Back
Subhadip Guin
Birbhum731303blurImage

গ্রামে ২ হাজার ত্রাণ সামগ্রী বিতরণ: ক্ষতিগ্রস্তদের জন্য আশার আলো

Subhadip GuinSubhadip GuinSept 20, 2024 07:28:23
Labpur, West Bengal:

গ্রামে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হল ২হাজার ত্রাণ সামগ্রী। সেগুলিকে আজ ব্লক নেতৃত্ব হাতে তুলে দেওয়া হয় আগামীকাল সেগুলি গ্রামের যে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার আছেন তাদের হাতে তুলে দেওয়া হবে। এদিন এই ত্রাণ সামগ্রিক দিতে এসে জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকালের স্পিড বোড উল্টে যাওয়া নিয়ে মন্তব্য করলেন:- যে, ওই স্পিডবোডে পাঁচ থেকে ৮ জনের বেশি চাপা যায় না সেখানে কিভাবে ১০জনের বেশি চাপলেন সেটা আমার জানা নেই, তাদের অবশ্যই লাইফ জ্যাকেট পড়া উচিত

1
Report
Birbhum731303blurImage

বন্যা পরিদর্শনে লাভপুরে স্পিড বোট জলে উল্টে গেল

Subhadip GuinSubhadip GuinSept 19, 2024 08:10:37
Labpur, West Bengal:

লাভপুরের ঠিবা অঞ্চলের সমগ্র এলাকার বন্যা পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে গিয়ে স্পিড বোডে করে সমগ্র ক্ষতিগ্রস্ত এলাকা সহ বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন জেলা শাসক, বিধায়ক, রাজ্য সভার সাংসদ, বোলপুরের সাংসদ সহ অন্যান্যরা। সেই স্পিড বোড টি বেশ কিছুক্ষণ যাওয়ার পর সন্ধ্যায় নামতেই হঠাৎ স্থানীয় দের থেকে খবর ওটা আছে। যে বোডে করে তার এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন সেই বোড টি উল্টে যায় এবং যারা ছিলেন বডে তারা সবাই ডুবে যায়, তারপরে স্থানীয়দের তৎপরতায় তাদের উদ্ধার করা হয়। 

1
Report
Birbhum731303blurImage

বন্যার কবলে লাভপুরের ঠিবা, প্রশাসনের তৎপরতা

Subhadip GuinSubhadip GuinSept 17, 2024 05:46:46
Labpur, West Bengal:

এলাকাগুলিতে সৃষ্টি হয়েছে বন্যার পরিবেশ আর প্রবল বর্ষণের জেরেই বিভিন্ন জলধারা থেকে ছাড়া হচ্ছে জল আর যার ফলে লাভপুরের ঠিবা অঞ্চলের কাঁদরকূলা, বলরামপুর ইতিমধ্যেই বন্যা বিপর্যয়ের মধ্যে পড়েছেন। আর এই সমস্ত এলাকা খতিয়ে দেখতে ইতোমধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন জেলাশাসক বিধানরায়, SDPO রিকি আগরওয়াল,BDO শিশুতোষ প্রামাণিক, বিধায়ক বিধান চন্দ্র মাঝি সহ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকরা।এরই পাশাপাশি গ্রামবাসী যারা আছেন তাদেরকে ইতিমধ্যেই প্রশাসনিক আধিকারিকরা গ্রাম থেকে বের করে নিয়ে আসছেন

1
Report
Birbhum731301blurImage

প্রবল বর্ষণের জেরে নানুরের চারকলগ্ৰামে বাড়ি ভেঙে বাড়ির দেওয়াল

Subhadip GuinSubhadip GuinSept 17, 2024 05:01:31
Chandidas Nanur, West Bengal:

লাগাতার বর্ষণের জেরে এবার ভেঙে পড়লো মাটির দোতলা বশত বাড়ি, গতকাল রাত্রি নাগাদ নানুরের চারকলগ্রাম অঞ্চলের মুরুন্দী গ্রামের ঘটনায় আহত শিশুসহ জনা চারেক। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসার জন্য কোলকাতা নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে, বাকিদের চিকিৎসা চলছে বোলপুর মহাকুমা হাসপাতালে। এদিকে আজ সোমবার ঘটনার খবর পেতেই এদিন দুপুর নাগাদ সংশ্লিষ্ট গ্রামে পৌঁছে যান জেলা পরিষদের সভাধিপতি,নানুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য রা। 

0
Report
Birbhum731303blurImage

লাভপুরের ঠিবা অঞ্চলের কাঁদরকুলা গ্ৰাম যাওয়ার রাস্তা ডুবে গেল

Subhadip GuinSubhadip GuinSept 17, 2024 04:55:11
Labpur, West Bengal:

ফের বন্যাশঙ্কা জেলার বিভিন্ন প্রান্তে, আশঙ্কাজনক পরিস্থিতির সম্মুখীন লাভপুরের কুয়ে অববাহিকার বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই স্থলপথে যোগাযোগ বিচ্ছিন্ন কীর্ণাহার ও ঠিবা অঞ্চলের মূল অংশের। নদীকুল ছাপিয়ে কার্যত জল বইছে বাঁধের কিনারায় কিনারায়। স্বভাবতই আতঙ্কে সাধারণ মানুষ। সব থেকে শোচনীয় অবস্থা কাঁন্দরকুলা গ্রামবাসীদের।কারণ এই গ্রামটি সম্পূর্ণরূপে নদীবাঁধ দ্বারা বেষ্টিত আর তাই এখানে বাঁধ ভাঙলে কার্যত ধূলিসাৎ হয়ে যেতে পারে গ্রামটির একাকংশ, অতীতে যা ঘটেছে বারবার।

0
Report
Birbhum731302blurImage

প্রবল বৃষ্টির জেরে ডুবে গেল কীর্ণাহারে পরোটা গ্ৰামে মা সারদা মডেল স্কুল

Subhadip GuinSubhadip GuinSept 17, 2024 04:53:45
Kirnahar, West Bengal:
গতকালের পর আজও লাগাতার প্রবল বর্ষণের জেরে কীর্ণাহারের পরোটা গ্ৰাম এলাকায় বিঘার পর বিঘা চাষের জমিতে বাড়ছে জল, এমনি পরোটা ও মিরাটি সংলগ্ন এলাকায় অবস্থিত একটি বেসরকারি স্কুল সেটিও ইতিমধ্যেই জলে ঢুবতে শুরু করেছে। যার ফলে চিন্তার ভাঁজ পড়েছে স্কুল পড়ুয়া থেকে এলাকাবাসী দের।বাড়ছে জল বাড়ার আশঙ্কা, প্রশাসনের তরফে করা হচ্ছে সতর্ক।
0
Report
Birbhum731302blurImage

বৃষ্টির কারণে জেলা জুড়ে জনজীবন বিপর্যস্ত!

Subhadip GuinSubhadip GuinSept 16, 2024 07:57:11
Parota, West Bengal:
উল্লেখ্য, গতকালের পর আজ রবিবার ও দিনভর জেলা জুড়েই চলছে ভারি বৃষ্টিপাত এদিন জেলার জনবহুল এলাকা বসতি হীন প্রয়োজন ছাড়া কেউই বৃষ্টির কারণে বাড়ির বাইরে বের হননি। যার প্রভাব পড়তে দেখা গেল কীর্ণাহার এলাকাতেও। পাশাপাশি এদিন সকালে সিউড়ি তিলপাড়া ব্যারেজ থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ার ফলে নানুর কীর্ণাহার এলাকার বেশ কিছু গ্ৰাম ফের বন্যার মুখে পড়ার আশঙ্কা করছেন। এরই পাশাপাশি এদিন সন্ধ্যা নাগাদ কীর্ণাহারে পরোটা থেকে মিরাটি যাওয়ার রাস্তার উপর বিঘার পর বিঘা ধান চাষের জমি জলের তলায় মাথায় হাত চাষিদের।
0
Report
Birbhum731302blurImage

গভীর নিম্নচাপের ফলে টানা বৃষ্টির জেরে কীর্ণাহারে ভাঙলো গাছ

Subhadip GuinSubhadip GuinSept 16, 2024 07:56:30
Kirnahar, West Bengal:
গতকাল শনিবার থেকে আজ রবিবার টানা ভারী বৃষ্টির জেরে এদিন দুপুর নাগাদ কীর্ণাহার থানা সংলগ্ন এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্রের সামনে ভেঙে পড়ল আস্ত একটি গাছ যদিও সেই সময়ই ওই রাস্তার ধারে কাছে কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এই বিষয়ে কীর্ণাহার ১নং গ্ৰাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করে হলে তিনি অবশ্য জানান- ঘটনার খবর আমার কানে আসতেই আমি আমাদের পঞ্চায়েতের যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদেরকে বিষয়টি দেখার জন্য বলছি।
0
Report
Birbhum731303blurImage

এবার লাভপুরের দাঁড়কা অঞ্চলে BJPছেড়ে ২০০টি পরিবার তৃণমূলে যোগদান করলেন

Subhadip GuinSubhadip GuinSept 15, 2024 10:19:14
Labpur, West Bengal:

গত লোকসভা নির্বাচনে এই দাঁড়কা গ্রামের তিনটি বুথের মধ্যে দুইটি বুথে বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা তৃণমূলের থেকে বেশি ছিল। তাই লাভপুর ব্লকের দাঁড়কা গ্রাম থেকেই ২০০টি বিজেপি পরিবারকে নিজেদের সাথে যুক্ত করল তৃণমূল কংগ্রেস,তার ফলে আগামীতে এলাকার সংগঠন আরোও মজবুত করতে শাসকদল তৃণমূলে কংগ্রেসে যোগ দিলেন ২০০টি বিজেপি পরিবার। যদিও এই যোগদান সভায় দাঁড়কা অঞ্চলের বিজেপির বুথ সভাপতি বিশ্বজিৎ মন্ডল ও ৩টি বুথের এজেন্ট কাজল রায়ের মতো ব্যক্তিদের নাম থাকলেও কিন্তু যোগদান সভায় দেখা গেল না তাদের। 

0
Report
Birbhum731302blurImage

গভীর নিম্ন চাপের জেরে জেলা জুড়ে শুরু হয়েছে ভারি বৃষ্টি প্রভাব পড়লো কীর্ণাহারেও

Subhadip GuinSubhadip GuinSept 15, 2024 02:55:44
Kirnahar, West Bengal:

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী গতকাল শুক্রবার থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জুড়ে। শুক্রবার দুপুর থেকেই বদলাতে শুরু করেছে আবহাওয়া। আর আজ শনিবার সকাল হতেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে দুর্যোগ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলছে এই বৃষ্টি।বাদ গেল না বীরভূম ও। এদিন বীরভূমের কীর্ণাহারেও সকাল থেকে টানা সন্ধ্যা পর্যন্ত মুষলধারে চলছে বৃষ্টি যদিও সন্ধ্যার পর থেকে কিছুটা কমেছে বৃষ্টির পরিমাণ এদিন সন্ধ্যায় কীর্ণাহার বাজার এলাকায় এমনই ছবি ধরা পরল।

0
Report
Birbhum731301blurImage

সীতারাম ইয়েচুরি স্মৃতির উদ্দেশ্যে নানুরে হয়ে গেল স্মরণ সভা

Subhadip GuinSubhadip GuinSept 14, 2024 02:10:34
Chandidas Nanur, West Bengal:

গতকালই প্রয়াত হয়েছেন সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সেই আজ অর্থাৎ শুক্রবার বিকেলে তার স্মৃতির উদ্দেশ্যে নানুরের সিপিআইএমের দলীয় কার্যালয়ে আয়োজিত হল একটি স্মরণসভার। এই স্মরণ সভার মধ্য দিয়ে প্রথমে সীতারাম ইয়েচুরি প্রতীকৃতিতে মাল্য দানের মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়, পাশাপাশি সেই শ্রদ্ধা জানানোর পর বেশ কিছুক্ষণ তার স্মৃতির উদ্দেশ্যে করা হয় স্মরণসভা।

0
Report
Birbhum731301blurImage

হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিলো নানুর থানার পুলিশ

Subhadip GuinSubhadip GuinSept 14, 2024 02:09:03
Chandidas Nanur, West Bengal:
হারিয়ে যাওয়ার পর এক সপ্তাহের মধ্যে মোবাইল উদ্ধার, আর দশ দিনের মাথায় নিজের মোবাইল ফিরে পেলেন নানুর থানার সাওতা গ্রামের পাপিয়া কর্মকার। উল্লেখ্য সেপ্টেম্বরে তিন তারিখে তার একটি স্মার্টফোন হারিয়ে যায় আর তারপরেই নানুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি আর এরপরেই পুলিশের তৎপরতায় উদ্ধার হয় মোবাইল আর শেষমেষ দশ দিনের মাথায় নানুর থানার পুলিশের পক্ষ থেকে আজ শুক্রবার দুপুরে হারিয়ে যাওয়া মোবাইলটি ফিরিয়ে দেওয়া হলো পাপিয়া কর্মকারের কাছে,আর পুলিশের এহেন তৎপরতাই রীতিমতো খুশি তিনি।
0
Report
Birbhum731301blurImage

সুকন্যা মণ্ডলের জামিন পেতেই নানুরের আটকুলা গ্ৰামে আয়োজিত হলো খাওয়া দাওয়া

Subhadip GuinSubhadip GuinSept 13, 2024 05:33:12
Chandidas Nanur, West Bengal:

গত মঙ্গলবার অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মন্ডলের জামিনের খবর প্রকাশ পেতেই রীতিমতো উল্লসিত অনুব্রত মণ্ডলের অনুগামীরা তাদের আশা খুব শীঘ্রই তিনি সবকটি মামলাতেই জামিন পেয়ে ফিরে আসবেন। এদিকে অনুব্রত পন্থী তৃণমূল নেতা কেরিম খানের অনুগামীরা নানুরের বাসাপাড়ার আটকুলা গ্রামে রীতিমতো খাওয়া-দাওয়ার আয়োজন করে ফেললো মঙ্গলবার রাতেই। সেখানেই শ-চারেক কেরিম অনুগামী তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা একত্রিত হয়ে এই খাওয়া-দাওয়ার আয়োজন করেছিল। 

0
Report
Birbhum731302blurImage

রাধা অষ্টমী উপলক্ষে বুধবার কীর্ণাহার পাট বাড়িতে হয়ে গেল বিশেষ পুজো

Subhadip GuinSubhadip GuinSept 12, 2024 11:56:33
Kirnahar, West Bengal:

আজ, বুধবার রাধা অষ্টমী উপলক্ষে কীর্ণাহার চণ্ডীদাস পাট বাড়িতে বৈষ্ণণব মতে বিশেষ পুজোর আয়োজন করা হয়। ভক্তদের সমাগম ছিল ব্যাপক। দুপুরে রাধা-কৃষ্ণের মূর্তির সামনে বিশেষ অন্ন ভোগ নিবেদন করা হয়, যার মধ্যে ছিল পোলাও, পাঁচ রকম ভাজা, তালের বড়া, লুচি, সবজি, পায়েস এবং মিষ্টি। পুজো শেষে আরতির মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় এবং ভক্তদের জন্য অন্ন ভোগের ব্যবস্থা করা হয়।

0
Report
Birbhum731302blurImage

বৃহস্পতিবার কীর্ণাহার সাব স্টেশন মেনটেনশনের জন্য কীর্ণাহার এলাকায় বন্ধ থাকবে বিদ্যুৎ পরিষেবা

Subhadip GuinSubhadip GuinSept 12, 2024 04:44:16
Kirnahar, West Bengal:
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা 2 টো পর্যন্ত কীর্ণাহার সাব স্টেশনের মেনটেনেন্সের কাজের জন্য কীর্ণাহার এলাকার সমস্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকিবে। এই কাজে সহযোগিতা করার জন্য এলাকার সমস্ত জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে। আজ বুধবার এমনি এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এদিন বিকেল নাগাদ কিন্নাহারে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে লাউড স্পিকারে করে মাইকিং করতে দেখা গেল।
0
Report
Birbhum731302blurImage

কীর্ণাহারে ২ সিভিক ভলেন্টিয়ার তৎপরতায় এবার প্রাণে বাঁচলো এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ

Subhadip GuinSubhadip GuinSept 11, 2024 07:19:18
Kirnahar, West Bengal:

কীর্ণাহার উত্তরপাড়ার ৭৫ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ বাঁটুল দোলুই বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে লাভপুর যাচ্ছিলেন। পথে সিউড়ি কাটোয়া রাজ্য সড়কে আহত অবস্থায় পড়ে থাকেন। কীর্ণাহার থানার দুই সিভিক ভলেন্টিয়ার, পলাশ মণ্ডল ও জগন্নাথ গড়াই, বৃদ্ধকে উদ্ধার করে কীর্ণাহার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। বৃদ্ধের ওপর নজর পড়ার পর সিভিক ভলেন্টিয়াররা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে কীর্ণাহার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসার পর, তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

0
Report
Birbhum731302blurImage

পরোটা গ্ৰামে গ্রামে মঞ্চস্থ হলো হারানো বোলান গানের নাটক

Subhadip GuinSubhadip GuinSept 10, 2024 04:54:31
Kirnahar, West Bengal:

সমাজ বন্ধু অমরচাঁদ কুণ্ডুর ৭১-তম জন্মদিন উপলক্ষে সারাদিন ব্যাপি কীর্ণাহারের পরোটা গ্ৰামে বিভিন্ন সাংস্কৃতিক মূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহা সমারোহে উদযাপিত হলো সমাজ বন্ধু অমরচাঁদ কুণ্ডুর জন্মদিন। এহেন মূল নাটকটির নির্দেশনা হিসেবে ছিলেন বিশিষ্ট নাট্যকার সুব্রত ঘটক।যদিও সম্পূর্ণ নাটক টি পরোটা ড্রামাটিক ক্লাবের বর্ষপূর্তি অনুষ্ঠানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে অনুষ্ঠিত হয় নি।পরবর্তী তে সোমবার সমাজ বন্ধু অমরচাঁদ কুণ্ডুর জন্মদিন উদযাপনের মূল মঞ্চেই মঞ্চস্থ হলো নাটকটি

0
Report
Birbhum731302blurImage

সমাজ বন্ধু অমরচাঁদ কুণ্ডুর ৭১-তম জন্মদিন উদযাপন হয়ে গেল পরোটা গ্ৰামে

Subhadip GuinSubhadip GuinSept 09, 2024 09:21:51
Kirnahar, West Bengal:

আজ সোমবার কীর্ণাহারে বিশিষ্ট সমাজকর্মী অমর চাঁদ কুণ্ডুর ৭১ তম জন্মদিন উদযাপন করা হয়। সকালে অমর চাঁদ কুণ্ডু মা ভদ্রকালী মন্দিরে পুজো দেন এবং পরে কীর্ণাহার চৌরাস্তা মোড়ে স্থানীয়রা তাকে বিশেষ সংবর্ধনা জানান। এরপর একটি শোভাযাত্রা সহকারে তিনি পরোটা গ্রামের মহাপ্রভু মন্দিরে যান এবং মহাপ্রভুর আশীর্বাদ নেন। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য পরোটা ড্রামাটিক ক্লাবের মঞ্চে উপস্থিত থাকবেন।

1
Report
Birbhum731302blurImage

২০০ জন বিজেপি সমর্থক তৃণমূলে যোগদান, কীর্ণাহারে নাগাদ বিজেপি সংগঠনিক জেলা সভাপতির সন্যাসী বক্তব্য

Subhadip GuinSubhadip GuinSept 09, 2024 05:08:55
Kirnahar, West Bengal:
রবিবার লাভপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন ২০০ জন বিজেপি সমর্থক আর সেই এদিন সন্ধ্যা ৮ টা নাগাদ কীর্ণাহারে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্যাসী চরণ মণ্ডল বললেন:- বর্তমানে পশ্চিমবঙ্গে যে ভাবে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এই দুর্নীতি কে আড়াল করার জন্য তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি সেই আড়াল করার জন্যই এই ধরনের প্রচার করছে।
0
Report
Birbhum731302blurImage

R.G কর কাণ্ডের প্রতিবাদে রবিবার কীর্ণাহারে স্ট্রিট কর্নার করলেন বিজেপি কর্মী সমর্থকরা

Subhadip GuinSubhadip GuinSept 09, 2024 05:01:43
Kirnahar, West Bengal:
রবিবার সন্ধ্যা নাগাদ আর জি কর কাণ্ডের প্রতিবাদে এদিন রাজ্য জুড়ে পথে নামলো বিজেপির কর্মী সমর্থকরা। সেই মতো এদিন সন্ধ্যা নাগাদ কীর্ণাহার হাইস্কুল মোড়, বাসস্ট্যান্ড ও চৌরাস্তা মোড়ে বিজেপির তরফে আর জি কর কাণ্ডের প্রতিবাদে স্ট্রিট কর্নারের মধ্য দিয়ে হয়ে গেল একটি প্রতিবাদ সমাবেশ। উপস্থিত ছিলেন- বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্যাসী চরণ মণ্ডল সহ অন্যান্য নেতৃত্বরা।
1
Report
Birbhum731303blurImage

বীরভূমের লাভপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দান করলেন ২০০ জন বিজেপি সমর্থক

Subhadip GuinSubhadip GuinSept 08, 2024 14:29:36
Labpur, West Bengal:

বীরভূমের লাভপুরে বিজেপি ছেড়ে ২০০ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহার হাত ধরে।। এবার লাভপুরের ইন্দাশ পঞ্চায়েতের দোনাইপুর গ্ৰামের ২০০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দান করলেন, দীর্ঘদিন ধরে বিজেপি কর্মীরা বঞ্চিত থাকার ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আজ তার তৃণমূলে যোগদান করলেন।আগামী দিনে ওই দোনাইপুর গ্ৰামের মানুষেরা নতুন করে আসার আলো দেখছেন। যার ফলে বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে বাধ্য হলেন।

1
Report
Birbhum731301blurImage

উচকরণ গভর্মেন্ট স্পনসর্ড লাইব্রেরী তে শনিবার হয়ে গেল কাঞ্চন-শ্যামল সাহিত্য সভা

Subhadip GuinSubhadip GuinSept 08, 2024 04:20:53
Chandidas Nanur, West Bengal:
নানুরের উচকরণ লাইব্রেরীতে শনিবার বিকেলে হয়ে গেল বিশেষ সাহিত্যের অনুষ্ঠান ও স্মৃতি সম্মাননা প্রদান। উল্লেখ্য, প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার উচকরন গভর্নমেন্ট স্পনসর্ড লাইব্রেরীতে অনুষ্ঠিত হয়ে থাকে কাঞ্চন-শ্যামল সাহিত্য সভা ও গুণীজনদের সম্মাননা দেওয়া হয়ে থাকে, এদিন শনিবারও তা অন্যথা হলো না। এলাকার কবি সাহিত্যিকদের নিয়ে হয়ে গেল বিশেষ অনুষ্ঠানটি।
0
Report
Birbhum731302blurImage

R.G কর কাণ্ডের প্রতিবাদে কীর্ণাহারের স্থানীয় বাসিন্দারা একটি প্রতিবাদ মিছিল করলেন

Subhadip GuinSubhadip GuinSept 07, 2024 17:04:45
Kirnahar, West Bengal:
আজ অর্থাৎ শনিবার আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিকেল ৫টা৩০ নাগাদ কীর্ণাহারে একটি প্রতিবাদ মিছিল করলো স্থানীয় রা। আর জি কর কাণ্ডের দোষীদের শাস্তির দাবি জানিয়ে ও অভয়া কাণ্ডের বিচারের দাবিতে এদিন কীর্ণাহার বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল করে বাজার পরিক্রমা করে পুনরায় আবারও বাসস্ট্যান্ডে গিয়ে মিছিল টি শেষ করা হয়।এই মিছিল কে কেন্দ্র করে যাতে কোথাও কোন রকম ভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য মোতায়েন ছিল কয়েক শো পুলিশ কর্মী।
1
Report
Birbhum731302blurImage

কীর্ণাহারে ফেউগ্ৰামে CSP কেন্দ্রে চুরির ঘটনায় শুক্রবার প্রকাশ্যে এলো CCTV ফুটেজ

Subhadip GuinSubhadip GuinSept 07, 2024 06:31:19
Kirnahar, West Bengal:

কীর্ণাহারের ফেউগ্ৰামে ভারতীয় স্টেট ব্যাংকের একটি C.S.P কেন্দ্রে দুঃসাহসিক চুরির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার রাতে সেবা কেন্দ্র বন্ধ করে বাড়ি চলে যান অপারেটর সুব্রত ঘোষ ও তার সহকর্মী প্রবীর ঘোষ। শুক্রবার সকালে সুব্রত ঘোষের স্ত্রী দেখেন দরজা ভাঙা। ধারণা করা হচ্ছে, চুরিটি শুক্রবার ভোরে ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, যদিও ভিডিওটির সত্যতা এখনও যাচাই করা হয়নি।

1
Report
Birbhum731302blurImage

কীর্ণাহারে SBI CSP কেন্দ্রে চুরি, ২৬ হাজার টাকা লুট, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

Subhadip GuinSubhadip GuinSept 07, 2024 06:23:48
Kirnahar, West Bengal:
বৃহস্পতিবার রাতে C.S.P বন্ধ করে বাড়ি যান অপারেটর সুব্রত ঘোষ ও তার সহকারী,তারপর আজ শুক্রবার সকালে সুব্রত বাবুর স্ত্রী এসে প্রথম দেখতে পান দরজা রীতিমতো ভেঙে ফেলে দেওয়া হয়েছে আর তারপরেই প্রকাশ্যে আসে ভিতরে দুঃসাহসিক কাণ্ড।অপারেটর সুব্রত ঘোষ ও তার সহকারী প্রবীর ঘোষ অবশ্য এদিন দুপুর নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করছেন ২৬০০০ টাকা নিয়ে গেছে দুষ্কৃতীরা,সেই সঙ্গে ক্ষতি করেছে ওই কেন্দ্রেরও।তারপরে সংশ্লিষ্ট এলাকার পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে।
1
Report