দুর্গাপুরের মামড়া বাজারের ব্যবসায়ীরা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের (ADDA) অফিসে জমায়েত হয়েছেন। সবজি মার্কেটের সম্পাদক চঞ্চল হালদার জানান, পুরসভার নির্দেশে তারা দোকানের সেড সরিয়েছেন। কিন্তু ADDA এখন দোকান সরানোর হুমকি দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, তারা ৮০ বছর ধরে এখানে ব্যবসা করছেন। হঠাৎ উচ্ছেদ হলে তাদের পরিবার ও সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। তারা ADDA চেয়ারম্যানের কাছে সরকারি নিয়ম অনুযায়ী পাট্টা বা দলিল দেওয়ার দাবি জানিয়েছেন।