শশুর ও শ্বশুরবাড়ির লোকজনকে ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ বলে। সকাল থেকে রাত পর্যন্ত দুই বাচ্চা কে নিয়েই অসহায়ের মত পেট্রাপোল সীমান্তের তিন নম্বর গেটে কাছে বসে থাকে অন্তঃসত্ত্বা পারিমা। সোমবার সকালে খবর পেয়ে ওই অন্তঃসত্ত্বা বাংলাদেশি মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পেট্রাপোল থানার পুলিশ। ওই মহিলা কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে গ্রেফতার করা হয় । বাংলাদেশী অন্তঃসত্ত্বা মহিলাকে আজ পাঠানো হবে বনগাঁ মহকুমা আদালতে।
1
comment0
Report
TCTathagata Chakraborty
Sept 15, 2025 07:32:49
Rajpur Sonarpur, West Bengal:বেলপাতার দুর্গা প্রতিমা বানিয়ে চমক সোনারপুরের জয়মাল্যের সোনারপুরঃ সৃজনশীলতার জাদুতে আবারও চমক দেখালেন সোনারপুরের মিশনপল্লীর বাসিন্দা জয়মাল্য মন্ডল। এ বছর তিনি তৈরি করেছেন এক অভিনব দুর্গা প্রতিমা—যা পুরোপুরি বানানো হয়েছে বেলপাতা দিয়ে। প্রায় সাড়ে পাঁচশো বেলপাতা ব্যবহার করে গড়ে উঠেছে এই অনন্য প্রতিমা, যা ইতিমধ্যেই এলাকায় কৌতূহল ও প্রশংসার ঝড় তুলেছে। সোনারপুর কলেজের ইতিহাস অনার্সের ছাত্র জয়মাল্য ছোটবেলা থেকেই শিল্পপ্রেমী। কোনও প্রথাগত প্রশিক্ষণ না নিয়েও নিজের কল্পনাশক্তিকে কাজে লাগিয়ে প্রতিবারই নতুনভাবে তৈরি করেন দুর্গা প্রতিমা। এর আগে দেশলাই কাঠি, তেজপাতা, এমনকি মাটি দিয়েও প্রতিমা বানিয়ে সকলকে তাক লাগিয়েছেন তিনি। এবার বেলপাতা দিয়ে তৈরি প্রতিমাই তাঁর নতুন সংযোজন। পাতাগুলি শুকিয়ে না যায়, সেই কারণে বিশেষভাবে রং করে সংরক্ষণ করা হয়েছে। শুধু প্রতিমাই নয়, ছোটবেলা থেকেই জয়মাল্যের কল্পনার জগতে তৈরি হয়েছে নানা শিল্পকর্ম। কখনও এটিএম মেশিন, কখনও ট্রেন, আবার কখনও তাজমহল—সবই বানিয়েছেন নিজের হাতে। জয়মাল্যের প্রতিভাকে স্বীকৃতি দিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। তাঁর তৈরি প্রতিমা স্থান পেয়েছে বাড়ির ঠাকুরের আসনের কাছেই। পুজোর সময় সমস্ত নিয়ম মেনেই সেখানে দেবীর আরাধনা হয়। পরিবারের সদস্যরা জয়মাল্যের এই অনন্য প্রতিভায় ভীষণ খুশি ও গর্বিত। তাঁদের আশা, সামনে আরও বড় মঞ্চে পৌঁছাবে এই প্রতিভা। জয়মাল্যের এই উদ্যোগ প্রমাণ করে, দুর্গাপুজো শুধু ভক্তির উৎসব নয়, শিল্প ও কল্পনার এক বিস্ময়কর মেলবন্ধনও। এবারের পুজোয় তাই বেলপাতার দুর্গাই হয়ে উঠেছে সোনারপুরের অন্যতম আকর্ষণ। বাইট – জয়মাল্য মন্ডল, প্রতিমা শিল্পী ৷ ভূমিকা মন্ডল, দিদি অসীমা মন্ডল, মা
0
comment0
Report
Advertisement
Back to top