বিদ্যালয়ের প্লাটিনাম জুবলি বর্ষ উদযাপন কে কেন্দ্র করে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করল হরিপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। রতুয়া ২ ব্লকের আড়াইডাঙা গ্রাম পঞ্চায়েতের অধীনে অবস্থিত হরিপুর উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলী বর্ষ উদযাপন কে কেন্দ্র করে দুদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রশাসনিক কর্তা থেকে শুরু করে জনপ্রতিনিধিদের উপস্থিতি লক্ষ্য করা গেল। উপস্থিত ছিলেন রতুয়া বিধানসভার বিধায়ক সমর মুখার্জি, রতুয়া দুই ব্লকের ভিডিও শেখর শেরপা, পুখুরিয়া থানার ওসি বাপন দাস, বিদ্যালয়ের পরিদর্শক আবু হাশেম তৌসিফ সহ অন্যান্যরা। বিভিন্ন সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে এই প্লাটিনাম জুবলি বর্ষ উদযাপনকে কেন্দ্র করে। উদ্বোধনের সূচনাতে ই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে সংগীত পরিবেশন ভী কী গেই।
Back

বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলী বর্ষ উদযাপন হরিপুরে নানায়
Bishanpur Srirampara, West Bengal
0
Share
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Bishanpur Srirampara, West Bengal:
আগামী ৬ এপ্রিল রামনবমী l ইতিমধ্যেই রামনবমী উদযাপন সমিতির মালদা শাখার পক্ষ থেকে তার প্রস্তুতি জোর কদমে চলছে। এবারে রামনবমীর ধর্মীয় শোভাযাত্রা সকাল দশটায় ইংরেজবাজার শহরের রামকৃষ্ণপল্লী মাঠ থেকে শুরু হবে যা শহর জুড়ে পরিক্রমা করে শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির সংলগ্ন মাঠে শেষ হবে l এবং সেখানেই শোভাযাত্রার সমাপ্তি ও শ্রীরাম প্রসাদ বিতরণ ভক্তদের মধ্যে করা হবে । রামনবমীর এই শোভাযাত্রায় সকল সনাতনী হিন্দু ধর্মের মানুষদের বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণপত্র করতে দেখা যাচ্ছে। ইংরেজবাজার পৌরসভার ওয়ার্ডগুলিতে সমস্ত ওয়ার্ডেই রামনবমী উদযাপন কমিটির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণপত্র দিতে দেখা যাচ্ছে। সকলের মুখে জয় শ্রীরাম ধোনি ।
0
Share
Report
Bishanpur Srirampara, West Bengal:
২০১৬ সালে পরীক্ষা দিয়েছিলেন। ২০১৮সালে চাকুরী পেয়েছেন। গ্রুপ ডি পদে। দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। আইসিডিএস চাকুরী করতেন। ১৫বছর করেছেন। কিন্তু আর্থিক কারণে ভাল রোজগারের আশায় গ্রুপ ডি পদে চাকুরীর জন্য পরীক্ষা দিয়েছিলেন। চাকুরী হয়।মালদা বার্লো বালিকা বিদ্যালয়ে। আজ খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন। স্বামী বেসরকারি স্কুলে পড়ান। দুই ছেলে মেয়ে। এখন কি করবেন। বুঝতে পারছেন না। রাষ্ট্রপতির দারস্থ হবেন এমন ভাবছেন। জানালেন ভেরোনিকা টুডু।
0
Share
Report
Bishanpur Srirampara, West Bengal:
সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেল পুরাতন মালদার আহ্লাদমনি উচ্চ বালিকা বিদ্যালয়ের চার জন শিক্ষিকার। এদিকে সুপ্রিম কোর্টের রায় শোনার পর স্কুল চত্বরে কান্নার রোল। স্কুলের প্রধান শিক্ষিকা সুস্মিতা দাস বলেন, তিনজন শিক্ষিকা ২০১৯ সালে চাকরি পেয়ে আমাদের এই স্কুলে জয়েন করেন। পাশাপাশি আরেকজন শিক্ষিকা ২০২১ সালে অন্য স্কুল থেকে বদলি হয়ে এই স্কুলে আসেন। মোট চারজন শিক্ষিকার চাকরি বাতিল হল সুপ্রিম কোর্টের নির্দেশে। এই চারজনে ই মালদার বাসিন্দা। যদিও চাকরি হারার বিষয়ে এই চারজন শিক্ষিকার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
0
Share
Report
Bishanpur Srirampara, West Bengal:
উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতির আর এরই মধ্যে মালদাহের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুর এলাকায় গরু পাচারের আড়ালে অনুপ্রবেশ।সীমান্তে প্রহরত বিএসএফ জওয়ানরা ঘটনা দেখতে পেয়ে বাধা দেয়। এরপরই বাংলাদেশী দুষ্কৃতীরা জাওয়ানদের ওপর ধারালোর অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। বিএসএফ জাওয়ানরা আত্মরক্ষায় গুলি চালালে বাংলাদেশী দুষ্কৃতীরা গরুগুলি রেখে পালিয়ে যায়।যদিও এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিএসএফ।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মালদহের হরিশ্চন্দ্রপুরের ৮৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা রাতের অন্ধকারে দেখতে পায় যে বেশ কয়েকজন বাংলাদেশী দুস্কৃতিরা ভারত ভুখন্ডে ঢুকার চেষ্টা করছে। প্রহরারত জওয়ানরা অনুপ্রবেশকারী দুস্কৃতিদের ধাওয়া করে।
0
Share
Report
Bishanpur Srirampara, West Bengal:
মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে শীঘ্রই চালু হতে চলেছে ডায়াবেটিস ক্লিনিক। তাই ডায়াবেটিস ক্লিনিক চালুর প্রাক্কালে পরিকাঠামো পরিদর্শন করতে মালদায় এলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্যরা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে ডায়াবেটিস, ক্লিনিকের পরিকাঠামো ঘুরে দেখেন। ঘুরে দেখার পর প্রতিনিধি দলের সদস্যরা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয় নিয়ে বৈঠক করেন।
0
Share
Report
Malda: ঢালাই রাস্তা নির্মাণের কাজের শিলান্যাস করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী
Bishanpur Srirampara, West Bengal:
এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ করলেন মন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্য সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দ অর্থে প্রায় ১ কোটি ৭৫ লক্ষ্য টাকা ব্যয়ে কালিয়াচক ২ ব্লকের অন্তর্গত পঞ্চানন্দপুর ১ ও ২ গ্রাম পঞ্চায়েতের লস্করিটোলা সেন্টু শেখের বাড়ি থেকে দামোদরটোলা চৌরাস্তা পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণের কাজের শিলান্যাস করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন। আজ দুপুরে এই উদ্বোধন কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন মন্ত্রী ছাড়াও উপস্থিত হয়েছিলেন কালিয়াচক টু পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জলি মণ্ডল, ব্লক উন্নয়ন আধিকারিক বিপ্রতীম বসাক সহ জনপ্রতিনিধি ও সাধারণ গ্রামবাসীরা।
0
Share
Report
Bishanpur Srirampara, West Bengal:
সরকারি উদ্যোগে মৎস্যজীবীদের মাছ বিতরণেও লাগলো রাজনৈতিক রং। মৎস্যজীবী বিজেপি কর্মী সমর্থকদের বঞ্চিত করার অভিযোগ মানিকচক পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে।বেছে বেছে তৃণমূলের মৎস্যজীবী কর্মীদের মাছ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ পঞ্চায়েত সমিতি অফিসের সামনে।মানিকচকের বিডিওকে লিখিত অভিযোগ করলেন মন্ডল বিজেপির সভাপতি।
মানিকচক ব্লকের মৎস্য দপ্তরের পক্ষ থেকে সমস্ত গ্রামপঞ্চাতের মৎস কর্মীদের বিভিন্ন প্রজাতীর মাছ বিতরন করা হচ্ছে।এলাকার প্রায় ৩১৭জন মৎসজীবীর তালিকা তৈরি করা হয়েছে।যাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে প্রায় ১৭কেজি করে বিভিন্ন প্রজাতির মাছ।বিগত সোমবার থেকে শুরু হয়েছে বিতরণ,তারমধ্যে মঙ্গলবার মাছ বিতরণের প্রক্রিয়াকে ঘিরে বিক্ষোভ দেখিয়ে লিখিত অভিযোগ করলেন মথুরাপুরের বাসিন্দারা।
0
Share
Report
Bishanpur Srirampara, West Bengal:
ট্রলি ব্যাগে করে বিপুল পরিমাণ গাঁজা পাচারের ছক ভেস্তে দিল মালদা টাউন স্টেশনের জিআরপি। কয়েক লক্ষ টাকার গাঁজা সহ পাকড়াও করল দুই পাচারকারীকে।জিআরপি সূত্রে জানা গেছে, ধৃত দুজনের মধ্যে একজনের নাম ঝন্টু সরকার। বয়স ৩৫ বছর। বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার নরসিংহপুর গ্রামে এবং অপরজনের নাম গোবিন্দ উপাধ্যায়। বয়স ৩৩ বছর। বাড়ি দিল্লির বাদারপুর থানার ফিটু রোড এলাকায়। সোমবার রাতে তারা দুজনে মিলে একটি ট্রলি ব্যাগে করে বিপুল পরিমাণ গাঁজা দিল্লিতে পাচারের ছক কষেছিল। সেই উদ্দেশ্যে তারা ট্রলি ব্যাগ নিয়ে মালদা টাউন স্টেশনে দিল্লিগামী ট্রেন ধরার উদ্দেশ্যে দাঁড়িয়েছিল। বিশেষ সূত্র মারফত এই খবর পেয়ে মালদা টাউন স্টেশনের জিআরপি তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের ট্রলি ব্যাগ থেকে প্লাস্টিকে মোড়া অবস্থায় ২৭ কেজি ২৪৩ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
0
Share
Report
Bishanpur Srirampara, West Bengal:
এ কি কান্ড ! জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী ! শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। কেন এই সিদ্ধান্ত নিলেন স্বামী ? জানলে চমকে উঠবেন আপনিও। এমনই ঘটনার সাক্ষী থাকল হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের পরাশটলা গ্রামের মানুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,নিঃসন্তান বধূ দ্রৌপদী রায় (৩৫) দীর্ঘ উনিশ বছরের সংসার জীবনের মায়া ছিন্ন করে গত ১৮ মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার জীবন শুরু করেছেন। স্বামী অচিন্ত রায় গভীরভাবে মর্মাহত হয়ে পড়েছেন। স্ত্রীকে চিরতরে ভুলে যেতে এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন তিনি। অচিন্ত পেশায় রাজ মিস্ত্রি। নিঃসন্তান দম্পতি। দীর্ঘ উনিশ বছর আগে পার্শ্ববর্তী বরুই গ্রামে দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় অচিন্তর। সাতপাকে বাঁধা পড়ার সময় অগ্নিকে সাক্ষী রেখে একসঙ্গে জীবন কাটানোর শপথ।
0
Share
Report