Back
Bankura722202blurImage

বাঁকুড়া জেলা জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে শিক্ষক দিবস পালিত হ

Moheet Das
Sept 06, 2024 05:09:49
Barjora, West Bengal
সারা দেশ ও রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে শিক্ষক দিবস পালিত হচ্ছে । বৃহস্পতিবার বড়জোড়া ব্লকের ঘুটগোড়িয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এ দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয় । কমিউনিটি হল ঘুটগোড়িয়া গ্রাম পঞ্চায়েতে এই শিক্ষক দিবস অনুষ্ঠানে এলাকার শিক্ষকদের সংবর্ধনা জানানো হয় । উপস্থিত ছিলেন বড়জোড়া বিধায়ক আলোক মুখার্জি, বাঁকুড়া জেলা পরিষদের সদস্য অভিজিৎ সিং , ঘুটগোড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান গনেশ মন্ডল প্রমুখ।
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com