Back
Dakshin Dinajpur733141blurImage

শিক্ষক শিক্ষিকাদের ক্রীড়া প্রতিযোগিতা

Kamal Kumar Biswas
Oct 27, 2024 12:19:28
Kumarganj, West Bengal
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সদর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক এনামুল শেখের উদ্যোগে গঙ্গারামপুর ফুটবল মাঠে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো । বৃষ্টির ভ্রূকুটি উপেক্ষা করেও শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো l শিক্ষকদের মধ্যে ফুটবল প্রতিযোগিতা ও শিক্ষিকাদের লৌহ গোলক নিক্ষেপ এবং মিউজিক্যাল বল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । গঙ্গারামপুর সদর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ওই চক্রের শিক্ষক শিক্ষিকারা।
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com