Back
Malda732101blurImage

মালদায় স্মার্ট পঞ্চায়েত পরিষেবা কর্মশালা: অনলাইনে সেবা বৃদ্ধির ওপর আলোচনা

Ranajoy Singha
Jul 29, 2024 14:31:38
Malda, West Bengal

মালদা কলেজ অডিটোরিয়ামে গ্রামীণ এলাকার মানুষের জন্য স্মার্ট পঞ্চায়েত পরিষেবা পৌঁছে দিতে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। জনপ্রতিনিধি, পঞ্চায়েত কর্মী ও আধিকারিকদের উপস্থিতিতে কর্মশালায় অনলাইন পরিষেবার উন্নতি নিয়ে আলোচনা হয়। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাপনায় ঘরে বসেই ট্যাক্স দেওয়া, প্ল্যান পাস, ট্রেড লাইসেন্সের আবেদন ইত্যাদি পরিষেবার ওপর জোর দেওয়া হয়। জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিক বিল্লোদল রায় এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com