Back
Bankura722101blurImage

বাঁকুড়া শহরের প্রবেশপথে জীবনের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

Mritunjoy Das
Jul 31, 2024 15:02:02
Bankura, West Bengal

বাঁকুড়া শহরের মূল প্রবেশপথের দুরবস্থা চরম আকার ধারণ করেছে। প্রায় এক কিলোমিটার রাস্তায় বড় বড় গর্ত, কোথাও হাঁটু সমান জলও জমে আছে। এই পথে প্রতিদিন ৩০০-এর বেশি বাস, ছোট-বড় যানবাহন এবং বাঁকুড়া মেডিকেল কলেজে যাওয়া অ্যাম্বুলেন্স চলাচল করে। বর্ষাকালে পরিস্থিতি আরও খারাপ হয়। যাত্রী, রোগী ও স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সবার দাবি অবিলম্বে রাস্তা মেরামত করা। কবে এই সমস্যার সমাধান হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

1
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com