দুর্গাপুর: মামড়া বাজার ব্যবসায়ীদের ADDA অফিসে বিক্ষোভ
দুর্গাপুরের মামড়া বাজারের ব্যবসায়ীরা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের (ADDA) অফিসে জমায়েত হয়েছেন। সবজি মার্কেটের সম্পাদক চঞ্চল হালদার জানান, পুরসভার নির্দেশে তারা দোকানের সেড সরিয়েছেন। কিন্তু ADDA এখন দোকান সরানোর হুমকি দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, তারা ৮০ বছর ধরে এখানে ব্যবসা করছেন। হঠাৎ উচ্ছেদ হলে তাদের পরিবার ও সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। তারা ADDA চেয়ারম্যানের কাছে সরকারি নিয়ম অনুযায়ী পাট্টা বা দলিল দেওয়ার দাবি জানিয়েছেন।
আরজিকর দোষীদের ফাঁসির দাবিতে দুর্গাপুর মহাবিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের মিছিল
মঙ্গলবার সন্ধ্যায় আরজিকর ঘটনায় যুক্ত দোষীদের মৃত্যুদণ্ডের দাবিতে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা প্রতিবাদ মিছিল করেন। মহাবিদ্যালয়ের পড়ুয়াসহ সাধারণ মানুষ, বিধান স্মৃতি মঞ্চের সদস্য, শিক্ষক ও চিকিৎসকরা এই মিছিলে যুক্ত হন। তৃণমূল ছাত্র নেতা শুভজ্যোতি মজুমদার এই 'পৈশাচিক' ঘটনার দোষীদের ফাঁসির দাবি জানান।
দুর্গাপুরে মর্নিং ওয়াক করতে গিয়ে নিখোঁজ যুবক
তৃণমূল আইনজীবী সেলের উদ্যোগে দুর্গাপুরে খেলা হবে দিবস উদযাপন
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে "খেলা হবে" দিবস উপলক্ষে তৃণমূল আইনজীবী সেল দুর্গাপুর মহকুমা আদালতের মহিলা আইনজীবীদের নিয়ে হ্যান্ডবল খেলার আয়োজন করে। এই অনুষ্ঠানে রাজ্যের গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর পুরসভার প্রশাসক অনিন্দিতা মুখার্জি, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দুর্গাপুরে সিম্ফনি ট্যালেন্ট হান্টের চূড়ান্ত পর্ব, সুরসংগ্রাম অনুষ্ঠিত
দুর্গাপুর সিম্ফনি ট্যালেন্ট হান্টের চূড়ান্ত পর্যায়ে "সুরসংগ্রাম" অনুষ্ঠিত হলো সৃজনী প্রেক্ষাগৃহে। উদ্যোক্তা প্রিয়াঙ্কা লাহা জানান, ১২ জন প্রতিযোগী নির্বাচিত হয়েছে। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রাঘব চট্টোপাধ্যায়, সুজয় ভৌমিক ও অঙ্কিতা সরকার। প্রতিযোগীদের পুরস্কার ও সুযোগ দেওয়া হবে। বিচারকদের কাছ থেকে মূল্যবান পরামর্শ পেয়ে তারা নিজেদের উন্নত করতে পারবে। এই প্ল্যাটফর্ম থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে প্রতিযোগীরা।
সারদা কেলেঙ্কারি ৮ বছর পর গ্রেফতার ডিরেক্টর মনোজ নাগেল
সারদা চিটফান্ড কেলেঙ্কারির অভিযুক্ত ডিরেক্টর মনোজ কুমার নাগেল ৮ বছর পর গ্রেফতার হলেন। ২০১৩ সালে সারদা কাণ্ডে গ্রেফতার হওয়ার পর ২০১৬ সালে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। এরপর থেকে ফেরার ছিলেন। বৃহস্পতিবার রাতে কলকাতার রাজারহাটের একটি হোটেল থেকে তাঁকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ। দুর্গাপুর মহকুমা আদালত তাঁর বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট জারি করেছিল। শুক্রবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে আদালত ৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।
দুর্গাপুর ডুমুরতলা সার্বজনীন দূর্গাপূজার খুঁটিপূজা সম্পন্ন হল
দুর্গাপুরে কংগ্রেস সেবাদলের ভারত ছাড়ো আন্দোলনের ৮২তম বর্ষপূর্তি উদযাপন
ভারত ছাড়ো আন্দোলনের ৮২তম বর্ষপূর্তি উপলক্ষে দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবাদল কণিষ্ক রোডের রোটারীতে এক অনুষ্ঠানের আয়োজন করে। ভারতের স্বাধীনতা সংগ্রামের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি ১৯৪২ সালের ৮ আগস্ট মহাত্মা গান্ধীর নেতৃত্বে শুরু হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তরুণ রায়।
খেলতে গিয়ে নিখোঁজ কিশোর, সাত দিন ধরে খোঁজ নেই
দুর্গাপুরের পলাশডিহা এলাকার ১৪ বছরের কিশোর সন্তোষ সাউ সাত দিন ধরে নিখোঁজ। বাবা-মা দিনমজুরের কাজে বেরিয়ে গেলে সন্তোষ মাঠে খেলতে যায়। মা ফিরে এসে দেখেন ছেলে নেই। ২ তারিখ দুর্গাপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। সন্তোষের মা সঞ্জু দেবী সাউ জানান, ১ তারিখ দুপুরে সন্তোষকে মাঠে খেলতে দেখে গিয়েছিলেন। প্রতিবেশীরা জানান, সাড়ে এগারোটার সময় সন্তোষ চলে যায়। পরিবার দুশ্চিন্তায়।
দুর্গাপুরে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে বিজেপির বিক্ষোভ
দুর্গাপুরে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে বিজেপি কর্মীরা wbscdcl অফিসের সামনে বিক্ষোভ দেখালেন। বিক্ষোভে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। বিধান নগরের ক্লাব সেন্টোস থেকে মিছিল করে তারা wbscdcl অফিসের সামনে পৌঁছান।
দুর্গাপুরেপূরসাএলাকায় দামোদর নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ যুবক
কেন্দ্রীয় বাজেট বঞ্চনার বিরুদ্ধে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় তরফ থেকে ছাত্রছাত্রীদের মিছিল
কেন্দ্রীয় বাজেট না থাকার প্রতিবাদে দুর্গাপুর সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশাল সমাবেশ করেছে। এদিন ছাত্রদের বিরোধী বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে উঠতে দেখা যায়। বিভিন্ন টেলিকম সংস্থা যেমন সাধারণ মানুষের সমস্যাকে উপেক্ষা করে নিজেদের স্বার্থে ক্রমাগত দাম বাড়াচ্ছে, তেমনই কেন্দ্রীয় সরকারও পেট্রোলের দাম বাড়াচ্ছে।