Back
Uttar Dinajpur733129blurImage

ইসলামপুর পৌরসভা ডেঙ্গু ও অন্যান্য পোকামাকড়বাহিত রোগ প্রতিরোধে 41 হাজার গাপ্পি মাছ অবমুক্ত করেছে

BHASKAR ROY
Aug 20, 2024 11:20:31
Kaliyaganj, West Bengal

ডেঙ্গু ও অন্যান্য পোকামাকড় বাহিত রোগ প্রতিরোধে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভা ৪১ হাজার গাপ্পি মাছ ছাড়ল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ইসলামপুর পৌরসভা পোকামাকড় বাহিত রোগ প্রতিরোধে নানা কর্মসূচি চালাচ্ছে। এ কর্মসূচির আওতায় মশার উপদ্রব রোধে পৌরসভার ১৭টি ওয়ার্ডের ড্রেন ও জলাশয়ে ৮২ হাজার গাপ্পি মাছ অবমুক্ত করা হবে।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com