
দুর্গাপুর ডুমুরতলা সার্বজনীন দূর্গাপূজার খুঁটিপূজা সম্পন্ন হল
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
প্রতিবছর গ্রীষ্মকালে হাসপাতাল গুলির ব্লাড ব্যাংকে রক্ত সংকট দেখা দেয়।গ্রীষ্মকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কেও তীব্র রক্ত সংকট দেখা দেয়।এবছরও রয়েছে রক্তের সংকট।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর থানার পুলিশ দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্তের সংকট দূর করতে'রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা' শিবিরের আয়োজন করে।এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় ১০০ জন পুলিশ এবং সিভিক কর্মী রক্তদান করেন।মন্ত্রী প্রদীপ মজুমদার গোলাপ ফুল দিয়ে পুলিশ ও সিভিক কর্মীদের শুভেচ্ছা জানান এদিন।
পাকিস্তানে বন্দি ভারতীয় জওয়ান পুর্নাম কুমার সাউ।পুর্নামের বাড়ি হুগলীর রিষড়ায়। পুর্নামের দুর্গাপুরে শ্বশুরবাড়ির।১৪ দিন আগে পাকিস্তান রেঞ্জার্স এর হাতে আটক হয় পূর্ণাম। ছাড়ার কথা চলার মধ্যেই যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। দুশ্চিন্তায় তাই পুর্নামের পরিবারের লোকজন।পুর্নামের স্ত্রীর বৌদি রানী গুপ্তা বলেন, দুই দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। পুর্নামকে কবে পাকিস্তান ছাড়বে আমরা জানি না।আমরা খুব দুশ্চিন্তায় রয়েছি। জানা গেছে পুর্নামের একটি ছোট্ট শিশু এবং স্ত্রী সন্তান সম্ভবা।
বলে 2C তে ছবি অবৈধ ভাবে বাংলাদেশে যাওয়ার সময়ে স্বরূপনগর থানার হাকিমপুর থেকে এক বাংলাদেশী দম্পতিকে গ্রেফতার করল স্বরূপনগর থানার পুলিস স্থানীয় এক দালালের সাথে সীমান্ত পার হওয়ায় চেষ্টা করলে পুলিস তাদের ধরে। পুলিস জনায় হাকিমপুর সীমান্ত এলাকায় ঘোরাফেরা করার সময়ে সন্দেহ হওয়ায় পরিচয় জানতে চাইলে প্রথমে তারা কিছু বলতে না চাইলেও জেরার তারা জানায় বাংলাদেশ থেকে অবৈধ ভাবে এপারে এসে দীর্ঘদিন আমেদাবাদে ছিল সেখান থেকে দালাল মিরাজুল গাজি কে টাকা দিয়ে তাদের বাড়ি বাংলাদেশে বাগেরহাটে ফিরছিল। মোঃ আলি আকবর ও সবেদা বিবি তারা স্বামী স্ত্রী।
বুধবার চিত্তরঞ্জন রেল শহরের বেশ কয়েকটি স্কুলে মক ড্রিল করা হয়।এদিন সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে স্কুল পড়ুয়াদের কাছে যুদ্ধকালীন পরিস্থিতিতে কিভাবে আত্মরক্ষা এবং কি কি করণীয় তা দেখানো হয়েছে।এর পাশাপাশি সাইরান বাজানো হয়েছে।যুদ্ধ কালীন পরিস্থিতিতে কোন সায়রেনের কি মানে তাও বোঝানো হয়েছে।