Back
Sudip Chatterjee
Followমশাল মিছিল আয়োজিত হল হ্যামিল্টণগঞ্জে
Dalsingpara Tea Garden, West Bengal:
আলিপুরদুয়ার: আর জি কর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে হ্যামিল্টণগঞ্জে মশাল মিছিল আয়োজিত হল।
এদিন সন্ধ্যায় হ্যামিল্টণগঞ্জ বাসস্ট্যাণ্ড থেকে মশাল মিছিল শুরু হয়। মশাল মিছিলটি হ্যামিল্টণগঞ্জের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।
মশাল মিছিলে এলাকার বাসিন্দারা, ছাত্রছাত্রীরা অংশগ্ৰহণ করে।
0
Report
"বনাধিকার আইন বাস্তবায়নে আন্দোলন শুরু"
Dalsingpara Tea Garden, West Bengal:
আলিপুরদুয়ার: বনাধিকার আইন ২০০৬ পাশ হওয়ার পরও ডুয়ার্সের বনবস্তি বাসীরা তার সুফল পাচ্ছেন না। এই আইনের অভাবজনিত কারণে বনবস্তির অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এবং উন্নয়ন থমকে রয়েছে। এই অভিযোগে উত্তরবঙ্গ বন জন শ্রমজীবী মঞ্চ আন্দোলনে নামছে। তারা বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের ভলকা রেঞ্জ অফিসে বিক্ষোভ প্রদর্শন করে। বন দফতরের অযাচিত হস্তক্ষেপের বিরুদ্ধে ও উন্নয়নের জন্য বনাধিকার আইন দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।
0
Report
আলিপুরদুয়ারে নেশাজাতীয় ওষুধসহ গ্রেফতার এক ব্যক্তি
Dalsingpara Tea Garden, West Bengal:
আলিপুরদুয়ারের জয়গাঁও পুলিশ বিপুল পরিমাণ নেশার বড়ি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে পাঠায়। তথ্য অনুসারে, জয়গাঁও পুলিশ সোমবার রাতে ভানুভক্ত টোল এলাকায় একটি গ্যারেজে অভিযান চালায়, যার পরে তল্লাশি চলাকালীন আশরাফ আলী নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে মঙ্গলবার আলিপুরদুয়ার আদালতে পাঠানো হয়।
0
Report
ফালাকাটার জটেশ্বরে প্রতিবাদ মিছিল ছাত্রছাত্রীদের
Dalsingpara Tea Garden, West Bengal:
আলিপুরদুয়ার:- আরজি কর কাণ্ডে প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়েছে শহর থেকে প্রত্যন্ত গ্রামে। প্রতিবাদে শামিল হল কলেজ পড়ুয়ারাও। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলো জটেশ্বর লীলাবতী মহাবিদ্যালয়ের পড়ুয়ারা। মঙ্গলবার ফালাকাটা ব্লকের জটেশ্বর লীলাবতী মহা-বিদ্যালয়ের পড়ুয়ারা প্রতিবাদ মিছিল করেন৷ আরজি কর-কাণ্ডে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে এদিন সংশ্লিষ্ট মহাবিদ্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। ওই প্রতিবাদ মিছিলটি জটেশ্বরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ফের কলেজে ফিরে শেষ হয় বলে জানা গিয়েছে।
0
Report
আলিপুরদুয়ারে ছাত্রছাত্রীদের প্রতিবাদ মিছিল
Dalsingpara Tea Garden, West Bengal:
আলিপুরদুয়ার:আর জি কর ঘটনায় দোষীদের কোঠরতম শাস্তি দাবিতে আলিপুরদুয়ার শহড়ে প্রতিবাদ মিছিল করল ছাত্রছাত্রীরা। এদিন আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। প্রতিবাদ মিছিলটি আলিপুরদুয়ার শহড়ের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এদিনের প্রতিবাদ মিছিলে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
0
Report