Back
Purba Bardhaman713101blurImage

সেইসিনকেই ওপেন সাউথ বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ - ইন্ডিপেন্ডেস কাপ ২০২৪”

K Chakraborty
Aug 12, 2024 07:55:19
Bardhaman, West Bengal

বর্ধমান: বিশ্ব কারাতে ফেডারেশন রেফারি হানসি প্রেমজিৎ সেনের তত্ত্বাবধানে এবং দুর্গাপুর সেসিনকেই কারাতে অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে "সেসিঙ্কেই ওপেন সাউথ বেঙ্গল কারাতে চ্যাম্পিয়নশিপ - ইন্ডিপেন্ডেন্টস কাপ 2024" 11 আগস্ট, 2024 সালে দুর্গাপুরের সিধু কানহু ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলার মোট প্রায় 650 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com