Back
Paschim Bardhaman713304blurImage

রাণীগঞ্জের ডাল পট্টি মোড়ে বাড়ির একাংশ ধসে পড়লে আতঙ্কিত স্থানীয় লোকজন

Basudeb Chatterjee
Aug 07, 2024 12:05:00
Asansol, West Bengal

আসানসোলের রানিগঞ্জের ডাল পট্টি মোড়ে অবস্থিত প্রায় 300 বছরের পুরনো জরাজীর্ণ বাড়ির একটি অংশ ধসে পড়ায় আতঙ্কে রয়েছেন আসানসোলের বাসিন্দারা। ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এসব বাড়ির বেশির ভাগই ধসে পড়েছে। বাসিন্দারা বারবার পুরসভাকে বিষয়টি জানালেও পুরসভা কোনও ব্যবস্থা নেয়নি। ওই বাড়ির বিভিন্ন অংশে প্রায় ২০ থেকে ২২টি পরিবার বসবাস করে। যারা প্রায় জরাজীর্ণ ওই বাড়িতে কাঠের পিলার বসিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলছে।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com