Back
South 24 Parganas700150blurImage

পুলিশের সাথে রাখি বন্ধন উৎসব পালন করলেন বিধায়ক লাভলী মৈত্র

TATHAGATA CHAKRABORTY
Aug 19, 2024 10:38:16
Rajpur Sonarpur, West Bengal

সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলী মৈত্র সোনারপুর থানার পুলিশ কর্মীদের সাথে রাখি বন্ধন উৎসব পালন করেন। থানার আইসি ও অন্যান্য পুলিশ কর্মীদের রাখি পরিয়ে মিষ্টিমুখ করান তিনি। লাভলী মৈত্র জানান, পুলিশের জন্যই সবাই নিরাপদে থাকে, তাই প্রতি বছর তিনি পুলিশ কর্মীদের সাথে রাখি বন্ধন উৎসব পালন করেন। সোনারপুর মোড় ও বৈকন্ঠপুরসহ বিভিন্ন এলাকায়ও তিনি রাখি উৎসব পালন করেন।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com