Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
कुर्मी समाज ने रेलवे रोक की धमकी, हाई कोर्ट के आदेश पर संशय?
PMPiyali Mitra
Sept 19, 2025 12:50:28
Kolkata, West Bengal
জঙ্গলমহলে কুর্মি সমাজ রেল ও রোকো ও অবরোধের ডাক দিয়েছে । আগে তারা করেছে । কোর্টের এটা নিয়ে অর্ডার আছে। ২৫ সেপ্টেম্বর ডাক দেওয়া হয়েছে। হাইকোর্টে দারস্থ হয় ব্যবসায়ীরা। যাতে কোনো অবরোধ না হয়। কোর্ট ২০২৪ নির্দেশ বহাল রেখেছে। যাতে কোনো ভাবে অবরোধ, সাধারণ জন জীবন ব‍্যবহত না হয়। মহালয় আসছে। অনেক পনযবাহী গাড়ি আসে। অনেক মানুষ রুটি রুজির জন্য আসে। দক্ষিণ ভারতে যে ট্রেন যায় সেগুলিতে অনেক রোগী যান, পড়ুয়া থাকে। সবাই ঘুরতে যায় না। কুর্মি সমাজের তরফ থেকে আন্ডারটেকিং দিয়েছে যে কোনো জীবন জীবনে অসুবিধা করবে না। আমাদের অনুরোধ তারা যেন কোনো রেল রেকো, অবরোধ যাতে না করে। সাধারণ জনজীবন যাতে বজায় থাকে তার জন্য আমরা নিশ্চিত করব। রেল পুলিশকে- বলা হয়েছে যাতে কোনো ডিস্ট্রার্ব না হয়। ইতিমধ্যে চারটে জেলা থেকে অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছে । পিকেট করা হয়েছে। স্পেশালাইজড ফোর্স মোতায়েন হচ্ছে…সিনিয়র অফিসারদের মোতায়েন করা হয়েছে । কুর্মি সমাজকে আবার অনুরোধ যাতে তাঁরা কোর্টের নির্দেশ মেনে চলে । রেল অপরাধ. না করে। সেটা করলে সব রকম ব‍্যবস্থার জন্য প্রস্তুত আছি।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ASAyan Sharma
Sept 19, 2025 13:45:44
4
comment0
Report
MMManoranjan Mishra
Sept 19, 2025 12:51:06
Purulia, West Bengal:পুরুলিয়া : আদালতের নির্দেশকে ভুল ব্যাখ্যা করে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে । সোশ্যাল মাধ্যমে ভিডিও পোস্ট করে বার্তা আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত কুমার মাহাতোর । পাল্টা আজ পুরুলিয়ায় সাংবাদিক সম্মেলন করে জেলা পুলিশ সুপার বলেন, কুড়মি সমাজের পক্ষ থেকে সোশ্যাল মাধ্যমে ভুল বার্তা রটানো হচ্ছে । আদালতের নির্দেশ রয়েছে রেল ও রাস্তা অবরোধ করা যাবে না। আদালতের নির্দেশ অমান্য করলে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে । কুড়মি সম্প্রদায়ের ডাকা রেল ও রাস্তা অবরোধ অসাংবিধানিক এবং বেআইনি বলে ঘোষণা করেছে কলকাতা উচ্চ আদালত । ঘটনার পর তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং আইন ভঙ্গকারী কাজ আটকাতে পুলিশের পক্ষ থেকে রুটমার্চ করা হচ্ছে । আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে রেল ও রাস্তা অবরোধে সামিল না হওয়ার বার্তা দেওয়া হচ্ছে পুরুলিয়া জেলা পুলিশর পক্ষ থেকে । অন্যদিকে আদিবাসি কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত মাহাতো সোস্যাল মাধ্যমে বার্তা দিচ্ছেন, পুলিশ প্রশাসন সাংবাদিক সম্মেলনে আদালতের রায়কে ভুল ব্যাখ্যা করে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে । ঘটনার পর আজ পুরুলিয়া জেলা পুলিশ সুপার কার্যালয়ে পাল্টা সাংবাদিক সম্মেলন করে পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জী বলেন, কুড়মি সমাজের পক্ষ থেকে সোশ্যাল মাধ্যমে ভুল বার্তা রটানো হচ্ছে । আদালতের নির্দেশ রয়েছে রেল ও রাস্তা অবরোধ করা বেআইনি । আগামীকাল যাতে মানুষের কোনো সমস্যা না হয় সেদিকে নজর রাখা হবে। আদালতের নির্দেশ অমান্য করলে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে । বাইট: ১) অজিত মাহাতো (মুখ্য উপদেষ্টা, আদিবাসি কুড়মি সমাজ) ২) অভিজিৎ ব্যানার্জী ( জেলা পুলিশ সুপার)
0
comment0
Report
SCSandip Chowdhury
Sept 19, 2025 12:48:49
Katwa, West Bengal:কাটোয়া আদালতে সন্তানের দখলকে ঘিরে চাঞ্চল্য। কাটোয়া আদালত চত্বরে শুক্রবার এক অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি হয়। আট বছরের এক শিশুকে ঘিরে তার বাবা-মায়ের মধ্যে প্রকাশ্যে টানা-হেঁচড়া শুরু হয়। আদালতের ভিড় জমে যায়, আর চাঞ্চল্যে শোরগোল পড়ে যায় গোটা এলাকা জুড়ে। ঘটনা সূত্রে জানা গিয়েছে, শুনানি চলাকালীন সময়ে শিশুটিকে জাপটে ধরে রাখেন মা। বাবাও সন্তানের হাত শক্ত করে ধরে টানাটানি শুরু করেন। এই অবস্থায় হঠাৎ মায়ের এক আত্মীয় শিশুটিকে কোলে তুলে দ্রুত ঘটনাস্থল থেকে সরে পড়েন। শিশুর বাবার আইনজীবীর বক্তব্য, “মাননীয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শুনানি শেষে মামলাটি ড্রপ করে দেন। শিশুর কাছে জানতে চাওয়া হলে সে স্পষ্ট জানায় বাবার কাছেই থাকতে চায়। তাই বাবার কাছে শিশুটিকে রাখার কথাই আদালতে উঠে আসে। বাবার অভিযোগ, তিনি বাইরে কাজ করলেও সন্তানের ভবিষ্যতের স্বার্থে তাকে নিজের কাছে রাখতে চান। তার দাবি আমার ছেলে আমার কাছেই থাকতে চায়। কিন্তু ওরা জোর করে ওকে নিয়ে চলে গেল।” অন্যদিকে, মায়ের আইনজীবীর দাবি, সন্তানকে গত দু’মাস ধরে জোর করে আটকে রেখেছিল বাবা। সেই কারণেই আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে শিশুকে উদ্ধারের জন্য আবেদন করেছিলাম। তবে শুনানি শেষে বিচারক মামলা খারিজ করে দেন। সন্তান কার কাছে থাকবে সে বিষয়ে রায় দেওয়ার এখতিয়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেই। মায়ের বক্তব্য আরও ক্ষুব্ধ সুরে শোনা যায়। তিনি বলেন,ওর বাবা জোর করে আমার ছেলেকে কেড়ে নিয়ে পালিয়েছিল। আজ আমি আমার ছেলে ফিরে পেয়েছি, আমি আর কাউকে দেব না।” এই টানাপোড়েনে আদালতের ভেতরে-বাইরে চাঞ্চল্য ছড়ায়। দুই পক্ষের আইনজীবীরাও সন্তানের দখল নিয়ে মুখোমুখি হন। উপস্থিত সাধারণ মানুষ এ দৃশ্য দেখে হতবাক হয়ে যান। ঘটনাটি ঘিরে এখনো প্রশ্ন রয়ে গিয়েছে আট বছরের ওই শিশুটি শেষ পর্যন্ত কার কাছে থাকবে? আদালতের বাইরে বাবা-মায়ের দ্বন্দ্বে শিশু যে আরও মানসিক চাপে পড়ল, তা নিয়েই উদ্বিগ্ন অনেকে। ১)বাবা ২)মা ৩) আইনজীবী
3
comment0
Report
ANArnabangshu Neogi
Sept 19, 2025 11:54:02
Kolkata, West Bengal:*রোজভ্যালির টাকা ফেরানোর দায়িত্বে থাকা দিলীপ শেঠ কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে সেবিকে ফরেনসিক অডিট করানোর নির্দেশ দিলো হাইকোর্ট।* বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে র সেবি কি নির্দেশ, *সেবি রোজভ্যালির ১০ টি সম্পত্তি বিক্রি সংক্রান্ত প্রথম রিপোর্ট দেবে। যেখানে বাজারদরের তুলনায় কত বেশি বা কম দাম ধরা হয়েছে, কত দামে সম্পত্তি বিক্রি হয়েছে, সেই রিপোর্ট দিতে হবে। রোজভ্যালির যাবতীয় হিসেব নিকেষ বৈধ কি না তাই নিয়ে ফরেনসিক অডিট করিয়ে রিপোর্ট দেবে। একইসঙ্গে চকলেট গ্রুপ থেকে কি করে এডিসি টাকা নিলো সেই ব্যাপারেও হিসেব ও বিষয়টা কতটা বৈধ - তাও জানাতে হবে সেবি কে।
0
comment0
Report
ANArnabangshu Neogi
Sept 19, 2025 11:53:54
0
comment0
Report
ABArup Basak
Sept 19, 2025 11:53:10
0
comment0
Report
BSBidhan Sarkar
Sept 19, 2025 11:53:02
Chinsurah, West Bengal:আমি সওকত কে চ্যালেঞ্জ করছি আমার খাতা খুলে দেখাক।ওনার খাতা ভাঙর ক্যানিং এর মানুষের কাছে আছে,ইডি সিবিআই এর কাছে আছে। সওকত মোল্লা প্রসঙ্গে বিস্ফোরক ত্বহা সিদ্দিকি। আজ ফুরফুরায় পীরজাদা ত্বহা সিদ্দিকি বলেন, জহুরী জহর চেনে শুয়োরে চেনে কচু, আমার ভাষা বোঝার ক্ষমতা ওনার নেই, আমি সওকত কে উদ্দেশ্য করে কিছু বলিনি,নওশাদ অবব্বাস কাসেম ছাড়া অন্য কোনো পীরজাদা কে অসম্মান করলে তাকে ফুরফুরায় ভক্তরা জ্যান্ত কবর দেবে। সওকত নিজেই মিথ্যার ফ্যাক্টরি খুলে বসে আছে, আমি চ্যালেঞ্জ করছি আমার খাতা খুলে দেখাক, ওনার খাতা তো ইডি সিবিআই, নবান্নে জমা আছে। ওনার খাতা ক্যানিং এবং ভাঙরের ৯৯ শতাংশ মানুষের কাছে জমা আছে।তার ঠিক সময়ে খুলে দেবে। কাশেম সিদ্দিকি সওকত মোল্লাকে সমর্থন করেছেন , সে প্রসঙ্গে ত্বহা বলেন, কাসেম গিরগিটির মত রং বদলায়। সওকত এর সিকিউরিটি মন্তব্য প্রসঙ্গে ত্বহা বলেন আমার সিকিউরিটি তুলে নিলে সারা পৃথিবী বুক ফুলিয়ে ঘুরবো। সওকত এর সিকিউরিটি তুলে নিলে বাড়ির বাইরে বেরোতে পারবেন না। আমার সার্টিফিকেট মমতা ব্যানার্জি দেয়নি। সওকত এর সার্টিফিকেট মমতা ব্যানার্জি দিয়েছেন। উনি এখন ভীত হয়ে পড়েছেন অপরাধ করেছেন বলে। এই দলের অনেক নেতা নেত্রী এখন তৃণমুল দলের ক্যানসার হয়ে গেছে ওদের মমতা সরিয়ে দিক না সরালে তৃণমূলের বড় ক্ষতি হয়ে যাবে।।।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Sept 19, 2025 11:51:48
Howrah, West Bengal:বটানিকাল সার্ভে অব ইন্ডিয়ার উদ্যোগে চালু হলো দেশের প্রথম আন্টারটিকা গ্যালারি ও গবেষণা কেন্দ্র।হাওড়ার শিবপুর সেন্ট্রাল বটানিকাল ল্যাবরেটরিতে এই গ্যালারি চালু হলো। ১৯৯৬ সাল থেকে আন্টারটিকায় গবেষণা করে আসছে বটানিকাল সার্ভে অব ইন্ডিয়া।ভারতী,মৈত্রেয়ী ও দক্ষিণ গংগোত্রী নামে তিনটি গবেষণা কেন্দ্র তৈরী করে ভারত।এখানে কোনো বড় গাছপালা জন্মায় না।জন্মায় শৈবাল জাতীয় উদ্ভিদ।যেগুলো মধ্যে অনেক প্রজাতি খালি চোখে দেখা যায়না।পরিবেশে অক্সিজেনের পঞ্চাশ শতাংশ দেয় এই সমস্ত শৈবাল জাতীয় উদ্ভিদ।বর্তমানে বিশ্ব উষ্ণায়ন দুশ্চিন্তায় বিষয় হয়ে দাঁড়িয়েছে।আর তাপমাত্রার হেরফের হলে শৈবাল জাতীয় উদ্ভিদ পড়বে প্রভাব।ফলে পরিবেশ ও জীবজগতে তার প্রভাব পড়বে।যেকারনে আন্টারটিকায় গবেষণা চলছে।২০১৪ সালে দেশের প্রথম মহিলা গবেষক হয়ে সেখানকার ভারতী গবেষণা কেন্দ্রে কাজ করেছেন ডঃ প্রতিভা গুপ্তা।বর্তমানে যিনি ভারপ্রাপ্ত অধিকর্তা বটানিকাল সার্ভে অব ইন্ডিয়ার।তিনি বলেন প্রতিকূলতার মধ্যে সেখানে গবেষণা করে আসছে গবেষকরা।সেই কাজ অনেক কঠিন।কিভাবে সেখানে কাজ হয়।প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সেখানকার বরফ ও জলের মধ্যে থাকা শৈবাল জাতীয় উদ্ভিদ কি অবস্থায় রয়েছে সেসব সবার কাছে তুলে ধরার জন্য আন্টারটিকা গ্যালারি তৈরী করা হলো।সেই সমস্ত প্রজাতির উদ্ভিদ নিয়ে গবেষণা হবে এখানকার ল্যাবরেটরিতে।শিক্ষার্থীদের যা খুবই কাজে লাগবে।এই গ্যালারির উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক দীপক কুমার কর।উপিস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বটানি বিভাগের প্রধান অধ্যাপক অমল কুমার মন্ডল,বটানিকাল সার্ভে অব ইন্ডিয়ার ভারপ্রাপ্ত অধিকর্তা ডঃ প্রতিভা গুপ্তা। বাইট..১..ডঃ প্রতিভা গুপ্তা(ভারপ্রাপ্ত অধিকর্তা,বটানিকাল সার্ভে অব ইন্ডিয়া) ২..ওয়াকথ্রু 1909zg_hwh_galary_r
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Sept 19, 2025 11:16:52
Kolkata, West Bengal:এই মুহূর্তে নির্বাচন হচ্ছে না ভারতীয় ফুটবল ফেডারেশনে। ফেডারেশনের কাজ চালাবেন সভাপতি কল্যাণ চৌবের নেতৃত্বে কার্যকরী সমিতির সদস্যরাই। সংশোধিত সংবিধান নিয়ে নিজেদের নির্দেশে শুক্রবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। নতুন সংবিধান গ্রহণের জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে (AIFF) আগাম নির্বাচন প্রয়োজন নয়, আগামী চার সপ্তাহের মধ্যে এটি সম্পন্ন হওয়া উচিত বলে শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে। বিচারপতি পিএস নরসিমহা এবং জয়মাল্য বাগচীর বিশেষ বেঞ্চ অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাও দ্বারা প্রস্তুত খসড়া সংবিধান কিছু সংশোধনসহ অনুমোদন করেছে। আদালত পর্যবেক্ষণ করেছে যে বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ এখনও এক বছর বাকি (সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত), তাই নতুন নির্বাচন করার কোনো প্রয়োজন নেই। প্রাক্তন গোলরক্ষক কল্যাণ চৌবে ২০২২ সালের ২ সেপ্টেম্বর AIFF নির্বাচনে প্রাক্তন ভারত অধিনায়ক ভাইচুং ভুটিয়াকে ৩৩-১ ব্যবধানে পরাজিত করে প্রথম ফুটবলার হিসেবে সভাপতি নির্বাচিত হন। পাশাপাশি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ৩০ অক্টোবরের সময়সীমা মাথায় রেখে, যাতে কোনো নিষেধাজ্ঞা না আসে, কোর্ট AIFF-কে আগামী চার সপ্তাহের মধ্যে সাধারণ সভা আহ্বান করতে নির্দেশ দিয়েছে। অন্যান্য আবেদন এবং আদালত অবমাননার বিষয়গুলি আলাদাভাবে শুনানি হবে। AIFF আগামী মাসের মাঝামাঝি সময়ে সভা আহ্বান করতে পারে বলে আশা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক AIFF-এর এক কর্মকর্তা জানিয়েছেন এখন আমাদের সামনে খেলা এগিয়ে নিয়ে যাওয়ার একটি স্পষ্ট পথ রয়েছে। *দীর্ঘ আইনি লড়াই* ২০১৭ সালে দায়ের করা সংবিধান সংক্রান্ত মামলাটি আট বছর ধরে চলেছে, অবশেষে আদালত ৩০ এপ্রিল সংবিধান চূড়ান্ত করার রায় সংরক্ষণ করে। আদালত বিচারপতি রাওকে সংবিধান প্রস্তুত করার দায়িত্ব দেয় এবং আবেদনকারী রাহুল মেহরা ও অ্যামিকাস কিউরি গোপাল শঙ্করনারায়ণনসহ একাধিক সিনিয়র আইনজীবীর কাছ থেকে আপত্তি ও প্রস্তাব শুনে রায় সংরক্ষণ করে। এছাড়াও, রাজ্য ফুটবল সংস্থাগুলি এবং খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবে ভাইচুং ভুটিয়ার আপত্তিও শোনা হয়। নতুন সংবিধানে AIFF-এর নির্বাহী কমিটিতে ১৪ জন সদস্য থাকবে—একজন সভাপতি, দুইজন সহ-সভাপতি (একজন পুরুষ ও একজন মহিলা), একজন কোষাধ্যক্ষ এবং ১০ জন অন্যান্য সদস্য। এই ১০ জন সদস্যের মধ্যে পাঁচজন হবেন বিশিষ্ট খেলোয়াড়, যার মধ্যে দুইজন মহিলা অন্তর্ভুক্ত থাকবেন। এছাড়াও, নতুন সংবিধানে সভাপতিসহ পদাধিকারীদের অপসারণের জন্য অনাস্থা প্রস্তাবের বিধান রাখা হয়েছে, যা বর্তমান সংবিধানে ছিল না। জাতীয় ক্রীড়া শাসন আইন এবং অন্যান্য প্রাসঙ্গিক ধারা অনুযায়ী যোগ্যতার মানদণ্ডও নতুন সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে।
1
comment0
Report
PDPradyut Das
Sept 19, 2025 11:16:21
Jalpaiguri, West Bengal:2C 1908ZG_JAL_TOTO_POLICE_R জলপাইগুড়িতে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে টোটো চালকের সঙ্গে বচসা। ভাড়া নিয়ে বিবাদের জেরেই টোটো চালককে খুন কোচবিহারের বাসিন্দা হাওড়া জেলা থেকে গ্রেপ্তার অভিযুক্ত। টোটোর এবং মোবাইলের সূত্র ধরে হাওড়ার সাকরাইল থেকে জ্যোতির্ময় সরকার ও রত্না রায়কে গ্রেপ্তার করা হয়েছে। জলপাইগুড়িতে ই-রিকশা চালক শীতল রায়ের খুনের ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম রত্না রায় ও জ্যোতির্ময় সরকার। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানতে পারে পুলিশ। গত ২৯ আগস্ট কোতোয়ালি থানার অন্তর্গত খড়িয়া গ্রাম পঞ্চায়েতের জলপাইগুড়ি-হলদিবাড়ি রেল লাইনের পাশের একটি ডোবা থেকে ওই ই-রিকশা চালকের মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ। মৃতের পরিবার সূত্রে জানা যায় ২৭ তারিখ ভোরবেলা গোশালা মোড় থেকে যাত্রী নিয়ে যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন ই-রিকশা চালক শীতল রায়। পরবর্তীতে তাঁর মৃতদেহ উদ্ধার হয় ডোবার জলে। জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সৌভনিক মুখোপাধ্যায় বলেন, ধৃতদের জেরা করে জানা যায় সেদিন ভোরে মূলত ভাড়া নিয়ে বচসার জেরে ওই ই-রিকশা চালককে খুন করা হয়। থানায় মামলা দায়ের হ‌ওয়ার পর আমরা প্রথম ই-রিকশাটি উদ্ধার করতে সমর্থ হ‌ই। পরবর্তীতে মৃত ই-রিকশা চালকের মোবাইলের সূত্র ধরে হাওড়ার সাকরাইল থেকে জ্যোতির্ময় সরকার ও রত্না রায়কে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত খুনের কিনারা করেছে জলপাইগুড়ি পুলিশ। পুলিশের তদন্তে খুশি পরিবার। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন মৃতের পরিবার।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Sept 19, 2025 09:31:59
Baruipur, West Bengal:কপিটা সংশোধন করা হলো। টাকার কথা অস্বীকার এখন বলা হচ্ছে ওটা ডাটা সংগ্রহ করছে। বিজেপির তরফ থেকে করানো হচ্ছে এমনই অভিযোগ তৃণমূল নেতা মন্টু গাজীর। বাসন্তী থানায় এলাকায় একাধিক বাড়িতে রাজ্য সরকারের নামে সার্ভে পর ওই সব পরিবারদের কাছ থেকে ডেটা নিয়ে সরাসরি দিল্লি এক সংস্থাকে পাঠানোর অভিযোগে, এক মহিলা কে তৃণমূল নেতা আটক করে বাসন্তী থানার পুলিশ হাতে তুলে দেয়। এই ঘটনা এলাকায় ছড়ায় চাঞ্চল্য। তদন্তে পুলিশ। রাজ্য সরকারের তরফ থেকে সার্ভে করার অভিযোগে এক মহিলাকে আটক করে বাসন্তী থানার পুলিশের হাতে তুলে দিল এলাকার তৃণমূল নেতা ও কর্মীরা। স্থানীয় সূত্রে জানা যায় দক্ষিণ ২৪ পরগনা পরগণা বাসন্তীর থানার বিভিন্ন জায়গা এক মহিলা হাতে মোবাইল ও ট্যাব নিয়ে বাড়িতে বাড়িতে সার্ভে করতে বার হয়।সেই সব বাড়ির মহিলাদের সাথে বা পুরুষদের সাথে ওই মহিলা কথা বলে। সেখানে প্রশ্ন করে পাকিস্তান ভালো না ভারত? প্রশ্নের উত্তরে পাকিস্তান খারাপ ভারত ভালো। অমিত শাহ ভালো না রাজ্যের মুখ্যমন্ত্রী ভালো? অমিত সাহা খারাপ মুখ্যমন্ত্রী ভালো। পাকা বাড়ি না মাটির বাড়ি ? এরপর ওই পরিবারদের কাছ থেকে ডেটা নেওয়া হয়। সেই টাকা নিয়ে দিল্লির কোন সংস্থায় সরাসরি পাঠানো হয় বলে অভিযোগ। আরো জানা যায় যাদবপুরে এই সার্ভের অফিস। এমন ঘটনা এলাকার তৃণমূল নেতা রাজা গাজীর কাছে পৌঁছায় খবর। এরপর রাতে ঐ তৃণমূল নেতার কাছে স্থানীয়রা ওই মহিলাকে বাসন্তীর শিমুলতলা তৃণমূল কার্যালয়ের সামনে নিয়ে আসে একরকম আটক করে। এরপর বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চায় মহিলার কাছে ওই তৃণমূল নেতা রাজা গাজি। ধমকও দেওয়া হয় এই মহিলাকে। পরে কথার মধ্যে অসংগতি পাওয়ায় বাসন্তী থানার পুলিশকে খবর দিলে, পুলিশ ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। তবে এই সার্ভে কি কারনে হচ্ছে? মহিলার সাথে আরো কারা কারা আছে তা খতিয়ে দেখছে বাসন্তি থানার পুলিশ। এই ঘটনায় রাতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। 190925ZG-BAR-BASONTI-ATOK-R
0
comment0
Report
ANArnabangshu Neogi
Sept 19, 2025 09:31:46
Kolkata, West Bengal:* আদালতের নির্দেশ না মানায় রাজ্যের অর্থ সচিবের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট। * রুল জারি হলে নগরোন্নয়ন দপ্তরের সচিবের বিরুদ্ধেও। * রায়গঞ্জ পুরসভার ঠিকাদারদের বকেয়া ৮০ লাখ টাকা প্রায় ১৫ বছর ধরে না মেটানোয় এবার রুল জারি করল আদালত। * রুল জারি করল বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ। * ২০১০ সালে টেন্ডারের মাধ্যমে ৮০ লাখ টাকার কাজ করলেও এখনো টাকা মেলেনি বলে অভিযোগ। * পাশাপাশি, আদালতের একাধিক নির্দেশের পরও টাকা পাননি ঠিকাদার। * ১৪ জুলাই টাকা মেটানোর নির্দেশ দেয় আদালত। * সেই নির্দেশ এখনো কার্যকর হয়নি বলে অভিযোগ * ৩ রা নভেম্বর পরবর্তী শুনানি।
0
comment0
Report
Advertisement
Back to top