Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba BardhamanPurba Bardhaman
तृणमूल के देवु टुडू बोले: यह गांव का विवाद, कानून हाथ में नहीं उठेगा
ALArup Laha
Sept 26, 2025 05:03:04
Belna, West Bengal
সকালে পরিস্থিতি থমথমে। তৃণমূল নেতা দেবু টুডু বলেন, এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কোন যোগ নেই। এটা সম্পূর্ণ গ্রাম্য বিবাদ।পুলিশ প্রশাসন বিষয়টি দেখছে।আইন কেউ হাতে তুলে নেবেন না।প্রয়োজনে প্রশাসনকে জানান। অন্যদিকে বিজেপি নেতা মৃত্যঞ্জয় চন্দ্র বলেন, বালি লুঠের বকরা নিয়ে বিবাদ। বাইট ২।মৃত্যঞ্জয় চন্দ্র (বিজেপি নেতা), বাইট ৩।দেবু টুডু(তৃণমূল নেতা)। 260925ZG_BWN_FOLLOW
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ASAyan Sharma
Sept 26, 2025 06:03:51
Kolkata, West Bengal:# GST স্ল্যাব কমানো হয়েছে,যার জেরে সস্তা হয়েছে একাধিক ওষুধ ।এরই মাঝে এবার উদ্বেগ বাড়িয়ে ফের গুণগত মানে ফেল এবং জাল ওষুধের তালিকা প্রকাশ করে বিজ্ঞপ্তি জারী সিডিএসও এবং রাজ্যের ড্রাগ কন্ট্রোলের। # বিজ্ঞপ্তি জারী করে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন এর তরফ থেকে জানানো হয়েছে....ফের ১২২ টি ওষুধ গুণগত মানে ফেল করল এবং ৬ টি ওষুধ জাল বলে দাবি করা হয়েছে। # সন্দেহজনক জাল ওষুধ...... ১.diazepam injection - যেকোন ধরনের অপারেশন এর আগে,রোগীর উদ্বেগ দুর করতে ব্যবহার করা হয়। ২.Pan - 40 - অতি পরিচিত গ্যাসের ট্যাবলেট। ৩.PAN -D ক্যাপসুল - গ্যাস ,অম্বল, গলা বুক জ্বালা দুর করার ওষুধ। যেহেতু এখনো পর্যন্ত তদন্ত চলছে,সেকারণে এগুলি কোন সংস্থার ওষুধ,সেকথা জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। # এছাড়াও আরো জানানো হয়েছে, ১.সিকিমের - অ্যালকেম হেলথ সায়েন্স এর - pantoprazole and domperidone tablet - গ্যাসের ট্যাবলেট - *কলকাতার ড্রাগ টেস্টিং ল্যাবে পরীক্ষার পর জাল বলে জানা গেছে* ২.zydus health care এর ----- দুটি আলাদা মাত্রার nandrolone decanoate injection - অ্যানিমিয়ার injection জাল। ৩.দমদমের aurio pharma - ২ টি আলাদা ব্যাচের rabeprazole 20 mg - গ্যাসের ট্যাবলেট জাল। # এর পাশপাশি গুণগত মানে ফেল করেছে ....১২২ টি বিভিন্ন ধরনের অতি প্রয়োজনীয় ওষুধ গুণগত মানে ফেল করলো। # রাজ্যের ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতাল এছাড়াও সমস্ত ধরনের ওষুধের দোকানে স্টোর থেকে এই ওষুধের তালিকা মিলিয়ে সমস্ত ওষুধ সরিয়ে ফেলতে বলা হয়েছে।
0
comment0
Report
PDPradyut Das
Sept 26, 2025 05:46:51
Jalpaiguri, West Bengal:2C 2609ZG_JAL_MARPIT_R কাজ হারিয়ে বদলা নিতে রাস্তায় মালিকের উপর হাঁসুয়া নিয়ে হামলা। সেই হাঁসুয়ার কোপে দুটুকরো হয়ে গেল তামাক ফ্যাক্টরির মালিকের হাত। জলপাইগুড়ির মোহিতনগর পূর্বপাড়া এলাকাব ওই ঘটনায় চাঞ্চল্য। পিন্টু দেবনাথ নামে জখম তামাক ফ্যাক্টরির মালিককে গুরুতর জখম অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত প্রসূন দাস ওরফে পোচনকে এলাকার বাসিন্দারা আটক করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেন। তাকে গ্রেফতার করেছে পুলিশ। কাজে গাফিলতি সহ নানা অভিযোগে কয়েক মাস আগে তামাক ফ্যাক্টরি থেকে কাজ চলে যায় প্রসূনের। এরপরই সে বদলা নেওয়ার জন্য মনে মনে প্রস্তুতি নেয়। অবশেষে সুযোগ বুঝে রাস্তায় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে মালিকের উপর। হাঁসুয়ার কোপে তাঁর হাত কার্যত দু'টুকরো হয়ে যায়। প্রথমে তাঁকে জলপাইগুড়ি মেডিক্যালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। সেখান থেকে তাঁকে রেফার করা হয় উত্তরবঙ্গ মেডিক্যালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রিপোর্ট :- প্রদ্যুত দাস (:জলপাইগুড়ি )
0
comment0
Report
ABArup Basak
Sept 26, 2025 05:46:42
Mal Bazar, West Bengal:*ডুয়ার্সে হাতির তাণ্ডব: ধান খেত ও সুপারি বাগান নষ্ট, কৃষকেরা চরম সঙ্কটে...* পুজোর সময় চিতাবাঘের উপদ্রবের পরে এবার ডুয়ার্সে নতুন উদ্বেগের নাম—বন্য হাতির দল। ধান চাষ শুরু হওয়ার পর থেকেই ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চলে হাতির উপদ্রব ক্রমেই বেড়ে চলেছে। মাল, মেটেলি, নাগরাকাটা, বানারহাট সহ একাধিক এলাকায় রাত নামলেই জঙ্গল থেকে বেরিয়ে আসছে হাতির দল, নষ্ট করে দিচ্ছে কৃষকদের শ্রমে গড়া ধানখেত। গত কয়েকদিন ধরেই ডুয়ার্সে এই দৃশ্য যেন রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রাতের অন্ধকারে দল বেঁধে আসা হাতিরা শুধু ধানগাছই নয়, সুপারি বাগানেও ব্যাপক ক্ষতি করছে। গতকাল রাতে শালবাড়ি ও পশ্চিম ডামডিম এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে হাতির দল। স্থানীয় কৃষকদের অভিযোগ, ঋণ নিয়ে তারা জমিতে ধান লাগিয়েছেন। কিন্তু ধান পাকার আগেই তা নষ্ট করে দিচ্ছে হাতির দল। অনেক জায়গায় বন দপ্তরের সাহায্য সময়মতো পৌঁছায় না বলেও অভিযোগ উঠেছে। এক কৃষকের কথায়, জমিতে রোজ পাহারা দেওয়া সম্ভব নয়। অথচ প্রতিরাতেই হাতির দল এসে ফসল নষ্ট করছে। এইভাবে চলতে থাকলে চরম আর্থিক ক্ষতির মুখে পড়ব আমরা। বন দপ্তরের কাছ থেকে দ্রুত পদক্ষেপ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। কৃষকদের মত, অবিলম্বে টহলদারি বাড়ানো ও হাতির গতিবিধি নজরে রাখার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার। বন দপ্তর জানিয়েছে তারা প্রতিনিয়ত টহলদারি করছে সর্বত্র। বাইট ১) কৃষক মহম্মদ আব্দুল। ২) গ্রামবাসি নৃপেন কারক। ৩) স্থানিয় যুবক অজয় মাঝি। 2609ZG_MAL_ELEPHANT_DAMAGE_R
0
comment0
Report
SMSubhasis Mandal
Sept 26, 2025 05:46:31
Howrah, West Bengal:উদ্যোক্তা হিন্দু মুসলিম দুজনে৷ পুজো কমিটির সভাপতি শেখশফিকুল ইসলাম৷ বাগনান চিলড্রেন সায়েন্স এন্ড কালচারাল সোসাইটির দূর্গা পুজো৷ বাগনানের এই পুজোয় মুসলমানরাও হিন্দুদের সাথে হাত মিলিয়ে সামিল হন৷ এখানে কোন মতভেদ জাতিভেদ নেই৷ বাঙালির বড় উৎসব কারা একত্রিত হয়েই পালন করে৷ সাম্প্রদায়িক সম্প্রীতির এক নজির বাগনানের এই পূজা৷ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক৷ ছোট থেকে পড়ে আসা রবীন্দ্র নজরুল মহাভারত থেকে আলিফ লায়লা দেখে বড় হয়েছি তাই এসব আলাদা না হয় এই বার্তা নিয়ে হিন্দু মুসলিম এই দুর্গাপূজা উৎসবের মেতেছে বাগনানের চিলড্রেন সাইন্স এন্ড কালচারাল সোসাইটি এই ক্লাব৷ পুজো কমিটির সভাপতি শফিকুল ইসলাম জানান বাঙালির বড় উৎসব দুর্গাপূজা সেই উৎসবে আমরা যেরকম একত্রিত হয়ে পূজা করি। তেমনি ঈদেও একই রকমভাবে উৎসব পালন করি ৷ এখানে হিন্দু মুসলিম কিছু না একটাই ধর্ম আমরা মানুষ মানবতাই আমাদের প্রকৃত ধর্ম৷ তাই একত্রিত হই আমরা এই দুর্গাপুজো উৎসব পালন করি ৷বাগনানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না যে কোন মূল্যে তা ধরে রাখবো ৷ রবীন্দ্র নজরুল একই মালায় গাথা থাকুক। বাংলা নয় গোটা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক এটাই মূল উদ্দেশ্য সেই চিন্তাধারা নিয়েই দীর্ঘ 25 বছর পড়লো এই পুজো৷ এবারে এই প্রতিমা অচল 5 .10. 20 পয়সা দিয়ে তৈরি করা হয়েছে ৷ মণ্ডপ সত্যমেব জয়েতে৷৷ 2609ZG_PA_ULU_CHILDREN_R1 Byte 2 শেখ শফিকুল ইসলাম পুজো কমিটির সভাপতি
0
comment0
Report
AGAyan Ghosal
Sept 26, 2025 04:19:52
Kolkata, West Bengal:PAHAR WEATHER *অনেকে পৌঁছে গেছেন। অনেকে যাবো যাবো করছেন। অনেকে ঠাকুর ভাসানের পরেই বেরিয়ে পড়বেন। কাশ্মীর যাওয়ার পরিস্থিতি নেই। নেপাল যাওয়া বন্ধ। অগ্নিগর্ভ লাদাখ। তাই অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে এবার ভ্রমণ পিপাসু বাঙালির ভিড় থাকতে চলেছে উত্তরবঙ্গের পাহাড়ে।* কিরকম থাকতে চলেছে পাহাড়ে পুজোর আবহাওয়া? উইন্ডি আউটলুক *(আলিপুর আবহাওয়া দফতর নয়)* অনুযায়ী দেখে নেওয়া যাক পাহাড়ের পুজোর আবহাওয়া। (দার্জিলিং, কালিম্পং এবং সিকিম মিলিয়ে) ১) *২৭ সেপ্টেম্বর পঞ্চমী* হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। দিনের বিভিন্ন সময়। ২) *২৮ সেপ্টেম্বর ষষ্ঠী* হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দিনের বিভিন্ন সময়। ৩) *২৯ সেপ্টেম্বর সপ্তমী* হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দিনের বিভিন্ন সময়। মাঝে মাঝে রোদের দেখা মিলবে। কপাল ভালো থাকলে স্লিপিং বুদ্ধ দর্শন হতে পারে (কাঞ্চনজঙ্ঘা) ৪) *৩০ সেপ্টেম্বর অষ্টমী* হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। সপ্তমীর তুলনায় কিছুটা বেশি বৃষ্টি। ৫) *১ অক্টোবর নবমী* ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সতর্কতা। সম্পূর্ণ মেঘলা আকাশ। ঘন কুয়াশা। ৬) *২ অক্টোবর দশমী* ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ৭) *৩ অক্টোবর একাদশী* ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ৮) *৪ অক্টোবর দ্বাদশী* ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ৯) *৫ অক্টোবর ত্রয়োদশী* ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত।
3
comment0
Report
SRSanjoy Rajbanshi
Sept 26, 2025 04:19:45
Kalna, West Bengal:পরিকল্পিত ভাবে বিরিয়ানিতে বিষ দিয়ে ভাইকে খুন করার অভিযোগ উঠলো সহ কর্মীদের বিরুদ্ধে, এমনি গুরুতর অভিযোগ তুললেন মৃতর দাদা, গতকাল কালনার পূর্বস্থলী ১ বি এল আর ও অফিসের মুহুরী কর্মী, ও অফিস স্টাফদের সঙ্গে বিরিয়ানি খাওয়ার আয়েজন করাহয়, তা খেয়ে মৃত্যু এক মুহুরী সুমন্ত মল্লিক। গতকাল রাতে কালনা হাসপাতালে নিয়ে এলে ডাক্তাররা মৃত বলো ঘোষণা করে। একই সঙ্গে বিরিয়ানি খেয়ে গুরুতর অসুস্থ ওই অফিসের রেভিনিউ অফিসার কুন্তল মাঝি। তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুজোর ছুটির আনন্দে বিরিয়ানির আয়োজন করা হয়েছিল ওই অফিসে। পরিবারের দাবি এই মৃত্যু স্বাভাবিক নয় খাবারের বিষ দিয়ে তবে খুন করা হয়েছে । অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রহস্য তৈরি হয়েছে, সঠিক তদন্তের দাবি তুলেছেন পরিবারের সদস্যরা, বাইট -1.কানু মল্লিক (মৃতের আত্মীয়) ২) শুভেন্দু মল্লিক(মৃতের দাদা) ছবি 2C তে 26925-KLN-DEATH-R
3
comment0
Report
AGAyan Ghosal
Sept 26, 2025 04:19:33
Kolkata, West Bengal:PUJA WEATHER *আবহাওয়া পয়েন্টার* ১) আজ ফের বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ। মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিমবঙ্গোসাগরে আজ গভীর নিম্নচাপে পরিণত হবে। এটি দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে আগামীকাল ২৭ সেপ্টেম্বর সকালে গভীর নিম্নচাপ হিসেবে স্থলভাগে প্রবেশ করতে চলেছে। ২) উত্তাল থাকবে সমুদ্র। সমুদ্রে বইবে তীব্র দমকা ঝোড়ো হাওয়া। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী রবিবার পর্যন্ত। ৩) সেপ্টেম্বর মাসের বাকি সব কটা দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। কোথাও কোথাও অতিরিক্ত বজ্রপাতের আশঙ্কা থাকবে। ৪) কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজ চতুর্থীর দ্বিতীয় দিন বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মধ্যরাতের পর বৃষ্টির পরিমান বৃদ্ধি পাবে উপকূল এবং পশ্চিমাঞ্চলের জেলায়। বিশেষত পশ্চিমাঞ্চলের ওড়িশা লাগোয়া এলাকায় বৃষ্টির পরিমান অনেকটা বাড়বে। ৫) কাল শনিবার ২৭ সেপ্টেম্বর পঞ্চমীর দিন ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতে। পঞ্চমীর দিন কলকাতা তে কয়েক পশলা বৃষ্টি। মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টি দিনের যেকোনো সময়। বারংবার বিঘ্নিত হতে পারে ঠাকুর দেখা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। সঙ্গে উপকূলের জেলায় ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া আর অন্যান্য জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। ৬) রবিবার ষষ্ঠী সোমবার সপ্তমী মঙ্গলবার অষ্টমী কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দিনের বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃষ্টি থেমে গেলে মাঝেমধ্যে রোদ উঠবে। সেই রোদ হবে অত্যন্ত প্রখর এবং তীব্র। সঙ্গে দরদরিয়ে ঘাম ঝড়বে এই ৩ দিন। অত্যন্ত ক্লান্তিকর ঘর্মাক্ত পরিস্থিতির মধ্যেই ঠাকুর দেখতে বাধ্য হবেন মানুষ। ৭) বুধবার নবমী থেকে আবহাওয়ার বদল হতে পারে। অনেকটা বৃষ্টি বাড়তে পারে। নবমী নিশি থেকে দশমী বৃহস্পতিবার এর মধ্যে ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে বেশ কিছু এলাকায়। বিশেষত পশ্চিমাঞ্চল এবং উপকূলে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। লক্ষ্যনীয় ভাবে বৃদ্ধি পাবে বজ্রপাতের প্রবণতা। ৮) তুলনায় অনেক বেশি উৎসব সহায়ক পুরস্থিতি উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি আঞ্চলিক ভাবে। অল্প সময়ের জন্য। বৃষ্টি বন্ধ হলে মাঝে মাঝে রোদের দেখা মিলবে। এরমধ্যে আগামীকাল ২৭ সেপ্টেম্বর শনিবার পঞ্চমীর দিন একটু বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গে পার্বত্য সহ উপরের দিকের ৫ জেলায়। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস থাকছে না।
3
comment0
Report
MMManoranjan Mishra
Sept 26, 2025 04:19:13
Purulia, West Bengal:পুরুলিয়া : মা ও ৩ মেয়ে সহ একই পরিবারের ৪ জনের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বান্দোয়ান থানার লতাপাড়ায়। মৃত মা ও মেয়েদের নাম পিয়া গরাই (৩০), বৈশাখি গরাই (১৩), পল্লবী গরাই (১০), সৌরভি গরাই (৬)। জানা গিয়েছে, গতকাল রাতে পকড়ি-মুড়ি খেয়ে ঘুমিয়ে ছিলেন তারা । স্বামী আনন্দ গরাই ঝাড়খণ্ডের হাটে থেকে রাতে বাড়ি এসে দেখেন স্ত্রী সহ তিন মেয়ে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তাদের স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন । দেহ চারটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে পুলিশ । কিভাবে এই ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে বান্দোয়ান থানার পুলিশ ।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Sept 26, 2025 04:18:39
Baruipur, West Bengal:ম্যানগ্রোভ রক্ষা এবং চোরাশিকারি আটকাতে দুটি স্পীড বোটের উদ্বোধনে বনমন্ত্রী সুন্দরবন- সুন্দরবনের ম্যানগ্রোভ রক্ষা এবং চোরাশিকারি আটকাতে নতুন করে দুটি স্পীড বোটের উদ্বোধন করা হয় । উদ্বোধন করেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। সজনেখালী রেঞ্জ অফিসে এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুটি স্পীডবোট যেমন উদ্বোধন করা হয়, ঠিক তেমনি বন্যপ্রাণী ও ম্যানগ্রোভ রক্ষায় যে সমস্ত গ্রামবাসীরা সহযোগিতা করেন তাদেরকে আর্থিক সাহায্য করা হয়। বনরক্ষা কমিটি গুলির হাতে এদিন আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। ২৬ টি জে এফ এফ এম সি বা বন সুরক্ষা কমিটির হাতে । সাত লক্ষ তিন হাজার ৮৩৬ টাকা করে প্রত্যেকটি বন সুরক্ষা কমিটিকে প্রদান করা হয়েছে। এই টাকা দিয়ে মূলত এলাকার উন্নয়নমূলক কাজকর্ম করা হয়ে থাকে। সুন্দরবনে তৃতীয় পাখি ফেস্টিভ্যালের ও এদিন পরিসংখ্যান প্রকাশ করা হয়। সুন্দরবনে প্রতিবছর পাখি উৎসব বা বার্ড ফেস্টিভাল করা হয়। সুন্দরবনে শেষ পাখি উৎসবে ৩১৪২ টা পাখির অস্তিত্ব চোখে পড়েছে। এই নিয়ে একটি ছবি ও প্রকাশ করা হয়েছে অনুষ্ঠান থেকে। এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন ছিলেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা, রাজ্যের মুখ্য বনপাল দেবল রায়,সন্দীপ সুন্দিরিয়াল,নীলাঞ্জন মল্লিক,দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ উপাধ্যক্ষ অনিমেশ মন্ডল সহ অন্যান্য আধিকারিকরা। 260925ZG-BAR-SUNDARBON-NODI-R
0
comment0
Report
PDPradyut Das
Sept 26, 2025 03:47:18
Jalpaiguri, West Bengal:2C 2609ZG_JAL_BODY_R সাত সকালে জলপাইগুড়ি ২ নম্বর ঘুমটি এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন শিব মন্দিরে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পুলিশ। জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকার বাসিন্দা এক ফল ব্যবসায়ী শেখর জ্যোতিষী নামে জানা যায়। মানসিক অবসাদের কারণে রাতে বাড়ি থেকে বেরিয়েছেন, মাঝেমধ্যেই নেশা করতেন বলে পরিবারের লোকজনের বক্তব্য।তবে কি করে এই মন্দিরে তার মৃতদেহ পড়ে রয়েছে তা এখনো পরিষ্কার নয়। ডাক্তার এবং পুলিশের তদন্তে বিষয়টি পরিষ্কার হবে বলে ধারণা পরিবারের। তবে সাত সকালে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বহু মানুষ ভিড় জামান। রিপোর্ট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
BMBiswajit Mitra
Sept 26, 2025 03:46:57
Ranaghat, West Bengal:*পুজোর আগেই দুর্ঘটনা প্রবল এলাকা জাতীয় সড়ক পারাপারের কাটআউট পরিবর্তন করার উদ্যোগ জেলা পুলিশের* ১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের পর থেকেই নদিয়ার ফুলিয়াপাড়া এলাকায় পথ দুর্ঘটনার ঘটনা ক্রমেই বাড়ছে। রাস্তাটি পার হতে গিয়ে ইতিমধ্যেই প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে। সম্প্রতি ফুলিয়াপাড়ায় রাস্তা পার হওয়ার সময় আরও একজন ব্যক্তি দুর্ঘটনায় প্রাণ হারান। এরপরই প্রশাসনের তরফে তৎপরতা লক্ষ্য করা যায়। বৃহস্পতিবার ফুলিয়াপাড়ার দুর্ঘটনাপ্রবণ স্থানটি পরিদর্শন করেন রানাঘাট জেলা পুলিশের পুলিশ সুপার আশিস মৌর্য। তাঁর সঙ্গে ছিলেন SDPO সবিতা গাটোয়াল, ট্রাফিক DSP সঞ্জয় কুমার, শান্তিপুর ট্রাফিক ওসি দীপক সিকদার সহ স্থানীয় থানার পুলিশ আধিকারিক ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রতিনিধিরা। পরিদর্শনের পর সিদ্ধান্ত নেওয়া হয়, ফুলিয়াপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তা পারাপারের জন্য যে কাটআউটটি রয়েছে, সেটি বন্ধ করে ফুলিয়া পাড়া সংলগ্ন বিকল্প তৈরি করা হবে। ট্রাফিক DSP সঞ্জয় কুমার জানান, বর্তমান কাটআউটে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। তাই সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবেই রাস্তা পারাপারের জন্য জায়গাটি সরিয়ে নিতে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। আশা করা যাচ্ছে, খুব দ্রুত নতুন ব্যবস্থা চালু হবে। ১) সঞ্জয় কুমার , DSP ট্রাফিক , রানাঘাট জেলা
0
comment0
Report
CDChittaranjan Das
Sept 26, 2025 03:46:14
Durgapur, West Bengal:*পূজো উদ্বোধনে এসে শিল্পাঞ্চল সহ রাজ্যবাসীকে একরাশ স্বপ্ন দেখিয়ে গেলেন শুভেন্দু, আগামী বিধানসভা নির্বাচনে জিতলে আকাশ থেকে ফুল পড়বে।* দেওঘরে জল ঢালতে গেলে সরকারি হেলিকপ্টার থেকে গোলাপের পাপড়ি বর্ষণ! ক্ষমতায় এলে 'বিজেপি' সরকার এমনই বিলাসী ভাবনা পূরণ করবে বলে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শিল্পাঞ্চল দুর্গাপুরের ক্ষুদিরাম মাঠে দুর্গাপুজো উদ্বোধনের মঞ্চ থেকে এই মন্তব্য করেন তিনি। শুভেন্দু পুজোর উদ্বোধনের পাশাপাশি বস্ত্র বিতরণ করেন। তবে রাজনৈতিক তরজা এড়িয়ে যাননি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টের রিপোর্ট তলব নিয়ে তিনি সরাসরি পুরসভা, বিদ্যুৎ দপ্তর ও কলকাতা পুলিশকে কাঠগড়ায় দাঁড় করান। তাঁর কথায়, “এটা তো প্রমাণিত, রিপোর্ট তলব করে সময় নষ্ট করার কিছু নেই।” রাজনীতির মহলে অবশ্য প্রশ্ন উঠছে, যেখানে বিজেপি এখনও বাংলার ক্ষমতার দোরগোড়ায় পৌঁছতে পারেনি, সেখানে আগে থেকেই ‘হেলিকপ্টার আর গোলাপের পাপড়ির’ বিলাসী স্বপ্ন দেখানো কতটা যুক্তিযুক্ত? শুভেন্দুর ঘোষণাকে তাই বিরোধীরা ঠাট্টা করে বলছেন, “পাপড়ির রাজনীতি বাংলার বাস্তব মাটিতে গিয়ে বড্ড হালকা।” ছবি 2C তে ফাইল নাম 2609ZG_DGP_SUVENDU_R
0
comment0
Report
Navaratri 2025
Advertisement
Back to top