
দুর্গাপুর: মামড়া বাজার ব্যবসায়ীদের ADDA অফিসে বিক্ষোভ
দুর্গাপুরের মামড়া বাজারের ব্যবসায়ীরা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের (ADDA) অফিসে জমায়েত হয়েছেন। সবজি মার্কেটের সম্পাদক চঞ্চল হালদার জানান, পুরসভার নির্দেশে তারা দোকানের সেড সরিয়েছেন। কিন্তু ADDA এখন দোকান সরানোর হুমকি দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, তারা ৮০ বছর ধরে এখানে ব্যবসা করছেন। হঠাৎ উচ্ছেদ হলে তাদের পরিবার ও সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। তারা ADDA চেয়ারম্যানের কাছে সরকারি নিয়ম অনুযায়ী পাট্টা বা দলিল দেওয়ার দাবি জানিয়েছেন।
আরজিকর দোষীদের ফাঁসির দাবিতে দুর্গাপুর মহাবিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের মিছিল
মঙ্গলবার সন্ধ্যায় আরজিকর ঘটনায় যুক্ত দোষীদের মৃত্যুদণ্ডের দাবিতে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা প্রতিবাদ মিছিল করেন। মহাবিদ্যালয়ের পড়ুয়াসহ সাধারণ মানুষ, বিধান স্মৃতি মঞ্চের সদস্য, শিক্ষক ও চিকিৎসকরা এই মিছিলে যুক্ত হন। তৃণমূল ছাত্র নেতা শুভজ্যোতি মজুমদার এই 'পৈশাচিক' ঘটনার দোষীদের ফাঁসির দাবি জানান।
দুর্গাপুরে মর্নিং ওয়াক করতে গিয়ে নিখোঁজ যুবক
তৃণমূল আইনজীবী সেলের উদ্যোগে দুর্গাপুরে খেলা হবে দিবস উদযাপন
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে "খেলা হবে" দিবস উপলক্ষে তৃণমূল আইনজীবী সেল দুর্গাপুর মহকুমা আদালতের মহিলা আইনজীবীদের নিয়ে হ্যান্ডবল খেলার আয়োজন করে। এই অনুষ্ঠানে রাজ্যের গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর পুরসভার প্রশাসক অনিন্দিতা মুখার্জি, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দুর্গাপুরে সিম্ফনি ট্যালেন্ট হান্টের চূড়ান্ত পর্ব, সুরসংগ্রাম অনুষ্ঠিত
দুর্গাপুর সিম্ফনি ট্যালেন্ট হান্টের চূড়ান্ত পর্যায়ে "সুরসংগ্রাম" অনুষ্ঠিত হলো সৃজনী প্রেক্ষাগৃহে। উদ্যোক্তা প্রিয়াঙ্কা লাহা জানান, ১২ জন প্রতিযোগী নির্বাচিত হয়েছে। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রাঘব চট্টোপাধ্যায়, সুজয় ভৌমিক ও অঙ্কিতা সরকার। প্রতিযোগীদের পুরস্কার ও সুযোগ দেওয়া হবে। বিচারকদের কাছ থেকে মূল্যবান পরামর্শ পেয়ে তারা নিজেদের উন্নত করতে পারবে। এই প্ল্যাটফর্ম থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে প্রতিযোগীরা।