Back
Dakshin Dinajpur733121blurImage

গঙ্গারামপুর এর বিজেপির ঢাকা, 12 ঘন্টা বাংলা বন্ধ

Shantanu Misra
Aug 28, 2024 03:42:51
Buniadpur, West Bengal

গঙ্গারামপুরে বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধের প্রভাব তেমন দেখা যাচ্ছে না। সকাল থেকে সবজি, মাছ, ফল ও মুদিখানার দোকান খোলা রয়েছে। সরকারি বাস, পণ্যবাহী লরিসহ ছোট গাড়ি চলাচল স্বাভাবিক, তবে বেসরকারি বাস চলাচল বন্ধ। টোটো ও সাধারণ মানুষের চলাচলও স্বাভাবিক। বিজেপির কর্মীরা দোকান বন্ধের আবেদন করলেও তৃণমূল কংগ্রেসের মিছিল বনধের বিরোধিতা করছে।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com