Back
SANJOY RAJBANSHI
Purba Bardhaman713409blurImage

ভাগীরথী নদীর জল বাড়ছে, পালপাড়ায় আতঙ্কের ছায়া

SANJOY RAJBANSHISANJOY RAJBANSHISept 20, 2024 07:14:08
Kalna, West Bengal:

ধাপে ধাপে বেড়েই চলেছে ভাগীরথী নদীর জল, আর তারই জেরে আতঙ্কে ঘুম উড়েছে কালনার পালপাড়া এলাকার কয়েকশো বাসিন্দাদের, জল বাড়ায় গত বছরে ঠিক এই সময় সময়ই কালনার পাল পাড়ায় ঢুকে পড়েছিল একটি কুমির,সেই আতঙ্ক আজও তাজা আছে এই এলাকার মানুষের মনের মধ্যে, এই বার ভাগীরথী নদীর জল ক্রমশই বেড়েই চলেছে,কিছু জায়গায় জল ঢুকতে শুরু করেছে তার ফলে আতঙ্কে গ্রাস করেছে পাল পাড়া ও জাপট এলাকায় মানুষদের মধ্যে, এই দুটি এলাকায় ঘুরে দেখলেন দশনম্বর ওয়াডের জনপ্রতিনিধি অনিল বসু, জলের আতঙ্কের সাথে সাথে বিষধর সাপ ও কীটপতঙ্গের আতঙ্ক।

0
Report