Back
Soumen Bhattacharya
Followপানিহাটির বিধায়ক নির্মল ঘোষের সিবিআই জিজ্ঞাসাবাদ: কি ঘটছে?
Kolkata, West Bengal:
পানিহাটির তৃণমূলের বিধায়ক নির্মল ঘোষ সিবিআই অফিসে পৌঁছানোর পর সিবিআই সূত্রে জানা গিয়েছে যে আরজি কর তাঁকে খুনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছেন।
0
Report
বিধাননগর আদালতে বিজেপি নেতা মুকুল রায়ের মুক্তি, তৃণমূল খুনের মামলা চাঞ্চল্যকর!
Durgapur, West Bengal:
হাসখালি তৃণমূল নেতা খুনের ঘটনায় পাঁচজন অভিযুক্তদের মধ্যে বিজেপি নেতা মুকুল রায়, জগন্নাথ সরকার সহ তিনজনকে বেকসুর খালাস করল বিধাননগর MP, MLA আদালত। এদিন জগন্নাথ সরকার সহ চারজন অভিযুক্ত আদালতে উপস্থিত থাকলেও মুকুল রায় শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি। ২০১৯ সালের সরস্বতী পুজোর অনুষ্ঠানে ঢুকে গুলি করে খুন করা হয়েছিল তৃণমূল বিধায়ককে। আদালত সুজিত মন্ডল ও অভিজিৎ পুন্ডারীকে দোষী সাব্যস্ত করেছে এবং আগামীকাল তাদের সাজা ঘোষণা হবে।
0
Report
ডাক্তারদের তিন সদস্যের টিম সিজিও কমপ্লেক্সে পৌঁছাল!
Kolkata, West Bengal:
বি আর সিং হাসপাতাল থেকে ডাক্তারদের একটি তিনজনের টিম সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছালো। তারা সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলের মেডিকেল চেকআপ করবেন।
0
Report