Back
Birbhum731301blurImage

উচকরণ গভর্মেন্ট স্পনসর্ড লাইব্রেরী তে শনিবার হয়ে গেল কাঞ্চন-শ্যামল সাহিত্য সভা

Subhadip Guin
Sept 08, 2024 04:20:53
Chandidas Nanur, West Bengal
নানুরের উচকরণ লাইব্রেরীতে শনিবার বিকেলে হয়ে গেল বিশেষ সাহিত্যের অনুষ্ঠান ও স্মৃতি সম্মাননা প্রদান। উল্লেখ্য, প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার উচকরন গভর্নমেন্ট স্পনসর্ড লাইব্রেরীতে অনুষ্ঠিত হয়ে থাকে কাঞ্চন-শ্যামল সাহিত্য সভা ও গুণীজনদের সম্মাননা দেওয়া হয়ে থাকে, এদিন শনিবারও তা অন্যথা হলো না। এলাকার কবি সাহিত্যিকদের নিয়ে হয়ে গেল বিশেষ অনুষ্ঠানটি।
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com