Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
बौबजार विस्फोट के आरोपी खालिद: रिलीज़ पर डिवीजन बेंच ने फैसले को पलट दिया
ANArnabangshu Neogi
Sept 22, 2025 09:56:21
Kolkata, West Bengal
বৌবাজার বিস্ফোরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মহম্মদ খালিদকে মুক্তি দেওয়ার সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ খারিজ করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। তবে ওই অভিযুক্ত মুক্তির আবেদন করলে তা বিবেচনার নির্দেশ ডিভিশন বেঞ্চ রাজ্যকে দিয়েছে। ১৯৯৩ সালের বৌবাজার বিস্ফোরণের ঘটনায় ৬৯ জনের মৃত্যু হয়। সেই ঘটনায় মূল চক্রি সাট্টা ডন রশিদ খানের সহযগী হিসেবে গ্রেপ্তার হয় খালিদ। গত বছর জুন মাসে সিঙ্গেল বেঞ্চ তাকে মুক্তির সুপারিশ করে। যদিও জেল থেকে তার কাজকর্ম নিয়ে ইতিবাচক রিপোর্ট দেওয়া হলেও কলকাতা পুলিশ এমন এক অভিযুক্তকে মুক্তির ক্ষেত্রে আপত্তি জানায়। সিঙ্গেল বেঞ্চের রায় রাজ্য চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MDMritunjay Das
Sept 22, 2025 11:33:34
Bankura, West Bengal:গত বছরের আগষ্ট মাস থেকে বন্ধ জলজীবন মিশনের টাকা, বকেয়া প্রায় সাড়ে তিনশো কোটি টাকা, বকেয়া না পেয়ে কাজ বন্ধ করে করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে জনস্বাস্থ্য কারিগরি দফতরে অনশন ও ধরনা অবস্থান ঠিকাদারদের গত বছরের আগষ্ট মাস থেকে কাজ করেও বরাদ্দ টাকা পাচ্ছেন না ঠিকাদাররা। শুধুমাত্র বাঁকুড়া জেলাতেই বকেয়া পড়ে রয়েছে প্রায় সাড়ে তিনশো কোটি টাকা। বারংবার আবেদনের পরেও সেই বকেয়া টাকা মেলেনি। প্রতিবাদে বাঁকুড়া জেলায় জল জীবন মিশনের কাজ বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দিয়ে এবার জনস্বাস্থ্য কারিগরি দফতরের সামনে ধর্না ও অনশনে বসলেন ঠিকাদাররা। বাঁকুড়া জেলায় জল জীবন মিশনের একাধিক প্রকল্পের কাজ চলছে। ঠিকাদারদের মাধ্যমে সেই প্রকল্পের কাজ হলেও ঠিকাদাররা মাসের পর মাস তাঁদের প্রাপ্য বরাদ্দ টাকা পাচ্ছে না বলে অভিযোগ। ঠিকাদারদের দাবি গতবছরের আগষ্ট মাস থেকে বকেয়া পড়ে রয়েছে ঠিকাদারদের টাকা। সবমিলিয়ে বাঁকুড়া জেলাতেই বকেয়া টাকার অঙ্ক প্রায় সাড়ে তিনশো কোটি টাকার উপর। ঠিকাদারদের দাবি জল জীবন মিশনের ২২৫ কোটি, নির্বাচনের ৬৫ কোটি ও মেইনটেনেন্সের ৭৫ কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে। ব্যাঙ্ক ও ব্যক্তিগত ঋণ নিয়ে ঠিকাদাররা কাজ করে গেলেও বিভিন্ন টালবাহানায় আটকে রাখা হচ্ছে বকেয়া ওই টাকা। ঠিকাদারদের দাবি এই ভাবে বিপুল পরিমাণ বকেয়া টাকা ফেলে রেখে আর প্রকল্পের কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। এবার তাই জনস্বাস্থ্য কারিগরি দফতরের সমস্ত ঠিকাদার একযোগে জনস্বাস্থ্য কারিগরি দফতরের সামনে অনশন অবস্থান শুরু করলেন। বকেয়া টাকা না দেওয়া পর্যন্ত এই অনশন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ঠিকাদাররা । বাইট :- তপন চৌধুরী ( ঠিকাদার) বাইট :- তরুণ কুমার পাত্র ( ঠিকাদার)
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Sept 22, 2025 11:33:14
Jhargram, West Bengal:ঝাড়গ্রামের শিলদার ওরগোন্দর ভৈরব থান। বাবা ভৈরব অর্থাৎ শিব এর মন্দির। খোলা আকাশের নিচে গাছের তলায়, মাকরা পাথরের বেদির উপর অধিষ্ঠান বাবা ভৈরবের। মাটির কলসের তৈরী শিবের ভয়ঙ্কর রুপ। এখানে সাার বছর পুজো হলেও দূর্গাপূজার কটাদিন এখনে চরম জাকজমক ভাবে পূজা হয়। বিশেষ করে নবমী এবং দশমী তে। কথিত আছে এই মন্দিরের সাথে পাতাল পথে ঘাটশিলার জাদুগোড়ায় মা রুক্মিণীর মন্দিরের যোগ আছে। বাবা ভৈরব মাঝে মাঝে সেই পথে যাতায়াত করেন। আর তখন গোটা এলাকা জুড়ে কম্পন হতে থাকে। আর ভৈরব এর মূর্তী থেকে ধোঁয়া বের হতে থাকে গোটা কলস ঘেমে যায়। তখন বাবা কে ঠান্ডা করতে জল দিয়ে চান করাতে হয়। পাখার হাওয়া করতে হয়। যদিও বিশেষজ্ঞ দের বক্তব্য এটা প্রাচীন আগ্নেয়গিরির জ্বালামুখ। তাই মাঝে মাঝে তা জেগে উঠলে এলাকায় একটা কম্পন অনুভুতি হয়। এই লোকোকথা কে ঘিরেই এখানকার মানুষের বিশ্বাস বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষের। নবমী দশমী তে এখানে আদিবাসী সম্প্রদায়ের বিশাল মেলা বসে। প্রায় লাখ লোকের সমাগম হয়। আসাম, ত্রিপুরা, ঝাড়খন্ড থেকেও বাস ভাড়া করে লোক আসে পূজা দিতে। মেলায় জীবনসঙ্গী ও নির্বাচন করা হয়। এখান কার বাবা ভৈরব এতটাই জাগ্রত যে মানুষ ছুটে আসতে বাধ্যহন। এখানে বলির প্রচলন আছে।
0
comment0
Report
ABArup Basak
Sept 22, 2025 10:37:59
Mal Bazar, West Bengal:*বোনাসের পরও চাবাগান থেকে চুরি হয়ে যায় ৩১ বস্তা চাপাতা। শ্রমিকদের তৎপরতায় চাবাগান থেকে উদ্ধার ওই চাপাতার বস্তা...* চুরি যাওয়া ৩১ বস্তা তৈরি চাপাতা উদ্ধার করল শ্রমিকেরা। সোমবার সকালে এঘটনায় মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের নয়াসাইলি চাবাগানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা যায় রবিবার গভির রাত একটা নাগাদ শ্রমিকেরা টের পায় কেউ বা কারা ফ্যাক্টরির ভিতর থেকে তৈরি চাপাতার বস্তা তুলে নিয়ে যাচ্ছে।চৌকিদার দেখে ফেললেই দৌড়ে পালিয়ে যায়।এরপর ঐ চৌকিদার রাতারাতি চাবাগান কতৃপক্ষকে খবর দেয়। চাবাগান কতৃপক্ষ চলে আসে।খবর পেয়ে নাগরাকাটা থানার পুলিশও চলে আসে। সোমবার সকাল দশটা নাগাদ চাবাগানের দুটি জায়গা থেকে ৩১ বস্তা চাপাতা উদ্ধার করে পুলিশ। ম্যানেজার দেবাশিষ রায় বেলা সাড়ে দশটা নাগাদ নাগরাকাটা থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাইট ১) চাবাগানের শ্রমিক নেতা দীনেশ বড়ুয়া। 2209ZG_MAL_TEA_PACKET_R
4
comment0
Report
BSBidhan Sarkar
Sept 22, 2025 10:37:46
Chinsurah, West Bengal:আমি কিছু পেলাম না বলে যদি কেউ দলের বিরোধিতা করে সে দলের শত্রু তার সাথে আমাদের কোন সম্পর্ক নেই, চন্ডীতলায় পুজোর বস্ত্র বিতরণে এসে ডানকুনিতে তৃণমূল যুব সভাপতির পদ নিয়ে তৃণমূল কাউন্সিলেরর মন্তব্য প্রসঙ্গে বললেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ডানকুনি শহর যুব তৃনমূল সভাপতি নিয়ে দলকে অস্বস্তিতে ফেলতে পারে এমন মন্তব্য করেছিলেন তৃনমূল কাউন্সিলর।কাউন্সিলর সূর্য দে বলেছিলেন একজন দুষ্কৃতি বাজে ছেলেকে যুব সভাপতি করা হয়েছে।তাকে কেই মানবে না। সেই প্রসঙ্গে শ্রীরামপুর সাংসদ কল্যাণ বলেন,সবাই সব কিছু পায় না।উপর থেকে যা লেখা আছে তাই হবে।আমিও কি সব কিছু পাই?যারা এধরনের কথা বলবে তারা দলের শত্রু।তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।
4
comment0
Report
BCBasudeb Chatterjee
Sept 22, 2025 10:37:32
Asansol, West Bengal:*আসানসোলের কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুরে একটি জমিতে সরকারি বোর্ড লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা, বিক্ষোভের মুখে সরকারি অধিকারীকরা।* আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত নিয়ামতপুর পেট্রোল পাম্পেরে নিকট কুমারডিহায় ভেস্ট বা সরকারি জমি রয়েছে ৪২ শতক। সেই জমিতে বেশ কয়েকবার দুই পক্ষের বিবাদ দেখা গিয়েছে। এর আগেও কুলটি বিএল আর ও কে ঘিরে বিক্ষোভ দেখিয়ে ছিলেন নিয়ামতপুর পেট্রোল পাম্প এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ এই জমি সরকারি জমি কিন্তু আজ দেখা গেলো অন্য চিত্র পেশায় আইনজীবী মোহাম্মদ ইজায়ুল হক আনসারী দাবি করেন এই জমি নাকি তার তিন ভাই এবং এক বোনের নামে রয়েছে, এটি সরকারি জমি নয়। আইনজীবী ইজায়ুল হক আনসারী আজ দুপুরে এর প্রতিবাদ করে। যখন কুলটি BLRO সুশান্ত চক্রবর্তী,আসানসোল SDL&RO উৎপল সাহা, ACP DD সুমন জইসয়াল, ACP কুলটি শেখ জাভেদ হুসেন আনসারী সহ কুলটি থানা এবং নিয়ামতপুর ফাঁড়ির বিশাল পুলিশ আসে উক্ত জমিতে সরকারি বোর্ড লাগায়। সেই সময় আইনজীবি এজায়ুল হক আনসারীর সাথে আরও দুই আইনজীবী আসে। পুলিশের আধিকারিক এবং BLRO, SDL&RO র সঙ্গে বচসায় জড়িয়ে পরে। দীর্ঘক্ষনের প্রচেষ্টায় সরকারি বোর্ড লাগাতে সক্ষম পুলিশ ও প্রশাসন। অপরদিকে আইনজীবী এজায়ুল হক আনসারী জানিয়েছেন সম্পূর্ণ জমিটি তাদের জোর করে এই বোর্ড লাগানো হয়েছে, তারা আদালতের দ্বারস্থ হবে।। 2209ZG_ASN_LAND_CONTRO BYTE সরকারি আধিকারিক ও জমির মালিক এজায়ুল হক আনসারী
1
comment0
Report
PMPiyali Mitra
Sept 22, 2025 10:37:16
Kolkata, West Bengal:চারুমার্কেটের ঘটনাস্থল থেকে যে গুলির খোল উদ্বার হয়েছে তার থেকে 9MM পিস্তল থেকে গুলি চলেছে বলে পুলিশের অনুমান তবে গুলি চালনার কারণ নিয়ে ধোঁয়াশা। এখনও অধরা দুষ্কৃতীরা। তদন্তকারীদের অনুমান, গোটাটাই ছিল পূর্ব পরিকল্পিত। গুলি চালানোর আগে করা হয়েছিল রেকি? অনুমান,সিসিটিভি ক্যামেরার নজরদারি এড়াতে কোন রাস্তা ধরতে হবে, তা দেখে নিয়েছিল দুষ্কৃতীরা। যেখানে গুলি চলে, সেখানে দোকান, বাড়ি, এমনকী, ট্রাফিকেরও কোনও ক্যামেরা নেই। গুলি চালিয়ে ২টি বাইকে চেপে গলি পথ ধরে পালায় ৪ দুষ্কৃতী। চারু মার্কেটের ওই জিমে ঢুকে প্রথমে মালিক জয় কামদারের খোঁজ করে দুষ্কৃতীরা এরপর মেঝের দিকে তাক করে ২ বার গুলি চালায়। জিমের রিসেপশনের বাইরে সিঁড়িতে মিলেছে গুলির খোল। দুষ্কৃতীদের খোঁজে লেক গার্ডেন্স-সহ চারু মার্কেটের আশেপাশের এলাকায় রাতভর তল্লাশি চালায় লালবাজারের গুন্ডাদমন শাখা ও চারু মার্কেট থানা।
3
comment0
Report
NRNarayan Roy
Sept 22, 2025 10:37:05
Siliguri, West Bengal:*ফের পাহাড়ি জঙ্গলে দেখা মিললো কালো চিতাবাঘ(ব্ল্যাক প্যান্থার)।* মূলত কালো চিতাবাঘই পাহাড়ে ব্ল্যাক প্যান্থার হিসেবে পরিচিত। তবে এই কালো চিতাবাঘের আসল নাম ম্যালানিস্টিক লেপার্ড। পাহাড়ে ক্রমেই বাড়ছে কালো চিতাবাঘের সংখ্যা। আর তাতে উচ্ছ্বসিত বন দপ্তর। বন দপ্তরের একাধিক পদক্ষেপ ও সংরক্ষণের কারণে দ্রুত বাড়ছে কালো এই চিয়ার সংখ্যা। এবার কার্শিয়াং বন বিভাগের অধীন কার্শিয়াং রেঞ্জ ও ডাউহিলের কাছে ওই কালো চিতাবাঘের দেখা মিলেছে। জঙ্গলে পাতা ট্র্যাপ ক্যামেরায় ওই পূর্ণ বয়স্ক কালো চিতাবাঘের ছবি ধরা পরেছে। বন দপ্তর সূত্র অনুযায়ী জানাজায় ,কার্শিয়াং বন বিভাগের অধীনে সব থেকে বেশি কালো চিতাবাঘের দেখা মিলেছিল। FEED SEND BY 2C 2209ZG_SILI_CHITA_R
0
comment0
Report
DGDebabrata Ghosh
Sept 22, 2025 10:36:50
Howrah, West Bengal:অঙ্গনওয়ারী কেন্দ্র চলাকালীন শিক্ষিকা ও সহায়িকার মধ্যে মারামারি।শিক্ষিকা রাঁধুনির হাত কামড়ে দেয় বলে অভিযোগ। ঘটনায় আজ গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ। গত শনিবার ঘটনাটি ঘটে হাওড়ার জগৎবল্লভপুরের মাজু শক্তিসাধন প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অঙ্গনওয়ারী কেন্দ্রে। অভিভাবকদের অভিযোগ গত শনিবার পড়াশোনা চলাকালীন শিক্ষিকা ও সহায়িকার মধ্যে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যেই তা চরম পর্যায় পৌঁছালে দুজনের মধ্যে শুরু হয় হাতাহাতি। অভিযোগ সহায়িকা চন্দ্রিমা সাহার হাতে কামড়ে দেয় শিক্ষিকা মিতালী সিংহ। ঘটনায় আহত অবস্থায় বাইরে বেরিয়ে আসেন ওই সহায়িকা। তাকে নিয়ে যাওয়া হয় মাজু গ্রামীণ হাসপাতালে। আজ এই ঘটনার প্রতিবাদে পড়ুয়াদের অভিভাবকরা গেটে তালা ঝুলিয়ে দেন।আজ সকালে শিক্ষিকা ও সহায়িকা এলে তাদের ফিরিয়ে দেওয়া হয়।অঙ্গনওয়ারী কেন্দ্রের বাইরে অভিভাবকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।তাদের দাবি অবিলম্বে শিক্ষিকা ও সহায়িকাকে বদলি করতে হবে। তা না হলে তারা অঙ্গনওয়ারী কেন্দ্রে পঠনপাঠন শুরু করতে দেবেন না। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ।জেলা প্রাথমিক স্কুল সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ বলেন যেহেতু প্রাথমিক স্কুল সংলগ্ন অঙ্গনওয়ারী কেন্দ্র তাই গেটে তালা পড়ে যাওয়া প্রাথমিকের দিদিমনিরা প্রথমে ঢুকতে পারেননি।পরে অবশ্য তাদের ঠিক সময়ে ঢুকতে দেন অভিবাবকরা।সমস্যাটা হয় অঙ্গনওয়ারী কেন্দ্রে।প্রাথমিক স্কুলের পঠন পাঠন স্বাভাবিক ছিলো। বাইট ১.. পূর্ণিমা বাইন (অভিভাবক) ২.. মিনতি বিলুই(অভিভাবক) ৩.. চন্দ্রিমা সাহা (সহায়িকা) ৪..কৃষ্ণ ঘোষ(চেয়ারম্যান,জেলা প্রাথমিক সংসদ) 2209zg_hwh_school_r
0
comment0
Report
BMBiswajit Mitra
Sept 22, 2025 10:36:38
Ranaghat, West Bengal:KALYANI ROBOT 2209ZG_RAN_KLY_ROBOT *_কল্যাণীতে ডিজিটাল রূপে দৈনন্দিন কাজে সহযোগিতা করতে সরকারি স্কুলে এল রোবট ‘সানন্দা’।_* আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় নতুন রূপ পেলো কল্যাণীর প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান পান্নালাল ইনস্টিটিউশন। এবার থেকে সরকারি স্কুলের পড়ুয়ারাও বেসরকারি স্কুলের মতোই অত্যাধুনিক সুযোগ-সুবিধা পাবেন। স্কুলের এক প্রাক্তন ছাত্র নিজের উদ্যোগ ও আর্থিক সহায়তায় প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে স্কুলে তৈরি করিয়েছেন দুটি অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম। সেই সঙ্গে বসানো হয়েছে একটি ৫৫ ইঞ্চি টিভি স্ক্রিন, একটি ডিজিটাল জেনারেটর, আর সবচেয়ে চমকপ্রদ সংযোজন হলো এক রোবট, যার নাম দেওয়া হয়েছে ‘সানন্দা’। শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি পড়ুয়ারাও দারুণ উচ্ছ্বসিত এই উদ্যোগে। তাদের মতে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল শিক্ষার সুযোগ এখন আর শুধু বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, সরকারি স্কুলেও আসছে আধুনিকতার ছোঁয়া। ‘সানন্দা’ নামের এই মানব রূপী রোবট রাজ্যের সরকারি স্কুলে সম্ভবত প্রথমবারের মতো ব্যবহৃত হতে চলেছে। যা স্কুলের মধ্যে ঘুরে বেড়াতে সক্ষম। যা নিয়ে যেতে পারবে, প্রয়োজনীয় কাগজপত্র পাইল জলের বোতল সবকিছুই। একজন শিক্ষা কর্মীর কাজ করবে এই রোবট। ফলে পান্নালাল ইনস্টিটিউশনের শিক্ষাক্ষেত্রে এই উদ্যোগ তৈরি করতে চলেছে এক নতুন নজির।
0
comment0
Report
TDTapan Deb
Sept 22, 2025 09:57:17
Alipurduar, West Bengal:*আলিপুরদুয়ার*=== বেশ কিছু চা বাগানে আজও বোনাস না হওয়ায় আলিপুরদুয়ার জেলার বেশ কিছু চা বাগানে শ্রমিকেরা বিক্ষোভ দেখায়। এবছর রাজ্যের শ্রম দপ্তর ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার কথা বলে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে বোনাস দেওয়ার কথা। আজ ২২ সেপ্টেম্বর হয়ে গেলেও বোনাস না পেয়ে পাটকাপাড়া চা বাগান , চিনচুলা চা বাগানে শ্রমিকেরা বিক্ষোভ দেখায়। রাজ্যের শাসক দলের রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক বলেন ৮০-৮২ শতাংশ চা বাগানে বোনাস হলেও বেশ কিছু চা বাগান আজও বোনাস দেয়নি। বাগান কতৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধান করা হবে। ================ ( ছবি 2C তে পাঠালাম FILE : 220925ZG _ ALD _ TG BYTE - 1) প্রকাশ চিক বরাইক - রাজ্য সভার সাংসদ। ################
3
comment0
Report
BMBiswajit Mitra
Sept 22, 2025 09:56:56
Ranaghat, West Bengal:*_কল্যাণীতে ডিজিটাল রূপে দৈনন্দিন কাজে সহযোগিতা করতে সরকারি স্কুলে এল রোবট ‘সানন্দা’।_* আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় নতুন রূপ পেলো কল্যাণীর প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান পান্নালাল ইনস্টিটিউশন। এবার থেকে সরকারি স্কুলের পড়ুয়ারাও বেসরকারি স্কুলের মতোই অত্যাধুনিক সুযোগ-সুবিধা পাবেন। স্কুলের এক প্রাক্তন ছাত্র নিজের উদ্যোগ ও আর্থিক সহায়তায় প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে স্কুলে তৈরি করিয়েছেন দুটি অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম। সেই সঙ্গে বসানো হয়েছে একটি ৫৫ ইঞ্চি টিভি স্ক্রিন, একটি ডিজিটাল জেনারেটর, আর সবচেয়ে চমকপ্রদ সংযোজন হলো এক রোবট, যার নাম দেওয়া হয়েছে ‘সানন্দা’। শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি পড়ুয়ারাও দারুণ উচ্ছ্বসিত এই উদ্যোগে। তাদের মতে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল শিক্ষার সুযোগ এখন আর শুধু বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, সরকারি স্কুলেও আসছে আধুনিকতার ছোঁয়া। ‘সানন্দা’ নামের এই মানব রূপী রোবট রাজ্যের সরকারি স্কুলে সম্ভবত প্রথমবারের মতো ব্যবহৃত হতে চলেছে। যা স্কুলের মধ্যে ঘুরে বেড়াতে সক্ষম। যা নিয়ে যেতে পারবে, প্রয়োজনীয় কাগজপত্র পাইল জলের বোতল সবকিছুই। একজন শিক্ষা কর্মীর কাজ করবে এই রোবট। ফলে পান্নালাল ইনস্টিটিউশনের শিক্ষাক্ষেত্রে এই উদ্যোগ তৈরি করতে চলেছে এক নতুন নজির।
0
comment0
Report
ASAyan Sharma
Sept 22, 2025 08:37:37
Kolkata, West Bengal:# নতুন জি এস টি রেট এর হার অনুযায়ী আগামী কাল থেকে দাম কমছে একাধিক ওষুধের। বাজারে থাকা পুরানো ওষুধের লেবেলের যায় থাকুক না কেন। নতুন জিএসটি রেট অনুযায়ী দাম নিতে হবে। দ্যা অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে, বিভিন্ন রাজ্যে থাকা ১২ .৫ লাখ সদস্যকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, নতুন জিএসটি রেট অনুযায়ী ওষুধ বিক্রি করতে হবে। ওষুধের ক্যাশ মেমোতে নতুন জি এস টি রেট অনুযায়ী দাম নিতে হবে। # সাধারণ মানুষকে যাতে সুবিধা দেওয়া যায় সেই সুযোগ করে দিতে হবে, এমনই ভাবে গোটা দেশের সমস্ত ওষুধ ব্যবসায়ীদের চিঠি পাঠালো,দ্যা অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। # জিএসটি রেট অনুযায়ী,নতুন লেবেল লাগানো ওষুধ পৌঁছে যাবে আগামী ৯০ দিনের মধ্যে। এবার দেখে নেওয়া যাক কি কি ওষুধের দাম কমছে.... 1.aquazide 12.5 tablet - হাই ব্লাড প্রেসার এর ওষুধ। 2.CLOPILET ট্যাবলেট - রক্ত জমাট বাঁধা রুখে দেওয়ার ওষুধ। 3.GLYPRIDE-1 - ডায়েবেটিস টাইপ - ২ 4.ISTAVEL D 10/100 MG 15'S - ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে ব্যবহার করা হয়। 5.LYVELSA 10MG TABL BLI 1X14 IN - ক্রনিক কিডনি Deases রুখে দিতে ব্যবহার। 6.MONOTRATE-10 - বুকে যন্ত্রণা দূর করার ওষুধ। 7.ROZAVEL TAB 10MG 15S IN - কোলেস্টেরল দুর করতে হার্টের রোগ কমাতে সাহায্য করে। 8.VOLIBO R TAB 0.2/0.5MG -টাইপ টু , ডায়াবেটিস মেলিটাস দূর করতে ব্যবহার করা হয়। 9.AZTOR EZ 40 TABLETS 10S IN - হাই কোলেস্টেরল দূর করার ওষুধ। 10.Gemer Dapa- ডায়াবেটিস টাইপ - ২ নিয়ন্ত্রণে রাখে। 11.METHIMEZ 10 (30'S) TABLETS- হাই থাইরয়েডের ওষুধ। 12.PROLOMET XL 25 (10X15) - হার্ট অ্যাটাক হলে ব্যবহার করা হয় এই ধরনের ওষুধ। 13.ROSUVAS CV 10 TABLETS - হার্ট অ্যাটাক,স্ট্রোক এর ওষুধ । 14.mirago s 50 tablet - ইউরিন ইনফেকশন ওষুধ। 15.ZELGOR 500 MG TABLETS 60'S - প্রস্ট্রেট ক্যান্সারের ওষুধ। 16.rivaflo 10 mg tablet - stroke ও হার্ট অ্যাটাক এর ওষুধ এছাড়াও একাধিক জীবন দায়ী ওষুধ এবং চিকিৎসা সংক্রান্ত যন্ত্রাংশের দাম কমছে
2
comment0
Report
MDMritunjay Das
Sept 22, 2025 08:37:28
Bankura, West Bengal:জনস্বাস্থ্য দফতরের পর এবার কংসাবতী সেচ প্রকল্পে, ৩ বছরের বকেয়া টাকা না পেয়ে সেচ দফতর ঘেরাও করে বিক্ষোভ ঠিকাদারদের, দফতরে প্রবেশই করতে পারলেন না কর্মী ও আধিকারিকেরা জনস্বাস্থ্য কারিগরি দফতরে কাজ করেও বকেয়া টাকা না পেয়ে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন ঠিকাদারেরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার একই অভিযোগ তুলে আন্দোলনে নামলেন কংসাবতী সেচ দফতরের ঠিকাদারেরা। বকেয়া টাকা দেওয়ার দাবিতে আজ সকাল থেকে বাঁকুড়ার খাতড়ায় সেচ দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন ঠিকাদারেরা। ঠিকাদারদের বিক্ষোভের জেরে এদিন দফতরে প্রবেশ করতেই পারলেন না কর্মী ও আধিকারিকেরা। পুজোর মুখে বকেয়া টাকা দেওয়ার দাবিতে দিন কয়েক আগেই জনস্বাস্থ্য কারিগরি দফতরের ঠিকাদারেরা রীতিমত সাংবাদিক সম্মেলন করে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। এবার সেই একই ইস্যুতে জোরদার আন্দোলনে নামলেন কংসাবতী সেচ দফতরের ঠিকাদারেরা। ওই দফতরের মুকুটমনিপুর, কংসাবতী সেচ খাল ৩, ৫ ও ৮ এই চারটি বিভাগ মিলিয়ে প্রায় শতাধিক ঠিকাদার কাজ করেও প্রায় ৩ বছর ধরে তাঁদের প্রাপ্য টাকা পাননি। সবমিলিয়ে বকেয়ার অঙ্ক প্রায় সাত কোটি টাকা। বকেয়া সেই টাকা পুজোর আগেই মেটানোর দাবিতে আজ বাঁকুড়ার খাতড়ায় কংসাবতী সেচ প্রকল্পের দফতরের মূল দরজা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঠিকাদারদের বিক্ষোভের জেরে এদিন দফতরে প্রবেশ করতে পারেননি কোনো কর্মী ও আধিকারিকই। বকেয়া টাকা না মেটানো পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী ঠিকাদারেরা। অন্যদিকে বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি ওই দফতরের কোনো আধিকারিকই।
1
comment0
Report
KMKIRAN MANNA
Sept 22, 2025 08:37:12
Dihierench, West Bengal:*কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ডে দুর্ঘটনা, গুরুতর আহত বৃদ্ধ – মানবিকতার অভাব প্রকাশ্যে* কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ডে রাস্তা পারাপার করার সময় এক বৃদ্ধ দুর্ঘটনার কবলে পড়ে গুরুতরভাবে আহত হন। ৭৫ বছরের ওই বৃদ্ধের বাড়ি শ্রীরামপুরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি স্টেট বাস সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে যাওয়ার সময় বৃদ্ধকে ধাক্কা মারে। এরপরই সরকারি বাসটি সেখান থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত বহু মানুষ আহত বৃদ্ধকে দেখে পাশ কাটিয়ে চলে যান। কেউ এগিয়ে এসে সাহায্যের হাত বাড়াননি, এমনকি হাসপাতালে নিয়ে যাওয়ার মতো মানবিকতা দেখাননি। পরিস্থিতি অমানবিক হয়ে উঠলে প্রশাসনের পক্ষ থেকে শেখ আব্দুর সাত্তার ও তাঁর সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুদ্ধিজীবী মহলের একাংশ প্রশ্ন তুলেছেন— “মানুষের প্রাণসংকটে যেখানে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নেয়, সেখানে সমাজের মানবিকতার ভবিষ্যৎ কোথায়?”
2
comment0
Report
Advertisement
Back to top