বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলী উৎসব উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো আজ তিওড় কৃষ্ণাষ্টমী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘ তিওড় শাখার সন্ন্যাসী সম্মাননীয় অমল মহারাজ, বিশিষ্ট সমাজসেবী বঙ্গরত্ন অমূল্য রতন বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী বঙ্গরত্ন তাপস কুমার চক্রবর্তী (চকলেট দাদু), বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বিকর্ণ লাহা, হিলি গ্রামীণ হাসপাতালের ডাক্তার প্রদ্যুৎ সরকার, রক্তদান আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব প্রদীপ কুমার সাহা।
বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
নিম্নচাপের জেরে ঝাড়গ্রামে যেভাবে বৃষ্টিপাতের দেখা মিলেছে তাতে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় এই মুহূর্তে জলমগ্ন হয়ে পড়েছে, নদীর জল ফুলে ফেঁপে উঠেছে।ঝাড়গ্রাম শহরের সাথে বিভিন্ন ব্লকের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যার মধ্যে চিল্কিগড় ডলুং নদির কজওয়ে তে বিপদ সীমার উপর দিয়ে বইতে শুরু করেছে জল, ঝাড়গ্রাম শহরেও অল ছল এক বন্ধের ছোঁয়া। আর যেভাবে অনবরত বৃষ্টি হচ্ছে তাতে চিন্তিত নদী উপকূলবর্তী গ্রামের সাধারণ মানুষ। তবে যে কোন সমস্যার জন্য তৎপর রয়েছেন ঝাড়গ্রাম জেলা প্রশাসন।
হলদিয়া:প্রাকৃতিক দুর্যোগের কারনে শনিবার দুপুর থেকে বন্ধ হয়ে যায় কুকড়াহাটি-রায়চক এবং কুকড়াহাটি-ডায়মন্ড হারবার, হলদিয়া টাউনশিপ ও নন্দীগ্রাম ফেরি সার্ভিস । সব মিলিয়ে প্রায় ২০০ জন যাত্রী আটকে পড়েছেন কুকড়াহাটি ও টাউনশিপ পয়েন্টে । লঞ্চ চালানোর জন্য যাত্রীরা জেটি ঘাটে বিক্ষোভ দেখাতে থাকে। বিশেষ করে ডায়মন্ড হারবার যাত্রীরা লঞ্চ চালু করার জন্য জেটি ঘাটে চাপ দিতে থাকে । খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় সুতাহাটা থানার বিশাল পুলিশ বাহিনী। তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন ।
বাঁকুড়া, ১৪ সেপ্টেম্বর: শুক্রবার গভীর রাতে ভারি বৃষ্টির জেরে বাঁকুড়ার কোতুলপুর ব্লকের কোঙারপুর গ্রামে দেওয়াল চাপা পড়ে মারা গেলেন বৃদ্ধা। সেইসঙ্গে ১ শিশু সহ আরও ৬ জন জখম হয়েছেন। খবর পেয়ে স্থানীয়রা এবং কোতুলপুর থানার পুলিশ মাটির দেওয়াল ও টিনের চাল সরিয়ে ভিতরে আটকে পড়া ৭ জনকে উদ্ধার করে স্থানীয় গোগড়া হাসপাতালে নিয়ে যায়। অন্যদের অবস্থাও গুরুতর হওয়ায় রাতেই তাঁদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।
গত লোকসভা নির্বাচনে এই দাঁড়কা গ্রামের তিনটি বুথের মধ্যে দুইটি বুথে বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা তৃণমূলের থেকে বেশি ছিল। তাই লাভপুর ব্লকের দাঁড়কা গ্রাম থেকেই ২০০টি বিজেপি পরিবারকে নিজেদের সাথে যুক্ত করল তৃণমূল কংগ্রেস,তার ফলে আগামীতে এলাকার সংগঠন আরোও মজবুত করতে শাসকদল তৃণমূলে কংগ্রেসে যোগ দিলেন ২০০টি বিজেপি পরিবার। যদিও এই যোগদান সভায় দাঁড়কা অঞ্চলের বিজেপির বুথ সভাপতি বিশ্বজিৎ মন্ডল ও ৩টি বুথের এজেন্ট কাজল রায়ের মতো ব্যক্তিদের নাম থাকলেও কিন্তু যোগদান সভায় দেখা গেল না তাদের।
তুফানগঞ্জ বারকোদালি ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ চারজন পঞ্চায়েতে সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। শনিবার সন্ধ্যায় কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে প্রধান সুদর্শন রায় সহ পঞ্চায়েতে সদস্যদের হাতে বিজেপির পতাকা তুলে দেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় তথা তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মালতি রাভা রায়। যার ফলে এই গ্রাম পঞ্চায়েত টি বিজেপির দখলে চলে আসলো। উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে যায়।তবে এদিন তিনি পুনরায় বিজেপিতে যোগদান করেন
ঢাক বাজিয়ে নির্যাতিতার প্রতীকী ছবি রেখে দেবীজ্ঞানে প্রদীপ দেখালো কাটোয়ার কিছু সাধারণ মানুষ। মহিলাদের রাত দখল, মানববন্ধন, অবস্থান, প্রতিবাদ মিছিলের পর এবার নির্যাতিতার প্রতীকী ছবিকেই দেবীজ্ঞানে পুজো করলো কাটোয়ার কিছু সাধারন মানুষ । ঢাক বাজিয়ে প্রদীপ দেখিয়ে নির্যাতিতাকে শ্রদ্ধা জানালো কাটোয়াবাসী। আজ সন্ধ্যায় কাটোয়া টেলিফোন ময়দানে নেহরু মূর্তির পাদদেশে অবস্থান করা হয়। সেখানেই মেয়েদের আত্মরক্ষার কিছু টেকনিকও শেখানো হয়। সেখানেই বৃষ্টিতে ভিজে ভিজেই গানও করেন তারা।
শনিবার অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির অন্তর্গত পিওর জামবাদ এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য । বাঁকুড়ার মাচান তলার বাসিন্দা সঙ্গীতা দাস এর বিয়ে হয়েছিল অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির অন্তর্গত পিওর জামবাদ এলাকার বাসিন্দা সৌমিত্র দের সাথে । গত এপ্রিল মাসে তাদের বিয়ে হয়, বিয়ের পর থেকে ই সঙ্গীতা দের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতো বলে অভিযোগ পরিবারে । সঙ্গীতাকে চাপ দেয়া হতো বাবার ঘর থেকে টাকা পয়সা আনার জন্য । শনিবার ১১ টা নাগাদ শ্বশুরবাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়