Back
Malda732202blurImage

Malda: মালদা সীমান্তে গরু পাচার ভেস্তে দিল বিএসএফ

Madhab Kumar Mandal
Mar 26, 2025 11:48:13
Bishanpur Srirampara, West Bengal
উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতির আর এরই মধ্যে মালদাহের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুর এলাকায় গরু পাচারের আড়ালে অনুপ্রবেশ।সীমান্তে প্রহরত বিএসএফ জওয়ানরা ঘটনা দেখতে পেয়ে বাধা দেয়। এরপরই বাংলাদেশী দুষ্কৃতীরা জাওয়ানদের ওপর ধারালোর অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। বিএসএফ জাওয়ানরা আত্মরক্ষায় গুলি চালালে বাংলাদেশী দুষ্কৃতীরা গরুগুলি রেখে পালিয়ে যায়।যদিও এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিএসএফ। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মালদহের হরিশ্চন্দ্রপুরের ৮৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা রাতের অন্ধকারে দেখতে পায় যে বেশ কয়েকজন বাংলাদেশী দুস্কৃতিরা ভারত ভুখন্ডে ঢুকার চেষ্টা করছে। প্রহরারত জওয়ানরা অনুপ্রবেশকারী দুস্কৃতিদের ধাওয়া করে।
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com