Back
Paschim Bardhaman713213blurImage

দুর্গাপুর মহকুমা শাসক অফিসে স্বাধীনতা সংগ্রামের উপর প্রদর্শনীর উদ্বোধন

Ganesh Chakraborty
Aug 15, 2024 07:16:28
Durgapur, West Bengal
স্বাধীনতা দিবসের ৭৮ বছর পূর্তি উপলক্ষে দুর্গাপুরের মহকুমা শাসক অফিসে উদ্ধোধন হল স্বাধীনতা সংগ্রামের এক প্রদর্শনী। প্রদর্শনীর নাম কারার ঐ লৌহ কপাট।চলবে আরো পাঁচদিন। উদ্ধোধন করেন মহকুমা শাসক ডাঃ সৌরভ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সায়ান্বিতা মাইতি ও অন্যান্যরা।দুর্গাপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই প্রদর্শনীটি হয়। মহকুমা শাসক বলেন নুতন প্রজন্মকে জানান দিতেই স্বাধীনতা সংগ্রামের উপর এই প্রদর্শনী করা হয়েছে।
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com