Back
Birbhum731216blurImage

বীরভূমে আদিবাসী হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

Monotosh Chowdhury
Aug 20, 2024 10:43:19
Mallarpur, West Bengal

কলকাতার আরজিকর কাণ্ড ও বর্ধমানে প্রিয়াঙ্কা হাঁসদার হত্যার দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করে আজ বীরভূমে প্রতিবাদ মিছিল ও সড়ক অবরোধ করা হয়। পুলিশ ও প্রশাসনের উদাসনীতার অভিযোগকে সামনে রেখে আজ অর্থাৎ মঙ্গলবার বীরভূম জেলার বিভিন্ন প্রান্তজুড়ে প্রতিবাদ এবং ধিক্কার মিছিল পালন করা হয় ভারত জাকাত মাজ্ঞি পরগনা আদিবাসী সংগঠনের পক্ষ থেকে । কোটাসুর স্কুল মোড়ে সাঁইথিয়া-বহরমপুর রাজ্য সড়ক এবং মল্লারপুরের আম্বামোড়ে ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে শতাধিক আদিবাসী।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com