হাসখালি তৃণমূল নেতা খুনের ঘটনায় পাঁচজন অভিযুক্তদের মধ্যে বিজেপি নেতা মুকুল রায়, জগন্নাথ সরকার সহ তিনজনকে বেকসুর খালাস করল বিধাননগর MP, MLA আদালত। এদিন জগন্নাথ সরকার সহ চারজন অভিযুক্ত আদালতে উপস্থিত থাকলেও মুকুল রায় শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি। ২০১৯ সালের সরস্বতী পুজোর অনুষ্ঠানে ঢুকে গুলি করে খুন করা হয়েছিল তৃণমূল বিধায়ককে। আদালত সুজিত মন্ডল ও অভিজিৎ পুন্ডারীকে দোষী সাব্যস্ত করেছে এবং আগামীকাল তাদের সাজা ঘোষণা হবে।