গ্রামে ২ হাজার ত্রাণ সামগ্রী বিতরণ: ক্ষতিগ্রস্তদের জন্য আশার আলো
গ্রামে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হল ২হাজার ত্রাণ সামগ্রী। সেগুলিকে আজ ব্লক নেতৃত্ব হাতে তুলে দেওয়া হয় আগামীকাল সেগুলি গ্রামের যে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার আছেন তাদের হাতে তুলে দেওয়া হবে। এদিন এই ত্রাণ সামগ্রিক দিতে এসে জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকালের স্পিড বোড উল্টে যাওয়া নিয়ে মন্তব্য করলেন:- যে, ওই স্পিডবোডে পাঁচ থেকে ৮ জনের বেশি চাপা যায় না সেখানে কিভাবে ১০জনের বেশি চাপলেন সেটা আমার জানা নেই, তাদের অবশ্যই লাইফ জ্যাকেট পড়া উচিত
বন্যা পরিদর্শনে লাভপুরে স্পিড বোট জলে উল্টে গেল
লাভপুরের ঠিবা অঞ্চলের সমগ্র এলাকার বন্যা পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে গিয়ে স্পিড বোডে করে সমগ্র ক্ষতিগ্রস্ত এলাকা সহ বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন জেলা শাসক, বিধায়ক, রাজ্য সভার সাংসদ, বোলপুরের সাংসদ সহ অন্যান্যরা। সেই স্পিড বোড টি বেশ কিছুক্ষণ যাওয়ার পর সন্ধ্যায় নামতেই হঠাৎ স্থানীয় দের থেকে খবর ওটা আছে। যে বোডে করে তার এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন সেই বোড টি উল্টে যায় এবং যারা ছিলেন বডে তারা সবাই ডুবে যায়, তারপরে স্থানীয়দের তৎপরতায় তাদের উদ্ধার করা হয়।
বন্যার কবলে লাভপুরের ঠিবা, প্রশাসনের তৎপরতা
এলাকাগুলিতে সৃষ্টি হয়েছে বন্যার পরিবেশ আর প্রবল বর্ষণের জেরেই বিভিন্ন জলধারা থেকে ছাড়া হচ্ছে জল আর যার ফলে লাভপুরের ঠিবা অঞ্চলের কাঁদরকূলা, বলরামপুর ইতিমধ্যেই বন্যা বিপর্যয়ের মধ্যে পড়েছেন। আর এই সমস্ত এলাকা খতিয়ে দেখতে ইতোমধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন জেলাশাসক বিধানরায়, SDPO রিকি আগরওয়াল,BDO শিশুতোষ প্রামাণিক, বিধায়ক বিধান চন্দ্র মাঝি সহ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকরা।এরই পাশাপাশি গ্রামবাসী যারা আছেন তাদেরকে ইতিমধ্যেই প্রশাসনিক আধিকারিকরা গ্রাম থেকে বের করে নিয়ে আসছেন
প্রবল বর্ষণের জেরে নানুরের চারকলগ্ৰামে বাড়ি ভেঙে বাড়ির দেওয়াল
লাগাতার বর্ষণের জেরে এবার ভেঙে পড়লো মাটির দোতলা বশত বাড়ি, গতকাল রাত্রি নাগাদ নানুরের চারকলগ্রাম অঞ্চলের মুরুন্দী গ্রামের ঘটনায় আহত শিশুসহ জনা চারেক। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসার জন্য কোলকাতা নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে, বাকিদের চিকিৎসা চলছে বোলপুর মহাকুমা হাসপাতালে। এদিকে আজ সোমবার ঘটনার খবর পেতেই এদিন দুপুর নাগাদ সংশ্লিষ্ট গ্রামে পৌঁছে যান জেলা পরিষদের সভাধিপতি,নানুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য রা।
লাভপুরের ঠিবা অঞ্চলের কাঁদরকুলা গ্ৰাম যাওয়ার রাস্তা ডুবে গেল
ফের বন্যাশঙ্কা জেলার বিভিন্ন প্রান্তে, আশঙ্কাজনক পরিস্থিতির সম্মুখীন লাভপুরের কুয়ে অববাহিকার বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই স্থলপথে যোগাযোগ বিচ্ছিন্ন কীর্ণাহার ও ঠিবা অঞ্চলের মূল অংশের। নদীকুল ছাপিয়ে কার্যত জল বইছে বাঁধের কিনারায় কিনারায়। স্বভাবতই আতঙ্কে সাধারণ মানুষ। সব থেকে শোচনীয় অবস্থা কাঁন্দরকুলা গ্রামবাসীদের।কারণ এই গ্রামটি সম্পূর্ণরূপে নদীবাঁধ দ্বারা বেষ্টিত আর তাই এখানে বাঁধ ভাঙলে কার্যত ধূলিসাৎ হয়ে যেতে পারে গ্রামটির একাকংশ, অতীতে যা ঘটেছে বারবার।
প্রবল বৃষ্টির জেরে ডুবে গেল কীর্ণাহারে পরোটা গ্ৰামে মা সারদা মডেল স্কুল
বৃষ্টির কারণে জেলা জুড়ে জনজীবন বিপর্যস্ত!
গভীর নিম্নচাপের ফলে টানা বৃষ্টির জেরে কীর্ণাহারে ভাঙলো গাছ
এবার লাভপুরের দাঁড়কা অঞ্চলে BJPছেড়ে ২০০টি পরিবার তৃণমূলে যোগদান করলেন
গত লোকসভা নির্বাচনে এই দাঁড়কা গ্রামের তিনটি বুথের মধ্যে দুইটি বুথে বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা তৃণমূলের থেকে বেশি ছিল। তাই লাভপুর ব্লকের দাঁড়কা গ্রাম থেকেই ২০০টি বিজেপি পরিবারকে নিজেদের সাথে যুক্ত করল তৃণমূল কংগ্রেস,তার ফলে আগামীতে এলাকার সংগঠন আরোও মজবুত করতে শাসকদল তৃণমূলে কংগ্রেসে যোগ দিলেন ২০০টি বিজেপি পরিবার। যদিও এই যোগদান সভায় দাঁড়কা অঞ্চলের বিজেপির বুথ সভাপতি বিশ্বজিৎ মন্ডল ও ৩টি বুথের এজেন্ট কাজল রায়ের মতো ব্যক্তিদের নাম থাকলেও কিন্তু যোগদান সভায় দেখা গেল না তাদের।
গভীর নিম্ন চাপের জেরে জেলা জুড়ে শুরু হয়েছে ভারি বৃষ্টি প্রভাব পড়লো কীর্ণাহারেও
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী গতকাল শুক্রবার থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জুড়ে। শুক্রবার দুপুর থেকেই বদলাতে শুরু করেছে আবহাওয়া। আর আজ শনিবার সকাল হতেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে দুর্যোগ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলছে এই বৃষ্টি।বাদ গেল না বীরভূম ও। এদিন বীরভূমের কীর্ণাহারেও সকাল থেকে টানা সন্ধ্যা পর্যন্ত মুষলধারে চলছে বৃষ্টি যদিও সন্ধ্যার পর থেকে কিছুটা কমেছে বৃষ্টির পরিমাণ এদিন সন্ধ্যায় কীর্ণাহার বাজার এলাকায় এমনই ছবি ধরা পরল।
সীতারাম ইয়েচুরি স্মৃতির উদ্দেশ্যে নানুরে হয়ে গেল স্মরণ সভা
গতকালই প্রয়াত হয়েছেন সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সেই আজ অর্থাৎ শুক্রবার বিকেলে তার স্মৃতির উদ্দেশ্যে নানুরের সিপিআইএমের দলীয় কার্যালয়ে আয়োজিত হল একটি স্মরণসভার। এই স্মরণ সভার মধ্য দিয়ে প্রথমে সীতারাম ইয়েচুরি প্রতীকৃতিতে মাল্য দানের মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়, পাশাপাশি সেই শ্রদ্ধা জানানোর পর বেশ কিছুক্ষণ তার স্মৃতির উদ্দেশ্যে করা হয় স্মরণসভা।
হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিলো নানুর থানার পুলিশ
সুকন্যা মণ্ডলের জামিন পেতেই নানুরের আটকুলা গ্ৰামে আয়োজিত হলো খাওয়া দাওয়া
গত মঙ্গলবার অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মন্ডলের জামিনের খবর প্রকাশ পেতেই রীতিমতো উল্লসিত অনুব্রত মণ্ডলের অনুগামীরা তাদের আশা খুব শীঘ্রই তিনি সবকটি মামলাতেই জামিন পেয়ে ফিরে আসবেন। এদিকে অনুব্রত পন্থী তৃণমূল নেতা কেরিম খানের অনুগামীরা নানুরের বাসাপাড়ার আটকুলা গ্রামে রীতিমতো খাওয়া-দাওয়ার আয়োজন করে ফেললো মঙ্গলবার রাতেই। সেখানেই শ-চারেক কেরিম অনুগামী তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা একত্রিত হয়ে এই খাওয়া-দাওয়ার আয়োজন করেছিল।
রাধা অষ্টমী উপলক্ষে বুধবার কীর্ণাহার পাট বাড়িতে হয়ে গেল বিশেষ পুজো
আজ, বুধবার রাধা অষ্টমী উপলক্ষে কীর্ণাহার চণ্ডীদাস পাট বাড়িতে বৈষ্ণণব মতে বিশেষ পুজোর আয়োজন করা হয়। ভক্তদের সমাগম ছিল ব্যাপক। দুপুরে রাধা-কৃষ্ণের মূর্তির সামনে বিশেষ অন্ন ভোগ নিবেদন করা হয়, যার মধ্যে ছিল পোলাও, পাঁচ রকম ভাজা, তালের বড়া, লুচি, সবজি, পায়েস এবং মিষ্টি। পুজো শেষে আরতির মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় এবং ভক্তদের জন্য অন্ন ভোগের ব্যবস্থা করা হয়।
বৃহস্পতিবার কীর্ণাহার সাব স্টেশন মেনটেনশনের জন্য কীর্ণাহার এলাকায় বন্ধ থাকবে বিদ্যুৎ পরিষেবা
কীর্ণাহারে ২ সিভিক ভলেন্টিয়ার তৎপরতায় এবার প্রাণে বাঁচলো এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ
কীর্ণাহার উত্তরপাড়ার ৭৫ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ বাঁটুল দোলুই বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে লাভপুর যাচ্ছিলেন। পথে সিউড়ি কাটোয়া রাজ্য সড়কে আহত অবস্থায় পড়ে থাকেন। কীর্ণাহার থানার দুই সিভিক ভলেন্টিয়ার, পলাশ মণ্ডল ও জগন্নাথ গড়াই, বৃদ্ধকে উদ্ধার করে কীর্ণাহার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। বৃদ্ধের ওপর নজর পড়ার পর সিভিক ভলেন্টিয়াররা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে কীর্ণাহার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসার পর, তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
পরোটা গ্ৰামে গ্রামে মঞ্চস্থ হলো হারানো বোলান গানের নাটক
সমাজ বন্ধু অমরচাঁদ কুণ্ডুর ৭১-তম জন্মদিন উপলক্ষে সারাদিন ব্যাপি কীর্ণাহারের পরোটা গ্ৰামে বিভিন্ন সাংস্কৃতিক মূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহা সমারোহে উদযাপিত হলো সমাজ বন্ধু অমরচাঁদ কুণ্ডুর জন্মদিন। এহেন মূল নাটকটির নির্দেশনা হিসেবে ছিলেন বিশিষ্ট নাট্যকার সুব্রত ঘটক।যদিও সম্পূর্ণ নাটক টি পরোটা ড্রামাটিক ক্লাবের বর্ষপূর্তি অনুষ্ঠানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে অনুষ্ঠিত হয় নি।পরবর্তী তে সোমবার সমাজ বন্ধু অমরচাঁদ কুণ্ডুর জন্মদিন উদযাপনের মূল মঞ্চেই মঞ্চস্থ হলো নাটকটি
সমাজ বন্ধু অমরচাঁদ কুণ্ডুর ৭১-তম জন্মদিন উদযাপন হয়ে গেল পরোটা গ্ৰামে
আজ সোমবার কীর্ণাহারে বিশিষ্ট সমাজকর্মী অমর চাঁদ কুণ্ডুর ৭১ তম জন্মদিন উদযাপন করা হয়। সকালে অমর চাঁদ কুণ্ডু মা ভদ্রকালী মন্দিরে পুজো দেন এবং পরে কীর্ণাহার চৌরাস্তা মোড়ে স্থানীয়রা তাকে বিশেষ সংবর্ধনা জানান। এরপর একটি শোভাযাত্রা সহকারে তিনি পরোটা গ্রামের মহাপ্রভু মন্দিরে যান এবং মহাপ্রভুর আশীর্বাদ নেন। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য পরোটা ড্রামাটিক ক্লাবের মঞ্চে উপস্থিত থাকবেন।
২০০ জন বিজেপি সমর্থক তৃণমূলে যোগদান, কীর্ণাহারে নাগাদ বিজেপি সংগঠনিক জেলা সভাপতির সন্যাসী বক্তব্য
R.G কর কাণ্ডের প্রতিবাদে রবিবার কীর্ণাহারে স্ট্রিট কর্নার করলেন বিজেপি কর্মী সমর্থকরা
বীরভূমের লাভপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দান করলেন ২০০ জন বিজেপি সমর্থক
বীরভূমের লাভপুরে বিজেপি ছেড়ে ২০০ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহার হাত ধরে।। এবার লাভপুরের ইন্দাশ পঞ্চায়েতের দোনাইপুর গ্ৰামের ২০০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দান করলেন, দীর্ঘদিন ধরে বিজেপি কর্মীরা বঞ্চিত থাকার ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আজ তার তৃণমূলে যোগদান করলেন।আগামী দিনে ওই দোনাইপুর গ্ৰামের মানুষেরা নতুন করে আসার আলো দেখছেন। যার ফলে বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে বাধ্য হলেন।
উচকরণ গভর্মেন্ট স্পনসর্ড লাইব্রেরী তে শনিবার হয়ে গেল কাঞ্চন-শ্যামল সাহিত্য সভা
R.G কর কাণ্ডের প্রতিবাদে কীর্ণাহারের স্থানীয় বাসিন্দারা একটি প্রতিবাদ মিছিল করলেন
কীর্ণাহারে ফেউগ্ৰামে CSP কেন্দ্রে চুরির ঘটনায় শুক্রবার প্রকাশ্যে এলো CCTV ফুটেজ
কীর্ণাহারের ফেউগ্ৰামে ভারতীয় স্টেট ব্যাংকের একটি C.S.P কেন্দ্রে দুঃসাহসিক চুরির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার রাতে সেবা কেন্দ্র বন্ধ করে বাড়ি চলে যান অপারেটর সুব্রত ঘোষ ও তার সহকর্মী প্রবীর ঘোষ। শুক্রবার সকালে সুব্রত ঘোষের স্ত্রী দেখেন দরজা ভাঙা। ধারণা করা হচ্ছে, চুরিটি শুক্রবার ভোরে ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, যদিও ভিডিওটির সত্যতা এখনও যাচাই করা হয়নি।