Back
Purba Bardhaman713103blurImage

জামালপুরে আরজিকর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি

Partha Chowdhury
Aug 15, 2024 08:44:41
Bardhaman, West Bengal

বুধবার জামালপুর ব্লক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে আরজিকর ঘটনায় প্রতিবাদ জানাতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আশাকর্মী এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হয়। সাদিপুর স্বাস্থ্যকেন্দ্রে পদযাত্রা ও অবস্থান-বিক্ষোভ হয়। আন্দোলনকারীরা ঘটনার বিহিত দাবি করেন।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com