দঃদিনাজপুরে কুশমন্ডিতে ৭৬ বছরের সার্বজনীন দূর্গা প্রতিমার নিরঞ্জন, বিশাল পুলিশ প্রশাসনের উপস্থিতি
আর জি কর হাসপাতালে নিকৃষ্ট ঘটনা: কুশমন্ডিতে তৃণমূল কংগ্রেসের মিছিল
আর জি কর হাসপাতালে নিন্দনীয় ঘটনার প্রতিবাদে কুশমন্ডিতে তৃণমূল কংগ্রেসের ডাকে মহা মিছিল হয়। এই মিছিলে বিধায়িকা রেখা রায়, জেলা পরিষদ সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার, ব্লক সভাপতি করিমুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়।
কুশমন্ডি মানিকোর টাকা অভাবে চিকিৎসা করতে পারছেন না ছোট ছেলে অসহায় বাবা মা
দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের দেউল গ্রাম পঞ্চায়েতের মানিকোর এলাকার বাসিন্দা চন্দ্র কান্ত সরকারের ছেলে প্রীতম চন্দ্র সরকার দীর্ঘ আট বছর ধরে অসুস্থ। প্রীতমের একটি পা ফুলে উঠছে এবং অন্যটি ছোট হয়ে যাচ্ছে, যা দেখে গ্রামবাসীরা শিউরে উঠছেন। পরিবারের আর্থিক অসামর্থ্যের কারণে প্রীতমের সঠিক চিকিৎসা করাতে পারছেন না তার বাবা। সরকারি হাসপাতালে ঘুরেও তারা প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা পাননি। বর্তমানে পরিবারটি চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে।
রাজ্য স্তরে জ্যবলিন থ্রো দুটি স্বর্ন পদক জয়ী হল কুশমন্ডি অনুপ্রীয়া
দাদিনাজপুর জেলার কুশমান্ডি ব্লকের মানিকোর উচ্চ বিদ্যালয়ের 11 শ্রেনীর ছাত্রী অনুপ্রিয়া রায় রাজ্য স্তরে জ্যাভলিন নিক্ষেপে স্বর্ণপদক জিতে কুশমন্ডি গ্রামের গৌরব বয়ে আনল। আজ মানিক উচ্চ বিদ্যালয় একাদশ শ্রেণির ছাত্রী অনুপ্রিয়া রায়কে ফুলের তোড়া দিয়ে সম্মানিত করেছে। এদিন উপস্থিত ছিলেন মানিকোর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্ব রঞ্জন সরকার, ক্রিয়া শিক্ষক নির্লজ্জ সরকার, মানিকোর উচ্চ বিদ্যালয়ের প্রশিক্ষক কিরণ মাহাতো হারধন সরকার সহ আরও অনেকে।