Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
स्कूल के शिक्षक पर हमला: CCTV हटाने के बाद भी हल्की धाराओं से हलचल
ANArnabangshu Neogi
Sept 22, 2025 13:02:41
Kolkata, West Bengal
আদালতে দারস্থ কাকদ্বীপের সহকারী প্রধান শিক্ষক। একজন শিক্ষককে স্কুলে মারধর করা হল। সিসিটিভি ডিলিট করা হল। তার পরেও লঘু ধারায় মামলা কেন পুলিশ শাসক দলের ঘনিষ্ঠ পরিচালন কমিটির প্রেসিডেন্টের বিরুদ্ধে লঘু ধারা? তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AGAyan Ghosal
Sept 22, 2025 13:49:15
Kolkata, West Bengal:PA HAZRA 75 মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন। একেবারে শেষ লগ্নে দক্ষিণ কলকাতার দুটি অত্যন্ত জনপ্রিয় পুজো দেখাবো আপনাদের। আপনারা জানেন কি দক্ষিণ কলকাতায় এবার তৈরি হয়েছে বাংলার দুর্গাপুজোর ইতিহাসের উচ্চতম দুর্গা? *পুজো ১* ৬১ তম বর্ষে ভবানীপুর ৭৫ পল্লীর থিমের নাম বিনোদিনী। শিল্পী অভিজিৎ নন্দী। নটি বিনোদিনীর সুপ্ত বাসনা ছিল ওনার নামে একটা থিয়েটার হল হোক। ওনার জীবদ্দশায় যেটা সম্ভব হয়নি সেটা ঘটেছে সাম্প্রতিক এক সিনেমায়। হাতিবাগান স্টার থিয়েটারের নাম পাল্টে হয়েছে বিনোদিনী থিয়েটার। যদি বিনোদিনী এখনও জীবিত থাকতেন তাহলে কেমন হতো তার স্বপ্নের থিয়েটার হল? সেটাই থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন শিল্পী। নারী শক্তির স্বীকৃতি মিলল নারী শক্তির আরাধনা অর্থাৎ দুর্গাপুজোয়। বাইট অভিজিৎ নন্দী। থিম মেকার *পুজো ২* ৮৬ তম বর্ষে হাজরা পার্ক দুর্গোৎসব কমিটির নিবেদন দৃষ্টিকোণ। শিল্পী বিমান সাহা। এটিই এই বছর শহরের উচ্চতম দুর্গা প্রতিমা। উচ্চতা ৩০ ফুট। সাম্প্রতিক কালের মধ্যে এটি শহরের উচ্চতম দুর্গা প্রতিমা। ৩০ ফুটের এই প্রতিমাই এবার হাজরা পার্কের ইউএসপি। বাইট সায়ন দেব চট্টোপাধ্যায়। সম্পাদক। *দুটি পুজোর সম্মিলিত পিটিসি*
0
comment0
Report
AGAyan Ghosal
Sept 22, 2025 13:49:05
Kolkata, West Bengal:WEATHER PC _আজ বিকেলের আবহাওয়া।_ *হাবিবুর রহমান বিশ্বাস। আঞ্চলিক অধিকর্তা। আলিপুর আবহাওয়া দপ্তর।* #বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে তৈরি হয়েছে। এই নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আগামী ২৪ ঘন্টায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছবে। ##নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে পূর্ব মধ্য ও উত্তর বঙ্গোপসাগর এলাকায়। ২৫ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল। এটিও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। ###মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী পাঁচ দিন। উত্তর-পূর্ব ও উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। সমুদ্রে ঝড়ো হাওয়া ৫৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বইতে পারে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে সাতাশে সেপ্টেম্বর শনিবার পর্যন্ত। ####দক্ষিণবঙ্গে আগামীকাল সকালের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনার দু এক জায়গায়। কলকাতাতে ভারী বৃষ্টির আশঙ্কা। কলকাতা হাওড়া হুগলি উত্তর ২৪ পরগনা পূর্ব বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস। #####আগামীকাল মঙ্গলবার মেঘলা আকাশ; সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস। ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে। ##### শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি এবং ঝড়ো বাতাস থাকবে। উপকূলের জেলা দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। ######উত্তরবঙ্গে বৃষ্টি ক্রমশ কমবে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী ২৪ ঘন্টায় মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শুক্রবার ২৬ শে সেপ্টেম্বর বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টি এবং বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা।
0
comment0
Report
NHNantu Hazra
Sept 22, 2025 13:19:55
Salt Lake City, Utah:The body of an unidentified young man was recovered from the New Town No.11 tank. Police recovered Eco Park Police Station. নিউ টাউন ১১ নম্বর ট্যাংকের কাছ থেকে অজ্ঞত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার। উদ্ধার করল ইকো পার্ক থানার পুলিশ। ইকো পার্ক থানার অন্তর্গত ১১ নম্বর ট্যাংকের কাছে রাস্তার উপরে রক্তাক্ত অবস্থায় অজ্ঞত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। সকাল বেলা নিউটাউনে কর্মরত বেশ কিছু লেবার অজ্ঞাত পরিচয় যুবকের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে। তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। কি কারনে মৃত্যু দুর্ঘটনা নাকি অন্য কিছু গোটা বিষয় ইকো পার্ক থানার পুলিশ খতিয়ে দেখছে। ঘটনাস্থলের কাছেই একটি লেবার রুম রয়েছে সেখান থেকে কয়েকটি মোবাইল ফোন চুরি হয়েছিল এই অজ্ঞাত পরিচয় যুবক সেই মোবাইল ফোন চুরি করেছিল কিনা পুলিশ খতিয়ে দেখছে যেমন অন্যদিকে মৃত্যুর কারণ হিসাবে তাকে মারধর করা হয়েছিল? নাকি দুর্ঘটনা এই সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ। সিসি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে তবে পুলিশের প্রাথমিক অনুমান দুর্ঘটনায় মৃত্যু হতে পারে এই যুবকের।
1
comment0
Report
NHNantu Hazra
Sept 22, 2025 13:19:43
Salt Lake City, Utah:Bike Accident infornt of ecopark gate number 2.one constable death. One of the seriously injured in the incident is a Civic Volunteer. The killer bike driver is also injured. Both are under treatment. Feed sent by live u 8 নিউটাউন ইকোপার্ক দুই নম্বর গেটের সামনে বাইকের ধাক্কায় মৃত্যু এক কনস্টেবল এর। ঘটনায় গুরুতর আহত এক সিভিক ভলেন্টিয়ার। ঘাতক বাইক চালকও আহত। দুজনই চিকিৎসধীন। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে নিউটাউন ইকোপার্ক দু'নম্বর গেটের সামনে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো কর্মরত এক কনস্টেবল এর। ঘটনায় আহত এক সিভিক ভলেন্টিয়ার ও ঘাতক বাইক চালক। যাদের চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইকোপার্ক থানার দুই পুলিশেকর্মী সাইকেল নিয়ে পেট্রোলিং করে ইকোপার্ক দুই নম্বর গেটের সামনে সার্ভিস রোড দিয়ে যাচ্ছিলেন সেইসময় একটি বাইক দ্রুতগতিতে পরপর দুটি সাইকেলে ধাক্কা মারে। সাইকেল থেকে ছিটকে পড়ে দুই পুলিশ কর্মী। ঘাতক বাইক আরোহীও ছিটকে পড়ে। তিনজনকে নিয়ে হয় স্থানীয় বেসরকারি হাসপাতালে। সাইকেল পেট্রোলিংয়ে থাকা দুজনই ইকোপার্ক থানায় কর্মরত। একজন সিভিক ভলেন্টিয়ার একজন কনস্টেবল গুরুতর আহত হয়। কনস্টেবলকে আশঙ্কাজনক অবস্থায় বাগুইআটি ভি আই পি রোড সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে হাওয়া হলে চিকিৎসরা মৃত বলে ঘোষণা করে। সিভিক ভলেন্টিয়ার চিকিৎসাধীন। অন্যদিকে ঘাতক বাইক চালকও আহত। তাকে নিউটাউন এর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইকোপার্ক থানার পুলিশ।খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। শুধু কি বাইকের ধাক্কায় এই ঘটনা নাকি অন্য কোনো গাড়ি ছিল। যদিও পুলিশ সূত্রে খবর বাইকের ধাক্কাতেই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান। বাইকের গতিবেগ কত বেশি হলে দুটি ব্যাটারি চালিত সাইকেল একেবারে দুমড়ে মুছরে যায়। তার প্রমাণ সাইকেল গুলো দেখলেই বোঝা যায়। একেবারে দুমড়ে মুছে দোলা হয়ে গেছে সাইকেল দুটি। যে কারণে পুলিশ মনে করছে অত্যন্ত দ্রুতগতিতে এই বাইকটি আসছিল। রাত নটা নাগাদ ইকো পার্ক থানা থেকে ডিউটি ধরে এই কনস্টেবল। সাইকেল নিয়ে থানা থেকে বেরিয়ে ব্যাটারি চালিত সাইকেল চালিয়ে তারা ইকো পার্ক দু'নম্বর গেটের কাছে আসতেই এই দুর্ঘটনার কবলে পড়ে। মৃত কনস্টেবল জোতিষ দেবনাথ। বাড়ি বর্ধমান কাটোয়ায়।
4
comment0
Report
ALArup Laha
Sept 22, 2025 13:03:23
Belna, West Bengal:'ভোট চোর গদি ছোড়' স্লোগানে জাতীয় কংগ্রেস শ্রমিক সংগঠনের পূর্ব বর্ধমান জেলা সভাপতি গৌরব সমাদ্দারের নেতৃত্বে ট্যাবলো সহ সাইকেল যাত্রা বর্ধমান থেকে শুরু করে সমগ্র জেলা পরিক্রমা করে বর্ধমান কার্জন গেটে শেষ করবে। বর্ধমান সদর দক্ষিণের ব্লকগুলো ঘুরে জামালপুর হয়ে মেমারি পৌঁছায় সোমবার। মেমারি শহরের ভিতর দিয়ে ঘুরে সাতগাছিয়ার দিকে এগিয়ে যায়। গৌরব সমাদ্দার জানান রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছে ভোট চোর কেন্দ্রীয় সরকারের প্রধান মন্ত্রী এবং রাহুল গান্ধী বিভিন্ন রাজ্যে ভোট অধিকার যাত্রা করছেন। পূর্ব বর্ধমানে তারাও সাইকেল যাত্রার মাধ্যমে জেলার মানুষের কাছে বার্তা দিতে জেলা পরিক্রমা শুরু করেছেন। যেখানেই যাচ্ছেন এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছেন। বাইট। গৌরব সমাদ্দার (কংগ্রেস নেতা)। 220925ZG_BWN_CONG
0
comment0
Report
PDPradyut Das
Sept 22, 2025 13:03:00
Jalpaiguri, West Bengal:2C 2209ZG_JAL_TRIPLE_QUEAS_R VISU, BYTE & PTC SEND BY 2C EXCLUSIVE জলপাইগুড়ির বিগ বাজেটের পুজো গুলোর মধ্যে অন্যতম মুহুরী পাড়া দুর্গা পূজা সমিতির ৭৬ তম বর্ষে এই পুজো। এই পুজোর টিম বাংলার ঐতিহ্য প্রায় 13 লক্ষ টাকার বাজেটের এই পুজো বলে উদ্যোক্তারা জানান। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই দুর্গাপুজোর উদ্বোধন করেছেন। পুজোর কমিটির মূল উদ্যোক্তা তৃণমূলের কাউন্সিল উত্তম ঘোষ। আর এই পূজা মণ্ডপ সরকারি ত্রিপল দিয়ে মুড়িয়ে ফেলা হয়েছে। সরকারি ত্রিপল কিভাবে ক্লাব বা ডেকোরেটর পেল তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। পশ্চিমবঙ্গ সরকার লেখা ত্রিপল দিয়ে ঘেরা এই পূজা মণ্ডপটি। আর এই ছবি জী ২৪ ঘন্টা ক্যামেরা বন্দী। যেখানে বানভাসি মানুষজনেরা ত্রিপল পায়না সেখানে কি করে সরকারি ত্রিপাল তৃণমূলের কাউন্সিলর তার নিজস্ব পুজোয় মন্ডপে ব্যবহার করেন, কি করেই বা ডেকোরেটরের এর কাছে সরকারি ত্রিপল পৌঁছে যায় তা নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপি নেতা শ্যাম প্রসাদ। পুজা কমিটির উদ্যোক্তা শাসক কাউন্সিলর উত্তম বোস বলেন এই ত্রিপল পুজোর কাজে ব্যবহার করার পর ফের সাধারণ মানুষই পাবে। দুর্গাপূজা সকলেরই বহু মানুষ এই পুজোতে সমাগম হন এই পুজোর আনন্দ উপভোগ করেন। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ক্যামেরা:- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Sept 22, 2025 12:19:11
Asansol, West Bengal:*“জমি গিয়েছে, চাকরি ও টাকার হদিস নেই! তীর-ধনুক হাতে বিক্ষোভে আদিবাসীরা জামুড়িয়ায়”* *আসানসোল* :- এক বছর কেটে গেছে জমি গিয়েছে, কিন্তু প্রতিশ্রুত চাকরি বা জমির টাকার কোনো হদিস নেই। অবশেষে ক্ষোভে ফুঁসে উঠে আজ সোমবার সকালে জামুড়িয়ার হুড়মাডাঙ্গা গ্রামে তীর-ধনুক হাতে বিক্ষোভে সামিল হলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। বিক্ষোভকারীরা এক বেসরকারি কারখানার গেট বন্ধ করে প্রতিবাদে বসেন। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালে গ্রামের বাসিন্দা তুলসী মেঝানের কাছ থেকে জমি অধিগ্রহণ করে ওই কারখানা কর্তৃপক্ষ। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল জমির উপযুক্ত টাকা ও পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার। কিন্তু এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। কারখানা কর্তৃপক্ষের কাছে বারবার যাওয়ার পরেও সুরাহা না হওয়ায় সোমবার ক্ষোভ উগরে দেয় আদিবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় জামুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসন বর্তমানে চেষ্টা চালাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ—“কারখানার কারণে আমাদের জমি চলে গেল, অথচ প্রতিশ্রুতি মতো কিছুই পাইনি। আমরা ন্যায্য অধিকার না পেলে আন্দোলন আরও তীব্র করব।” অন্যদিকে, কারখানা কর্তৃপক্ষের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। 2209ZG_ASN_ADIBASI_FACTORY BYTES
0
comment0
Report
STSrikanta Thakur
Sept 22, 2025 12:18:38
0
comment0
Report
ALArup Laha
Sept 22, 2025 12:18:26
Belna, West Bengal:বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার বিতর্ক তুঙ্গে।এবার থানায় গেলেন রেজিস্ট্রার। থানায় অভিযোগ দায়ের করলেন দুই পক্ষই। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার পদ নিয়ে দ্বন্দ্ব থামার কোনও লক্ষণ নেই। সোমবার ফের নতুন করে চাঞ্চল্য তৈরি হয়, যখন রেজিস্ট্রার সুজিত কুমার চৌধুরী বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখেন তাঁর ঘরে তালা ঝুলছে। ঘরে প্রবেশ করতে না পেরে তিনি সরাসরি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। সুজিতবাবুর দাবি, ২ সেপ্টেম্বর উচ্চশিক্ষা দপ্তর তাঁকে পুনর্বহাল করেছে। সেই নির্দেশ মেনে তিনি ৯ সেপ্টেম্বর কাজেও যোগ দেন। কিন্তু সোমবার অফিসে গিয়ে তালাবন্ধ ঘরের মুখোমুখি হতে হয় তাঁকে। “সরকারি নির্দেশে আমি পুনর্বহাল হয়েছিলাম। অথচ আজ অফিসে এসে দেখি রেজিস্ট্রারের ঘরে তালা। তাই থানায় অভিযোগ জানালাম,” অভিযোগ করেন সুজিতবাবু। এর আগে উপাচার্য শঙ্করকুমার নাথ বর্ধমান থানায় অভিযোগ করেছিলেন, রেজিস্ট্রারের চেয়ার জোর করে দখল করে রেখেছেন সুজিত চৌধুরী। তাঁর বক্তব্য, “উচ্চশিক্ষা দপ্তরের তরফে আমার কাছে কোনও লিখিত নির্দেশ আসেনি। আমি বিষয়টি নিয়ে দপ্তরের কাছে ব্যাখ্যা চেয়েছি। এখনও পর্যন্ত কোনও উত্তর পাইনি। তাই রেজিস্ট্রারের সমস্ত দায়িত্ব আমি নিজেই সামলাচ্ছি।” বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অস্থায়ী রেজিস্ট্রার পদত্যাগ করার পর থেকেই প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব উপাচার্যের হাতেই ছিল। সেই জায়গাতেই প্রশ্ন উঠেছে সুজিতবাবুর পুনর্বহাল নিয়ে। এদিকে, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক ছাত্র রেজিস্ট্রারের নিয়োগ প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই হাই কোর্টে মামলা করেছেন। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। অভিযোগ–প্রত্যঅভিযোগের মাঝে কার্যত অচলাবস্থার মুখে দাঁড়িয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম। এখন নজর উচ্চশিক্ষা দপ্তরের ওপর—তাঁদের চূড়ান্ত সিদ্ধান্তেই নির্ভর করছে রেজিস্ট্রার পদ সংক্রান্ত জটের সমাধান। বাইট। সুজিত কুমার চৌধুরী (রেজিস্ট্রার)। 220925ZG_BWN_SUJIT
0
comment0
Report
PDPradyut Das
Sept 22, 2025 12:17:59
Jalpaiguri, West Bengal:2C 2209ZG_JAL_ELEPHANT_R আবারও জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লজলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের কের মরারঘাটে হিন্দি কলেজের পাশে ঝোপঝাড়ে আটকে পড়ল ২৫টি হাতি, চাঞ্চল্য এলাকায়। আবারও জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের মরারঘাট এলাকায় হাতির দল ঢুকে পড়ায় তীব্র চাঞ্চল্য ছড়ালো। জানা গেছে, প্রায় ২৫টি হাতি মরারঘাট জঙ্গল থেকে বেরিয়ে হিন্দি কলেজের পাশের একটি পরিত্যক্ত ঝোপঝাড়ে আশ্রয় নেয়। দিনের বেলায় হাতির দল ওই ঝোপে ঢুকে পড়ার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মানুষদের ভিড় জমে যায়। খবর পেয়ে বিন্নাগুরি ওয়ান লাইফ স্কোয়াড ও বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতিগুলির গতিবিধির উপর নজর রাখছেন। চারপাশে বেশ কয়েকটি চা-বাগান থাকায় শ্রমিকদের নিরাপত্তার জন্য বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। বনকর্মীরা জানিয়েছেন, যাতে হাতির আক্রমণে কেউ আহত না হন সেদিকে বিশেষ খেয়াল রাখা হচ্ছে। বনদপ্তরের অনুমান, সন্ধ্যা নামলে বা রাতের অন্ধকারে হাতির দল স্বাভাবিকভাবে আবার জঙ্গলে ফিরে যাবে। বনদপ্তর সূত্রে আরও জানা গেছে, যে এলাকায় হাতির দলটি আশ্রয় নিয়েছে সেটি হাতিদের ‘করিডর’ (প্রবেশ ও চলাচলের স্বাভাবিক পথ)। রিপোর্ট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
AGAyan Ghosal
Sept 22, 2025 12:17:48
Kolkata, West Bengal:JBSB CM DONATION ৯ অগাষ্ট ২০২৪। শহরের বুকে ঘটল এমন এক ঘটনা যা প্রতিবাদের সুনামি পৌঁছে দিল বিশ্বের নানা দেশে। উত্তাল হল তিলোত্তমা। শহরের পথে নেমে এলেন ৮ থেকে ৮০ এর মহিলারা। রাত জেগে রাস্তায় নেমে শহরের বুকে তৈরি হল অতীতে কখনো না ঘটা এক আন্দোলন। সেবার অভয়ার ন্যায় বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর দেওয়া দুর্গাপুজোর অনুদান বয়কট করতে শুরু করল কলকাতা হাওড়া হুগলি সহ রাজ্যের একের পর এক পুজো কমিটি। সেই আবহে গতবারের পর এবারও মুখ্যমন্ত্রীর দেওয়া ১ লক্ষ ১০ হাজার টাকার অনুদান প্রত্যাখ্যান করেছে নেতাজীনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এবার তাদের ৭৬ তম বছর। আগের বার প্ল্যাটিনাম জুবিলি ছিল। তাও অনুদান ছাড়াই পুজো করেছে তারা। তাদের মতে ন্যায় বিচার বা জাস্টিস পাওয়া এখনও বাকি। তাই তারা এবারও অনুদান প্রত্যাখ্যান করে পুজো করার পক্ষে। বাইট উৎপল মজুমদার। সম্পাদক। নেতাজিনগর সর্বজনীন দুর্গোৎসব। ভিন্ন মত আছে। গতবার বেহালার পিঠোপিঠি দুই পুজো কমিটি একযোগে প্রত্যাখ্যান করেছিল মুখ্যমন্ত্রীর দেওয়া পুজোর অনুদান। একটি শিমুলতলা এ কে পাল রোড সর্বজনীন দুর্গোৎসব কমিটি। দ্বিতীয়টি সবেদাবাগান ক্লাব। এরমধ্যে প্রথমটি গতবার অনুদান প্রত্যাখ্যানের পর এবার অনুদান গ্রহণ করার যৌক্তিকতা নিয়ে কিছু না বলতে অস্বীকার করেছেন। তবে মুখ খুলেছে সবেদা বাগান ক্লাব। তাদের যুক্তি, বেহালা অঞ্চলে যতগুলি রিক্লেইম দ্যা নাইট হয়েছে তার সবকটির নেতৃত্বে মূলত এই ক্লাব ছিল। স্বভাবতই প্রত্যাখ্যান করা হয়েছিল সরকারি অনুদান। তাতে সবথেকে ক্ষতিগ্রস্থ হয়েছিল ঢাকি, ইলেকট্রিশিয়ান সহ পুজোর কাজে যুক্ত বেশ কিছু প্রান্তিক মানুষ। যাদের পেট চলে পুজোকে কেন্দ্র করে। পুজোর পর পাড়ার সদস্যরা একবাক্যে স্বীকার করেন, অনুদান না নেওয়ায় ভাঁড়ারে টান পড়েছিল। তাই এবার তারা তাদের অবস্থান পাল্টেছেন। বাইট শুভাশীষ চ্যাটার্জি। কোষাধ্যক্ষ। সবেদা বাগান ক্লাব। পিটিসি
0
comment0
Report
PMPiyali Mitra
Sept 22, 2025 12:17:40
Kolkata, West Bengal:*আন্তরাজ‍্য গ‍্যাং। সিস্টেমেটিক ভাবে তোলা আদায় . ..ফিরোজের হেফাজতে নিতে গিয়ে বললেন সরকারি আইনজীবী* ফিরোজের আইনজীবী তীর্থাঙ্কর রায়ঃ বিরিয়ানি খাওয়া নিয়ে ঝামেলা। কিন্তু রাজাই রাজাই ঝগড়া হয় উলু খাগডা প্রাণ যায়। আসলে দুই রাজনৈতিক নেতার লড়াই। কে টাকা তুলবে! ওনাকে এই মামলাতে জড়ানো হয়েছে। উনি প্রমোটিং করেন পিপি সৌরিন ঘোষাল ঃ গুলশন কলোনীর নাম টা দুবার বলতে হবে। এর আগের বার কাউন্সিলরকে গুলি করতে যায় । বন্দুক লক হয়ে যায় । তাঁরা গুলশন কলোনিতে লুকিয়ে থাকে । পুলিশের বুথ বসানোর পরও বোমা মারে। ঘটনার পিছন আন্তরাজ‍্য চক্র রয়েছে। সিস্টেমটিকে ভাবে তোলা আদায় করা হয় । বিরায়ানি নিয়ে গোলমাল নয় । তোলা না পেয়ে গুলি । তিন থেকে চারটে রাজ‍্য ঘুরে দিল্লি পৌঁছন । ৮/৯ মামলা আছে আগে। বিচারক অমিত সরকার। পুলিশের যখন বুথ ছিলো, তারপর হুমকি, গুলি , বোমা, কেন সেখান থেকে ধরতে পারলেন না।
0
comment0
Report
Advertisement
Back to top