Back
Purba Bardhaman713101blurImage

বর্ধমানে পরিবেশবান্ধব রাখি উৎসব: কৃষিজ বীজে তৈরি অনন্য রাখি

K Chakraborty
Aug 20, 2024 04:01:08
Bardhaman, West Bengal

বর্ধমানে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এক অভিনব রাখি বন্ধন উৎসব পালিত হলো। আলিশা বাসস্ট্যান্ডে আয়োজিত এই অনুষ্ঠানে ধান, পাট ও কাঠের পুঁতি দিয়ে নকশা করা কৃষিজ ফসলের বীজে তৈরি পরিবেশবান্ধব রাখি দেখা গেল। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে পথচারী, বাস চালক, টোটো চালক এবং ট্রাফিক নিয়ন্ত্রণকারীদের রাখি পরানো হয়। এই উদ্যোগ সম্প্রীতি ও ঐতিহ্যের প্রতীক হিসেবে উদযাপিত হলো।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com