Back
Malda732202blurImage

Malda: সরকারি উদ্যোগে মাছ বিতরণেও লাগল রাজনৈতিক রঙ

Madhab Kumar Mandal
Mar 25, 2025 12:13:28
Bishanpur Srirampara, West Bengal
সরকারি উদ্যোগে মৎস্যজীবীদের মাছ বিতরণেও লাগলো রাজনৈতিক রং। মৎস্যজীবী বিজেপি কর্মী সমর্থকদের বঞ্চিত করার অভিযোগ মানিকচক পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে।বেছে বেছে তৃণমূলের মৎস্যজীবী কর্মীদের মাছ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ পঞ্চায়েত সমিতি অফিসের সামনে।মানিকচকের বিডিওকে লিখিত অভিযোগ করলেন মন্ডল বিজেপির সভাপতি। মানিকচক ব্লকের মৎস্য দপ্তরের পক্ষ থেকে সমস্ত গ্রামপঞ্চাতের মৎস কর্মীদের বিভিন্ন প্রজাতীর মাছ বিতরন করা হচ্ছে।এলাকার প্রায় ৩১৭জন মৎসজীবীর তালিকা তৈরি করা হয়েছে।যাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে প্রায় ১৭কেজি করে বিভিন্ন প্রজাতির মাছ।বিগত সোমবার থেকে শুরু হয়েছে বিতরণ,তারমধ্যে মঙ্গলবার মাছ বিতরণের প্রক্রিয়াকে ঘিরে বিক্ষোভ দেখিয়ে লিখিত অভিযোগ করলেন মথুরাপুরের বাসিন্দারা।
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com