Back
Paschim Bardhaman713216blurImage

গবাদিপশুর দখলে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার

MONAJ KUMAR SINGHA
Aug 23, 2024 15:34:33
Durgapur, West Bengal
দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে এখন অবাধে চড়ে বেড়াচ্ছে গবাদিপশুর দল | শিল্পাঞ্চলের পার্শ্ববর্তী গ্রামগুলি থেকে দলে দলে গরু ও ছাগলের দল শিল্পাঞ্চলের সিটি সেন্টারের মূল রাস্তা ও বিভিন্ন পার্কে দখল নিয়েছে | দুর্গাপুর নগর নিগম ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কর্তারা রাস্তার দুধধার থেকে অবৈধ দখলদারি হাঁটানোর কাজ করছে | কিন্তু দুর্গাপুর শিল্পাঞ্চলে প্রাণকেন্দ্র সিটি সেন্টার এর ভেতরে অবাধে যেভাবে গবাদি পশুরা চড়ে বেড়াচ্ছে তাতে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন শহরবাসী |
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com