Back

হুগলির ডানকুনিতে যাত্রী বোঝাই বাসের সাথে ৪০৭ গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু বাস চালকের।আহত একাধিক।
West Bengal:
ছাত্র ছাত্রীদের নিয়ে সুন্দরবন থেকে পুরুলিয়ার অযোধ্যায় বেড়াতে যাওয়ার পথে ডানকুনির কলাছড়া এলাকায় ১৪ নং বাস সট্যানডের কাছে ৪০৭ ম্যাটাডোরের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হলে বাস চালক রাজু হালদারের মৃত্যু হয়।এলাকা বাসীর অভিযোগ ৪০৭ গাড়ির চালক নিয়ন্ত্রণ হাড়িয়ে বাসে ধাক্কা মারে।ঘটনাস্থলে ডানকুনি থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যায়।
0
Report
পুজোর অনুদানের চেক না নিলেও চেক বিলির অনুষ্ঠানে উত্তরপাড়ার বৌঠান ক্লাব।কটাক্ষ কাউন্সিলরের
Uttarpara, West Bengal:
আর জি কর ঘটনার প্রতিবাদ জানিয়ে দুর্গাপূজার সরকারি অনুদান ফিরিয়ে দিলেও অনুদানের চেক বিলি অনুষ্ঠানে হাজির হলেন উত্তর পাড়ার বৌঠান ক্লাবের সদস্যরা। আর তাতেই উপস্থিত সকলের সামনে বৌঠান ক্লাবের সদস্যদের কটাক্ষ করলেন তৃণমূল কাউন্সিলর।চন্দননগর পুলিশ কমিশনারের ডাকে উত্তরপাড়া গণভবনে সমন্বয় কমিটি ও চেক প্রদান অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে হাজির হল বৌঠান ক্লাবের কয়েকজন সদস্য। সেখানেই তাদের কটাক্ষ করা হয় বলে অভিযোগ। আর যার ফলে অনুষ্ঠান থেকে বেরিয়ে পড়েন তারা।
0
Report
উত্তর পাড়ায় পুজোর আগে ভর সন্ধ্যায় সোনার দোকানে আগুন, এলাকায় চাঞ্চল
Uttarpara, West Bengal:
বন্ধু দোকানে ভয়াবহ আগুন, উত্তরপাড়া স্টেশন রোডে একটি সোনার দোকানে আগুন লাগায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে আছে উত্তরপাড়া থানা পুলিশ,খবর দেওয়া হয় দমকলে,প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় দীর্ঘক্ষন যানজটের সমস্যা দেখা দেয় উত্তরপাড়া স্টেশন রোড।
0
Report
৩৮২ টি পুজো কমিটিকে সরকারি অনুদানের চেক বিলি পুলিশ কমিশনারেটের, রিষড়া রবীন্দ্রভবনে।
Uttarpara, West Bengal:
রিষড়া ও শ্রীরামপুরের ৩৮২ টি পুজো কমিটির হাতে সরকারি অনুদানের 85 হাজার টাকার চেক তুলে দিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার।রিষড়া রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনে উচ্চপদস্থ আধিকারিক সহ শ্রীরামপুর ও রিষড়া পৌরসভার পৌর প্রধান ও পুজো কমিটি উদ্যোক্তারা। পাশাপাশি হারিয়ে যাওয়া ৬১টি মোবাইল তুলে দেন ওই মোবাইল মালিকের হাতে।
0
Report
Advertisement
রাতে হাজার হাজার মানুষের প্রতিবাদ: আমরা চাই বিচার!
Uttarpara, West Bengal:
আর জি কর কাণ্ডে তিলোত্তমার বিচার চেয়ে রাত দখলে হাজার হাজার মানুষ,ঢাক কাশি,ঘন্টা শঙ্খ,আর উলু ধ্বনিতে এই অভিনব প্রতিবাদ করতে দেখা যায়। উত্তর পাড়া কলেজ মোড় থেকে এই অভিনব প্রতিবাদ মিছিল বের হয় এবং শখের বাজারে এসে শেষ হয়। রবিবার গভীর রাতে নারী থেকে পুরুষ নবীন থেকে প্রবীণ সকলে প্রতিবাদ মিছিলে পা মেলান।তাদের একটাই স্লোগান উই ওয়ান জাস্টিস।
1
Report