Back
Tarun Tanti
Hooghly712235

হুগলির ডানকুনিতে যাত্রী বোঝাই বাসের সাথে ৪০৭ গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু বাস চালকের।আহত একাধিক।

TTTarun TantiOct 04, 2024 16:21:33
West Bengal:
ছাত্র ছাত্রীদের নিয়ে সুন্দরবন থেকে পুরুলিয়ার অযোধ্যায় বেড়াতে যাওয়ার পথে ডানকুনির কলাছড়া এলাকায় ১৪ নং বাস সট্যানডের কাছে ৪০৭ ম্যাটাডোরের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হলে বাস চালক রাজু হালদারের মৃত্যু হয়।এলাকা বাসীর অভিযোগ ৪০৭ গাড়ির চালক নিয়ন্ত্রণ হাড়িয়ে বাসে ধাক্কা মারে।ঘটনাস্থলে ডানকুনি থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যায়।
0
Report
Hooghly712232

পুজোর অনুদানের চেক না নিলেও চেক বিলির অনুষ্ঠানে উত্তরপাড়ার বৌঠান ক্লাব।কটাক্ষ কাউন্সিলরের

TTTarun TantiSept 26, 2024 07:08:47
Uttarpara, West Bengal:
আর জি কর ঘটনার প্রতিবাদ জানিয়ে দুর্গাপূজার সরকারি অনুদান ফিরিয়ে দিলেও অনুদানের চেক বিলি অনুষ্ঠানে হাজির হলেন উত্তর পাড়ার বৌঠান ক্লাবের সদস্যরা। আর তাতেই উপস্থিত সকলের সামনে বৌঠান ক্লাবের সদস্যদের কটাক্ষ করলেন তৃণমূল কাউন্সিলর।চন্দননগর পুলিশ কমিশনারের ডাকে উত্তরপাড়া গণভবনে সমন্বয় কমিটি ও চেক প্রদান অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে হাজির হল বৌঠান ক্লাবের কয়েকজন সদস্য। সেখানেই তাদের কটাক্ষ করা হয় বলে অভিযোগ। আর যার ফলে অনুষ্ঠান থেকে বেরিয়ে পড়েন তারা।
0
Report
Hooghly712233

উত্তর পাড়ায় পুজোর আগে ভর সন্ধ্যায় সোনার দোকানে আগুন, এলাকায় চাঞ্চল

TTTarun TantiSept 24, 2024 04:30:01
Uttarpara, West Bengal:
বন্ধু দোকানে ভয়াবহ আগুন, উত্তরপাড়া স্টেশন রোডে একটি সোনার দোকানে আগুন লাগায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে আছে উত্তরপাড়া থানা পুলিশ,খবর দেওয়া হয় দমকলে,প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় দীর্ঘক্ষন যানজটের সমস্যা দেখা দেয় উত্তরপাড়া স্টেশন রোড।
0
Report
Hooghly712233

৩৮২ টি পুজো কমিটিকে সরকারি অনুদানের চেক বিলি পুলিশ কমিশনারেটের, রিষড়া রবীন্দ্রভবনে।

TTTarun TantiSept 23, 2024 15:07:15
Uttarpara, West Bengal:
রিষড়া ও শ্রীরামপুরের ৩৮২ টি পুজো কমিটির হাতে সরকারি অনুদানের 85 হাজার টাকার চেক তুলে দিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার।রিষড়া রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনে উচ্চপদস্থ আধিকারিক সহ শ্রীরামপুর ও রিষড়া পৌরসভার পৌর প্রধান ও পুজো কমিটি উদ্যোক্তারা। পাশাপাশি হারিয়ে যাওয়া ৬১টি মোবাইল তুলে দেন ওই মোবাইল মালিকের হাতে।
0
Report
Advertisement
Hooghly712233

রাতে হাজার হাজার মানুষের প্রতিবাদ: আমরা চাই বিচার!

TTTarun TantiSept 16, 2024 13:43:19
Uttarpara, West Bengal:
আর জি কর কাণ্ডে তিলোত্তমার বিচার চেয়ে রাত দখলে হাজার হাজার মানুষ,ঢাক কাশি,ঘন্টা শঙ্খ,আর উলু ধ্বনিতে এই অভিনব প্রতিবাদ করতে দেখা যায়। উত্তর পাড়া কলেজ মোড় থেকে এই অভিনব প্রতিবাদ মিছিল বের হয় এবং শখের বাজারে এসে শেষ হয়। রবিবার গভীর রাতে নারী থেকে পুরুষ নবীন থেকে প্রবীণ সকলে প্রতিবাদ মিছিলে পা মেলান।তাদের একটাই স্লোগান উই ওয়ান জাস্টিস।
1
Report
Hooghly712233

মৃত বিক্রম ভট্টাচার্যের বাড়িতে দোলা সেনের নেতৃত্বে দেশ বাঁচাও গণমঞ্চের প্রতিনিধি দল।

TTTarun TantiSept 11, 2024 05:57:49
Uttarpara, West Bengal:
বিনা চিকিৎসা মৃত কোন্নগরের বিক্রম ভট্টাচার্যের বাড়িতে এলেন দোলা সেন সহ দেশ বাঁচাও গণ মঞ্চের প্রতিনিধি দল। কথা বললেন মৃত বিক্রমের দিদিমার সাথে।তবে সেই সময় বিক্রমের মা বাবা বাড়িতে না থাকলেও ঘটনার দিন হাসপাতালের সমস্ত তথ্য নেনতারা। পাশাপাশি মৃত বিক্রমের যাতে সুবিচার পায় সেই আশ্বাস দেন তারা।এদিন এই বড় মঞ্চের দলে ছিলে দোলা সেন সহ সুমন ভট্টাচার্য, নাজমুল হক, রন্থিদেব সেনগুপ্ত,বর্ণালী মুখোপাধ্যায়,অভিনেতা ভিভান ঘোষ সহ আরো অনেকে।এছাড়াও ছিলেন কোন্নগর পৌরসভার পৌর প্রধান।
0
Report
Hooghly712235

মহিলার স্লিলতা হানির অভিযোগ উত্তরপাড়া শ্রীরামপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির বিরুদ্ধে

TTTarun TantiSept 09, 2024 14:38:19
Hooghly, West Bengal:
গণেশ পূজার জলসার মাইক বন্ধু করতে বলায় এক মহিলাকে শ্লীলতা হানির অভিযোগ উত্তরপাড়া শ্রীরামপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সহ বেশ কিছু যুবকের বিরুদ্ধে। এমনকি শ্রীরামপুর থানায় ২১ জনের বিরুদ্ধে এফ আই আর করে ওই মহিলা। পেশায় আইনজীবী ওই মহিলা বলেন অনুষ্ঠানটি বন্ধ করতে বলায় সকলে আমাকে ঘিরে ধরে, এমনকি অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি আমাকে ঘিরে তারা আমার গায়ে হাত দিতে থাকে।সেই সময় পুলিশকে জানালে কোনরকম পদক্ষেপ না নামায় অবশেষে এফআইআর করি।
0
Report
Hooghly712235

বিনা চিকিৎসায় মৃত্যু বিক্রম ভট্টাচার্যের বিচারের দাবিতে মোমবাতি হাতে মানববন্ধন কোন্নগরে

TTTarun TantiSept 09, 2024 14:02:31
Hooghly, West Bengal:
পথ দুর্ঘটনায় আহত কোন্নগরের বাসিন্দা বিক্রম ভট্টাচার্যের আরজিকর হাসপাতালে মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায়, এমনই অভিযোগ কোন্নগরের বাসিন্দাদের।তার মৃত্যুর সুবিচারের দাবিতে কোন্নগর ডি ওলডি জিটি রোডে হাতে মোমবাতি জ্বালিয়ে মানববন্ধন করলেন কোন্নগর নাগরিক সমিতির পক্ষ থেকে। যেখানে উপস্থিত ছিলেন নবীন থেকে প্রবীর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আহত বিক্রমকে তিন ঘন্টা ফেলে রাখে আর জি করে। বিনা চিকিৎসার মৃত্যু হয় তার। মানববন্ধন থেকে দাবি তোলা হয় চিকিৎসকরা তাদের কর্মে ফিরে আসে।
0
Report
Hooghly712232

মৃত বিক্রম ভট্টাচার্যের মায়ের সঙ্গে দেখা করলেন শ্রীরামপুর লোকসভার সদস্য।

TTTarun TantiSept 08, 2024 09:52:16
Uttarpara, West Bengal:
মৃত বিক্রম ভট্টাচার্যের মায়ের সাথে কথা বললে সংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। আর জি কর হাসপাতালে চিকিৎসকদের আন্দোলনে কর্মবিরতির ফলে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে বিক্রমের এমনই দাবি কল্যাণ ব্যানার্জির।
1
Report
Hooghly712232

তিলোত্তমার সুবিচারের দাবিতে রাত দখলের মিছিলে মদ্যপ যুবকের গাড়ি

TTTarun TantiSept 05, 2024 05:22:19
Uttarpara, West Bengal:

আর কি কর কান্ডে সুবিচারের দাবিতে রাত দখলের লড়াইতে গভীর রাতে হাজার হাজার মানুষের যখন মশাল মিছিল চলছে উত্তর পাড়ায় সেই সময় মিছিলে মধ্যব্য অবস্থায় এক যুবক চারচাকা গাড়ি নিয়ে ঢুকে পড়ো ঢুকে পড়ে,ঘটনায় তড়িঘড়ি এই যুবক সহ গাড়িটিকে আন্দোলনকারীরা পুলিশের হাতে তুলে দেয়।

1
Report
Purba Medinipur721401

গভীর রাতে আরজিকর ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষের মহা মিছিল হুগলির উত্তরপাড়ায়

TTTarun TantiSept 05, 2024 05:13:34
Hugli, West Bengal:
আরজিকর ঘটনায় সঠিক বিচারের দাবি ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে হাজার হাজার মানুষের মশাল ও মোমবাতি মিছিল উত্তরপাড়া জি টি রোড জুড়ে,যেখানে প্রবীণ থেকে নবীন হাতে মশাল নিয়ে এই প্রতিবাদী মিছিলে পা মিলাতে দেখা যায়। তাদের একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস।
0
Report
Purba Medinipur721401

আরজিকর ঘটনার প্রতিবাদে কয়েকশো সাধারন মানুষের মানববন্ধন প্রতিবাদ, হুগলির হিন্দমোটর এলাকায়

TTTarun TantiSept 05, 2024 05:12:27
Hugli, West Bengal:
হুগলির উত্তরপাড়া বিধানসভা এলাকার একাধিক চিকিৎসকের সহযোগিতায় হাজার হাজার মানুষের মানববন্ধন প্রতিবাদ হল হিন্দমোটর জি টি রোডে।সম্পূর্ণ অরাজনৈতিক ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচি সম্পূর্ণ হয়, যেখানে ছোট থেকে বড় বহু মানুষ এই আরজিকর ঘটনায় মানববন্ধন প্রতিবাদে যোগ দেয়।
0
Report