Back
South 24 Parganas743502blurImage

Bhangar - ভাঙ্গড়ে অবৈধ নির্মাণ: প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

PINEWZ
May 12, 2025 09:59:23
Bhangar, West Bengal

ভাঙ্গড়ে অবৈধ নির্মাণে, গাছ কেটে পুকুর ও খালের উপরে চলছে কংক্রিটের বিল্ডিং চাঞ্চল্য এলাকায়। এই ধরনের কাজ দল সমর্থন করেনা, প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেন সহকাত মোল্লা। তৃণমূল ও প্রশাসনের মধ্যেই চলছে এই ধরনের অবৈধ নির্মাণ দাবি বিজেপির। দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড়ের বিজয়গঞ্জ বাজার এলাকায় পুকুর ও পাশখালের উপর গড়ে তোলা হচ্ছে কংক্রিটের অবৈধ নির্মাণ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নীরবতার সুযোগ নিয়ে কিছু প্রভাবশালী ব্যক্তি গাছ কেটে এবং জলাশয় বুজিয়ে এই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও, জলাশয় রক্ষায় কার্যত নিষ্ক্রিয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। পুকুর মালিকদের অভিযোগ, সাইফুল মোল্লা নামের এক ব্যক্তি তাদের কাছ থেকে পুকুর কিনে এই অবৈধ নির্মাণ করছে। পুকুরের সামনে থাকা পাশখাল ও বহু বছর পুরনো এই পুকুরের উপরে অবৈধভাবে গাছ কেটে গড়ে উঠছে কংক্রিটের বিল্ডিং, যা পরিবেশ এবং আইনের পরিপন্থী। এই প্রসঙ্গে ক্যানিং পূর্বের বিধায়ক এবং ভাঙ্গড়ের পর্যবেক্ষক সওকাত মোল্লা স্পষ্ট জানান, “এই ধরণের কাজকে দল কোনওভাবেই সমর্থন করে না। যারা করছে তারা তৃণমূলের কেউ নয়। প্রশাসনকে বলেছি যথাযথ ব্যবস্থা নিতে।” অন্যদিকে, বিজেপি নেতা অবনী মন্ডল। তার দাবি তৃণমূল এবং পুলিশের মদতেই চলছে এই অবৈধ নির্মাণ। তবে এই ধরনের অবৈধ কাজ যাতে না হয় তার জন্য পুলিশকে ব্যবস্থা নিতে হবে। 

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com