
Bardhaman - দুর্গাপুর মোহন বাগান ফ্যান ক্লাবে সবুজ মেরুন ফুটবল মাঠের কেক কেটে বিজয় দিবস পালন
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
ভাঙ্গড়ে অবৈধ নির্মাণে, গাছ কেটে পুকুর ও খালের উপরে চলছে কংক্রিটের বিল্ডিং চাঞ্চল্য এলাকায়। এই ধরনের কাজ দল সমর্থন করেনা, প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেন সহকাত মোল্লা। তৃণমূল ও প্রশাসনের মধ্যেই চলছে এই ধরনের অবৈধ নির্মাণ দাবি বিজেপির। দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড়ের বিজয়গঞ্জ বাজার এলাকায় পুকুর ও পাশখালের উপর গড়ে তোলা হচ্ছে কংক্রিটের অবৈধ নির্মাণ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নীরবতার সুযোগ নিয়ে কিছু প্রভাবশালী ব্যক্তি গাছ কেটে এবং জলাশয় বুজিয়ে এই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও, জলাশয় রক্ষায় কার্যত নিষ্ক্রিয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। পুকুর মালিকদের অভিযোগ, সাইফুল মোল্লা নামের এক ব্যক্তি তাদের কাছ থেকে পুকুর কিনে এই অবৈধ নির্মাণ করছে। পুকুরের সামনে থাকা পাশখাল ও বহু বছর পুরনো এই পুকুরের উপরে অবৈধভাবে গাছ কেটে গড়ে উঠছে কংক্রিটের বিল্ডিং, যা পরিবেশ এবং আইনের পরিপন্থী। এই প্রসঙ্গে ক্যানিং পূর্বের বিধায়ক এবং ভাঙ্গড়ের পর্যবেক্ষক সওকাত মোল্লা স্পষ্ট জানান, “এই ধরণের কাজকে দল কোনওভাবেই সমর্থন করে না। যারা করছে তারা তৃণমূলের কেউ নয়। প্রশাসনকে বলেছি যথাযথ ব্যবস্থা নিতে।” অন্যদিকে, বিজেপি নেতা অবনী মন্ডল। তার দাবি তৃণমূল এবং পুলিশের মদতেই চলছে এই অবৈধ নির্মাণ। তবে এই ধরনের অবৈধ কাজ যাতে না হয় তার জন্য পুলিশকে ব্যবস্থা নিতে হবে।
প্রতিবছর গ্রীষ্মকালে হাসপাতাল গুলির ব্লাড ব্যাংকে রক্ত সংকট দেখা দেয়।গ্রীষ্মকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কেও তীব্র রক্ত সংকট দেখা দেয়।এবছরও রয়েছে রক্তের সংকট।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর থানার পুলিশ দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্তের সংকট দূর করতে'রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা' শিবিরের আয়োজন করে।এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় ১০০ জন পুলিশ এবং সিভিক কর্মী রক্তদান করেন।মন্ত্রী প্রদীপ মজুমদার গোলাপ ফুল দিয়ে পুলিশ ও সিভিক কর্মীদের শুভেচ্ছা জানান এদিন।
পাকিস্তানে বন্দি ভারতীয় জওয়ান পুর্নাম কুমার সাউ।পুর্নামের বাড়ি হুগলীর রিষড়ায়। পুর্নামের দুর্গাপুরে শ্বশুরবাড়ির।১৪ দিন আগে পাকিস্তান রেঞ্জার্স এর হাতে আটক হয় পূর্ণাম। ছাড়ার কথা চলার মধ্যেই যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। দুশ্চিন্তায় তাই পুর্নামের পরিবারের লোকজন।পুর্নামের স্ত্রীর বৌদি রানী গুপ্তা বলেন, দুই দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। পুর্নামকে কবে পাকিস্তান ছাড়বে আমরা জানি না।আমরা খুব দুশ্চিন্তায় রয়েছি। জানা গেছে পুর্নামের একটি ছোট্ট শিশু এবং স্ত্রী সন্তান সম্ভবা।