Back
Sudip Chatterjeeমশাল মিছিল আয়োজিত হল হ্যামিল্টণগঞ্জে
Dalsingpara Tea Garden, West Bengal:আলিপুরদুয়ার: আর জি কর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে হ্যামিল্টণগঞ্জে মশাল মিছিল আয়োজিত হল।
এদিন সন্ধ্যায় হ্যামিল্টণগঞ্জ বাসস্ট্যাণ্ড থেকে মশাল মিছিল শুরু হয়। মশাল মিছিলটি হ্যামিল্টণগঞ্জের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।
মশাল মিছিলে এলাকার বাসিন্দারা, ছাত্রছাত্রীরা অংশগ্ৰহণ করে।
0
Report
আলিপুরদুয়ারে নেশাজাতীয় ওষুধসহ গ্রেফতার এক ব্যক্তি
Dalsingpara Tea Garden, West Bengal:
আলিপুরদুয়ারের জয়গাঁও পুলিশ বিপুল পরিমাণ নেশার বড়ি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে পাঠায়। তথ্য অনুসারে, জয়গাঁও পুলিশ সোমবার রাতে ভানুভক্ত টোল এলাকায় একটি গ্যারেজে অভিযান চালায়, যার পরে তল্লাশি চলাকালীন আশরাফ আলী নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে মঙ্গলবার আলিপুরদুয়ার আদালতে পাঠানো হয়।
0
Report
Advertisement
আলিপুরদুয়ারে ছাত্রছাত্রীদের প্রতিবাদ মিছিল
Dalsingpara Tea Garden, West Bengal:আলিপুরদুয়ার:আর জি কর ঘটনায় দোষীদের কোঠরতম শাস্তি দাবিতে আলিপুরদুয়ার শহড়ে প্রতিবাদ মিছিল করল ছাত্রছাত্রীরা। এদিন আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। প্রতিবাদ মিছিলটি আলিপুরদুয়ার শহড়ের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এদিনের প্রতিবাদ মিছিলে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
0
Report