Back
Dakshin Dinajpur733141blurImage

সাংসদ ও বিধায়কের উদ্যোগে দিব্যাঙ্গদের সহায়তা শিবির

Kamal Kumar Biswas
Nov 06, 2024 16:25:01
Kumarganj, West Bengal

দক্ষিণ দিনাজপুরের তপন বিধানসভার অন্তর্গত পতিরাম বাজারে আয়োজিত হলো দিব্যাঙ্গ সহায়তা শিবির l স্থানীয় তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু, বালুরঘাট লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপির সভাপতির উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সহায়তা শিবির l হাজার খানেক বিশেষভাবে সক্ষম মানুষজন এই শিবিরে এসে নানা ধরণের সহায়তা পান l দিব্যাঙ্গ ব্যক্তিদের ক্ষেত্রে রাজ্যসরকার উদাসীন বলে অভিযোগ করেন তপনের বিধায়ক বুধরাই টুডু ও বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com