Back
Dakshin Dinajpur733132blurImage

রাজ্য স্তরে জ্যবলিন থ্রো দুটি স্বর্ন পদক জয়ী হল কুশমন্ডি অনুপ্রীয়া

Dilder Ali
Aug 13, 2024 03:12:23
Kushmandi, West Bengal

দাদিনাজপুর জেলার কুশমান্ডি ব্লকের মানিকোর উচ্চ বিদ্যালয়ের 11 শ্রেনীর ছাত্রী অনুপ্রিয়া রায় রাজ্য স্তরে জ্যাভলিন নিক্ষেপে স্বর্ণপদক জিতে কুশমন্ডি গ্রামের গৌরব বয়ে আনল। আজ মানিক উচ্চ বিদ্যালয় একাদশ শ্রেণির ছাত্রী অনুপ্রিয়া রায়কে ফুলের তোড়া দিয়ে সম্মানিত করেছে। এদিন উপস্থিত ছিলেন মানিকোর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্ব রঞ্জন সরকার, ক্রিয়া শিক্ষক নির্লজ্জ সরকার, মানিকোর উচ্চ বিদ্যালয়ের প্রশিক্ষক কিরণ মাহাতো হারধন সরকার সহ আরও অনেকে।

1
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com